• Bengali Word defence English definition (America(n)= defense) [ডিফেন্‌স্‌] (noun) ১ [uncountable noun] প্রতিরক্ষা; আত্মরক্ষা; রক্ষণ: national defence. He faught in selfdefence.
    He faught in selfdefence. (২) [countable noun] আত্মরক্ষা বা প্রতিরক্ষার উপায়/উপকরণ: coastal defences, উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা; a strong wall as a defence against enemies. (৩) [countable noun, uncountable noun] (আইন সম্বন্ধীয়) আত্মপক্ষ সমর্থন; বিবাদির/আসামির কৈফিয়ত; বিবাদিপক্ষের উকিল(গণ): The defence pleaded for mercy. defenceless (adjective) অরক্ষিত; প্রতিরক্ষাহীন; নিঃশরণ। defencelessly (adverb) অরক্ষিতভাবে। defencelessness (noun) প্রতিরক্ষাহীনতা; অরক্ষণ।