Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word broil 1 Bengali definition [ব্রয়ল্‌] (noun) উচ্চ কোলাহলপূর্ণ ঝগড়া বা বাদানুবাদ
  • English Word broil 2 Bengali definition [ব্রয়ল্‌] (verb transitive), (verb intransitive) (১) আগুনে ঝলসিয়ে রান্না করা বা হওয়া(২) (লাক্ষণিক) অত্যন্ত উত্তপ্ত করা বা হওয়াbroiler (noun) উচ্চতাপে ঝলসিয়ে রাঁধার মতো পক্ষীশাবক বা মুরগির বাচ্চা। broiling (adjective): a broiling day, অত্যন্ত গরম দিন।
  • English Word broke Bengali definition [বোউক্‌] (predicatively adjective) (অপশব্দ) কপর্দকহীন
  • English Word broken Bengali definition [ব্রোউকান্‌] (break-এর past participle, adjective)) ভগ্ন; বিদীর্ণ; দুর্বল; অবনত; অসম্পূর্ণ; বিধ্বস্তbrokendown (adjective) জীর্ণ; অকেজো। a broken marriage যে বিয়ে ভেঙে গেছে। a broken home বিবাহবিচ্ছেদজনিত ভগ্নসংসার। broken English (noun) ত্রুটিপূর্ণ ইংরেজি। a broken man বিপদ ও শোকে মূহ্যমান ব্যক্তি। broken ground অসমতল ভূমি। broken-hearted ভগ্নহৃদয়; নিরুৎসাহ। broken home(s) মাতাপিতার পারস্পরিক বিচ্ছিন্নতা বা বিবাহবিচ্ছেদজনিত কারণে ঐ পরিবারের ভগ্নরূপ: she comes from a broken home. in broken accents ভাঙা ভাঙা স্বরে; বাধ বাধ কণ্ঠে।
  • English Word broker Bengali definition [ব্রোউকা(র্‌)] (noun) (১) দালাল: stock broker. (২) কোনো ব্যক্তি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার সম্পত্তি বিক্রির দায়িত্ব যে কর্মকর্তার উপর পড়েbrokery (noun) দালালের পেশা বা কাজ। brokerage [বোউকারিজ্‌] [Uncountable noun] দালালি; কেনাবেচা করে দেওয়ার জন্য প্রাপ্য পারিশ্রমিক বা দস্তুরি।
  • English Word brolly Bengali definition [ব্রোউলি] (noun) (কথ্য) ছাতা
  • English Word bromance Bengali definition [ব্রোমানচ্‌] [Uncountable noun] (অপশব্দ) ('brother' আর 'romance' মিলে তৈরি) দুই ব্যক্তির হার্দিক সম্পর্ক; (তবে যৌন নয়): you don’t find many bromances on TV these days.
  • English Word bromide Bengali definition [ব্রোউমাইড্‌] (১) [Uncountable noun] এক প্রকার রাসায়নিক যৌগ যা বিশেষত স্নায়ু ঠান্ডা রাখার ওষুধে ব্যবহৃত হয়(২) [Countable noun] (কথ্য) নীরস মন্তব্য; নীরস; ক্লান্তিকর ব্যক্তি
  • English Word bromine Bengali definition [ব্রোউমীন্‌] [Uncountable noun] এক প্রকার অধাতব মৌলিক পদার্থ যা বিশেষত ফটোগ্রাফির কাজে ব্যবহৃত হয়
  • English Word bronchi Bengali definition [ব্রঙকাই] (noun) (plural) (singular bronchus) শ্বাসনালীbronchial শ্বাসনালীসংক্রান্ত।
  • English Word bronchitis Bengali definition [ব্রঙকাইটিস্‌] (noun) ব্রংকাইটিস; শ্বাসনালির ঝিল্লির প্রদাহজনিত রোগbronchitic (adjective) উক্ত রোগে আক্রান্ত বা উক্ত রোগপ্রবণ।
  • English Word bronze Bengali definition [ব্রন্‌জ্‌] (noun) (১) [Uncountable noun] ব্রোঞ্জ; তামা ও টিনের মিশ্র ধাতুThe Bronze Age প্রস্তরযুগ ও লৌহযুগের মধ্যবর্তী সময়; এ যুগে মানুষ ব্রোঞ্জের তৈরি হাতিয়ার ব্যবহার করত। (২) [Uncountable noun] ব্রোঞ্জের রং(৩) [Countable noun] ব্রোঞ্জনির্মিত শিল্পকর্ম। □(verb transitive), (verb intransitive) ব্রোঞ্জের রং বা চেহারা দেওয়া।
  • English Word brooch Bengali definition [ব্রোউচ্‌] (noun) মেয়েদের পোশাক আটকানো বা পরিধান করার কারুকাজ করা এক প্রকার পিন
  • English Word brood Bengali definition [ব্রূড্‌] (noun) (১) ডিমে তা দিয়ে একবারে যতগুলো শাবক বা ছানা বের হয়(২) অণ্ডজ প্রাণী(৩) শাবকদল; সন্তানসন্ততি(৪) গোষ্ঠী; জাতি; বংশbrood-hen/mare (noun) যে মুরগি বা ঘোটকী শাবক উৎপাদনের জন্য প্রতিপালিত হয়। □(verb intransitive) (১) (পাখি) ডিমে তা দিয়ে বাচ্চা ফুটানো(২) brood (on/over) কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা: She sat there brooding over her misfortunes. broody (adjective) (মুরগি) তা দিতে চায় এমন; (কথ্য. মেয়েদের সম্বন্ধে) সন্তান অভিলাষী; (লাক্ষণিক ব্যক্তি) মনমরা; বিষণ্ন।
  • English Word brook 1 Bengali definition [ব্রূক্‌] (noun) স্রোতস্বিনী বা ছোট নদীbrooklet (noun) অতি ছোট নদী।
  • English Word brook 2 Bengali definition [ব্রূক্‌] (verb transitive) (সাধারণত না-বোধক বা প্রশ্নবোধক বাক্যে) সহ্য করা
  • English Word broom 1 Bengali definition [ব্রূম্‌] [Uncountable noun] বালুময় ভূমিতে জন্মায় এরূপ সাদা ও হলুদ ফুলবিশিষ্ট গুল্ম
  • English Word broom 2 Bengali definition [ব্রূম্‌] [Countable noun] ঝাঁটাa new broom (বিশেষত) নবনিযুক্ত কর্মকর্তা যিনি পুরাতন নিয়মকানুন পরিবর্তন করতে চান। broomstick (noun) ঝাঁটার বাঁট বা হাতল; কল্পকথায় ডাইনির বাহন।
  • English Word Bros Bengali definition দ্রষ্টব্য পরি.
  • English Word broth Bengali definition [ব্রথ্‌] [Uncountable noun] যে পানিতে মাছ, মাংস বা তরকারি সিদ্ধ করা হয়েছে; এই ধরনের পানি যা তরকারিসহযোগে ঘন করে স্যুপ হিসেবে পরিবেশন করা হয়
  • English Word brothel Bengali definition [ব্রথ্‌ল্‌] (noun) বেশ্যালয়; পতিতালয়; গণিকাগৃহ
  • English Word brother Bengali definition [ব্রাদা(র্‌)] (noun) (১) ভাই; ভ্রাতা; সহোদরbrother-in-law [ব্রাদা(র্‌) ইন লো] (noun) (plural brothers-in-law) বৈবাহিকসূত্রে ভাই; শ্যালক; দেবর; ভাশুর; ভায়রা; ভগিনীপতি। (২) একই গোষ্ঠী, সমিতি, পেশা ইত্যাদির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ; একই সমাজবাদী সংগঠন, শ্রমিকসমিতি ইত্যাদির সদস্য: (বিশেষত attributive(ly)) a brother doctor, সমপেশাজীবী চিকিৎসক; brothers in arms, সহযোদ্ধা। (৩) (plural brethren [ব্রিদ্‌রান্‌]) একই ধর্মীয় সভার সদস্য; সধর্মী, সমধর্মীBrother সম্বোধনের রূপবিশেষ। brotherhood [ব্রাদা(র্‌)হুড্‌] (১) [Uncountable noun] ভ্রাতৃত্ববোধ(২) [Countable noun] ভ্রাতৃসংঘ; ভ্রাতৃসমাজbrotherly (adjective) ভ্রাতৃপ্রতিম; ভ্রাতৃতুল্য; ভ্রাতৃবৎ।
  • English Word brougham Bengali definition [ব্রুআম্‌] (noun) (উনিশ শতক) চার চাকাবিশিষ্ট এক অশ্ববাহিত ঢাকনাওয়ালা গাড়িবিশেষ; ব্রুয়াম
  • English Word brought Bengali definition [ব্রোট্‌] bring-এর past tense, past participle
  • English Word brouhaha Bengali definition [ব্রুহা:হা:] (noun) (প্রা. কথ্য) অতিব্যস্ততা; হৈ চৈ; উত্তেজনা
  • English Word brow Bengali definition [ব্রাউ] (noun) (১) (সাধারণত plural; অপিচ eye-brow) ভ্রু: knit one’s brows, ভ্রুকুটি করা। (২) ললাট। দ্রষ্টব্য high 1 (১২)-তে highbrow এবং দ্রষ্টব্য low 1 (১৩)-তে lowbrow. (৩) ঢালের ঊর্ধ্বভাগ; শৈলপ্রান্ত; গিরিপৃষ্ঠ
  • English Word browbeat Bengali definition [ব্রাউবীট্‌] (verb transitive) (past tense browbeat, past participle browbeaten) browbeat (into doing something) চিৎকার বা ভ্রুকুটি করে ভয় দেখানো; শাসানো; চোখ রাঙানো; কটাক্ষ করা; তর্জন করা
  • English Word brown Bengali definition [ব্রাউন] (adjective) (browner, brownest) (noun) বাদামি; কপিশ; পিঙ্গল; কটা; বাদামি রঙ: brown bread; আটার রুটি; brown paper, (মোড়ক ইত্যাদির জন্য) বাদামি কাগজ; brown sugar, লাল চিনি। in a brown study স্বপ্নাচ্ছন্নতায়; ধ্যানমগ্ন অবস্থায়। brownstone (noun) [Uncountable noun] অট্টালিকাদি নির্মাণে ব্যবহৃত পিঙ্গলবর্ণ বেলেপাথরবিশেষ। □(verb transitive), (verb intransitive) বাদামি করা বা হওয়া। browned off (অপশব্দ) ত্যক্তবিরক্ত; একঘেয়েমিতে ক্লান্ত। Brown Sahib [ব্রাউন সা:ইব্‌] (noun) (হাস্যরসাত্মক) ভারতীয় উপমহাদেশ ও এশিয়া মহাদেশের সেইসব পুরুষ যারা পশ্চিমা আদবকায়দার অনুকরণ করে অন্যের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।
  • English Word brownie Bengali definition [ব্রাউনি] (noun) (১) ক্ষুদ্রকায়; মিষ্টি স্বভাবের পরীবিশেষ(২) Brownie (Guide) (British/Britain) গার্ল গাইডসের কনিষ্ঠা সদস্যা (৮ থেকে ১১ বছর বয়স পর্যন্ত)।
  • English Word browse Bengali definition [ব্রাউজ্‌] (verb transitive) (১) (পশুদের মতো) খাওয়া; চরা(২) (বই বা বইয়ের অংশবিশেষ) চোখ বুলানো। □(noun) উক্তরূপ খাওয়া বা চোখ বুলানোর কাজ।