• Bengali Word end 1 English definition [এন্‌ড্] (noun) ১ প্রান্ত; the end of a street; the north end of a village.
    begin/start at the wrong end গোড়ায় গলদ করা; ভুলভাবে শুরু করা। get hold of the wrong end of the stick সম্পূর্ণভাবে ভুল বোঝা; উদ্দিষ্ট অর্থ ধরতে না পেরে সম্পূর্ণ ভুল ধারণা পোষণ করা। keep one’s end up (British/Britain) বিপদের মুখে লড়াকু মেজাজে এগিয়ে যাওয়া। at a loose end গুরুত্বপূর্ণ অথবা আনন্দজনক কিছু করার নেই এমন অবস্থা। on end (ক) খাড়া: place the barrel on (its) end.(খ) বিরামহীন; একটানা: three days on end. end on মুখোমুখি: The two ships collided end on. end to end এ প্রান্ত থেকে ও প্রান্ত। go (in) off the deep end নিয়ন্ত্রণ না-করে আবেগ প্রকাশের চেষ্টা। make (both) ends meet আয় বুঝে ব্যয় করা। (reach) the end of the line/road (লাক্ষণিক) চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়া। (২) অবশেষ। end papers (noun) পুস্তানি; প্রচ্ছদের ভেতরের খালি কাগজ। (৩) সমাপ্তি; উপসংহার; the end of a lecture. (be) at an end; at the end (of) শেষ হওয়া; শেষ সীমায় উপনীত হওয়া। come to an end সমাপ্ত হওয়া। come to a bad end ধ্বংসের সীমায় উপনীত হওয়া। draw to an end ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যাওয়া। make an end of something; put an end to something সমাপ্তি টানা। in the end অবশেষে। no end of (কথ্য) অনেক। without end সমাপ্তিহীন। (৪) মৃত্যু: His glorious life came to an end. (৫) উদ্দেশ্য; লক্ষ্য: with this end in view. The end justifies the means (প্রবাদ) সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।