• Bengali Word open 1 English definition [ওউপান্‌] (adjective) ১ খোলা; উন্মুক্ত; open windows.
      open-eyed (adjective) খোলা- চোখ; সতর্ক; বিস্মিত। open-mouthed [ওউপান্‌ মাউথড্‌] (adjective) (ক) (খাদ্য ইত্যাদির জন্য) লোভাতুর। (খ) বিস্ময়ে বা না-বোঝার কারণে হাঁ করে আছে এমন। open vowel মুক্ত স্বরধ্বনি, যথা- অ, আ। open-work (noun) [uncountable noun] ফাঁক আছে এমন সুতির বা ধাতব তন্তুর কাজ: open work lace. (২) ঘেরা নয় এমন: the open country, বনবাদাড়হীন খোলা মাঠ। the open sea উপসাগরের মতো স্থলবেষ্টিত নয়; মুক্তসমুদ্র। an open river বরফ বা চড়ায় আটকানো নয় এমন খোলা নাব্য নদী। open water (adjective) নাব্য; বরফমুক্ত। an open prison মুক্ত কারাগার; যেখানে বিধিনিষেধ অপেক্ষাকৃত কম, বিশেষত যেটিতে নিয়মনিষ্ঠ বন্দিরা বাইরে কাজ করার জন্য বিনা বাধায় যেতে আসতে পারে। (৩) অনাচ্ছাদিত: an open boat; an open drain. open-air (noun) (attributive(ly) (adjective) মুক্তস্থানে অনুষ্ঠিত; মুক্তাঙ্গন; an open air theatre. (৪) ছড়ানো; মেলা; অনাবৃত: The box lay open on the floor. open-handed (adjective) আন্তরিক, দিলখোলা। with open arms (adjective) সস্নেহে; সোৎসাহে। (৫) অবারিত; সবার জন্য খোলা: an open competition. the open door খোলাদুয়ার বা মুক্ত বাণিজ্যনীতি, যাতে বিদেশি বণিকেরা অবাধে আসতে পারে; করমুক্ত বাণিজ্য। open shop যে কারখানায় ট্রেড ইউনিয়নের সদস্য নয় এমন শ্রমিকেরা ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকদের সঙ্গে সমতার ভিত্তিতে কাজ করতে পারে। keep open house অভ্যাগত সবাইকে আতিথেয়তা দেখানো। (৬) অমীমাংসিত: leave a matter open. open-ended (adjective) (আলোচনা, বিতর্ক) একাধিক সম্ভাব্য সমাধান আছে এমন; মীমাংসাহীন। an open question যে প্রশ্নের উত্তর/সমাধান নেই। an open verdict কোনো মৃত্যুর ঘটনা ও কারণ সম্বন্ধে জুরির রায়- স্বাভাবিক বা দুর্ঘটনাবশত মৃত্যু বা আত্মহত্যা কি না যে রায়ে তা বলা হয় না। have/keep an open mind (on something) কোনোকিছু পুনর্বিবেচনা করতে বা নতুন তথ্যপ্রমাণ যুক্তি ইত্যাদি গ্রহণ করতে রাজি থাকা। open-minded (adjective) সংস্কারমুক্ত; মুক্তমনা। (৭) বেচাকেনার জন্য বা দর্শক-শ্রোতার প্রবেশনের জন্য প্রস্তুত: The shops are not open yet, দোকান এখনো খোলেনি। (৮) সবার জানা; গোপন বা আড়াল করা নয়; খোলামেলা: an open scandal; an open character. He was not quite open with me, আমার সঙ্গে খোলামেলা কথা বলেনি, চলেনি ইত্যাদি। an open letter সচরাচর প্রতিবাদ হিসেবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশে লিখিত কিন্তু সবার জ্ঞাতার্থে সংবাদপত্র বা সাময়িকীতে প্রেরিত ও প্রকাশিত চিঠি; খোলাচিঠি। (৯) অরক্ষিত। be/Iay oneself open to something নিজেকে (কোনোকিছুর) আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত করার মতো আচরণ করা: She laid herself open to ridicule. (১০) মিটিয়ে ফেলা; চুকিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়া হয়নি এমন: He kept his account open at the bank. (১১) (phrase- সমূহ) open-and-shut সহজে মীমাংসা করা যায় এমন; স্পষ্ট; সরল: This is an open-and-shut murder case. open-cast (adjective) উপরের স্তর সংলগ্ন: open-cast minig, ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর থেকে খননের কাজ। an open cheque ব্যাংক থেকে সরাসরি ভাঙানো যায় এমন ক্রস-না-করা চেক। open-heart surgery কৃত্রিম উপায়ে রক্তসঞ্চালন অব্যাহত রেখে সরাসরি হার্ট বা হৃৎপিণ্ডের উপর যে অপারেশন করা হয়। open-plan অভ্যন্তরীণ দেওয়াল ছাড়া: an open plan office. The open season মুক্ত মাস, যখন মাছ বা পশুপাখি শিকারের উপর বিধিনিষেধ থাকে না। an open secret যে গোপন কথা সবাই জানে। the Open University যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাসায় থেকে পত্রযোগাযোগের মাধ্যমে, পাঠ্যবই ও রেডিও টিভির বিশেষ অনুষ্ঠানের মারফত শিক্ষা গ্রহণ করে।  (noun) the open মুক্তবায়ু। openly (adverb) লুকোচুরি না-করে; খোলাখুলিভাবে: speak openly. openness (noun) [uncountable noun]
    • Bengali Word open 2 English definition [ওউপান্‌] (verb transitive), (verb intransitive) ১ খোলা; খুলে দেওয়া: Please open the window.
      open one’s eyes চোখ বড় বড় করা; বিস্ময় প্রকাশ করা। open (somebody’s) eyes to something কারো চোখ খুলে দেওয়া, অর্থাৎ কাউকে কোনোকিছু বুঝতে বা উপলব্ধি করতে সাহায্য করা। (২) (কুয়া ইত্যাদি) খনন করা বা (পথ ইত্যাদি) কাটা; open a well; open a new road through a forest. open something up কোনোকিছু খুলে দেওয়া বা অনাবৃত করা; সুগম করা; কোনোকিছুর বিকাশ সম্ভব করা: open up a wound/a new territory for the export industry. (৩) মেলে ধরা; (ভাঁজ) খুলে দেওয়া: open a book. open one’s mind/heart to somebody কারো কাছে মন খুলে দেওয়া; নিজের ভাবনাচিন্তা/আবেগ অনুভূতি প্রকাশ করা। (৪) শুরু করা: open a meeting. open the bidding (নিলামে, তাস খেলায়) প্রথম ডাক দেওয়া। open fire (on/at) গুলিবর্ষণ শুরু করা। (৫) কাজ, বেচাকেনা ইত্যাদি এখন শুরু হতে পারে বলে ঘোষণা বা ইঙ্গিত দেওয়া; open a shop. (৬) খুলে যাওয়া; উন্মুক্ত হওয়া; ফুটে ওঠা: The flowers are opening. The door opened and he walked in. (৭) open with শুরু হওয়া: The story opens with a murder. (৮) open (out) উন্মোচিত হওয়া; দৃশ্যমান হওয়া: The view of the old palace opened (out) before their eyes. opener (noun) যে খোলে; যার দ্বারা খোলা হয় (মুখ্যত যৌগশব্দসমূহে ব্যবহৃত হয়): bottle opener. eye opener দ্রষ্টব্য eye 1 (৩).
    • Bengali Word opening English definition [ওউপানিঙ্‌] (noun) ১ খোলা জায়গা; যাওয়া বা আসার পথ: an opening in the wall.
      (২) শুরু: the opening of a speech. the opening night যে রাতে কোনো নাটক বা ছায়াছবি প্রথমবারের মতো প্রদর্শিত হয় এবং নাটক ও চলচ্চিত্র সমালোচকরা যাতে আমন্ত্রিত হন। opening time পানশালা খোলার সময়। (৩) উন্মোচন প্রক্রিয়া: It is interesting to watch the opening of a flower. (৪) কর্মখালি; সুযোগ: an opening in a pharmaceutical firm. □ (adjective) প্রারম্ভিক: The opening sentence of a book.
    • Bengali Word open relationship English definition [ওউপান্‌ রিলেইশনশিপ] (noun) (অপিচ open marriage, plural open relationships) অপারিবারিক সম্পর্ক; মুক্তসম্পর্ক; অপ্রথাগত বিয়ে।
      এটা আন্তর্ব্যক্তিক সম্পর্ক যার মাধ্যমে আগ্রহীরা বিয়েপ্রথার বাইরে যৌনসম্পর্ক স্থাপনে সম্মত হয়। এটা সেই সম্পর্ক যা দুজনের মধ্যে এমনকি একই সঙ্গে একাধিক জনের মধ্যে থাকতে পারে। আবার তাদের সজ্ঞানে, অনুমতিসহ যদি সেই দুজন ভিন্ন ভিন্ন মানুষকে পছন্দ করে এবং তার সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক করে তবে প্রথম দুজনে মধ্যকার সম্পর্কটি হবে মুক্ত বা খোলা সম্পর্ক: Well, we’re in a open relationship now.
    • Bengali Word propensity English definition [প্রাপেন্‌সাটি] (noun) [Countable noun] (plural propensities) propensity to/towards something/to do something/for doing something স্বাভাবিক প্রবণতা; উন্মুখতা; প্রবৃত্তি; -শীল: evil propensity, দুর্বসন; propensity to fall, পতনশীলতা; a propensity for getting into debt