D পৃষ্ঠা ৬
- English Word debark Bengali definition [ডিবা:ক্] (verb transitive), (verb intransitive)= disembark, জাহাজ ইত্যাদি থেকে তীরে নামা/অবতরণ/উত্তরণ/অবরোহণ করা; জাহাজ ইত্যাদি থেকে তীরে নামানো; অবতীর্ণ/উত্তীর্ণ করা। debarkation [ডীবা:কেইশ্ন্] (noun)= disembarkation অবতরণ; উত্তরণ; অবরোহণ; অবতারণ; উত্তারণ।
- English Word debase Bengali definition [ডিবেইস্] (verb transitive) মূল্য, গুণ, চরিত্র ইত্যাদির অধঃপতন ঘটানো; অধঃপতিত/অপভ্রষ্ট করা; to debase the coinage, (যেমন রূপার পরিমাণ কমিয়ে) মুদ্রামান কমানো। debasement (noun) অধঃপতন;, অপকর্ষণ; অপভ্রংশন।
- English Word debatable Bengali definition [ডিবেইটাব্ল্] (adjective) প্রশ্নসাপেক্ষ; বিচারসাপেক্ষ; তর্কসাপেক্ষ; বিচার্য: debase ground.
- English Word debate Bengali definition [ডিবেইট্] (noun) [countable noun] আনুষ্ঠানিক আলোচনা; বিতর্ক; বাগযুদ্ধ; তর্ক; বিতণ্ডা; The decision followed a long debate. The question under debate. □(verb transitive), (verb intransitive) বিতর্ক বা তর্ক করা; বিতর্কে যোগ দেওয়া; বিচারবিবেচনা করা: to debate about something; to debate (upon) a question with somebody. debater (noun) তার্কিক।
- English Word debauch Bengali definition [ডিবোচ্] (verb transitive) (কাউকে) চরিত্রভ্রষ্ট/নীতিভ্রষ্ট করা; দূষিত; নষ্ট/অধপাতিত/পাপাসক্ত করা। □(noun) [countable noun] (সাধারণত দল বেঁধে) অপরিমিত মদ্যপান ও নীতিবিগর্হিত আচরণের অনুষ্ঠান; ব্যসন: a drunken debauch, উৎকট ব্যসনবিলাস। debauchery [ডিবোচারি] (noun) [uncountable noun] অসংযম ও ভোগলালসা; ইন্দ্রিয়পরতন্ত্রতা: a life of debauchery; (plural debauchries) ইন্দ্রিয়পরতন্ত্রতার দৃষ্টান্ত ও পর্যায়কাল। debauchee [ডিবোচী] (noun) ব্যসনী; দুরাচার; পাপিষ্ঠ; লম্পট।
- English Word debenture Bengali definition [ডিবেন্চা(র্)] (noun) [countable noun] আসল পরিশোধ না করা পর্যন্ত নির্দিষ্ট হারে সুদ দেওয়া হবে, এই শর্তে ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদিতে প্রদত্ত ঋণের প্রত্যয়নপত্র; প্রতিজ্ঞাপত্র; ঋণস্বীকারপত্র।
- English Word debilitate Bengali definition [ডিবিলিটেইট্] (verb transitive) দুর্বল করা: a debilitating claimate, দৌর্বল্যকর জলবায়ু।
- English Word debit Bengali definition [ডেবিট্] (noun) (হিসাব.) যে দেনা এখনও শোধ করা হয়নি, তার ভুক্তি; দেনা; বিকলন। debitside হিসাবের খাতার বাঁ দিক; বিকলনের ঘর। দ্রষ্টব্য credit 1 (৮)। □(verb transitive) debit something (against/to somebody) (কারো হিসাবে) বিকলনের ঘরে টাকার অঙ্ক লেখা; বিকলন করা: debit £ 10 against his account. debit somebody (with something) কারো হিসাব থেকে বিকলন করা: debit somebody/somebody’s account with £ 10.
- English Word debonair Bengali definition [ডেবানেআ(র্)] (adjective) প্রফুল্ল; খোশমেজাজি; সদানন্দ।
- English Word debouch Bengali definition [ডিবাউচ্] (verb transitive), (verb intransitive) উদ্ভূত হওয়া বা করা; বেরিয়ে আসা বা বের করা।
- English Word debrief Bengali definition [ডীব্রীফ্] (verb transitive) তথ্য সংগ্রহের জন্য (বিশেষত কোনো মিশন থেকে ফেরা ব্যক্তিদের) জিজ্ঞাসাবাদ করা; পরীক্ষা করা। দ্রষ্টব্য brief 2.
- English Word debris, débris Bengali definition [ডেইব্রীঃ America(n) ডব্রীঃ] (noun) [countable noun] ইতস্তত বিক্ষিপ্ত ভগ্নাংশ; ধ্বংসাবশেষ।
- English Word debt Bengali definition [ডেট্] (noun) [countable noun, uncountable noun] ঋণ; দেনা; ধার; কর্জ: a debt of gratitude, কৃতজ্ঞতাপাশ। be in/out of debt ঋণী থাকা/ঋণমুক্ত হওয়া। get into/out of debt ঋণগ্রস্ত হওয়া/ঋণ থেকে অব্যাহতি পাওয়া। National Debt ঋণদাতাদের কাছে রাষ্ট্রীয় ঋণ; জাতীয় দেনা। দ্রষ্টব্য bad 1 (৪), honour 2 (২)। debtor [ট(র)] (noun) ঋণী; অধমর্ণ; দেনাদার।
- English Word debug Bengali definition [ডীবাগ্] (verb transitive) (debugged, debugging, debugs) (১) (কম্পিউটারের পূর্বলেখন, পণ্য উৎপাদনের যন্ত্র ইত্যাদিতে) ত্রুটিবিচ্যুতির সম্ভাব্য কারণ অনুসন্ধান এবং তা দূর করা; উপদ্রবমুক্ত করা। (২) বাড়ি বা কক্ষের আসবাবপত্র, দেওয়াল ইত্যাদির মধ্যে লুকানো মাইক্রোফোন খুঁজে বের করা এবং তা অপসারিত করা; আপদমুক্ত করা।
- English Word debunk Bengali definition [ডীবাঙ্ক্] (verb transitive) (ব্যক্তি, ভাব, প্রতিষ্ঠান) অমূলক অনুভূতি, ঐতিহ্যপরম্পরা ইত্যাদি ছিন্ন করে আসল সত্য প্রকটিত করা; খোলসমুক্ত করা; খোলস ভাঙা।
- English Word debut, début Bengali definition [ডেইবিঊ America(n) ডিবিঊ] (noun) (বিশেষত কোনো তরুণী) প্রাপ্তবয়স্কদের আসরে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে প্রথম আত্মপ্রকাশ; (অভিনেতা, গায়ক, গায়িকা, খেলোয়াড়) প্রকাশ্য মঞ্চে প্রথম উপস্থিতি; প্রথম প্রকাশ: to make one’s debut.
- English Word debutante, débutante Bengali definition [ডেবিঊটা:ন্ট্] (noun) উঁচু সমাজে প্রথম আত্মপ্রকাশকারিণী তরুণী; নবাগতা।
- English Word deca- Bengali definition [ডেকা] (মেট্রিক পদ্ধতি) (prefix) দশ।
- English Word decade Bengali definition [ডেকেইড্] (noun) দশক: the first decade of the 20th century, অর্থাৎ ১৯০০-১৯০৯।
- English Word decadence Bengali definition [ডেকাডান্স্] (noun) (শিল্প, সাহিত্য, শ্রেয়োনীতি ইত্যাদিতে বিশেষত অত্যন্ত সমৃদ্ধশালী যুগের পরে) অধঃপতন; অবক্ষয়।
- English Word decadent Bengali definition [ডেকাডান্ট্] (adjective) ক্ষয়িষ্ণু। □(noun) অবক্ষয়ী।
- English Word decaffeinate Bengali definition [ডীক্যাফীনেইট্] (verb transitive) বিশেষত কফি (সম্পূর্ণ বা আংশিক) ক্যাফিনমুক্ত করা। decaffeinated (adjective) সম্পূর্ণ বা আংশিক ক্যাফিনমুক্ত।
- English Word Decalogue Bengali definition [ডেকালগ্ America(n) ডেকালোগ্] (noun) the Decalogue মুসা নবির (আ.) দশ আদেশমালা। দ্রষ্টব্য commandment; দ্রষ্টব্য Exod 20: 1- 1 7.
- English Word decamp Bengali definition [ডিক্যাম্প্] (verb transitive) decamp (with) (প্রায়ই গোপনে) প্রস্থান করা; কেটে/সরে পড়া; চম্পট/পিঠটান দেওয়া; পালানো।
- English Word decant Bengali definition [ডিক্যান্ট্] (verb transitive) (মদ ইত্যাদি) বোতল থেকে অন্য পাত্রে এমনভাবে ঢালা যাতে তলানিতে নাড়া না লাগে; গড়িয়ে নেওয়া; স্রবণ করা। decanter (noun) পিধানযুক্ত, সাধারণত কারুকার্যময় কাচের তৈরি পাত্র, যাতে সুরা ইত্যাদি তলানিমুক্তভাবে ঢালা হয়; কাচকূপী; সোরাহি।
- English Word decapitate Bengali definition [ডিক্যাপিটেইট্] (verb transitive) (বিশেষত আইনসম্মত শাস্তিস্বরূপ) শিরশ্ছেদ করা। decapitation [ডিক্যাপিটেইশ্ন্] (noun) শিরশ্ছেদন।
- English Word decarbonizes Bengali definition [ডীকা:বানাইজ্] (verb transitive) (বিশেষত অন্তর্দাহ ইঞ্জিন থেকে) কয়লা অপসারণ করা; অঙ্গারমুক্ত করা।
- English Word decasyllabe Bengali definition [ডেকাসিলাব্ল্] (noun) দশ অক্ষরযুক্ত চরণ। decasyllabic [ডেকাসিল্যাবিক্] (adjective) দশাক্ষরিক।
- English Word decathlon Bengali definition [ডিক্যাথ্লন্] (noun) দশটি খেলার ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে প্রতিটি প্রতিযোগীকে সবগুলি খেলায় অংশ নিতে হয়; ক্রীড়াদশক। decathlete [ডিক্যাথ্লীট্] (noun) যে ক্রীড়াবিদ উক্ত প্রতিযোগিতায় অংশ নেয়; দশক্রীড়ক।
- English Word decay Bengali definition [ডিকেই] (verb intransitive) খারাপ/ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষয় পাওয়া: decaying teeth/vegetables; Even in his old age his intellectual powers dodn’t decay. □(noun) [uncountable noun] ক্ষয়; পরিক্ষয়: the decay of the teeth, দন্তব্যসন; The monument is in decay.