C পৃষ্ঠা ৫৬
- English Word correlate Bengali definition [করালেইট্ America(n) কোরালেইট্] (verb transitive), (verb intransitive) correlate (with) পরস্পর সম্পর্কযুক্ত হওয়া বা করানো: It is difficult to correlate the findings of the two groups of researchers.
- English Word correlation Bengali definition [করালেইশ্ন্] (noun) পারস্পরিক সম্পর্ক: There is a correlation between temperature and rainfall.
- English Word correlative Bengali definition [করেলাটিভ্] (noun) (adjective) পরস্পর সম্পর্কযুক্ত; আপেক্ষিক: ‘neither’ and ‘nor’ are correlative conjunctions. Profits usually correlative to the popularity of a product.
- English Word correspond Bengali definition [করিস্পন্ড্] (verb intransitive) (১) correspond (with) সঙ্গতিপূর্ণ হওয়া: This view corresponds less and less with reality. (২) correspond (with) চিঠিপত্র আদান-প্রদান করা।
- English Word correspondence Bengali definition [করিস্পন্ডান্স্ America(n) কোরিস্প্ডান্স্] (noun) (১) অনুরূপতা; ঐক্য; সাদৃশ্য: There is not much correspondence between my father’s political views and mine. (২) চিঠিপত্রের আদান-প্রদান: I go to his office twice a week to deal with his correspondence. correspondence course পত্রযোগে শিক্ষাদানের কোর্স।
- English Word correspondent Bengali definition [করিস্পন্ডান্ট্ America(n) কোরিস্পডান্ট্] (noun), (adjective) (১) অনুরূপ; সদৃশ। (২) চিঠিপত্রের প্রাপক বা লেখক। (৩) খবরের কাগজের নিয়মিত সংবাদদাতা: our Chittagong correspondent, foreign correspondent. (৪) (বাণিজ্য) ব্যক্তি; ব্যবসাপ্রতিষ্ঠান; ব্যাংক ইত্যাদি।
- English Word corridor Bengali definition [করিডো(র্)] (noun) (১) অট্টালিকার বিভিন্ন কক্ষের মধ্যে বা রেলগাড়ির বিভিন্ন কামরার মধ্যে সংযোগস্থাপক পথ। (২) কোনো রাষ্ট্রের যে সংকীর্ণ ভূখণ্ড অন্য রাষ্ট্রের মধ্য দিয়ে কোনো বন্দরে যাওয়ার পথ হিসেবে বা কোনো ছিটমহলে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয়, যেমন দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার জন্য ‘তিনবিঘা’ করিডর। corridortrain যে ট্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য করিডর থাকে।
- English Word corrigendum Bengali definition [করিজেন্ডাম্ America(n) কোরিজেন্ডাম্] (noun) সংশোধনীয় বিষয়।
- English Word corrigible Bengali definition [করিজাব্ল্ America(n) কোরিজাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) সংশোধনযোগ্য; (ব্যক্তি) নিজেকে সংশোধন করতে রাজি।
- English Word corroborate Bengali definition [কারবারেইট্] (verb transitive) (কোনো বক্তব্য, বিশ্বাস বা তত্ত্বকে) সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা। corroborative (adjective)
- English Word corroboration Bengali definition [কারবারেইশ্ন্] (noun) অধিকতর প্রমাণের সাহায্যে দৃঢ়তরভাবে সত্যতাপ্রমাণ; অতিরিক্ত প্রমাণ।
- English Word corrode Bengali definition [কারোউড্] (verb transitive), (verb intransitive) ধীরে ধীরে ক্ষয় করা বা ক্ষয় হওয়া (রাসায়নিক প্রক্রিয়া বা রোগের ফলে): Smoking corrodes health; Rust corrodes iron; Brass does corrode easily. corrosion [কারোউজন্] ক্ষয়; অবক্ষয়।
- English Word corrosive Bengali definition [কারোউসিভ্] (noun), (adjective) ক্ষয়কারী বস্তু; ক্ষয়িষ্ণু: Rust is a corrosive.
- English Word corrugate Bengali definition [কারাউগেইট্] America(n) [কোরাউগেইট্] (verb transitive), (verb intransitive) ভাঁজ করা; ঢেউখেলানো আকৃতি দান করা; কুঞ্চিত করা। corrugated Iron sheet (C.I.Sheet) ঢেউতোলা টিন। corrugated roads বৃষ্টি ও অন্যান্য কারণে ক্ষয়িত হয়ে এবড়োথেবড়ো হয়ে যাওয়া রাস্তা। corrugation (noun) কুঞ্চন; ভাঁজ।
- English Word corrupt 1 Bengali definition [কারাপ্ট্] (adjective) (১) (ব্যক্তি, ব্যক্তির আচরণসম্পর্কিত) দুর্নীতিগ্রস্ত; নীতিবর্জিত; অসৎ; ঘুষখোর। corrupt practices দুর্নীতিমূলক কাজ; বিশেষত ঘুষ দেওয়া বা নেওয়া। (২) পচা; কলুষিত; বিকৃত: corrupt air. (৩) (ভাষাসম্পর্কিত) অবিশুদ্ধ; বিকৃত; ভুল উচ্চারণ বা বানানে ভর্তি: A corrupt form of English is popular in India. corruptly (adverb) corruptness (noun)
- English Word corrupt 2 Bengali definition [কারাপ্ট্] (verb transitive), (verb intransitive) বিকৃত করা বা হওয়া; অসৎ হওয়া বা কাউকে অসৎ বানানো; পচে যাওয়া; পচাতে সাহায্য করা: Love for power has corrupted him totally. Pornography corrupts young minds. corruptible (adjective) অসৎ করা যায় এমন: Government officials are easily corruptible. corruptibility (noun)
- English Word corruption Bengali definition [কারাপ্শ্ন্] (noun) দুর্নীতি; পচন; দূষণ: the corruption of the mind; corruptions in the government offices; the corruption of air and water by smoke.
- English Word corsage Bengali definition [কোসা:জ্] (noun) কাঁচুলি; রমণীরা ঊর্ধ্বাঙ্গে যে জামা পরে; (America(n)) কাঁচুলি বা কোমরে পরিহিত ছোট ফুলের মঞ্জরি।
- English Word corsair Bengali definition [কোসেআ(র্)] (noun) জলদস্যু বা জলদস্যুদের জাহাজ (বিশেষত উত্তর আফ্রিকার) যারা ইউরোপীয়দের জাহাজের উপর আক্রমণ চালাত।
- English Word corselet, corslet Bengali definition [কোস্লিট্] (noun) ঊর্ধ্বাঙ্গ রক্ষাকারী যুদ্ধবর্ম।
- English Word corset Bengali definition [কোসিট্] (noun) কোমর এবং নিতম্বকে আঁটসাঁট রাখতে ব্যবহৃত অন্তর্বাস।
- English Word cortege, cortége Bengali definition [কোটেইজ্] (noun) (ফরাসি) কোনো রাজ্য বা রাষ্ট্রপতির শবাধারের অনুগমনকারী শোকমিছিল বা অনুচরবর্গের সারি।
- English Word cortex Bengali definition [কোটেক্স্] (noun) (plural cortices) বহিরাবরণ; বিশেষত গাছের ছাল; মস্তিষ্কের শ্বেত পদার্থের (grey matter) বহিরাবরণ; বৃত্তের বহিরাংশ। cortical (adjective) বহিরাবরণ সম্পর্কিত।
- English Word cortisone Bengali definition [কোটিজোউন্] (noun) এক ধরনের পদার্থ (গলরসগ্রন্থি থেকে আহৃত একরকম হরমোন) যা আর্থ্রাইটিস (arthritis) এবং কিছু এলার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়।
- English Word corundum Bengali definition [কারান্ডাম্] (noun) (১) শক্ত স্ফটিকীকৃত খনিজ পদার্থ যাকে গুঁড়া বানিয়ে পালিশের কাজে ব্যবহার করা হয়। (২) মূল্যবান খনিজ রত্নবিশেষ; চুনি।
- English Word coruscate Bengali definition [করাস্কেইট্] (verb intransitive) ঝলমল করা; ঝকমক করা; আলোর ঝলক বের হওয়া। coruscant (adjective) ঝলমলে; ঝকমকে। coruscation (noun)
- English Word corvette Bengali definition [কোভেট্] (noun) (প্রা.) রণতরি; (আধুনিক অর্থ) বাণিজ্য জাহাজের সহগামী ছোট দ্রুতগতিসম্পন্ন যুদ্ধজাহাজ।
- English Word cos 1 Bengali definition [কস্] (noun) একপ্রকার লম্বা পাতাওয়ালা লেটুস শাক।
- English Word cos 2 Bengali definition [কস্] cosine- এর সংক্ষিপ্ত রূপ।
- English Word cos 3 Bengali definition [কাজ্] (conjunction) Because- এর কথ্য সংক্ষিপ্ত রূপ।