• Bengali Word can 1 English definition [ক্যান্‌] (noun) ১ তরল পদার্থ ইত্যাদি রাখার সাধারণত ঢাকনাওয়ালা ধাতবপাত্র; ক্যানেস্তারা: oil-can, milk-can.
      carry the can for (somebody) (অপশব্দ) দোষের ভাগী হওয়া; নিজের ঘাড়ে দোষ নেওয়া। (be) in the can (ফিল্ম; ভিডিও-টেপ) ধারণকৃত ছবিসহ ব্যবহারের জন্য প্রস্তুত। (২) (পূর্বে কেবল America(n) এখন ব্রিটেনেও) খাদ্য, পানীয় ইত্যাদির জন্য টিনের তৈরি বায়ুনিরোধক পাত্র; উক্ত পাত্রের আধেয়; টিন; a can of beer/mangoes. দ্রষ্টব্য tin. (৩) (America(n) অপশব্দ) ফাটক। □ (verb intransitive) (canned, canning, cans) (খাদ্য ইত্যাদি) টিনে বায়ুমুক্ত অবস্থায় বন্ধ করা; সংরক্ষণ করা; টিনজাত করা: canned beef; canned music (অপশব্দ) রেকর্ড ইত্যাদিতে ধারণকৃত সংগীত। canned [ক্যান্‌ড্‌] (adjective) মাতাল। cannery [ক্যানারি] (noun) যেখানে খাদ্য ইত্যাদি টিনজাত করা হয়।
    • Bengali Word can 2 English definition [কান্‌; জোরালো রূপ: ক্যান্‌] modal (negative(ly) cannot [ক্যানাট্] বা' can’t [কা:ন্‌ট্ America(n) ক্যান্‌ট্]) past tense could [কাড্; জোরালো রূপ: কুড্], negative(ly) couldn’t [কুড্‌ন্‌ট্]
      উক্ত বা উহ্য শর্ত নির্দেশের জন্য if-clause এ could ব্যবহৃত হয়: Could you climb that tree (অর্থাৎ চেষ্টা করলে এখন)? (উল্লেখ্য যে অতীতকালে কোনো বিচ্ছিন্ন কর্মের ক্ষেত্রে শর্ত ছাড়া could-এর প্রয়োগ হয় না। তার বদলে be able to, manage to কিংবা succeed in (doing something) ব্যবহার করা শ্রেয়): When the house collapsed, we were able to/managed to get out. (২) (সংবোধমূলক ক্রিয়াপদের সঙ্গে কিংবা সরল কালের স্থলে সচরাচর can ব্যবহৃত হয়। তাতে অর্থের কোনো পরিবর্তন ঘটে না) পাওয়া: I can see the bus coming. (৩) (কথ্যরীতিতে অনুমতি বোঝাতে may-র স্থলে can ব্যবহৃত হয়) পারা: You can come in. (৪) (সম্ভাবনা বা সম্ভাব্যতা নির্দেশে can/could ব্যবহৃত হয়) পারা: He left at five O’clock-he can/could (= may) be at home by now. (৫) (বিস্ময়, কিংকর্তব্যবিমূঢ়তা, অধৈর্য ইত্যাদি নির্দেশ করতে প্রশ্নবোধক বাক্যে (বিশেষত whatever, where, how-এর সঙ্গে। এক্ষেত্রে can-এর জোরালো রূপ ব্যবহৃত হয়) পারা: How can/could he be so insolent? (৬) (স্বভাবসিদ্ধতা/স্বাভাবিক প্রভৃতি বোঝাতে can/could ব্যবহৃত হয়। প্রায়ই পৌনঃপুন্যসূচক adverbials (যেমন at times, sometimes)-ও উপস্থিত থাকে) পারা: He can sometimes be very rude. (৭) (ইচ্ছা করা বোঝাতে could ব্যবহৃত হয়): He could blow his brains out. (৮) (কথ্যরীতিতে আদেশের প্রবলতাসহ অবশ্যকর্তব্য নির্দেশে can ব্যবহৃত হয়) পারা: Tell Mr Hardy that he can get the letter typed now. (৯) শিষ্টাচারসম্মত অনুরোধে can/could ব্যবহৃত হয়; দ্রষ্টব্য will 1 (৩): Could you close the door? দয়া করে দরজাটা বন্ধ করুন।
    • Bengali Word Canadian English definition [কানেইডিআন্‌] (noun), (adjective) কানাডীয়।
    • Bengali Word canal English definition [কান্যাল্] (noun) ১ (মানুষের কাটা) খাল।
      canalboat (noun) খালে চালিত লম্বা সরু নৌকাবিশেষ, যা অনেক সময়ে ঘোড়া দিয়েও টানানো হয়; ছিপ নৌকা। (২) উদ্ভিদ বা জীবদেহে খাদ্য বায়ু ইত্যাদির জন্য নালি বা নল: the alimentary canal, পৌষ্টিকনালি। canalize [ক্যানালাইজ্‌] (verb intransitive) (নদীকে বাঁধ ইত্যাদির সাহায্যে সোজা করে) খালে পরিণত করা; (লাক্ষণিক) পরিচালিত/এক খাতে প্রবাহিত করা: canalize one’s energies into humanitarian efforts. canalization [ক্যানালাইজেইশ্‌ন্‌ America(n) ক্যানালিজেইশ্‌ন্‌] (noun) প্রণালিভূতকরণ।
    • Bengali Word canapé English definition [ক্যানাপেই America(n) ক্যানাপেই] (noun) (ফরাসি) মসলাদিযুক্ত মাছ; পনির ইত্যাদি মাখানো রুটির পাতলা টুকরা; কানাপে।