Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word declension Bengali definition [ডিক্‌লেন্‌শ্‌ন্‌] (noun) (ব্যাকরণ) [uncountable noun] বাক্যে ব্যবহার অনুযায়ী বিশেষ্য, বিশেষণ ও সর্বনামের বিভক্তি পরিবর্তন (যেমন লাতিন ও সংস্কৃত) পদসাধন; শব্দরূপ। দ্রষ্টব্য case 1 (৩), decline 1 (৪)। [countable noun] বিভিন্ন কারকে যেসব শব্দে একই প্রকার বিভক্তি যুক্ত হয়, তাদের শ্রেণি; শব্দরূপের বর্গ।
  • English Word declination Bengali definition [ডেক্‌লিনেইশ্‌ন্‌] (noun) দিগদর্শন যন্ত্রের কাঁটার যথার্থ উত্তর থেকে পূর্ব বা পশ্চিমে বিচ্যুতি; ক্রান্তি
  • English Word decline 1 Bengali definition [ডিক্‌লাইন্] (verb transitive), (verb intransitive) (১) প্রত্যাখ্যান/অস্বীকার করা; to decline an invitation. He declined to make any comments. (২) ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া: A declining birthrate, অপচীয়মান জন্মহার; declining sales, ক্ষীয়মাণ বিক্রয়; declining years, বার্ধক্য, as his strength declined. . . . (৩) (ব্যাকরণ) শব্দরূপ সাধন করা। দ্রষ্টব্য case 1 (৩), inflict (১)।
  • English Word decline 2 Bengali definition [ডিক্‌লাইন্‌] (noun) [countable noun] প্রত্যাখ্যান; অস্বীকৃতি; উত্তরোত্তর শক্তিক্ষয়; পরিক্ষয়; অবক্ষয়; অবচয়: the decline of the Moghul Empire; a decline in prices/property, মূল্যের/অর্থের অপচয়। fall into a decline শক্তি হারানো। on the decline ক্ষীয়মাণ।
  • English Word declivity Bengali definition [ডিক্‌লিভা্টি] (noun) [countable noun] (plural declivities) ঢাল; উতরাই। দ্রষ্টব্য acclivity.
  • English Word declutch Bengali definition [ডিক্‌লাচ্] (verb intransitive) (মোটর গাড়িতে অন্তর্যোজনা বা গিয়ার বদলানোর আগে) ক্লাচ বিযুক্ত করা
  • English Word decoct Bengali definition [ডিক্‌ক্‌ট্‌] (verb) সিদ্ধ করা; সিদ্ধ করে সার পদার্থ বের করে নেওয়া, চোলাই করা: First, decoct the tangerine peel and use the boiling water to infuse the tea. decoction (noun) ক্বাথ।
  • English Word decode Bengali definition [ডীকোউড্] (verb transitive) (সংকেতলিপিতে লিখিত কোনোকিছুর) অর্থোদ্ধার করা; সংকেত উদ্ঘাটন করা। দ্রষ্টব্য encode. decoder (noun) (বিশেষত) এক সংকেতলিপিতে লিপিবদ্ধ উপাত্ত অন্য সংকেতলিপিতে রূপান্তরিত করার কৌশল; সংকেতোদ্ঘাটক।
  • English Word decolo(u)rize, decolo(u)rise Bengali definition [ডীকালারাইজ] (verb transitive) বিবর্ণ করা; রং মুছে ফেলাdecolourization, decolourisation [ডীকালারাইজেইশ্‌ন্‌ America(n) ডীকালারিজেইশ্‌ন্‌] (noun) বিবর্ণীকরণ।
  • English Word decompose Bengali definition [ডীকামপোউজ্‌] (verb transitive), (verb intransitive) (১) (পদার্থ, আলো) মূল উপাদানগুলি পৃথক করা বা হওয়া; বিশ্লিষ্ট করা বা হওয়া: Light decomposes when passes through a prism. (২) পচা বা পচানো; ক্ষয় পাওয়া বা করাdecomposition [ডীকম্‌পাজিশ্‌ন্‌] (noun) পৃথক্‌করণ; পচন।
  • English Word decompress Bengali definition [ডীকামপ্রেস্] (verb transitive) (কাউকে সংকুচিত বায়ু থেকে) স্বাভাবিক চাপে নিয়ে আসা (যেমন ডুবুরির পোশাক খুললে); (কোনোকিছুর) অভ্যন্তরে চাপ কমানো; বিসংকুচিত করাdecompression [ডীকামপ্রেশ্‌ন্‌] (noun) বিসংকোচন: a decompression chamber.
  • English Word decongestant Bengali definition [ডীকান্‌জেস্‌টান্‌ট্] (noun) [countable noun, uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) (বিশেষত নাসারন্ধ্রের) বদ্ধতানিবারক ভেষজ; নিস্রাবরোধক। □(adjective): decongestant tablets.
  • English Word decontaminate Bengali definition [ডীকান্‌ ট্যামিনেইট্] (verb transitive) কোনো বস্তু থেকে দূষণ (যেমন বিষাক্ত গ্যাস বা তেজস্ক্রিয়তা সংক্রমিত বস্তু) দূর করা; দূষণমুক্ত করাdecontamination [ডীকান্‌ট্যামিনে্‌ইশ্‌ন্‌] (noun) বর্গচ্যুতকরণ; বিগ্রথিতকরণ।
  • English Word decontrol Bengali definition [ডীকান্‌ট্রোল্] (verb transitive) (decontrolled, decontrolling, decontrols) নিয়ন্ত্রণমুক্ত করা (যেমন যুদ্ধকালে ব্যবসাবাণিজ্যের উপর আরোপিত সরকারি নিয়ন্ত্রণ থেকে); বিনিয়ন্ত্রিত করা
  • English Word décor Bengali definition [ডেইকো(র্) America(n) ডেইকো(র)] (noun) সাজসজ্জা (যেমন রঙ্গমঞ্চ বা কোনো কক্ষের)।
  • English Word decorate Bengali definition [ডেকারেইট্‌] (verb transitive) (১) decorate with অলংকারাদি পরা; অলংকৃত/মুণ্ডিত/ভূষিত/শোভিত করা: to decorate a house/a street. (২) (ভবনের বহির্ভাগ) রঞ্জিত/আস্তৃত করা; (দালানের অভ্যন্তর) রং, দেওয়ান-কাগজ ইত্যাদি দিয়ে সজ্জিত/পরিশোভিত/অলংকৃত করা(৩) decorate (for) (পদক ইত্যাদি দিয়ে) ভূষিত/ মণ্ডিত/সম্মানিত করাdecorator [ডেকারেইটা(র্‌)] (noun) শোভাকার; শোভাকৃৎ: interior decorators.
  • English Word decoration Bengali definition [ডেকা্রেইশ্‌ন্] (noun) [uncountable noun] অলংকরণ; ভূষণ; শোভাবর্ধন; সম্মাননা(২) [countable noun] শোভাবর্ধনে ব্যবহৃত সামগ্রী; অলংকরণসামগ্রী: Christmas decorations. (৩) [countable noun] সম্মান বা পুরস্কার হিসেবে প্রদত্ত পদক, রিবন ইত্যাদি; আভরণ; অলংকরণ
  • English Word decorous Bengali definition [ডেকারাস্‌] (adjective) বিনয়ী; নম্র; শোভনdecorously (adverb) নম্রভাবে; শোভনভাবে।
  • English Word decortive Bengali definition [ডেকা্‌রাটিভ্‌ America(n) ডেকারেইটিভ্] (adjective) অলংকরিষ্ণু; শোভাকর; শোভাবর্ধক
  • English Word decorum Bengali definition [ডিকোরাম্‌] (noun) [uncountable noun] শিষ্টতা; ভব্যতা; ঔচিত্য; সুরীতি
  • English Word decoy Bengali definition [ডীকয়্] (noun) শিকারের উদ্দেশ্যে অন্য পশুপাখিকে আকৃষ্ট করতে ব্যবহৃত (প্রকৃত কিংবা নকল) পশু বা পাখি; আকর্ষক পশু বা পাখি; কুনকি হাঁস; উক্তরূপ শিকারের স্থান; ফাঁদ(২) (লাক্ষণিক) কাউকে প্রলুব্ধ করে বিপদে ফেলতে ব্যবহৃত ব্যক্তি বা বস্তু; কুনকি; টোপ; ফাঁদ। □ (verb transitive) [ডিকয়] (কাউকে বা কোনোকিছুকে) শিক্ষাপ্রাপ্ত পোষাপ্রাণীর সাহায্যে শিকারকে ফাঁদে ফেলা; টোপ ফেলা; টোপ গেলানো; ফাঁদ পাতা; ফাঁদে ফেলা: He was decoyed into the deserted house and made a prisoner.
  • English Word decrease Bengali definition [ডিক্রীস্‌] (verb transitive), (verb intransitive) কমা; হ্রাস করা বা পাওয়া। □ (noun) [ডীক্রীস্‌] [uncountable noun] হ্রাস; [countable noun] হ্রাসের পরিমাণ: We’ve recorded a decrease in our transactions. on the decrease হ্রাস পাচ্ছে এমন; নিম্নগামী: The population is on the decrease.
  • English Word decree Bengali definition [ডিক্রী] (noun) [countable noun] (১) কোনো শাসক বা কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত এবং আইনের মর্যাদাসম্পন্ন আদেশ; হুকুম; অধ্যাদেশ; আজ্ঞপ্তি: issue a decree; rule by decree. (২) আদালতবিশেষের সিদ্ধান্ত; রায়; ডিক্রি; a decree of divorce. decreenisi [ডিক্রীনাইসাই] (noun) নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিপক্ষে কারণ দর্শাতে না পারলে বিবাহবিচ্ছেদ কার্যকর হবে, এই মর্মে আদালতের রায়; শর্তসাপেক্ষে তালাকের রায়। □ (verb transitive) ডিক্রি; অধ্যাদেশ জারি করা; রায় দেওয়া।
  • English Word decrepit Bengali definition [ডিক্রেপিট্] (adjective) জরাজীর্ণ; জরাগ্রস্ত; জরাতুর; হাড়জিরজিরে: a decrepit horse. decrepitude [ডিক্রেপিটিউড্] America(n) ডিক্রেপিটূড্‌] (noun) [uncountable noun] জীর্ণদশা; জরাগ্রস্ততা; জরাবস্থা; জীর্ণতা।
  • English Word decruitment Bengali definition [ডিরিক্রুটমান্‌ট্] (noun) [countable noun] (কর্পোরেট সুভাষণরীতি) (১) শ্রমিক ছাঁটাই(২) কোনো প্রতিষ্ঠানের বাড়তি শ্রমিকছাঁটাই প্রক্রিয়া: Firing and early retirements are two decruitment options.
  • English Word decry Bengali definition [ডিক্রাই] (verb transitive) কোনোকিছুর বিরুদ্ধে মতামত ব্যক্ত করে তার মূল্য, উপযোগিতা ইত্যাদি কমানোর চেষ্টা করা; নিন্দার্হ বলে ঘোষণা করা; উচ্চৈঃস্বরে নিন্দা করা; চিৎকার করে থামিয়ে বা বসিয়ে দেওয়া
  • English Word dedicate Bengali definition [ডেডিকেইট্] (verb transitive) dedicate (to) (১) (কোনো মহৎ উদ্দেশ্য বা লক্ষ্যে) নিয়োজিত/উৎসর্গ করা: to dedicate life to the service of the poor. (২) (ঈশ্বরের উদ্দেশ্যে কিংবা পুণ্যার্থে) ভাবগম্ভীর অনুষ্ঠানাদির মধ্য দিয়ে নিবেদিত/উৎসর্গ করা(৩) (লেখক সম্বন্ধে) (বন্ধুত্ব কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপনে) উৎসর্গ করাdedication [ডেডিকেইশ্‌ন্] (noun) [uncountable noun] উৎসর্জন; উৎসর্গ; [countable noun] উৎসর্গপত্র।
  • English Word deduce Bengali definition [ডিডিঊস্‌ America(n) ডিডূস্‌] (verb transitive) deduce (from) যুক্তির সাহায্যে জ্ঞান, প্রতীতি, তত্ত্ব ইত্যাদিতে উপনীত হওয়া; সিদ্ধান্তে পৌঁছা; অনুমান করা: deduce a fact. [ডিডিঊ্যসাব্‌ল্‌ America(n) ডিডূসেব্‌ল্] (adjective) অনুমেয়।
  • English Word deduct Bengali definition [ডিডাক্‌ট্] (verb transitive) (পরিমাণ বা অংশবিশেষ) ব্যবকলন/বিয়োগ করা। দ্রষ্টব্য সংখ্যার ক্ষেত্রে subtract. deductible [ডিডাক্‌টাব্‌ল্] (adjective) বিয়োজ্য; ব্যবকলীয়।
  • English Word deduction Bengali definition [ডিডাক্‌শ্‌ন্] (noun) (১) [uncountable noun] বিয়োজন; ব্যবকলন [countable noun] বিয়োজিত অংশ; ব্যবকলন; বিয়োজন: deductions from pay. (২) [uncountable noun] অবরোহ; অনুমান; [countable noun] সামান্য নিয়ম থেকে যুক্তির সাহায্যে লব্ধ বিশেষ দৃষ্টান্ত; অনুমান; অনুমিতিdeductive [ডিডাক্‌টিভ্] (adjective) অবরোহী। deductively (adverb) অনুমানত।