C পৃষ্ঠা ৫৫
- English Word corn 3 Bengali definition [কোন্] (verb transitive) লবণ দিয়ে (মাংস) সংরক্ষণ করা: corned beef.
- English Word cornea Bengali definition [কোনিআ] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) অক্ষিগোলকের স্বচ্ছ আবরণ; অচ্ছোদপটল; কর্নিয়া। corneal (adjective) কর্নিয়াসংক্রান্ত।
- English Word cornelian Bengali definition [কোনীলিআন্] (noun) রক্তবর্ণ; রক্তিমাভ-খয়েরি কিংবা সাদা রঙের মূল্যবান পাথরবিশেষ।
- English Word corner Bengali definition [কোনা(র)] (Noun) (১) কোণ; পথের বাঁক বা মোড়: a street-corner shop. Just round the corner (কথ্য) খুব নিকটে, গুপ্ত বা নিভৃত স্থান; সংকট: cut off a corner কোনাকুনি পার হওয়া। drive somebody into a corner (লাক্ষণিক) কাউকে কোণঠাসা করা; বেকায়দায় ফেলা। turn the corner (লাক্ষণিক) অসুখের সংকটময় অবস্থা পার হয়ে আসা। be in tight corner বেকায়দা অবস্থায় পড়া। cornerstone (noun) (ক) অট্টালিকার দুই দেওয়ালের মধ্যে সংযোগস্থাপক প্রস্তরখণ্ড; ভিত্তিপ্রস্তর;(খ) মূলভিত্তি: Perseverance was corner stone of the boy’s success. (২) অঞ্চল; এলাকা : the four corners of the earth. (৩) (বাণিজ্য.) বাজার থেকে কোনো দ্রব্য যত বেশি সম্ভব কিনে রাখা যাতে ঐ দ্রব্য পরবর্তীকালে ইচ্ছামতো দামে এবং একচেটিয়াভাবে বিক্রি করা যায়। (৪) (ফুটবল খেলায়) cornerkick খেলার মাঠের কোনা থেকে বল চালিত করা। □ (verb transitive), (verb intransitive) (১) force into a corner কোণঠাসা করা; গ্রেফতার করা: The murderer was cornered at last. (২) (noun) make a corner in something গম ইত্যাদির ব্যবসায় একচেটিয়াত্ব অর্জন করা। (৩) রাস্তার কোনা ঘুরতে পারা (গাড়ি): His newly purchased car corner well. cornered (adjective) কোনাযুক্ত: a three cornered table.
- English Word cornet Bengali definition [কোনিট্] (noun) (১) বাঁশির মতো বাদ্যযন্ত্রবিশেষ। (২) কাগজ দিয়ে বানানো চোঙাকৃতি ঠোঙা (মিষ্টান্ন, চানাচুর ইত্যাদির জন্য)। (৩) কোন-আইসক্রিমের চোঙাকৃতি ধারক।
- English Word cornice Bengali definition [কোনিস্] (noun) কারনিস (স্থাপত্য); ছাদের অব্যবহিত নিচে কক্ষের চারদিকের দেওয়ালে আলংকারিক নকশা; পাহাড়ের চূড়ায় জমে থাকা এবং ঝুলে থাকা বাড়তি অংশযুক্ত বরফের চাঁই।
- English Word cornucopia Bengali definition [কোনিউকৌপিআ] (noun) চারুকলায় চিত্রিত ছাগলের শিং; যাতে ফুল, ফল ও শস্যাদির চিত্রের অলংকরণ বাহুল্য থাকে; (লাক্ষণিক) প্রাচুর্য।
- English Word corny Bengali definition [কোনি] (adjective) (cornier, corniest) অমৌলিক; গতানুগতিক; মামুলি: corny jokes.
- English Word corolla Bengali definition [কারলা] (noun) (উদ্ভিদ) পুষ্পের দলমণ্ডল; পাপড়ি দ্বারা গঠিত অভ্যন্তরভাগ।
- English Word corollary Bengali definition [কারলারি] (noun) কোনো কিছুর স্বাভাবিক পরিণতি বা ফলাফল; কোনো কিছু প্রমাণিত হওয়ার পর যা স্বতই পরিস্ফুট হয়; অনুসিদ্ধান্ত।
- English Word corona Bengali definition [কারোনা] (noun) সূর্য বা চন্দ্রের চারদিকে বক্রাকার আলোর বেষ্টনী (যেমন গ্রহণকালে দেখা যায়); জ্যোতির্বলয়।
- English Word coronary Bengali definition [করানরি America(n) কোরানারি] (adjective) হৃৎপিণ্ডে রক্তসরবরাহকারী ধমনিসম্পর্কিত। coronary thrombosis হৃদরোগবিশেষ যাতে ধমনিতে রক্ত জমাট বেঁধে যায়। (noun) (কথ্য)coronary thrombosis- এর আক্রমণ।
- English Word coronation Bengali definition [করানেইশ্ন্] (noun) রাজাভিষেক; রাজা বা রানির সিংহাসনে আরোহণের অনুষ্ঠান।
- English Word coroner Bengali definition [করানা(র্) America(n) কোরানার] (noun) অপঘাতজনিত বা সন্দেহজনক মৃত্যুর কারণ তদন্তকারী বিচারক। coroner’s inquest অপঘাতজনিত বা সন্দেহজনক মৃত্যুর তদন্ত।
- English Word coronet Bengali definition [করানাট্] (noun) রাজসভাসদ কর্তৃক পরিহিত ছোট আকারের মুকুট; অত্যন্ত দামি দ্রব্যে তৈরি মহিলাদের শিরোভূষণ; ফুলের মালা।
- English Word corporal 1 Bengali definition [কোপারাল্] (noun) (সামরিক) সুবেদারের চেয়ে নিম্নপদস্থ সামরিক কর্মকর্তা; নায়েক; (নৌবাহিনীতে) পুলিশের দায়িত্বপ্রাপ্ত নিম্নপদস্থ নৌসেনা।
- English Word corporal 2 Bengali definition [কোপারাল্] (adjective) (আনুষ্ঠানিক) মানবদেহসম্পর্কিত; শরীরী। corporal punishment দৈহিক শাস্তি, যেমন বেত্রাঘাত পিটুনি।
- English Word corporate Bengali definition [কোপারাট্] (adjective) (১) আইন দ্বারা এক সংস্থাভুক্ত। (২) মিলিত; যৌথ: corporate responsibility যৌথদায়িত্ব। (৩) একই দলে একীভূত: a corporate body.
- English Word corporation Bengali definition [কোপারেইশ্ন্] (noun) (১) পৌরসভা; নগরশাসনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ: Dhaka City corporation. (২) আইনবলে গঠিত যৌথসংস্থা বা প্রতিষ্ঠান: Bangladesh small and Cottage Industries corporation. (৩) (America(n)) সীমিত দায়সম্পন্ন ব্যবসা; কোম্পানি। (৪) (কথ্য) বিরাট উদয়; ভুঁড়ি।
- English Word corporeal Bengali definition [কোপোরিআল্] (adjective) (১) (আনুষ্ঠানিক) (১) শরীরসংক্রান্ত: corporeal needs, দৈহিক চাহিদা; শরীরগত প্রয়োজনসমূহ, যেমন খাদ্য, নিদ্রা ইত্যাদি। (২) ভৌতিক (আত্মিকের বিপরীত); দৈহিক।
- English Word corps Bengali definition [কো(র্)] (Noun) (১) সৈন্যবাহিনীর ভাগবিশেষ: Army Engineering corps. (২) দুই বা ততোধিক ডিভিশন নিয়ে গঠিত সামরিক বাহিনী। (৩) corps de ballet [কো দা ব্যলেই] (ফরাসি) ব্যালে-নৃত্যের নর্তক দল। the Diplomatic Corps একটি রাজধানী বা রাজদরবারে বিদেশি রাষ্ট্রসমূহের সব রাষ্ট্রদূত; অ্যাটাচি ও দূতাবাসাধ্যক্ষদের সমষ্টিগত নাম।
- English Word corpse Bengali definition [কোপ্স্] (noun) মৃতদেহ; শব (বিশেষত মানুষের)। দ্রষ্টব্য carcass.
- English Word corpulent Bengali definition [কোপিউলান্ট্] (adjective) (কোনো মানুষ বা তার দেহসম্পর্কিত) স্থূল এবং ভারী। corpulence অত্যধিক মাংসলাতা; স্থূলতা।
- English Word corpus Bengali definition [কোপাস্] (noun) দেহ; কোনো বিশেষ বিষয়ের উপর লিখিত রচনাসমূহের সংগ্রহ; অধ্যয়নযোগ্য বস্তুর সমাহৃতি।
- English Word corpuscle Bengali definition [কোপাস্ল্] (noun) রক্তের শ্বেত কিংবা লোহিতকণিকা।
- English Word corral Bengali definition [কারা:ল্ America(n) কার্যাল্] (noun) (১) গবাদিপশু বা ঘোড়ার খোঁয়াড়; বন্যপ্রাণী ধরতে ব্যবহৃত খোঁয়াড়। (২) দ্রষ্টব্য laager. (verb transitive) গবাদিপশুকে তাড়িয়ে এনে খোঁয়াড়ে আবদ্ধ করা।
- English Word correct 1 Bengali definition [কারেক্ট্] (Adjective) (১) সঠিক; নির্ভুল; সত্য; খাঁটি: a correct answer. My watch keeps correct time. He was correct in all points. (২) (আচারব্যবহার, পোশাক, ভব্যতাসম্পর্কিত) যথাযথ; সুরুচিসম্মত; নিয়মানুগ। correctness (noun)
- English Word correct 2 Bengali definition [কারেক্ট্] (verb transitive) (১) ঠিক করা; সংশোধন করা: I corrected his pronunciation. The typist corrected the date of the letter. (২) ভুলত্রুটি দেখিয়ে দেওয়া; শাস্তি দেওয়া: The father corrected the child for disobedience.
- English Word correction Bengali definition [কারেক্শ্ন্] (noun) (১) সংশোধন; Speak under correction, বক্তব্যে ভুল থাকতে পারে অর্থাৎ সংশোধনের প্রয়োজন হতে পারে এ কথা জেনেই বক্তব্য রাখা। (২) শাস্তি: house of correction, জেলখানা (প্রাচীন প্রয়োগ)। (৩) ভুল সংশোধন করার পর সে জায়গায় যা লেখা হয়: I have shown the correction in red ink.
- English Word corrective Bengali definition [কারেক্টিভ্] (noun) (adjective) সংশোধনক্ষম; সংশোধনকারী; যাতে সংশোধন হয় এমন কিছু: corrective measures.