D পৃষ্ঠা ৩
- English Word dander Bengali definition [ড্যানডা(র)] (noun) (কথ্য, কেবল বাগধারায়) get somebody’s dander up কাউকে চটানো। get one’s dander up চটা।
- English Word dandle Bengali definition [ড্যান্ড্ল্] (verb transitive) (শিশু প্রভৃতিকে) কোলে বা হাঁটুতে করে দোলানো।
- English Word dandruff Bengali definition [ড্যান্ড্রাফ্] (noun) [uncountable noun] খুশকি; শিরোমল; মরামাস।
- English Word dandy 1 Bengali definition [ড্যান্ডি] (noun) নিজের চেহারা ও বেশভূষা সম্বন্ধে অত্যধিক সচেতন ও যত্নবান ব্যক্তি; ফুলবাবু; ড্যান্ডি। dandified [ড্যান্ডিফাইড] (adjective) ড্যান্ডিভূত: a dandified appearance.
- English Word dandy 2 Bengali definition [ড্যানডি] (adjective) (অপশব্দ) খাসা: fine and dandy.
- English Word Dane Bengali definition [ডেইন্] (noun) ডেনমার্কের অধিবাসী; দিনেমার।
- English Word danger Bengali definition [ডেইনজা(র)] (noun) [uncountable noun] বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা। at danger: The signal was at danger, বিপদসূচক অবস্থানে ছিল। in danger (of): My life is in danger, আমার জীবন বিপন্ন। out of danger বিপন্মুক্ত। danger money ঝুঁকিভাতা। (২) [countable noun] বিপদ ঘটাতে পারে এমন; বিপজ্জনক কিছু; বিপদ: He is a danger to the society. He is careful about hidden dangers.
- English Word dangerous Bengali definition [ডেইন্জারাস] (adjective) dangerous (to/for) বিপজ্জনক; বিপৎসংকুল। dangerously (adverb) বিপজ্জনকভাবে।
- English Word dangle Bengali definition [ড্যাঙ্গ্ল্] (verb intransitive), (verb transitive) ঝোলা; দোলা; ঝোলানো; দোলানো: The severed arm was dangling, to dangerous a doll in front of a child; (লাক্ষণিক) to dangerous bright prospects before a man.
- English Word Daniel Bengali definition [ড্যানিআল্] (noun) বাইবেলোক্ত দানিয়েলের মতো অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক।
- English Word Danish Bengali definition [ডেইনিশ্] (noun), (adjective) ডেনমার্ক বা দিনমারসম্পর্কিত; ডেনীয়; ডেনীয় ভাষা।
- English Word dank Bengali definition [ড্যাঙ্ক্] (adjective) (danker, dankest) স্যাঁতসেঁতে; a dank room.
- English Word daphne Bengali definition [ড্যাফনি] (noun) পুষ্পল গুল্মবর্গবিশেষ; দাফনি।
- English Word dapper Bengali definition [ড্যাপা(র)] (adjective) (সাধারণত ছোটোখাটো মানুষ) চেহারায় পরিচ্ছন্ন ও চৌকস; চটপটে; পরিপাটি; কর্মচঞ্চল।
- English Word dapple Bengali definition [ড্যাপ্ল্] (verb transitive) (সাধারণত past participle) (বিশেষত প্রাণী বা আলোছায়া) বিভিন্ন রঙের কিংবা ভিন্ন ভিন্ন মাত্রায় একই রঙের গোলাকার ছোপ দিয়ে চিহ্নিত করা বা হওয়া: dappled deer, চিত্রহরিণ; a dappled horse, চিত্রঘোটক; dapple shade, বিচিত্র আলোছায়া। dapple grey (adjective), (noun) (ঘোড়া) ধূসর রঙের উপর গাঢ় ছোপযুক্ত।
- English Word dappy Bengali definition [ডেইপি] (adjective) (British/Britain অনানুষ্ঠানিক): বোকাটে, বিশৃঙ্খল; অমনোযোগী: very dappy waitress serving.
- English Word darbar Bengali definition [দরবার্] (অপিচ durbar [দরবার্) (noun) (১) ভারতবর্ষীয় শাসকদের বিচারালয়; দরবার। (২) যে সভাগৃহে রাজার সঙ্গে সাক্ষাৎ করে প্রজাগণ তাদের সুখদুঃখের কথা জানাতে পারে; দরবারগৃহ। (৩) কাউকে সংবর্ধনা প্রদান বা কোনোকিছু উদযাপনে বিশেষ সামাজিক অনুষ্ঠান।
- English Word Darby and Joan Bengali definition [ডা:বি আন্ জোউন্] (noun) প্রেমময় প্রাচীন দম্পতি: a Darby and Joan club উক্তরূপ দম্পতিদের ক্লাব।
- English Word dare 1 Bengali definition [ডেআ(র্)] (anomalous finite) (past tense dared [ডেআড্] কিংবা অপেক্ষাকৃত অল্প প্রচলিত durst [ডাস্ট্]) (dare not সংক্ষিপ্তরূপ daren’t [ডেআন্ট্] 3rd person singular dares নয় dare) (প্রধানত না-বোধক বাক্যে to ছাড়া infinitive-এ ব্যবহৃত হয় – hardly, never, no one ও nobody সঙ্গে থাকতে পারে; প্রশ্নবোধক, শর্তমূলক ও সন্দেহজ্ঞাপক বাক্যে to ছাড়া infinitive এ ব্যবহৃত হয়) কোনোকিছু করার মতো সাহস, ধৃষ্টতা বা নির্লজ্জতা থাকা: Don’t (you) dare say it! How dare you ask me such obnoxious question! I will never dare try it again. I dare say আমি অনুমান করি: I dare say he’s leaving by tomorrow.
- English Word dare 2 Bengali definition [ডেআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) (to-সহ কিংবা to ছাড়া) কোনোকিছু করার মতো সাহস করা: I didn’t dare (to) contract him. He’s never dared (to) challenge me. I wonder how you dare (to) insult him! (২) ঝুঁকি নেওয়া; মোকাবিলা করা; I shall dare anything. (৩) dare somebody (to do something) স্পর্ধা দেখানোর জন্য আহ্বান করা; কোনোকিছু করার সাহস বা ক্ষমতা নেই, এ রকম ইঙ্গিত দেওয়া: I dare you to do it again! Come on, beat him! I dare you! daredevil (noun) (প্রায়ই attributive(ly)) প্রগলভ; বেপরোয়া; অতিসাহসী: You dare devil! □(noun) চ্যালেঞ্জ; সমাহ্বান। do something for a dare. সমাহূত হয়ে কিছু করা।
- English Word daring Bengali definition [ডেআরিঙ্] (noun) [uncountable noun] দুঃসাহস; অসমসাহস: The daring of the commandoes. □(adjective) দুঃসাহসী; অসমসাহসী: a daring operation. daringly (adverb) অসমসাহসের সঙ্গে।
- English Word dark 1 Bengali definition [ডা:ক্] (noun) [uncountable noun] (১) অন্ধকার; আঁধার; তিমির; তমসা। before/after dark, সূর্যাস্তের আগে/পরে। (২) (লাক্ষণিক) অজ্ঞতা; অনবধানতা। keep somebody/be in the dark (about something) কাউকে অনবহিত রাখা/অনবহিত থাকা: He was kept completely in the dark about our plan.
- English Word dark 2 Bengali definition [ডা:ক্] (adjective) (darker, darkest) আঁধার; অন্ধকার: It is getting dark. darklantern যে লন্ঠনের আলো ঢেকে রাখা যায়; আচ্ছাদিত লণ্ঠন। dark room (noun) আলোকচিত্রের কাজের জন্য যে রুম বা কক্ষ অন্ধকার করে ফেলা যায়; নিরালোক কক্ষ। (২) (রং) প্রায় কালো: a dark suit; ঘন: dark blue/green ইত্যাদি। (৩) (ত্বক) শ্যাম; শ্যামলা: a dark complexion. (৪) (লাক্ষণিক) গূঢ়; রহস্যময়: a dark secret. keep it গোপন রাখা। the Dark Continent অন্ধকার মহাদেশ; আফ্রিকা (যখন এ মহাদেশের অধিকাংশ জায়গা অজ্ঞাত ও অপরিচিত ছিল)। a dark horse অপ্রত্যাশিত বা অজ্ঞাত ক্ষমতাসম্পন্ন দৌড়ের ঘোড়া; অচেনা ঘোড়া; (লাক্ষণিক) যে ব্যক্তির সত্যিকার শক্তিসামর্থ্য তার জ্ঞাত শক্তিসামর্থ্যের চেয়ে অধিক হতে পারে। (৫) নৈরাশ্যজনক; শোকাবহ; অন্ধকার: He is apt to look on the dark side of things. (৬) (শ্রেয়োনীতি বা বুদ্ধিবৃত্তির দিক থেকে) অজ্ঞ; অজ্ঞান। the Dark Ages (ইউরোপীয় ইতিহাস) অন্ধকার যুগ (ষষ্ঠ থেকে ১২শ শতাব্দী; অপিচ, রোমক সাম্রাজ্যের শেষভাগ- ৩৯৫ খ্রিষ্টাব্দ থেকে ১০ম শতাব্দী পর্যন্ত)। (৭) অস্পষ্ট; অস্বচ্ছ: a dark saying. darkly (adverb) অন্ধকারপূর্ণভাবে ইত্যাদি। darkness (noun) [uncountable noun] অন্ধকার; তিমির; তমিস্র।
- English Word darken Bengali definition [ডা:কান্] (verb transitive), (verb intransitive) অন্ধকার করা বা হওয়া। darken somebody’s door (পরিহাস) কারো বাড়িতে পদধূলি দেওয়া।
- English Word Darkey, Darkie, Darky Bengali definition [ডা:কি] (noun) (নিষেধ) (কথ্য) কৃষ্ণাঙ্গ নর বা নারী (-সূচক অপমানকর নাম); কেলো।
- English Word darknet Bengali definition [ডা:ক্ নেট্] (noun) (dark আর 'network মিলে তৈরি) এমন নেটওয়ার্ক ও প্রযুক্তি যা ইন্টারনেট ব্যবহারকারীকে বেআইনি পন্থায় কপিরাইটযুক্ত ডিজিটাল ফাইল ট্রান্সফারে সহায়তা করে অথচ ধরা পড়ার ভয় থাকে না; ডার্কনেট: Here is a prediction- the darknet will never die.
- English Word darling Bengali definition [ডা:লিঙ্] (noun) অতিপ্রিয় ব্যক্তি বা বস্তু; প্রিয়তম; সুপ্রিয়; প্রাণতম: My darling (attributive(ly), কথ্য) মনোরম; রমণীয়; মনোহর: a darling little house.
- English Word darn 1 Bengali definition [ডা:ন্] (verb transitive), (verb intransitive) (বিশেষত বোনা কোনো বস্ত্র) রিফু করা। □(noun) রিফু বা রিফু করা অংশ। darning (noun) (বিশেষত) রিফুর প্রয়োজন এমন বস্তু; রিফুকর্ম। darning needle (noun) রিফুর (জন্য বড়) সুচ।
- English Word darn 2 Bengali definition [ডা:ন্] (verb transitive) (অপশব্দ)= damn(৩); ক্রোধ প্রভৃতি অন্তর্ভাবসূচক: I ’il be darned if I retreat.
- English Word dart 1 Bengali definition [ডা:ট্] (noun) [countable noun] (১) অকস্মাৎ তীব্রগতিতে সম্মুখধাবন: He made a sudden dart towards door. (২) (পালকযুক্ত, তীক্ষ্ণমুখ) ক্ষুদ্র, শাণিত ক্ষেপণাস্ত্রবিশেষ, যা ‘ডার্ট’ নামক খেলায় (বাণখেলা) সংখ্যাচিহ্নিত নির্দিষ্ট লক্ষ্যস্থলে নিক্ষেপ করতে হয়; বাণ। dart board (noun) উক্ত খেলার জন্য বিভিন্ন অংশে বিভক্ত চক্রাকার ফলক; বাণফলক।