D পৃষ্ঠা ৪৬
- English Word duress Bengali definition [ডিউরেস্ America(n) ডুরেস্] (noun) [uncountable noun] জবরদস্তি করে বা ভয় দেখিয়ে কাউকে কোনো কিছু করতে বাধ্যকরণ; The statement was given under duress.
- English Word Durga Bengali definition [দূর্গা:] (noun) বিশেষভাবে বাংলাভাষী অঞ্চলপূজিত দশ হাত বিশিষ্ট হিন্দু দেবীবিশেষ; হিন্দু দেবতা শিবের স্ত্রী ও হিমালয়ের কন্যারূপে কল্পিত দেবী; দুর্গা।
- English Word during Bengali definition [ডিউআরিঙ্ America(n) ডুআরিঙ্] (preposition(al)) (১) যাবৎ; ব্যাপী; কোনো সময় বা স্থিতিকাল ধরে: We have stayed in England during the summer. (২) স্থিতিকালের কোনো সময়ে: He came in during the night.
- English Word Durwan Bengali definition [দারোআন্] (noun)= darwan.
- English Word Durwaza Bengali definition [দর্ওআজা] (noun) = darwaza.
- English Word Durze Bengali definition [দার্জি] (noun)= darzee
- English Word dusk Bengali definition [ডাস্ক্] (noun) [uncountable noun] সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি; আংশিক অন্ধকার রঙের কালচে ভাব।
- English Word dusky Bengali definition [ডাস্কি] (adjective) (duskier, duskiest) ঈষৎ অন্ধকারাচ্ছন্ন; কৃষ্ণবর্ণ; ঝাপসা।
- English Word dust 1 Bengali definition [ডাস্ট্] (noun) (১) [uncountable noun] ধুলা; ধূলিকণা; গুঁড়া; চূর্ণ; কণা; রেণু: tea-dust, gold-dust, bite the dust (অপশব্দ) আহত বা নিহত হয়ে ভূপতিত হওয়া। (humbled) in (to) the dust অপদস্থ বা অবমাননাকৃত যথা শত্রুপদাবনত। shake the dust off one’s feet সক্রোধে বা ঘৃণাভরে প্রস্থান করা। throw dust in a person’s eyes কারো চোখে ধুলা দেওয়া; ফাঁকি দেওয়া। dust-bowl যে এলাকা খরা বা মানবসৃষ্ট কারণে বৃক্ষলতাপাতাহীন ধূলিময় স্থানে পরিণত হয়েছে। dust-coat (noun) ভেতরের পোশাক; ধুলাময়লা থেকে রক্ষা করার জন্য পরিহিত কোট। dust-jacket/wrapper/cover (noun) বইয়ের মলাটকে ধুলাময়লার হাত থেকে রক্ষার বহিরাবরণ। dustpan ঘর ঝাঁটানো ধুলাময়লা মেঝে থেকে তুলতে হাতলওয়ালা চ্যাপটা পাত্র। dustsheet (noun) অব্যবহৃত আসবাবপত্র ধুলাময়লা থেকে রক্ষা করতে ঢেকে রাখার আবরণী। (২) ধূলিময় অবস্থা। a cloud of dust ধূলির মেঘ: The car raised a cloud of dust; (লাক্ষণিক) গোলযোগ; হৈচৈ; আলোড়ন। kick up/make/raise a dust (অপশব্দ লাক্ষণিক) গোলযোগ বা হাঙ্গামা বাধানো। (৩) গৃহস্থালি ময়লা বা আবর্জনা। (তুলনীয় America(n) refuse, trash, garbage) dustbin (noun) (তুলনীয় America(n) ash-car, garbage-box) গৃহস্থালি ময়লা আবর্জনা ফেলার পাত্র (সাধারণত চাকাওয়ালা)। dust-cart (noun) (America(n) garbage truck) যে গাড়িতে গৃহস্থালি ময়লা বা জঞ্জাল ঢেলে নিয়ে যাওয়া হয়। dustman (noun) ধাঙড়; ময় বা আবর্জনা সরানোর কাজে নিয়োজিত ব্যক্তি। (৪) (পুরাতনী কাব্য বা সাহিত্যিক) দেহাবশেষ; কবর; মৃত্তিকা; মাটি; হীন অবস্থা।
- English Word dust 2 Bengali definition [ডাস্ট্] (verb transitive) (১) dust something (down/off) ধূলি ঝাড়া; ধূলিমুক্ত করা: dust somebody’s jacket (কথ্য) কাউকে পেটানো বা প্রহার করা। dust up (noun) (কথ্য) মারামারি বা ঝগড়া। (২) (গুঁড়া বা চূর্ণ) ছিটা দেওয়া; ছিটানো: to dust cake with sugar/to dust sugar on a cake. duster (noun) ঝাড়ন; ধুলা ঝাড়ার জন্য ব্যবহৃত ন্যাকড়া বা বুরুশ।
- English Word dusty Bengali definition [ডাস্টি] (adjective) (dustier, dustiest) ধূলিতে আচ্ছাদিত; ধূলির ন্যায়: a dusty road; (রং) ধূলিমলিন: dusty brown; প্রাণচঞ্চল বা উৎফুল্ল নয়; শুষ্ক। dusty answer অসন্তোষজনক উত্তর।
- English Word Dutch Bengali definition [ডাচ্] (adjective) (১) হল্যান্ডের; হল্যান্ডবাসীর বা ওলন্দাজদের অথবা তাদের ভাষা সম্পর্কে। (২) (কথ্য ব্যবহারসমূহ) Dutch auction যে নিলামে ক্রেতা না-পাওয়া পর্যন্ত ক্রমশ দাম কমানো হয়। Dutch courage মদ্যপানের ফলে সঞ্চারিত সাহস। Dutch treat যে ভোজ বা উৎসবে অংশগ্রহণকারীরা নিজ নিজ ব্যয়ভার বহন করে। go Dutch (with somebody) খরচের অংশ বহন করা। talk to somebody like a Dutch uncle খোলাখুলি কিন্তু দৃঢ়ভাবে কাউকে তিরস্কার বা ভর্ৎসনা করা। □(noun) the Dutch হল্যান্ডের জনগণ। (২) হল্যান্ডবাসীদের ভাষা। double Dutch অবোধ্য ভাষা। Dutchman হল্যান্ডবাসী; ওলন্দাজ।
- English Word dutiable Bengali definition [ডিউটিআব্ল্ America(n) ডূটিআস্] (adjective) শুল্ক ধার্যের যোগ্য বা উপযোগী: dutiable goods, দ্রষ্টব্য duty(৩).
- English Word dutiful Bengali definition [ডিউটিফ্ল্ America(n) ডূটিফ্ল্] (adjective) dutiful (to) কর্তব্যনিষ্ঠ; কর্তব্যপরায়ণ; অনুগত; বাধ্য; শ্রদ্ধাশীল: a dutiful son. dutifully (adverb) কর্তব্যপরায়ণতার সঙ্গে।
- English Word duty Bengali definition [ডিউটি America(n) ডূটি] (noun) (plural duties) (১) [countable noun, uncountable noun] কর্তব্য; করণীয় কাজ; দায়িত্ব; কর্মভার। on duty কর্মরত অবস্থা অথবা একটি নির্দিষ্ট সময়কালে কাজের জন্য ডাকা হতে পারে, এমনভাবে প্রস্তুত অবস্থা। doctors on duty. off duty অবকাশ; ছুটি; উপরে বর্ণিত অবস্থার বিপরীত। duty bound (adjective) দায়িত্ব বা কর্তব্যবোধের অনুশাসনে আবদ্ধ; সম্মানের দায়ে আবদ্ধ। duty officer কোনো নির্দিষ্ট সময়ে দায়িত্বপালনে নিয়োজিত কর্মচারী। do duty for কারো স্থলাভিষিক্ত হয়ে কর্তব্য করা। (২) (attributive(ly)) নৈতিক দায়িত্ব। dutycall নৈতিক দায়িত্ব থেকে কাউকে দেখতে যাওয়া। (৩) [countable noun, uncountable noun] শুল্ক: customs duties, আমদানি বা রফতানির উপর নির্ধারিত শুল্ক; excise duties, দেশে উৎপাদিত পণ্যদ্রব্যের উপর অর্পিত শুল্ক ইত্যাদি। duty-free (adjective) (পণ্যদ্রব্য) শুল্কমুক্ত: duty-free shop, শুল্কমুক্ত বিপণিকেন্দ্র (যেমন বিমানবন্দরে): duty-free goods, যার উপর শুল্ক ধার্য হয় না এমন দ্রব্য।
- English Word duvet Bengali definition [ডিউভেট্ America(n) ডূভেট্] (noun) পালকের তৈরি লেপ।
- English Word dwarf Bengali definition [ডোয়োফ্] (noun) (plural dwarfs) বামন; ক্ষুদ্রাকৃতির মানব; পশু বা তরুলতা; (রূপকথার গল্পে) জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু; (attributive(ly)) বেঁটে; ক্ষুদ্রাকৃতি। dwarfish (adjective) বামনের মতো; ঈষৎ বেঁটে; ক্ষুদ্রাকৃতি: dwarfish trees. □ (verb transitive) (১) পূর্ণভাবে বেড়ে ওঠার পথে বাধা জন্মানো। (২) দূরত্ব বা বৈপরীত্যের মাধম্যে খর্ব বা হ্রস্ব বলে প্রতীয়মান করানো: All the neighbouring buildings have been dwarfed by the new tower.
- English Word dwell Bengali definition [ডুয়েল্] (verb intransitive) (past tense dwelt) (সাহিত্যিক) (১) বাস করা: dwell in/at a place. (২) dwell on/upon কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করা বা বিশদভাবে আলোচনা করা: She dwells upon her past whenever she is alone. dweller (noun) (যৌগশব্দ) বসবাসকারী; বাসিন্দা; অধিবাসী; town dwellers, cave dwellers. dwelling (noun) বসবাসের স্থান; বাড়ি; বাসস্থান। dwelling-house (noun) বসতবাড়ি; বাসস্থান।
- English Word dwell time Bengali definition [ডুয়েল্ টাইম্] (noun) (plural dwell times) (১) (ইন্টারনেট) ওয়েবসাইটের সামনে কাটানো সময়ের দৈর্ঘ্য; We have an extended dwell time of eight to 1 5 minutes. (২) (প্রকৌশল) কোনো সিস্টেম বা সিস্টেমের অংশ কতক্ষণ স্থায়ী হয়, তা: The drone has a dwell time of about six hours when operating from an in-theater airfield. (৩) (বিপণন) কিউ বা সারিতে একজন খরিদ্দার যতক্ষণ সময় কাটার।
- English Word dwindle Bengali definition [ডুয়িন্ড্ল্] (verb transitive) হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া: His hopes dwindled. The number of people going to the cinema seems to dwindle steadily. Her money had dwindled away to nothing.
- English Word dye 1 Bengali definition [ডাই] (verb transitive), (verb intransitive) ( 3rd person singular) prest dyes, past tense, past participle dyed, pres part dyeing) (১) রং করা বা রঞ্জিত করা; বিশেষত তরল পদার্থে চুবিয়ে: She dyed the cloth red. dye in the wool/in grain কোনো বস্তু কাঁচা অবস্থায় রঞ্জিত করা। dyed-in-the-wool (adjective) (লাক্ষণিক) পুরোপুরি; গোঁড়া: He is a dyed-in-the-wool Marxist. (২) আভা প্রদান করা; রঞ্জিত করা: The sunset dyed the sky red. (৩) রং গ্রহণ করা: The cloth does not dye well. dyeing (noun) রঞ্জনকার্য; বস্ত্র ইত্যাদি রং করার বিদ্যা।
- English Word dye 2 Bengali definition [ডাই] (noun) [countable noun, uncountable noun] যে জিনিস বা দ্রব্য দিয়ে রং করা হয়; রঞ্জক; রং বা বর্ণ। a villain/scoundrel of the blackest/deepest নিকৃষ্টতম দুর্বৃত্ত। dyeworks যে কারখানায় রং বানানো হয় অথবা বস্ত্র রং করা হয়। dyer (noun) যে বস্ত্র রং করে; রঞ্জক।
- English Word dying, Bengali definition মুমূর্ষু; দ্রষ্টব্য die 2.
- English Word dyke Bengali definition দ্রষ্টব্য dike.
- English Word dynamic Bengali definition [ডাইন্যামিক্] (adjective) গতিবিদ্যা সম্বন্ধীয়, দ্রষ্টব্য static. (২) (ব্যক্তি) গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ: a dynamic personality. □ (noun) (১) (singular verb-সহ plural) গতিবিদ্যা;২ বেগবান বা সক্রিয় শক্তি। dynamically (adverb) dynamism [ডাইনামিজাম্] (noun) [uncountable noun] সক্রিয়তা বা গতিশীলতা।
- English Word dynamite Bengali definition [ডাইনামাইট্] (noun) [uncountable noun] (১) শক্তিশালী বিস্ফোরক; ডিনামাইট। (২) ভীষণ আকর্ষণীয় বা অত্যন্ত সুন্দর কোনো ব্যক্তি বা বস্তু। Their new album is dynamite. □ (verb transitive) ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া।
- English Word dynamo Bengali definition [ডাইনামোউ] (noun) (plural dynamos) [ডাইনামোউজ্] বিদ্যুৎপ্রবাহ উৎপাদক যন্ত্রবিশেষ।
- English Word dynast Bengali definition [ডিনেস্ট্ America(n) ডাইন্যাস্ট্] (noun) নৃপতি; কোনো রাজবংশের শাসক বা লোক। dynasty [ডিনেস্টি America(n) ডাইন্যাস্টি](noun) (plural dynasties) কোনো রাজবংশের শাসকদের পরম্পরা বা পর পর আগমন: The Mughal dynasty. dynastic [ডিন্যাস্টিক্ America(n) ডাইন্যাস্টিক্] (adjective) রাজবংশীয়।
- English Word dyne Bengali definition [ডাইন্] (noun) মেট্রিক পদ্ধতিতে শক্তির একক।
- English Word dysentery Bengali definition [ডিসান্ট্রি America(n) ডিসান্টারি] (noun) [uncountable noun] আমাশয়।