Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Deccan Bengali definition [ডেইকান্‌] (noun) the Deccan (singular) ভারতের দক্ষিণাঞ্চল; দাক্ষিণাত্য
  • English Word decease Bengali definition [ডিসীস্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক আইন সম্বন্ধীয়) (কোনো ব্যক্তির) মৃত্যু; প্রাণবিয়োগ। □(verb intransitive) মরা; প্রাণত্যাগ করা; মারা যাওয়া। the deceased (আনুষ্ঠানিক আইন সম্বন্ধীয়) মৃতব্যক্তি।
  • English Word deceit Bengali definition [ডিসীট] (noun) (১) [uncountable noun] কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা(২) [countable noun] মিথ্যা; ছলনা; কৈতব; শঠতা
  • English Word deceitful Bengali definition [ডিসীট্‌ফ্‌ল্‌] (adjective) (১) কপটী; কাপটিক; ছলনাপর: I have never seen such a deceitful boy. (২) প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট: deceitful words/behavior. deceitfully [ডিসীট্‌ফুলি] (adverb) সকপটে; প্রতারণামূলকভাবে। deceitfulness (noun) কপটতা; কাপট্য; ছলনাপরতা; প্রতারণাপরায়ণতা।
  • English Word deceive Bengali definition [ডিসীভ্‌] (verb transitive) deceive (in/into) যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা: Don’t deceive yourself, you can’t escape punishment, আত্মপ্রতারণা করো না: I’ve been deceived in you, চিনতে ভুল করেছি; l was deceived into the belief/ deceived into believing that..., আমাকে মিথ্যা বোঝানো হয়েছিল...। deceiver [ডিসীভা(র)] (noun) প্রতারক; শঠ।
  • English Word decelerrate Bengali definition [ডীসেলারেইট্] (verb transitive), (verb intransitive) বেগ মন্দীভূত করা; গতিহ্রাস করা। দ্রষ্টব্য accelerate. deceleration [ডীসেলারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] গতি হ্রাসকরণ; সময়ের প্রতি এককে গতিহ্রাসের হার; বিত্বরণ।
  • English Word December Bengali definition [ডিসেম্‌বা(র্‌)] (noun) ইংরেজি বর্ষের দ্বাদশ মাস; ডিসেম্বর
  • English Word decemvir Bengali definition [ডিসেম্‌ভা(র)] (noun) দশ সদস্যবিশিষ্ট পরিষদের একজন সদস্য; বিশেষত রোমে যারা Laws of Twelve Tables (৪৫১-৫০ খ্রি. পূর্বাব্দ) প্রণয়ন করেন। decemvirate (noun) দশ সদস্যবিশিষ্ট পরিষদ; উক্ত পরিষদের কার্যকাল।
  • English Word decency Bengali definition [ডীস্‌ন্‌সি] (noun) (১) [uncountable noun] শালীনতা; শোভনতা; শিষ্টতা; ঔচিত্য; শিষ্টাচার: an offence against decency. (২) (plural) the decencies সমাজে সভ্য আচরণে যা প্রয়োজন; শালীনতা; শিষ্টাচার: observe the decencies.
  • English Word decent Bengali definition [ডীস্‌ন্‌ট্‌] (adjective) (১) যথোচিত; শোভন; শিষ্টাচারসম্মত; যথোপযুক্ত; Can’t you put on some decent clothes? He is to poor to hire a decent house. (২) অন্যকে আহত বা বিব্রত করে না এমন; শালীন; রুচিসম্মত: decent language and behavior. (৩) (কথ্য) ভালোবাসার যোগ্য; তুষ্টিজনক: He is a decent fellow সজ্জন; সুজন: That was decent dinner. decently (adverb) শিষ্টাচারসম্মততাবে; রুচিসম্মতভাবে: decently dressed; behave decently. (কথ্য) He is doing very decently, সে বেশ ভালো করেছে।
  • English Word decentralize, decentralise Bengali definition [ডিসেনট্রালাইজ্‌] (verb transitive) কেন্দ্র থেকে দূরবর্তী স্থান, শাখা ইত্যাদিকে অধিকতর ক্ষমতা দেওয়া; বিকেন্দ্রীভূত করাdecentralization, decentralisation [ডিসেট্রালাইজ্‌ইশ্‌ন্‌ America(n) ডিসেট্রালিজেইশ্‌ন্‌] (noun) বিকেন্দ্রীকরণ: They promised decentralization of local government within 5 years.
  • English Word deception Bengali definition [ডিসেপ্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] প্রতারণা; চাতুরী; ছলনা; প্রবঞ্চনা; ধোঁকা; ভাঁওতা: to practice deception on the public. (২) [countable noun] প্রতারণার উদ্দেশ্যে অবলম্বিত কৌশল; ছল
  • English Word deceptive Bengali definition [ডিসেপ্‌টিভ্] (adjective) প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন: His simplicity is deceptive. deceptively (adverb) প্রতারণামূলকভাবে।
  • English Word deci- Bengali definition [ডেসি] (prefix) (মেট্রিক পদ্ধতি) এক-দশমাংশ
  • English Word decibel Bengali definition [ডেসিবেল্‌] (noun) ধ্বনির (শব্দের) আপেক্ষিক উচ্চতার একক; ডেসিবেল
  • English Word decide Bengali definition [ডিসাইড্‌] (verb transitive), (verb intransitive) (১) (প্রশ্ন বা সন্দেহের) মীমাংসা/নিষ্পত্তি করা; ফয়সালা করা; (মধ্যে, পক্ষে, বিপক্ষে, অনুকূলে) রায় দেওয়া; বিচার করা; You cannot decide every question by pure speculation. I am unable to decide between the two. The judge decided for/against the defendant. (২) decide (on/against) সিদ্ধান্ত দেওয়া; মন স্থির করা; ঠিক করা; সংকল্পবদ্ধ হওয়া: It was decided that a delegation would meet the management. He decided not to join the post. I decided on selling the house. (৩) সিদ্ধান্ত গ্রহণের কারণ হওয়া: His insistence decided me to cancel the trip. decided (adjective) (১) সুস্পষ্ট; সুনির্দিষ্ট: Men of decided opinions are difficult to persuade. (২) (ব্যক্তি) সংকল্পবদ্ধ; স্থিরসংকল্প: Are you decided about it? decidedly (adverb) সুস্পষ্টভাবে; নির্দিষ্টভাবে; সন্দেহাতীতভাবে: answer decidedly, decidedly better.
  • English Word deciduous Bengali definition [ডিসিডিউআস্‌] (adjective) (গাছ) প্রতি বছর (বিশেষত হেমন্তকালে) পাতা ঝরে যায় এমন; পর্ণমোচী
  • English Word decimal Bengali definition [ডেসিম্‌ল্] (adjective) দশগুণিত বা এক-দশমাংশ; দশমিক: the decimal system, দশমিক পদ্ধতি; a decimal fraction, দশমিক ভগ্নাংশ; যেমন ০.০৫৩; the decimal point, দশমিক বিন্দুdecimalize, decimalise (verb transitive) দশমিকে রূপান্তরিত করা: 5 decimalized is 5. 2 5; দশমিক পদ্ধতি গ্রহণ করা: decimalize the currency. decimalization, decimalisation [ডেসিমালাইজেইশ্‌ন্ America(n) ডেসিমালিজেইশ্‌ন্] (noun) দশমিকীকরণ।
  • English Word decimate Bengali definition [ডেসিমেইট্] (verb transitive) বিপুল সংখ্যায় হত্যা বা ধ্বংস করা: a population decimated by famine, দুর্ভিক্ষে বহুলাংশে হ্রাসপ্রাপ্ত জনসংখ্যা।
  • English Word decipher Bengali definition [ডিসাইফা(র্‌)] (verb transitive) (সংকেতলিপি, কদর্য হস্তাক্ষর কিংবা দুর্বোধ্য বা হতবুদ্ধিকর কিছুর) অর্থোদ্ধার করাdecipherable [ডিসাইফরাবল্] (adjective) অর্থোদ্ধারযোগ্য।
  • English Word decision Bengali definition [ডিসিজ্‌ন্] (noun) (১) [uncountable noun, countable noun] সিদ্ধান্ত; মীমাংসা; নিষ্পত্তি: give a decision on a case; reach/come to/arrive at/take/make a decision. (২) [uncountable noun] সিদ্ধান্তগ্রহণ এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার ক্ষমতা; সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা; সংকল্পবদ্ধতা: He lacks decision.
  • English Word decisive Bengali definition [ডিসাইসিভ্] (adjective) নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত: a decisive battle. (২) সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত: He gave a decisive answer. decisively (adverb) সুস্পষ্টভাবে; চূড়ান্তভাবে।
  • English Word deck 1 Bengali definition [ডেক্] (noun) (১) জাহাজের কাঠামোর উপরে বা ভিতরে সাধারণত কাষ্ঠফলকনির্মিত যেকোনো তল; নৌতল; ডেকclear the decks, দ্রষ্টব্য clear 3 (১)। deckcabin (noun) খোলা ডেকের উপরকার প্রকোষ্ঠ; ডক-কেবিন। deckchair (noun) ঘরের বাইরে ব্যবহারের জন্য কাঠ বা ধাতুর কাঠামোর উপর ক্যানভাস দিয়ে তৈরি সংকোচনযোগ্য আসন; ডেকচেয়ার। deckhand জাহাজের ডেকে কর্মরত কর্মী; ডেককর্মী। deck officers (প্রকৌশলীদের বাদ দিয়ে) জাহাজের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা; ডেক-কর্মকর্তা। deck passengers ডেকেই পানাহার ও শয়ন করে এমন যাত্রী (কেবিনের যাত্রী নয়); ডেকযাত্রী। deck quoits [কয়ট্‌স্‌] (noun) রিংসহযোগে ডেকের খেলাবিশেষ; চক্রক্রীড়া। (২) ডেকের অনুরূপ কোনো তল, যেমন বাসের তল: the top deck of a bus. (৩) (প্রধানত America(n)) তাসের তাড়া; (বাণিজ্য) বিশেষত কোনো নথি থেকে নেওয়া ছিদ্রযুক্ত কার্ডের সমষ্টিdecker (noun) (যৌগশব্দে) একটি নির্দিষ্ট সংখ্যক তলবিশিষ্ট: a three decker ship, তিনতলা জাহাজ; a single/double decker bus; a double decker/triple decker sandwich, দুই/তিন পরতের স্যান্ডউয়িচ।
  • English Word deck 2 Bengali definition [ডেক্] deck (without/out in) খচিত/ভূষিত/সজ্জিত/অলংকৃত করা: streets decked with festoons. She decked out in her finest clothes. (২) (জাহাজ, নৌকা) তলযুক্ত করা
  • English Word deckle-edged Bengali definition [ডেক্‌ল্‌এজ্‌ড্‌] (adjective) (কোনো কোনো প্রকার কাগজ) আঁছাটা প্রান্তযুক্ত
  • English Word declaim Bengali definition [ডিক্‌লেইম্] (verb intransitive), (verb transitive) (১) declaim (against) উদ্দীপ্তভাবে কথা বলা; (কথায়) আক্রমণ করা; বিষোদগার করা(২) বক্তৃতা বা আবৃত্তির ঢংয়ে কথা বলা; (কবিতা ইত্যাদি) বক্তৃতার ঢংয়ে আবৃত্তি করা
  • English Word declamation Bengali definition [ডেক্‌লামেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] উদ্দীপ্ত ভাষণ; উদ্ভাষণ; অভিভাষণ; উত্তপ্ত বচনdeclamatory [ডিক্‌ল্যামাটারি America(n) ডিক্‌ল্যামাটোরি] (adjective) অলংকারপূর্ণ ভাষণ বা আবৃত্তিসংক্রান্ত।
  • English Word declaration Bengali definition [ডেক্‌লারেইশ্‌ন্] (noun) [uncountable noun] ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন; [countable noun] ঘোষণা; প্রজ্ঞাপন: a declaration of war; the Declaration of Independence, (উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশসমূহের) স্বাধীনতা-ঘোষণা (৪ জুলাই, ১৭৭৬); a declaration of income.
  • English Word declare Bengali definition [ডিক্‌লেআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election. He declared the conference open. declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 3 50. declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো। declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা(২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty. (৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা(৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare? (৫) (interjection) বিস্ময়সূচক: Well, I declare! আশ্চর্য! declarable [ডিক্‌লেআরাব্‌ল্] (adjective) অবশ্যজ্ঞাপনীয়।
  • English Word declassify Bengali definition [ডীক্‌ল্যাসিফাই] (verb transitive) (বিশেষত এযাবৎ গোপনীয় কোনোকিছু) বিশেষ শ্রেণি থেকে অপসারিত করা; বর্গচ্যুত করা; বিগ্রথিত করা; declassify information concerning military strategies. declassification [ডীক্‌ল্যাসিফিকেইশ্‌ন্‌] (noun) বর্গচ্যুতকরণ; বিগ্রথিতকরণ।