D পৃষ্ঠা ১২
- English Word delinquent Bengali definition [ডিলিঙ্কোয়ান্ট্] (noun), (adjective) (ব্যক্তি) দুষ্কৃতি; কৃতাপরাধ; কর্তব্যবিমুখ; কর্তব্যপরান্মুখ।
- English Word deliquescent Bengali definition [ডেলিকোয়েস্ন্ট্] (adjective) (রসায়ন) (আর্দ্রতা শোষণ করে) বাতাসে গলে যায় এমন; উদগ্রাহী।
- English Word delirious Bengali definition [ডিলিরিআস্] (adjective) ভ্রান্তচিত্ত; প্রলাপকারী; বিকারগ্রস্ত; নষ্টচেতন; উন্মত্ত: The patient’s temperature went up and he became delirious. The audience was delirious with excitement. (২) চিত্তবৈকল্য; জ্বরবিকার; প্রবল উত্তেজনা ইত্যাদির পরিচয়বহ; উন্মত্ত: delirious speech, উন্মত্ত প্রলাপ। deliriously (adverb) বিকারবশত; উন্মত্তভাবে।
- English Word delirium Bengali definition [ডিলিরিআম্] (noun) [uncountable noun] রোগের প্রকোপে, বিশেষত জ্বরের ঘোরে অনেক সময় প্রলাপসহ প্রচণ্ড মানসিক বিকার; চিত্তবৈকল্য; চিত্তবিভ্রম; প্রলাপ। delirium tremens [ডিলিরিআম্ ট্রীমেন্জ্] (সাধারণত dt(s) [ডীটী(জ)]) অত্যধিক পানাসক্তিহেতু চিত্তবিকার; উল্লল চিত্তবৈকল্য।
- English Word deliver Bengali definition [ডিলিভা(র্)] (verb transitive) (১) (চিঠিপত্র, পারসেল, পণ্য ইত্যাদি) বিলি করা; সরবরাহ করা; পৌঁছে দেওয়া; নিবেদন করা। deliver the goods (লাক্ষণিক) যথোচিত ব্যবস্থা নেওয়া; বিহিত করা। (২) deliver (from) (প্রাচীন প্রয়োগ) মুক্ত/উদ্ধার/রক্ষা/ত্রাণ/নিস্তার করা। (৩) (বক্তৃতা, ভাষণ ইত্যাদি) দেওয়া; উচ্চারণ করা। (৪) (ধাত্রী, শুশ্রূষাকারী) প্রসব করানো: to be delivered of a child. (৫) (up/over) (to) ফেরত দেওয়া; প্রত্যর্পণ/অর্পণ/হস্তান্তর করা। (৬) (আঘাত ইত্যাদি) হানা: to deliver a blow. deliverer (noun) ত্রাতা; ত্রাণকর্তা; মুক্তিদাতা; তারক।
- English Word deliverence Bengali definition [ডেলিভারান্স্] (noun) [uncountable noun] deliverence (from) মুক্তি; ত্রাণ; পরিত্রাণ; নিস্তার।
- English Word delivery Bengali definition [ডেলিভারি] (noun) (১) [uncountable noun] (চিঠিপত্র, পারসেল, পণ্য ইত্যাদি); বিলি; বিতরণ; [countable noun] (plural deliveries) নির্দিষ্ট সময়ান্তর বিতরণ; বিলি: Prompt delivery is assured. There are five deliveries a week in this locality. on delivery বিতরণের সময়ে। take delivery of প্রতিগ্রহণ করা; সংগ্রহ করা: Please take delivery of your new suit. delivery-note (noun) প্রাপকের প্রাপ্তিস্বীকারের জন্য পণ্যের সঙ্গে প্রেরিত সাধারণত দুই প্রস্থ দাবিপত্র; আদানপত্র। delivery truck (noun) (America(n)) পরিবহণ ভ্যান। (২) (কেবল singular) বাচনভঙ্গি: brilliant/poor delivery. (৩) (সন্তান) প্রসব: an easy/a difficult delivery.
- English Word dell Bengali definition [ডেল্] (noun) সাধারণত বৃক্ষশোভিত ছোট উপত্যকা/ঢালু জায়গা।
- English Word delouse Bengali definition [ডীলাউস্] (verb transitive) উকুনমুক্ত করা।
- English Word delphinium Bengali definition [ডেল্ফিনিআম্] (noun) সাধারণত নীল পুষ্পশোভিত দীর্ঘ শিষযুক্ত কয়েক ধরনের উদ্যান-উদ্ভিদ; ভরতকণ্টক।
- English Word delta Bengali definition [ডেল্টা] (noun) গ্রিক বর্ণ (ডেলতা); বদ্বীপ। delta winged (উড়োজাহাজ) ত্রিকোণাকার পাখাযুক্ত।
- English Word delude Bengali definition [ডিলূড্] (verb transitive) delude somebody with something/into doing something (উদ্দেশ্যমূলকভাবে) প্রতারিত/বিভ্রান্ত করা: to delude oneself with impractical ideas; to delude somebody/oneself into thinking that...
- English Word deluge Bengali definition [ডেলিঊজ্] (noun) [countable noun] (১) মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত। the Deluge নূহের প্লাবন। দ্রষ্টব্য Gen. 9. (২) প্রবলভাবে আগত যেকোনো কিছু; তোড়; ঝড়: a deluge of words/questions/protests. □ (verb transitive) deluge (with) প্লাবিত করা; (কোনোকিছু বা কারো উপর) প্লাবনের মতো নেমে আসা।
- English Word delusion Bengali definition [ডিলূজ্ন্] (noun) [uncountable noun] প্রতারণা; বঞ্চনা; [countable noun] (বিশেষত বাতুলতার লক্ষণস্বরূপ) অলীক বিশ্বাস বা মত; ব্যামোহ; বিভ্রম; মতিবিভ্রম: to be under a delusion/under the delusion the..., to suffer from delusions.
- English Word delusive Bengali definition [ডিলূসিভ্] (adjective) অলীক; ভ্রান্তিজনক; প্রতারণামূলক। delusively (adverb) বিভ্রান্তিকরভাবে।
- English Word deluxe Bengali definition [ডিলাক্স্] (adjective) (ফরাসি) অত্যুৎকৃষ্ট; মহার্ঘ; অতি উন্নতমানের: a deluxe edition.
- English Word delve Bengali definition [ডেল্ভ্] (verb transitive), (verb intransitive) (১) (প্রাচীন প্রয়োগ) খনন করা; খোঁড়া। (২) delve into অনুসন্ধান করা; ঘাটা; খোঁড়াখুঁড়ি করা: to delve into old records; to delve into somebody’s past.
- English Word demagnetize, demagnetise Bengali definition [ডীম্যাগ্নিটাইজ্] (verb transitive) চুম্বকত্বহীন করা। demagnetization, demagnetisation [ডীম্যাগ্নিটাইজেশ্ন্ America(n) ডীম্যাগ্নিটিজেই] (noun) বিচৌম্বকীকরণ।
- English Word demagogue Bengali definition [ডেমাগগ্ America(n) ডেমাগোগ্] (noun) যে রাজনৈতিক নেতা যুক্তিতর্ক উপস্থাপনের বদলে আবেগ উদ্দীপ্ত করে জনসাধারণকে খ্যাপানোর চেষ্টা করেন; বক্তৃতাবাগীশ নেতা। demagogy [ডেমাগগি] (noun) [uncountable noun] বক্তৃতাসর্বস্ব/গলাবাজির রাজনীতি। demagogic [ডেমাগগিক্] (adjective) বক্তৃতাসর্বস্ব; লোকখ্যাপানো।
- English Word demand 1 Bengali definition [ডিমা:ন্ড্ America(n) ডিম্যান্ড্] (noun) demand (for) (১) [countable noun] চাহিদা; দাবি; যাচ্ঞা: I’m unable to satisfy your demands. He has too many demands on his time, নানা কাজের চাপে তিনি অত্যধিক ব্যতিব্যস্ত থাকেন; There have been demands that the chairman should meet a delegation of employees. on demand যাচ্ঞামাত্র: a cheque on demand. demand (note) দেনা পরিশোধের নির্দেশসহ প্রেরিত পত্র, যেমন আয়কর বিভাগ থেকে; যাচ্ঞাপত্র। (২) [uncountable noun] (অথবা indefinite article ও adjective সহ) (পণ্য, সেবা ইত্যাদি) ক্রয় বা নিয়োজনে আগ্রহী ব্যক্তিবর্গের অভিলাষ; চাহিদা। in demand অর্থিত; কাঙ্ক্ষিত; জনপ্রিয়: These books are always in demand.
- English Word demand 2 Bengali definition [ডিমা:ন্ড্ America(n) ডিম্যান্ড] (verb transitive) (১) চাওয়া; দাবি/হুকুম/তলব করা। (২) প্রয়োজন হওয়া: The situation demands a lot of tact.
- English Word demarcate Bengali definition [ডীমা:কেইট্] (verb transitive) সীমানা চিহ্নিত করা।
- English Word demarcation Bengali definition [ডীমা:কেইশ্ন্] (noun) [uncountable noun] সীমানির্ধারণ; সীমানানির্ধারণ; পৃথক্করণ: a line of demarcation, সীমারেখা; demarcation problems in industry, যেমন বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত শ্রমিকদের কাজের প্রকৃতি স্থির করা; সীমানির্ধারণ সমস্যা।
- English Word démarche Bengali definition [ডেইমা:শ্] (noun) (ফরাসি) রাজনৈতিক পদক্ষেপ; (বিদেশি সরকারের কাছে) কূটনৈতিক পদক্ষেপ বা আবেদন।
- English Word demean Bengali definition [ডিমীন্] (verb transitive) demean oneself ছোট/হীন করা; মর্যাদা লাঘব করা।
- English Word demeanour Bengali definition (America(n)= demeanor) [ডিমীনা(র্)] (noun) [uncountable noun] আচার-আচরণ; চালচলন: I resent his self-important demeanour.
- English Word demented Bengali definition [ডিমেন্টিড্] (adjective) উন্মত্ত; মতিভ্রষ্ট; পাগল; (কথ্য) উদ্বেগে অস্থির; মাথা খারাপ।
- English Word demerara Bengali definition [ডেমারেআরা] (noun) [uncountable noun] demerara sugar (গায়ানা দেশীয়) হালকা বাদামি রঙের অশোধিত চিনি; লাল চিনি।
- English Word demerit Bengali definition [ডীমেরিট্] (noun) [countable noun] দোষ; ত্রুটি; অপকর্ম।
- English Word demesne Bengali definition [ডিমেইন্] (noun) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) নিজস্ব বলে ভূসম্পত্তির ভোগদখল: land held in demesne; [countable noun] খাসজমি; নিজস্ব সম্পত্তি; খাসমহল।