Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word deign Bengali definition [ডেইন্‌] (verb intransitive) deign to do something কৃপাবশত কিছু করা; নিজের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ না হলেও দয়া বা সৌজন্যবশত কিছু করা: She deigned to cast a look on me, সে আমার প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করেছে।
  • English Word deism Bengali definition [ডীইজ্‌ম্‌] (noun) ঐশী প্রত্যাদেশ বা ধর্মীয় বিধিবিধানে আস্থা ব্যতিরেকে এক পরমসত্তার অস্তিত্বে বিশ্বাস; আস্তিক্য; একাত্মবাদdeist [ডীইস্‌ট্] (noun) একাত্মবাদী।
  • English Word deity Bengali definition [ডীইটি] (noun) (১) [uncountable noun] দেবত্ব(২) [countable noun] (plural deities) দেব; দেবতা; দেবীthe Deity ঈশ্বর; পরমেশ্বর।
  • English Word déja vu Bengali definition [ডেইজা ভিউ্য] (noun) [uncountable noun] (ফরাসি) যে ঘটনার অভিজ্ঞতা নেই কিংবা যে দৃশ্য আগে দেখা হয়নি, তা মনে পড়ে যাওয়ার একটা অনুভূতি; (কথ্য) কোনোকিছু খুব ঘন ঘন দেখা বা শোনা হয়েছে এ রকম একটা অনুভূতি; পূর্বদৃষ্ট।
  • English Word deject Bengali definition [ডিজেক্‌ট্‌] (verb transitive) (সাধারণত past participle) বিষণ্ণ/বিমর্ষ/বিমনা/নিরানন্দ করাdejected (participial adjective) মনমরা; বিমর্ষ; বিমনা: He looks dejected. dejectedly (adverb) সবিষাদে; বিষণ্ণভাবে। dejection [ডিজেক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] বিষণ্ণতা; বিমর্ষতা।
  • English Word dejure Bengali definition [ডেইজুআরি] (adjective), (adverb) (লাতিন) ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত: the dejure king; king dejure. দ্রষ্টব্য de facto.
  • English Word dekko Bengali definition [ডেকোউ] (noun) (অপশব্দ) have a dekko এক নজর দেখা বা (কোনোকিছুর প্রতি) এক নজর তাকানো
  • English Word delay Bengali definition [ডিলেই] (verb transitive), (verb intransitive) (১) বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা: Don’t delay. The journey was delayed (for) three hours. (২) স্থগিত/মুলতবি করা; Why has she delayed going to dentist? □ (noun) (১) [uncountable noun] বিলম্ব; দেরি; কালক্ষেপণ: Please answer with delay. (২) [countable noun] বিলম্বের দৃষ্টান্ত; যতোটা সময় বিলম্ব করা হয়েছে; বিলম্ব; দেরি: after a delay of two months. delayed-action (adjective), (noun) কিছু সময় পার হলে কাজ করে এমন; বিলম্বিত; স্থগিত: a delayed-action bomb, এক ধরনের বিলম্বিত বোমা; বিলম্বিত তৎপরতা; বিলম্বন; কালক্ষেপণ।
  • English Word delectable Bengali definition [ডিলেকটাব্‌ল্‌] (adjective) (সাহিত্যিক) আনন্দদায়ক; রমণীয়; মনোহর; সুখকর
  • English Word delectation Bengali definition [ডীলেক্‌টেইশ্‌ন্] (noun) [uncountable noun] (সাহিত্যিক, বক্রোক্তি) আমোদ; আহ্লাদ; বিনোদন; উপভোগ: He writes for the delectation of half witted adolescents.
  • English Word delegacy Bengali definition [ডেলিগাসি] (noun) (plural delegacies) প্রতিনিধিত্বের ব্যবস্থা; প্রতিনিধিবর্গ
  • English Word delegate 1 Bengali definition [ডেলিগাট্] (noun) প্রতিনিধি; প্রতিভূ
  • English Word delegate 2 Bengali definition [ডেলিগেইট্] (verb transitive) delegate (to) (কাউকে) প্রতিনিধিরূপে পাঠানো; (কাউকে দায়িত্ব, অধিকার ইত্যাদি) অর্পণ করা: to delegate somebody to attend a meeting; to delegate powers to a subordinate.
  • English Word delegation Bengali definition [ডেলিগেইশ্‌ন্] (noun) (১) [uncountable noun] নিয়োজন; প্রতিনিধিরূপে প্রেরণ; প্রতিনিধিত্ব; দায়িত্ব/ক্ষমতা অর্পণ(২) [countable noun] প্রতিনিধিবর্গ
  • English Word delete Bengali definition [ডিলীট্] (verb transitive) delete (from) লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া: to delete a word/line. deletion [ডিলীশ্‌ন্] (noun) [uncountable noun] মোচন; বিলোপন; [countable noun] যা মোছা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে; কাটা (বর্ণ, শব্দ ইত্যাদি)।
  • English Word deleterious Bengali definition [ডেলিটিআরিআস্] (adjective) (আনুষ্ঠানিক) (শরীর বা মনের পক্ষে) ক্ষতিকর; ক্ষতিকারক; অপকারক
  • English Word delft Bengali definition [ডেল্‌ফ্‌ট্‌] (delf [ডেল্‌ফ্] অথবা delftware) (noun) [uncountable noun] মূলত হল্যান্ডের ডেলফট শহরে উৎপাদিত; সাধারণত নীল নকশা কিংবা অলংকরণসমৃদ্ধ; কাচাম্বিত মৃৎভাণ্ডাদি; ডেলফ-সামগ্রী।
  • English Word deliberate 1 Bengali definition [ডিলিবারাট্] (adjective) (১) ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত: a deliberate lie/injury. (২) (কথাবার্তা, কাজকর্ম ইত্যাদিতে) ধীর ও সতর্ক; অপ্রমত্ত; অত্বরিত; সুমিত: a deliberate speech. She walked with deliberate steps, মৃদু পাদনিক্ষেপে; ধীর পায়ে। deliberately (adverb) উদ্দেশ্যপ্রণোদিতভাবে; সুচিন্তিতভাবে; অত্যন্ত সতর্কতার সঙ্গে।
  • English Word deliberate 2 Bengali definition [ডিলিবারেইট্] (verb transitive), (verb intransitive) deliberate (over/on/upon) সযত্নে বিবেচনা করা; বিচার/বিবেচনা/যন্ত্রণা/পরামর্শ করা: They are deliberating whether to appoint a new secretary. deliberative [ডিলিবারাটিভ্‌ America(n) ডিলিবারেইটিভ] (adjective) বিচারবিবেচনা, পরামর্শ বা মন্ত্রণার উদ্দেশ্যে গঠিত; মন্ত্রণা; পরামর্শ: a deliberate assembly পরামর্শসভা; মন্ত্রণাসভা।
  • English Word deliberation Bengali definition [ডেলিবারেইশ্‌ন্] (noun) (১) [countable noun, uncountable noun] বিচারবিবেচনা; মন্ত্রণা; পরামর্শ; বিতর্ক: Their deliberations are still on. (২) [uncountable noun] সতর্কতা; সুবিবেচনা; বিচক্ষণতা; ধীরতা; মৃদু পাদবিক্ষেপ; মন্থরগতি: to speak/enter a room with deliberation.
  • English Word delicacy Bengali definition [ডেলিকাসি] (noun) (plural delicacies) [uncountable noun] কমনীয়তা; কোমলতা; পেলবতা; মৃদুতা; সূক্ষ্মতা; ভঙ্গুরতা; তনুতা; লঘুতা; ক্ষীণতা; কৃষতা; উপাদেয়তা; রোচকতা; স্বাদুতা; লাবণ্য; লালিত্য; সৌকুমার্য; শিষ্টতা; শালীনতা; সহৃদয়তা: The delicacy of her features makes her unusually attractive. The boy’s delicacy is a constant source of anxiety to his parents, নাজুক স্বাস্থ্য। The delicacy of her skin compels her to be very cautious about cosmetics. The situation is one of the great delicacy, নাজুক পরিস্থিতি। The canvas shows great delicacy of touch. [countable noun] উপাদেয়/রসনারোচক/সুস্বাদু খাদ্য; সুখাদ্য: The restaurant offers many delicacies, but they are expensive. দ্রষ্টব্য delicate(৮)।
  • English Word delicate Bengali definition [ডেলিকাট্‌] (adjective) (১) সুকুমার; পেলব; কোমল; কমনীয়: the delicate skin of a child. Silk is a delicate material. (২) সূক্ষ্ম; সুকুমার; articles of delicate craftsmanship. (৩) ভঙ্গুর; নাজুক; সুকুমার: delicate health; delicate plants. (৪) সতর্ক পরিচর্যা বা দক্ষ পরিচালনার প্রয়োজন হয় এমন; সূক্ষ্ম; নাজুক: a delicate experiment; a delicate situation. (৫) (বর্ণ) কোমল; অনুগ্র; হালকা: a delicate shade of blue. (৬) (ইন্দ্রিয়বোধে, যন্ত্রপাতি) অতি সামান্য পরিবর্তন বা তারতম্য নির্দেশ বা নিরূপণ করতে সক্ষম; সূক্ষ্ম: delicate instruments; a delicate sense of smell. (৭) শিষ্টাচারবিরোধী না হওয়ার এবং অন্যের অনুভূতিকে আহত না করার ঐকান্তিক প্রযত্নপ্রসূত; সূক্ষ্ম অনুভূতিসম্পৃক্ত; সহৃদয়: a delicate speech. (৮) (খাদ্য ও খাদ্যের স্বাদ) অনুগ্র স্বাদযুক্ত অথচ রুচিকর; সুস্বাদু; উপাদেয়; সুপাচ্য: Patients should be served delicate food. delicately (adverb) সূক্ষ্মভাবে ইত্যাদি।
  • English Word delicatessen Bengali definition [ডেলিকাটেস্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] (১) সদ্য পরিবেশনযোগ্য খাবার (বিশেষত রান্না করা মাংস, ধূমশোষিত মাছ, সংরক্ষিত সবজি); প্রস্তুত খাবার; প্রস্তুত খাবারের দোকান(২) যে দোকানে উন্নতমানের বিদেশি খাবার বিক্রি করা হয়
  • English Word delicious Bengali definition [ডিলিশাস্‌] (adjective) (বিশেষত স্বাদ, গন্ধ ও কৌতুকবোধের পক্ষে) আনন্দদায়ক; তৃপ্তিদায়ক; রসনারোচক; মধুর; সরস; উপাদেয়: a delicious dish; a joke! The dessert smells delicious. deliciously (adverb) তৃপ্তিকরভাবে; উপাদেয়ভাবে; আনন্দদায়করূপে।
  • English Word delight 1 Bengali definition [ডিলাইট্] (noun) (১) [uncountable noun] (পরম) আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক: to give delight to somebody. take delight in (কোনোকিছুতে) আনন্দ পাওয়া; পুলক বোধ করা: He takes delight in pulling the cat’s tail. (২) [countable noun] (পরম) আনন্দের বস্তু/উৎস; আনন্দ: Reading is his chief delight. delightful [ডিলাইট্‌ফ্‌ল্] (adjective) আনন্দদায়ক; আনন্দকর; delightful evening. delightfully [ডিলাইট্‌ফালি] (adverb) আনন্দদায়কভাবে।
  • English Word delight 2 Bengali definition [ডিলাইট্] (verb transitive), (verb intransitive) (১) (পরম) আনন্দ দেওয়া; হর্ষোৎফুল্ল/উল্লসিত করা: His superb performance delighted the audience. (২) (passive) be delighted (পরম) আনন্দিত হওয়া; প্রীত হওয়া(৩) delight (in) আনন্দ পাওয়া/বোধ করা:She delights in poking fun at her friends.
  • English Word delimit Bengali definition [ডীলিমিট্], delimitate [ডীলিমিটেইট্] (verb transitive) সীমানির্দেশ/চিহ্নিত করাdelimitation [ডীলিমিটেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] সীমানির্দেশকরণ; সীমানির্ণয়।
  • English Word delineate Bengali definition [ডিলিনিএইট্‌] (verb transitive) (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করাdelineation [ডিলিনিএইশন্‌] (noun) [countable noun, uncountable noun] চিত্রণ; অঙ্কন; আলেখন।
  • English Word delink Bengali definition [ডিলিঙ্‌ক্] (verb transitive) সংযোগচ্যুত/বিচ্ছিন্ন করা
  • English Word delinquency Bengali definition [ডিলিঙ্‌কোয়ান্‌সি] (noun) (১) [uncountable noun] দুষ্কৃতি; অপচার; অপকর্ম; কর্মবিমুখতা: the problem of juvenile delinquency, কিশোর অপরাধ। (২) [countable noun] (plural delinquencies) উক্ত কর্মের বিশেষ দৃষ্টান্ত; দুষ্ক্রিয়া; দুষ্কৃত