B পৃষ্ঠা ৩৪
- English Word braze Bengali definition [ব্রেইজ্] (verb transitive) পিতল ও দস্তার সংমিশ্রণে ঝালাই করা।
- English Word brazen Bengali definition [ব্রেইজ্ন্] (adjective) (১) পিতল নির্মিত; পিতলের ন্যায়: a brazen voice, কর্কশ আওয়াজ। (২) brazen-faced নির্লজ্জ; উদ্ধত। □(verb transitive) brazen it out অপকর্ম করেও বেহায়ার মতো আচরণ করা।
- English Word brazier Bengali definition [ব্রেইজিআ(র্)] (noun) (১) জ্বলন্ত অঙ্গার বা কয়লা রাখার জন্য ঝুড়িসদৃশ পাওয়ালা বহনযোগ্য ধাতবপাত্রবিশেষ। (২) কাঁসারি; পিতলের কারিগর।
- English Word breach Bengali definition [ব্রীচ্] (noun) (১) হানি; চ্যুতি; লঙ্ঘন; ব্যত্যয়; ভঙ্গ: breach of contact, চুক্তিভঙ্গ: breach of discipline, শৃঙ্খলাভঙ্গ; breach of faith, বিশ্বাসভঙ্গ; breach of peace, শান্তিভঙ্গ; দাঙ্গাহাঙ্গামা; breach of promise, প্রতিশ্রুতি ভঙ্গ; breach of security, নিরাপত্তা ভেদ। (২) ফাটল; ফাঁক (বিশেষত আক্রমণ বা গোলাবর্ষণের ফলে প্রতিরক্ষা প্রাচীরে)। stand in the breach আক্রমণের প্রবল ধাক্কা মোকাবেলা করা। throw/fling oneself into the breach বিপদে পড়া লোকদের সাহায্যে এগিয়ে আসা।
- English Word bread Bengali definition [ব্রেড] [Uncountable noun] (১) রুটি; পাউরুটি: a loaf of bread. (২) খাদ্য; খাদ্যদ্রব্য। (৩) জীবিকা। (৪) (অপশব্দ) অর্থ; টাকাপয়সা। bread and butter (ক) মাখন মাখানো রুটির টুকরা (singular): Bread and butter is my favourite breakfast. (খ) মাখন ও রুটি আলাদা দ্রব্য হিসেবে (plural): He bought some bread and butter. (গ) জীবিকা। one’s daily bread কারো জীবনধারণের উপায়। earn one’s bread জীবিকা অর্জন করা। know which side of one’s bread is buttered নিজ স্বার্থ সম্পর্কে সচেতন থাকা। take the bread out of somebody’s mouth রুজি মারা; কারো রোজগারের পথ রুদ্ধ করা; পেটে লাথি মারা। breadcrumb [Countable noun] পাউরুটির ভিতরের অংশের ক্ষুদ্রকণা। breadfruit এক প্রকার পলিনেশীয় গাছের ফল যা গরম করলে রুটির মতো হয়। breadline খয়রাতি খাদ্যদ্রব্য পেতে গরিব লোকজনের লাইন। on the breadline (লাক্ষণিক) অত্যন্ত গরিব ব্যক্তি যারা পর্যাপ্ত খাদ্যের সংস্থান করতে পারে না এবং কোনো প্রকারে বেঁচে আছে। breadstuffs (noun) (plural) শস্য; আটা বা ময়দা। breadwinner (noun) পরিবারের সেই সদস্য যার উপার্জনে সংসার চলে।
- English Word breadth Bengali definition [ব্রেডথ্] [Uncountable noun] (১) প্রস্থ; পসার; চওড়াই; পরিসর; প্রশস্ততা। (২) উদারতা; ঔদার্য। breadthways, breadthwise (adverb) আড়াআড়িভাবে।
- English Word break 1 Bengali definition [ব্রেইক্] (verb transitive), (verb intransitive) (past tense broke [ব্রোউক্] past participle broken [ব্রোউকান্]) (১) ভেঙে ফেলা; ভেঙে যাওয়া: break a window; break one’s leg. (২) আলাদা, বিচ্ছিন্ন বা বিযুক্ত করা বা হওয়া: to break a branch of a tree. The hand breaks off easily. (৩) বিনষ্ট করা বা হওয়া; ব্যবহারের অনুপযোগী করা বা হওয়া: He broke his watch. The machine is broken. (৪) জোর করে খোলা; বলপূর্বক নিজেকে ছাড়ানো বা মুক্ত করা: The prisoner broke free. (৫) বিদীর্ণ করা বা হওয়া: to break the skin/soil. (৬) অমান্য করা; আইন, শর্ত ইত্যাদি ভঙ্গ বা লঙ্ঘন করা: to break the law; to break a promise. (৭) বশ করা: to break a horse/a child’s spirit. (৮) অতিক্রম করা: to break a record in sports. (৯) সর্বস্বান্ত করা: I’ll break you if you do that again. (১০) কার্যকরী শক্তি ধ্বংস করা: We broke the enemy at the battle. (১১) জ্ঞাত করা; জানানো; বিদিত করা: We have to break the bad news to him slowly. (১২) শেষ করা; সমাপ্ত করা: She broke the silence by starting to speak. (১৩) স্থগিত করা বা থামা: to break a journey. (১৪) আরম্ভ হওয়া: the day broke; the storm broke. (১৫) অবনতি হওয়া; মনোবল ভেঙে পড়া: His health broke. He may break under interrogation. (১৬) পরিবর্তিত হওয়া: His voice broke as he approached manhood. Her voice broke with emotion. (১৭) গোপন বিষয় অবগত হওয়া: We broke the code. (১৮) আছড়ে পড়া: The waves broke on the shores of the sea. (১৯) (phrases) break the back of কোনো কাজের প্রধান বা সবচেয়ে দুরূহ অংশ শেষ করা: It took us the whole morning to break the back of the job. break the bank তাস বা জুয়া খেলায় সমুদয় অর্থ জেতা। break the bounds (সামরিক) অধিকারের সীমা লঙ্ঘন করা; বিধিসঙ্গত ক্ষমতার বাইরে যাওয়া। break camp তাঁবু গুটানো; যেখানে ক্যাম্প করা হয়েছিল তল্পিতল্পাসহ সে স্থান ত্যাগ করা। breakcover (জীবজন্তু সম্বন্ধে) লুকানো বা আত্মগোপন করার স্থান থেকে বেরিয়ে আসা। breakeven লাভ বা ক্ষতি কোনোটিই না- করে ব্যবসা করা। break the ice প্রথম লজ্জার ভাব বা মৌনভাব কাটিয়ে ওঠা। breakloose বলপূর্বক নিজেকে মুক্ত করা বা ছাড়ানো। break new/fresh grounds নানা প্রকার আবিষ্কার করা: Scientists are breaking new grounds every day. break something open জোর করে ভেঙে ফেলা: The police broke open the door. break one’s mind নিজের কথা অপরকে জানানো। break one’s neck বিপজ্জনক বা বোকামির কাজ করে নিহত হওয়া। break someone’s heart কারো মনে দুঃখ দেওয়া বা অন্তরে আঘাত করা। breakshort নির্ধারিত সময়ের পূর্বেই হঠাৎ করে কোনো কাজ শেষ করা: He broke short his visit and came back home. breakstep অনিয়মিত পদবিক্ষেপ করা; একই তালে পা না- ফেলা। break wind (সুভাষণরীতি) বায়ু নিঃসরণ করা। break one’s fall পতনের গতি দুর্বল করা। (২০) (adverb, participle(s) ও preposition(s) সহ বিশেষ ব্যবহার) break away (from) দলত্যাগ করা; হঠাৎ পালিয়ে যাওয়া; আচার বা আচরণ পরিবর্তন করা: The peasants broke away from the party. The thief broke away from the police. Can’t you break away from this habit? break down (ক) ভেঙে পড়া: Talks with rebels have broken down. (খ) (যন্ত্রপাতি সম্বন্ধে) খারাপ বা অচল হয়ে পড়: The car has broken down. (গ) শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া: His health broke down because of hard work. (ঘ) ভাবাবেগে অভিভূত হওয়া: John broke down and wept when his father died. break something down (ক) বলপূর্বক ভেঙে ফেলা। (খ) বলপ্রয়োগে দমন করা: The army broke all resistance. (গ) ভাগ করা; বিভাজন করা: break down expenditure. (ঘ) কোনো যৌগিক পদার্থের উপাদান বিছিন্ন করা বা ভাঙা; Chemicals in our body break down the food we eat. break down (noun) (ক) (যন্ত্রপাতির) বিকলতা: There was a break down in the machinery. break down in communication (খ) মানসিক বৈকল্য: He had a nervous break down. (গ) হিসাব: a break down of expenses. break forth (লাক্ষণিক) (ক্রোধ বা ঘৃণায়) ফেটে পড়া। break in বলপূর্বক প্রবেশ করা: Burglars broke into the house. break-in (noun) break in (up) on বাধা দেওয়া: break in (up) on a discussion. break into (ক) বলপূর্বক প্রবেশ করা। (খ) উচ্চহাসি বা কান্নায় ভেঙে পড়া; গান জুড়ে দেওয়া। break off (ক) কথা বলতে বলতে থেমে যাওয়া: He break off in the middle of his speech. (খ) সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ: We will break off for tea now. (গ) হঠাৎ চলার ছন্দ বা গতি পরিবর্তন করা: break into a gallop. break (something) off (ক) কোনো কিছুর অংশ আলাদা বা আলগা হয়ে যাওয়া: The blade broke off. (খ) সর্ম্পকের অবসান ঘটানো: John has broken off with Sally. breakout হঠাৎ ঘটা; প্রাদুর্ভাব হওয়া: Cholera has broken out. break out (of) পলায়ন করা: Some prisoners have broken out of the jail. break out in (ক) আচ্ছাদিত হওয়া: His face broke out in a rash. (খ) কথা বা আচরণে হঠাৎ উগ্রতা প্রদর্শন করা: She broke out in abuses.break through বলপূর্বক পথ করে নেওয়া: Students broke through the cordon. break-through (noun) (ক) (সামরিক) ব্যূহভেদ (শত্রুপক্ষের)। (খ) প্রধান সাফল্য (বিশেষত কোনো বৈজ্ঞানিক গবেষণায়)। breakup ছত্রভঙ্গ করা; শেষ করা; ছুটি হওয়া; বিভিন্ন অংশে ভাগ বা পৃথক হওয়া। break with (ক) বিবাদ করা; বন্ধুত্ব ভাঙা; সম্পর্ক ছিন্ন করা। (খ) অভ্যাস ইত্যাদি পরিত্যাগ করা।
- English Word break 2 Bengali definition [ব্রেইক্] (noun) (১) ফাটল: There is a break in the wall. (২) [Uncountable noun] break of day প্রত্যুষ; দিনের শুরু। (৩) বিরতি: tea break, an hour’s break. without a break বিরামহীনভাবে। (৪) ব্যাঘাত; হানি; বাধা: There has been a break in work. (৫) পরিবর্তন: a break in the weather/custom. (৬) (ক্রিকেট) মাটিতে পড়ার পর বলের ভিন্নগতি: a leg break. (৭) (টেনিস) অপরপক্ষের শুরু করা খেলায় জেতা। (৮) (বিলিয়ার্ড) একাদিক্রমে পয়েন্ট সংগ্রহ। (৯) give somebody a break (কথ্য) কাউকে নতুনভাবে কিছু করার বা ভুল সংশোধনের সুযোগ দেওয়া। (১০) (কথ্য) a bad break দুর্ভাগ্য; a lucky break সৌভাগ্য। (১১) (= break-out) পলায়ন বা পলায়নের প্রচেষ্টা (বিষেশত কারাগার থেকে)। make a break for it পলায়ন করা।
- English Word breakable Bengali definition [ব্রেইকাব্ল্] (adjective) ভঙ্গুর breakables (noun) (plural) ভঙ্গুর দ্রব্য।
- English Word breakage Bengali definition [ব্রেইকিজ্] (১) [Uncountable noun] ভাঙন। (২) [Countable noun] ভাঙা অংশ বা স্থান। (৩) (plural) ভাঙা জিনিসপত্র; ভাঙার নিমিত্ত ক্ষয়ক্ষতি।
- English Word breaker Bengali definition [ব্রেইকা(র্)] (noun) (১) ভঙ্গকারী: law breaker. (২) সমুদ্রের যে সফেন তরঙ্গ তটের দিকে ধাবিত হওয়ার সময়ে তটের উপর বা পাহাড়ের গায়ে আছড়ে পড়ে।
- English Word breakfast Bengali definition [ব্রেইকফাস্ট্] (noun) প্রাতরাশ; সকালের নাস্তা। □(verb intransitive) have breakfast.
- English Word breakneck Bengali definition [ব্রেইক্নেক্] (adjective) (সাধারণত) at breakneck speed দুর্ঘটনা ঘটতে পারে এমন বিপজ্জনক গতিতে।
- English Word breakwater Bengali definition [ব্রেইকওটা(র্)] (noun) পোতাশ্রয়কে রক্ষার উদ্দেশ্যে ঢেউয়ের আঘাত প্রতিহত করতে সমুদ্রে নির্মিত প্রাচীর বা বাঁধ।
- English Word bream Bengali definition [ব্রীম্] (plural একই) (১) কার্প গোত্রভূক্ত এক শ্রেণির মিঠা পানির মাছ। (২) একই প্রজাতির লবণাক্ত পানি বা সমুদ্রের মাছ: sea-bream.
- English Word breast Bengali definition [ব্রেস্ট্] (noun) (১) স্তন; দুধ; মাই। breastfeed (verb intransitive), (verb transitive) বুকের দুধ বা স্তন্য দিয়ে প্রতিপালন করা। breastfed (adjective) (শিশু সম্বন্ধে) স্তন্য দ্বারা প্রতিপালিত। infant at the breast দুগ্ধপোষ্য শিশু। (২) বক্ষ; বক্ষদেশ; পরিধেয় বস্ত্রের যে অংশ বক্ষদেশ আবৃত করে। breast pocket (noun) বুক পকেট। breaststroke (noun) বুক সাঁতার; যে সাঁতারে বাহুদ্বয় মাথার সামনে থেকে একই সঙ্গে দেহের দুদিকে সঞ্চালিত হয়। breast-high (adjective) বক্ষঃস্থল পরিমাণ উঁচু। breast-deep (adverb) বক্ষঃস্থল পরিমাণ গভীর। breast-plate (noun) বুকের বর্ম; বক্ষঃস্থল ঢাকার বর্ম। breast-bone (noun) বুকের লম্বালম্বি হাড় যার সঙ্গে পাঁজরের হাড় সংযুক্ত থাকে। breastwork আত্মরক্ষার অস্থায়ী ব্যবস্থা হিসেবে বালির বস্তা, মাটি ইত্যাদি দিয়ে নির্মিত নিচু দেওয়াল। (৩) (লাক্ষণিক) অনুভূতি; চিন্তাভাবনা; হৃদয়; অন্তর; মর্মস্থল; বিবেক। make a clean breast of (অন্যায় বা অপরাধ) স্বীকার করা। □(verb transitive) present the breast to (লাক্ষণিক) বুক পেতে দেওয়া; যোঝা; (সাহিত্যিক) সাহসের সঙ্গে মোকবিলা করা। beat one’s breast বুক চাপড়িয়ে (কপট) বিলাপ করা।
- English Word breath Bengali definition [ব্রেথ্] (১) [Uncountable noun] শ্বাসপ্রশ্বাস। (২) [Countable noun] দম; শ্বাস। (৩) [Uncountable noun] (সাহিত্যিক) জীবন: I will wait for you as long as I have breath. (৪) [Countable noun] (সাধারণত singular) বাতাসের সঞ্চরণ; সামান্য বায়ুপ্রবাহ: There was hardly a breath of air. (৫) মুহূর্ত; ক্ষণকাল। (৬) (লাক্ষণিক) ইঙ্গিত; ইশারা: not a breath of scandal/suspicion. (৭) (phrases) bed breath দুর্গন্ধ নিঃশ্বাস। breath-taking (ভয় বা বিস্ময়ে) শ্বাসরোধ করে এমন; উত্তেজনাপূর্ণ: a breath taking adventure. catch/hold one’s breath ভয় বা উত্তেজনার কারণে ক্ষণকালের জন্য শ্বাসরুদ্ধ করা। get one’s breath (again/back) দম ফিরে পাওয়া; শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়া। in the same breath যুগপৎ; একই সময়ে: in one breath এক নিঃশ্বাসে; পরপর; দ্রুত। lose one’s breath (দৌড়ানো, শক্ত পরিশ্রমের কাজ ইত্যাদি করার ফলে) হাঁপিয়ে পড়া; দম হারানো; শ্বাস নিতে কষ্ট হওয়া। out of breath তাড়াতাড়ি নিঃশ্বাস নিতে অসমর্থ এমন; হাঁপাচ্ছে এমন। speak/say something below/under one’s নিম্নস্বরে বা চাপা গলায় কিছু বলা। waste one’s breath বৃথা বাক্যব্যয় করা। take breath দম নেওয়া। take one’s breath away বিস্ময়ে রূদ্ধশ্বাস করা। the breath of life অতি প্রয়োজনীয় কোনো কিছু: Love is the breath of life. breath-test (noun) নিঃশ্বাসে সুরা বা অ্যালকোহল আছে কি না তা নির্ণয়ে পরীক্ষা। breathless (adjective) (ক) শ্বাসপ্রশ্বাসহীন; মৃত। (খ) শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হয় এমন কারণ: a breathless hurry. (গ) উত্তেজনা, ভয় ইত্যাদি কারণে শ্বাসরুদ্ধ। (ঘ) বাতাস স্তব্ধ হয়ে থাকা: a breath evening. breathlessly (adverb)
- English Word breathalyse Bengali definition [ব্রেথালাইজ] (verb intransitive) (British/Britain) নিঃশ্বাসে সুরা বা অ্যালকোহল আছে কি না তা নির্ণয় করা। breathalyser (noun) এ ধরনের নির্ণায়ক যন্ত্র বা সাধারণত পুলিশ কর্তৃক মোটরচালকের নিশ্বাস পরীক্ষায় ব্যবহৃত হয়।
- English Word breathe Bengali definition [ব্রীদ] (verb intransitive), (verb transitive) (১) শ্বাস নেওয়া বা ফেলা: in/out. (২) জীবিত থাকা: He is still breathing. (৩) নিচু স্বরে বা ফিসফিস করে কিছু বলা: He breathed a prayer. (৪) বলা: Don’t breathe any of this matter. breathe one’s last (সুভাষণরীতি) শেষ নিঃশ্বাস ত্যাগ। (be able to) breathe (easily/freely) again (প্রবাদ) বিপদ কাটার পর স্বস্তি অনুভব করা। breathe new life into নবজীবন সঞ্চারিত করা। breathe a sigh of relief স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করা। breathe down somebody’s neck (অনানুষ্ঠানিক) কারো কার্যকলাপের উপর খুব কাছ থেকে দৃষ্টি রাখা। breather (noun) (১) স্বল্পকালীন বিরতি বা বিশ্রাম। breathing [Uncountable noun] শ্বাসক্রিয়া। breathing-space [Countable noun, Uncountable noun] দম নেওয়ার ফুরসত; স্বল্প অবকাশ। breathy (adjective) (বিশেষত কণ্ঠস্বর সম্বন্ধে) নিশ্বাসতাড়িত: breathy voice. breathily (adverb) breathiness [Uncountable noun]
- English Word bred Bengali definition [ব্রেড] breed শব্দের past tense ও past participle
- English Word breech Bengali definition [ব্রীচ্] (noun) রাইফেল বা বন্দুকের নলের পশ্চাদ্ভাগ যেখানে গুলি বা গোলা ঢোকানো হয়। breech-loader (noun) যে আগ্নেয়াস্ত্রের পশ্চাদ্ভাগে গুলি গোলা ভরা হয় (সম্মুখ দিক থেকে নয়)। breech-block (noun) যে ইস্পাতখণ্ড দিয়ে বন্দুকাদির পশ্চাদ্ভাগ বন্ধ করা হয়। breech-birth/-delivery [Countable noun] যে প্রসবে মাতৃজঠর থেকে প্রথমে শিশুর নিম্নাঙ্গ বর্হিগত হয়।
- English Word breeches Bengali definition [ব্রিচিজ] (noun) (plural) (১) knee-breeches কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরিধেয় আঁটসাঁট পাজামাবিশেষ; চোগা। riding-breeches ঘোড়ায় চড়ার জন্য নিতম্ব ও তার মধ্যবর্তী অংশ আবৃত করার পোশাকবিশেষ। (২) (কথ্য) ফুলপ্যান্ট; একত্র সংলগ্ন জামা ও হাঁটু পর্যন্ত ইজার। wear the breeches (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীকে বশে রাখা বা তার উপর কর্তৃত্ব করা।
- English Word breed Bengali definition [ব্রিড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle bred) (১) উৎপাদন করা: breed cattle. (২) সন্তান উৎপাদন করা বা প্রসব করা: pigs breed quickly. (৩) শিক্ষা দেওয়া; শিক্ষিত করে তোলা; প্রতিপালন বা লালনপালন করা। (৪) কারণ হওয়া; ঘটানো: Violence breeds violence. □ [Countable noun] সন্তানসন্ততি; বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন জাতি, প্রজাতি বা বংশ: A good breed of dog. breeder (noun) (১) যে ব্যক্তি বিভিন্ন পশুর লালনপালন ও বংশবৃদ্ধি করে। (২) breeder-reactor তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বৃদ্ধির জন্য ব্যবহৃত বিঅ্যাক্টর। breeding [Uncountable noun] (১) প্রজননক্রিয়া: the breeding of horses. (২) শিক্ষাদীক্ষার ফলে লব্ধ চালচলন বা আচার ব্যবহার: a person of good breeding. □(adjective) (১) breeding season প্রজননের বিশেষ সময়, কাল বা ঋতু: the breeding season of birds. (২) breeding-ground সন্তান উৎপাদনের জন্য পশু বা পাখি যে স্থানে যায়; (লাক্ষণিক) যে মনোভাব বা অবস্থা কোনো অনভিপ্রেত অবস্থার সৃষ্টি করে: Poverty is the breeding ground for discontent.
- English Word breeze 1 Bengali definition [ব্রীজ্] [Countable noun, Uncountable noun] (১) মৃদুমন্দ বায়ু। (২) ঘন্টায় ৪ থেকে ৩১ মাইল বেগে প্রবাহিত বায়ু। (৩) (America(n) অপশব্দ) সহজে করা যায় এমন কাজ। in a breeze (America(n) অপশব্দ) সহজে: He won the game in a breeze. □ (verb intransitive) (কথ্য) breeze in/out উদ্দীপনার সঙ্গে, দ্রুত বা অপ্রত্যাশিতভাবে ঢোকা বা বের হয়ে যাওয়া। breeze through (কথ্য) সহজে পার হয়ে যাওয়া বা অতিক্রম করা: Don’t worry, you’ll breeze through the examination. breezy (adjective) (১) (আবহাওয়া) মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছে এমন: a breezy day. (২) (স্থান) বায়ু চলাচল করে এমন: a breezy place. (৩) (ব্যক্তি) স্ফূর্তিবাজ; প্রফুল্ল; উৎফুল্ল; a breezy fellow. breezily (adverb) breeziness [Uncountable noun]
- English Word breeze 2 Bengali definition [ব্রীজ্] [Uncountable noun] (America(n) নয়) আধপোড়া কয়লা; অঙ্গার। breezeblocks (noun) সিমেন্ট ও অঙ্গারের মিশ্রণে তৈরি গৃহনির্মাণের সামগ্রীবিশেষ (building block)।
- English Word Bren gun Bengali definition [ব্রেন্ গান্] (noun) কাঁধে রেখে গুলি ছোড়া যায় এমন হালকা ওজনের মেশিনগান।
- English Word brethren Bengali definition [ব্রেদরান্] (noun) (plural) (পুরাতনী) ভ্রাতৃগণ; ভ্রাতৃবর্গ।
- English Word breve Bengali definition [ব্রীভ্] (noun) (১) (সংগীত) স্বরলিপির চিহ্নবিশেষ। (২) সম্রাট বা পোপের লিখিত পত্র।
- English Word breviary Bengali definition [ব্রীভিআরি্] (noun) রোমান ক্যাথলিক পাদরিদের ব্যবহৃত দৈনিক প্রার্থনাপুস্তক।
- English Word brevity Bengali definition [ব্রেভিটি] (noun) সংক্ষিপ্ততা: Brevity is the soul of wit, স্বল্পস্থায়িত্ব।