D পৃষ্ঠা ২
- English Word dairy Bengali definition [ডেআরি] (noun) (plural dairies) যে ভবন বা ভবনের যে অংশে দুগ্ধ সংরক্ষণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়; গব্যশালা; গব্যগৃহ। dairyfirm (noun) যে খামারে দুধ ও মাখন উৎপন্ন হয়; গব্যখামার। dairying, dairy-farming (noun) গব্যখামার ব্যবসা। dairy cattle দুধের জন্য যেসব গাভী পোষা হয়; দুধের গরু। dairy-maid (noun) গব্যশালায় কর্মরত নারী; গোপকন্যা। (২) যে দোকানে দুধ, মাখন, ডিম ইত্যাদি বিক্রি হয়; দুগ্ধবিপণি। dairyman [ডেআরিমান্] (noun) (plural dairymen) দুগ্ধ ইত্যাদির কারবারি; দুগ্ধব্যবসায়ী।
- English Word dais Bengali definition [ডেইই্স] (noun) (plural daises ডেইই্সিজ) মঞ্চ, বেদি।
- English Word daisy Bengali definition [ডেইজি] (noun) (plural daisies) হলুদ কেন্দ্রবিশিষ্ট (সাধারণত বুনো) ছোট সাদা ফুলবিশেষ; একই প্রজাতির কিংবা অনুরূপ ভিন্ন জাতের ফুল। (Michaelmas daisy ইত্যাদি); ডেইজি। push up the daisies দ্রষ্টব্য push 1 (৮).
- English Word dak Bengali definition [ডাক্] (noun) [singular uncountable noun] (প্রেরণ ও বিলিসংক্রান্ত কাজ করে এমন সংস্থার ক্ষেত্রে) চিঠিপত্র, পারসেল প্রভৃতি; ডাক। dakbunglow (অপিচ rest house) (noun) প্রধানত সরকারি কর্মচারীদের ভ্রমণকালীন সময়ের জন্য নির্মিত সাময়িক বাসস্থান; ডাকবাংলা। dakrunner (noun) (পুরাতনী) ডাকবিভাগের যে কর্মচারী তার জন্য নির্ধারিত পায়েচলা পথ অতিক্রম করে পরবর্তী কর্মচারীর কাছে মেইল হস্তান্তর করেন। dakwala (noun) চিঠিপত্র সংগ্রহ করা ও বিলি করা যার কাজ; ডাকওয়ালা।
- English Word dal Bengali definition [ডাল্] (noun) [uncountable noun] ডাল। dalroti (noun) [uncountable noun] কারো জন্য নির্ধারিত প্রতিদিনের খাবার।
- English Word dale Bengali definition [ডেইল্] (noun) (বিশেষত উত্তর ইংল্যান্ডে ও কবিতায়) উপত্যকা। dales-man [ডেইল্জ্মান্] (noun) (plural dales-men) (উত্তর ইংল্যান্ডের) উপত্যকাবাসী।
- English Word dalliance Bengali definition [ড্যালিআন্স্] (noun) [uncountable noun] চপল আচরণ; চপলতা; ছেলেখেলা; ফষ্টিনষ্টি; প্রেমবিলাস।
- English Word dally Bengali definition [ড্যালি] (verb intransitive) (১) dally with চপলতা/ছেলেখেলা/ছ্যাবলেমি/ফষ্টিনষ্টি করা; অলস মনে চিন্তা করা: dally with an idea or proposal; dally with a girl’s sentiments. (২) dally(over) সময় নষ্ট করা; কালক্ষেপণ করা; He is just dallying over the matter.
- English Word dalmatian Bengali definition [ড্যালমেইশন] (noun) সাদার ওপর কালো দাগযুক্ত, খাটো লোমওয়ালা বড় জাতের কুকুরবিশেষ; ড্যালমাশিয়ান।
- English Word dam 1 Bengali definition [ড্যাম্] (noun) (১) (জলাধার নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদনে) জলের গতিরোধের স্তর উন্নীত করতে নির্মিত প্রাকার; জলবন্ধন; বাঁধ (দ্রষ্টব্য Barrage, সাধারণত পানিসেচের উদ্দেশ্যে নদীর এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত প্রতিবন্ধক; বাঁধ)। (২) (উক্তরূপ জলবন্ধনের দ্বারা) সৃষ্ট জলাধার। □(verb transitive) (dammed, damming, dams) dam (up) (কোনো সংকীর্ণ উপত্যকার এপার-ওপার) জলবন্ধন নির্মাণ করা; জলবন্ধনের দ্বারা ধরে রাখা; (লাক্ষণিক) ধরে রাখা; সংযত করা: to dam up one’s emotion/somebody’s anger.
- English Word dam 2 Bengali definition [ড্যাম্] (noun) (চতুষ্পদ জন্তুর) মা। দ্রষ্টব্য sire (৩).
- English Word damage Bengali definition [ড্যামিজ্] (noun) (১) [uncountable noun] damage to ক্ষতি; হানি; লোকসান। (২) (plural) (আইন সম্বন্ধীয়) ক্ষতিপূরণ; খেসারত। (৩) What’s the damage? (কথ্য) কত খসবে? □ (verb transitive) ক্ষতিগ্রস্ত করা।
- English Word damascene Bengali definition [ড্যামাসীন্] (adjective) দামেস্কের; দামেস্ক। □(verb transitive) দামেস্ক-ইস্পাতে পরিণত করা।
- English Word damask Bengali definition [ড্যামাস্ক্] (noun) [uncountable noun] (১) রেশম বা শণের তৈরি বস্ত্রবিশেষ, যার সূক্ষ্ম কারুকার্য আলোর প্রতিফলনে দৃষ্টিগোচর হয়; দামেস্ক চেলি: (attributive(ly)) damask table-cloths; damask silk. (২) তরঙ্গিত রেখার কারুকাজ কিংবা স্বর্ণ বা রৌপ্যখচিত ইস্পাতবিশেষ; দামেস্ক-ইস্পাত: (attributive(ly)) damask (কিংবা damascene) steel. (৩) damask rose দামেস্ক-গোলাপ; (ঐ ফুলের) উজ্জ্বল গোলাপি রং।
- English Word dame Bengali definition [ডেইম্] (noun) (প্রাচীন প্রয়োগ) নারী, বিশেষত বিবাহিত নারী। (২) (British/Britain) রাষ্ট্রীয় খেতাবের কোনো একটি বর্গে সর্বোচ্চ উপাধিপ্রাপ্ত মহিলা; ঐ উপাধি: Dame Ellen Terry. (তুলনীয় Lady উপাধি)। (৩) Dame Nature, Dame Fortune ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্ত উপাধি; দেবী। (৪) (America(n) অপশব্দ) স্ত্রীলোক; মেয়েমানুষ।
- English Word damn Bengali definition [ড্যাম্] (verb transitive) (১) (ঈশ্বর সম্বন্ধে) নরকদণ্ড দেওয়া; জাহান্নামে পাঠানো। (২) নিন্দা করা; মূল্যহীন বা গর্হিত বলে ঘোষণা করা: The performance was damned by the audience. (৩) (কথ্য) (বিশেষত interjection রূপে) ক্রোধ, বিরক্তি, অধৈর্য ইত্যাদি প্রকাশে ব্যবহৃত (চুলোর যাক! শালা! নিকুচি করি): Damn! Damn it all! Damn your dirty trick! □(noun) (কথ্য) not give/care a damn কানাকড়ি জ্ঞান/পরোয়া না করা। not (be) worth a damn কানাকড়ি দাম নেই। □(adjective), (adverb) (কথ্য) (কথায় জোর দিতে): Don’t be a damn fool, আকাটমূর্খ; বোকার হদ্দ। damn well অবশ্য; নিশ্চিত।
- English Word damnable Bengali definition [ড্যাম্নাব্ল্] (adjective) ঘৃণ্য; গর্হিত; গর্হনীয়; জঘন্য; (কথ্য) বিশ্রী। damnable weather. damnably [ড্যামনাব্লি] (adverb) জঘন্য বা গর্হিতরূপে ইত্যাদি।
- English Word damnation Bengali definition [ড্যাম্নেইশ্ন্] (noun) [uncountable noun] নরকদণ্ড; অভিসম্পাত; ধ্বংস: to suffer eternal damnation.
- English Word damned Bengali definition [ড্যাম্ড্] (adjective) (১) the damned নরকপ্রাপ্ত/অভিশপ্ত আত্মারা। (২) (কথ্য) ঘৃণ্য; জঘন্য: You damned lair! □(adverb) (কথ্য) অত্যধিক; ভীষণ; দারুণ: damned nasty/humid.
- English Word Damocles Bengali definition [ড্যামাক্লীজ্] (noun) sword of Damocles (গ্রিকপুরাণ) সম্পদের মধ্যে বিপদের আশঙ্কা; ডেমক্লিসের তরবারি।
- English Word damp 1 Bengali definition [ড্যাম্প্] (adjective) (damper, dampest) পুরোপুরি শুষ্ক নয় এমন; কিঞ্চিত আর্দ্র; আর্দ্র; স্যাঁতসেঁতে; ভেজা: damp clothes. damp squib দ্রষ্টব্য squib. □(noun) [uncountable noun] (১) আর্দ্রতা; জলকণা; কুয়াশা; আর্দ্র আবহাওয়া: The damp outside caused him to squeeze terribly. দ্রষ্টব্য course 1 (৫) ভুক্তিতে damp course. (২) cast/strike a damp over (লাক্ষণিক) হতোদ্যম করা; উৎসাহ ভঙ্গ করা: His father’s death cast a damp over the festivities. (৩) (অপিচ firedamp) কয়লাখনিতে উদ্ভূত বিপজ্জনক গ্যাসবিশেষ; ধূমিকা। dampish (adjective) স্যাঁতসেঁতে। damply (adverb) আর্দ্রভাবে। dampness (noun) আর্দ্রতা; জলীয়তা; স্যাঁতসেঁতে ভাব।
- English Word damp 2 Bengali definition [ড্যাম্প্] (verb transitive), (verb intransitive) (১) ঈষৎ আর্দ্র করা; জলের ছিটে দেওয়া। (২) (অপিচ dampen) দমানো; হত্যোদ্যম করা: Even that crushing defeat could not damp his morale. (৩) dampdown (ছাই স্তূপীকৃত করে কিংবা চুলা ইত্যাদিতে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রিত করে) জ্বাল কমানো। (৪) damp off (অত্যধিক জলীয়তার জন্য চারাগাছ) পচে মরে যাওয়া।
- English Word dampen Bengali definition [ড্যাম্পান্] (verb transitive)= damp 2 (২).
- English Word damper Bengali definition [ড্যাম্পা(র)] (noun) (১) চুলা বা উনুনের আগুনে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করতে ধাতুর আলগা পাত। (২) কম্পন রোধে পিয়ানোর তারের সঙ্গে লাগানোর ক্ষুদ্র উপধানবিশেষ (প্যাড); কম্পনরোধক। (৩) যে ব্যক্তি বা বস্তু নিবৃত্ত বা নিরুৎসাহিত করে; উৎসাহভঞ্জক। দ্রষ্টব্য damp 1 (২)।
- English Word damsel Bengali definition [ড্যাম্জ্ল্] (noun) (প্রাচীন প্রয়োগ) বালিকা; কুমারী; যুবতী।
- English Word damson Bengali definition [ড্যাম্জ্ন্] (noun) নীললোহিত বর্ণের আলুবোখারা জাতীয় ফল; ঐ ফলের গাছ; নীললোহিত বর্ণ।
- English Word dance 1 Bengali definition [ডা:ন্স্ America(n) ড্যানস্] (noun) [countable noun] (১) নৃত্য; নাচ; নাচের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ সুর বা সংগীত, যেমন ভাল্স, ট্যাঙ্গো ইত্যাদি। lead somebody a (pretty) dance নাকানিচোবানি খাওয়ানো; সাতঘাটের জল খাওয়ানো। (২) নাচের জন্য সামাজিক সমাবেশ; সামাজিক নৃত্যোৎসব: to give a dance নৃত্যোৎসবের আয়োজন করা। (৩) (attributive(ly)) dance rhythm নৃত্যচ্ছন্দ। dance band/orchestra নাচের বৃন্দবাদ্য/অর্কেস্ট্রা। dance-hall (noun) (সর্বসাধারণের নাচের জন্য) নৃত্যশালা। দ্রষ্টব্য ball 2 ভুক্তিতে ballroom.
- English Word dance 2 Bengali definition [ডা:নস America(n) ড্যান্স্] (verb intransitive), (verb transitive) (১) নাচা; নৃত্য করা। (২) বিশেষ বিশেষ ধরনের নাচ নাচা: to dance a waltz/a ballet/a tango. dance attendance upon somebody কারো মোসাহেবি করা। dance to somebody’s tone কারো কথায় উঠ-বস করা। (৩) দ্রুতলয়ে উচ্ছলভাবে উপরে-নিচে সঞ্চরণ করা; নাচা: I danced for joy. Look how the leaves are dancing. (৪) নাচানো: to dance a child on one’s knee. dancer (noun) নর্তক; নর্তকী; নৃত্যশিল্পী। দ্রষ্টব্য ballerina, ballet dancer. dancing (participial adjective) নৃত্যপর: a dancing bird. □ (gerund) [uncountable noun] (১) (attributive(ly)) (gerund এর উপর জোর): dancing-master পেশাদার নৃত্যশিক্ষক; dancing-partner, নৃত্যসঙ্গী; dancing-shoes নাচের (হালকা) জুতা। (২) (পূর্বপদে জোর): ballet-dancing, ব্যালে নৃত্য।
- English Word danda Bengali definition [ডান্ডা:] (noun) [uncountable noun] লাঠি; ডাণ্ডা। dandagoli (noun) [uncountable noun] guli-danda.
- English Word dandelion Bengali definition [ড্যান্ডিলাইআন্] (noun) খাঁজকাটা পাতা ও উজ্জ্বল হলুদবর্ণের পুষ্পবিশিষ্ট বুনো ঔষধিবিশেষ; সিংহদন্তী।