Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word bring Bengali definition [ব্রিঙ্‌] (verb transitive) (past tense, past participle brought [ব্রট্‌]) (১) আনা; আনয়ন করা(২) হাজির করা(৩) উৎপন্ন করা(৪) বহন করা(৫) প্রবর্তন করা(৬) উত্থাপন করা(৭) দায়ের করা(৮) (phrases) bring somebody to book কাউকে তার কৃতকর্মের জন্য কৈফিয়ত দিতে বাধ্য করা বা দোষের জন্য শাস্তি দেওয়াbring something to an end কোনো কিছুর সমাপ্তি ঘটানোbring something home to somebody হৃদয়ঙ্গম করানো। bring low অবনমিত করা। bring something to light প্রকাশ করা। bring something to mind স্মরণ করা বা করানো। bring something to pass ঘটানো। bring oneself to do something কাউকে যুক্তি বা পরামর্শ দিয়ে কোনো কিছু করতে রাজি করানো। bring somebody to bay কাউকে কোণঠাসা করা বা এমন অবস্থায় ফেলা যেখান থেকে পালানো অসম্ভব। bring somebody to his senses হুঁশ ফিরানো; কাউকে নির্বুদ্ধিতা পরিত্যাগ করিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। (৯) (বিশেষ ব্যবহার) bring about (ক) ঘটানো: bring about a war/somebody’s ruin. (খ) (নৌচালনবিদ্যা) পালতোলা জাহাজকে দিক পরিবর্তন করানো। (গ) স্মরণ করা বা করানো। bring something back to পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। bring somebody/something down (ক) নামানো; নামিয়ে আনা; (খ) হত বা আহত করা; (গ) উচ্চ অবস্থা থেকে অন্যের সমতুল্য অবস্থায় নিয়ে আসা। bring the house down/bring down the house on (প্রেক্ষাগৃহ) করতালিমুখর করা; (লাক্ষণিক) জনসাধারণ চায় এমন কাজ করে তাদের প্রশংসা পাওয়া। bring forth উৎপন্ন করা; প্রসব করা। bring forward (ক) উপস্থাপন করা: Can you bring forward any proof of your story? (খ) এগিয়ে আনা: The meeting was brought forward from 30th June to 3rd June. (গ) b/f (সংক্ষেপ হিসাবরক্ষণ) জের টানা; এক পৃষ্ঠার হিসাবের অঙ্ক পর পৃষ্ঠায় স্থানান্তরিত করা। bring in (ক) উৎপন্ন করা; মুনাফা করা। (খ) উপস্থাপন করা: A new bill was brought in by members of Parliament. (গ) (সাহায্যকারী হিসেবে) আনয়ন করা: An expert was brought in to help with the project. (ঘ) (আইন প্রয়োগকারী সংস্থা সম্বন্ধে) গ্রেফতার করা: He was brought into the police station for questioning. (ঙ) (আদালত) রায় দেওয়া: The jury brought in a verdict of guilty. bring off (ক) উদ্ধার করা। (খ) কোনো কাজে সাফল্য পাওয়া: to bring off a big business deal. bring on (ক) কারণ হওয়া। (খ) আগাম ফলতে বা বাড়তে সাহায্য করা: The good weather will bring on the crops. (গ) (শিক্ষার্থী) উন্নতি বিধান করা; উৎকর্ষ সাধন করা: This course will bring on your English. bring on/upon (বিশেষত নিজের উপর) (সাধারণত অপ্রীতিকর) কোনো কিছু ঘটানো: I have brought this on/upon myself. bring out (ক) বের করা; উৎপাদন করা। (খ) প্রকাশ করা। (গ) লজ্জা বা চাপা স্বভাব দূর করতে সাহায্য করা: I tried to bring her out at the party. bring round (ক) মূর্ছা যাওয়ার পর জ্ঞান ফেরানো: We tried to bring her round when she fainted. (খ) (নৌচালনবিদ্যা) নৌকা বা জাহাজের গতি উলটোদিকে ফেরানো। (গ) কারো মত পরিবর্তন করানো। bring through অসুস্থ কোনো ব্যক্তিকে সুস্থ করা: She is so ill that doctors cannot bring her through. bring to (ক) মূর্ছা ভাঙানো; চৈতন্য ফিরিয়ে আনা। (খ) (নৌচালনবিদ্যা) নৌকা বা জাহাজ থামানো। bring under (ক) বাধ্য করা; বশে আনা; দমন করা। (খ) কোনো শ্রেণির অন্তর্ভূক্ত করা। bring up (ক) লালনপালন করা: to bring up children. (খ) বমন বা উদ্গিরণ করা। (গ) উত্থাপন করা: The matter was brought up in the meeting. (ঘ) (সামরিক) যুদ্ধে নিয়োজিত করা: An infantry division was brought up in the battle. (ঙ) বিচারের জন্য সোপর্দ করা: He was brought up in the court for trail. (চ) পৌঁছার কারণ হওয়া: This brings us up to the end of the programme.
  • English Word brinjal Bengali definition [ব্রিন্‌জাল্‌] (noun) বেগুন গাছ বা বেগুন
  • English Word brink Bengali definition [ব্রিঙ্ক] (noun) (১) কিনার; ধার বা প্রান্ত (বিশেষত খাড়া বা ঢালু কোনো স্থানের)। (২) (লাক্ষণিক) ধারে বা প্রান্তে (অজানা, বিপদজনক বা উত্তেজনাপূর্ণ কোনো কিছুর)। brinkmanship (noun) কোনো বিপজ্জনক নীতি অনুসরণ করায় যুদ্ধ বা ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছানো।
  • English Word briny Bengali definition [ব্রাইনি] (adjective) লবণাক্ত। দ্রষ্টব্য brine.
  • English Word brioche Bengali definition [ব্রীঅশ্‌ America(n) ব্রীওউশ্‌] (noun) ডিম ও মাখনসমৃদ্ধ গোলাকৃতির পেস্ট্রিজাতীয় নরম রুটি বা রোল
  • English Word briquette, briquet Bengali definition [ব্রিকেট্‌] (noun) ইট বা ডিমের আকৃতিবিশিষ্ট কয়লার গুঁড়ার গুলি বা চাপড়া
  • English Word brisk Bengali definition [ব্রিস্‌ক্‌] (adjective) (brisker, briskest) সতেজ; কর্মচঞ্চল; দ্রুত: a brisk walk; Trade is brisk. briskly (adverb)
  • English Word brisket Bengali definition [ব্রিস্‌কিট] [Uncountable noun] চতুষ্পদ জন্তুর বুকের মাংস
  • English Word bristle Bengali definition [ব্রিস্‌ল্‌] (noun) (বিশেষত শূকরের) শক্ত; ছোট লোম। □(verb transitive) (১) শক্ত; ছোট লোমের মতো খাড়া হয়ে ওঠা(২) (লাক্ষণিক) ক্রোধ বা ঘৃণা প্রকাশ করা: bristle with anger. (৩) bristle with বিপুলসংখ্যক হওয়া (বিশেষত অন্তরায় বা বাধা)। bristly (adjective) (১) কর্কশ বা শক্ত ছোট লোমে আবৃত: a bristly face, খোঁচা খোঁচা দাড়িযুক্ত। (২) (ব্যক্তি) সহজে রেগে যায় এমন
  • English Word Brit Bengali definition (noun) (British/Britain অনানুষ্ঠানিক) Briton শব্দের সংক্ষিপ্ত রুপ
  • English Word Britain Bengali definition [ব্রিট্‌ন্‌] (noun) (অপিচ Great Britain) ইংল্যান্ড, ওয়েলশ ও স্কটল্যান্ডের সমন্বয়ে গঠিত বৃটিশ যুক্তরাজ্যBritannia [ব্রিট্যানিআ] (noun) গ্রেট ব্রিটেনের কল্পিত প্রতিমা। Britannic [ব্রিট্যানিক্‌] (adjective) গ্রেট ব্রিটেন সম্বন্ধীয়।
  • English Word British Bengali definition [ব্রিটিশ্‌] (adjective) (১) ব্রিটেন ও তার অধিবাসী সম্পর্কেBritisher (noun) ব্রিটিশ বংশোদ্ভূত। British India [ব্রিটিশ ইনডিআ] (noun) ব্রিটিশশাসিত তৎকালীন ভারতবর্ষ, যা বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার প্রভৃতি দেশে বিভক্ত।
  • English Word Briton Bengali definition [ব্রিট্‌ন্‌] (noun) (সাহিত্যিক) ব্রিটেনের স্থানীয় অধিবাসী
  • English Word brittle Bengali definition [ব্রিট্‌ল্‌] (adjective) (১) ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন: Glass is brittle. (২) সহজে বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হয় এমন: brittle friendship. (৩) (ব্যক্তি) সহজে পীড়িত, ব্যথিত বা রেগে যায় এমন: a brittle person.
  • English Word broach 1 Bengali definition [বোউচ্‌] (noun) ফোঁড়নকাঠি; তুরপুন; টিনের পাত্র বা পিপা ছিদ্র করার ধারালো যন্ত্রবিশেষ। □(verb transitive) (১) পিপা ছিদ্র করে সেখানে ট্যাপ বা কল লাগানো(২) আলোচনার জন্য কোনো বিষয় উপস্থাপন করা বা আলোচনা শুরু করা: He at last broached the topic of his marriage.
  • English Word broach 2 Bengali definition [ব্রোউচ্‌] (verb intransitive), (verb transitive) broach to (নৌচালনবিদ্যা) জাহাজ বা নৌকার পার্শ্বদেশ ঢেউ বা বাতাসের দিকে ফেরানো
  • English Word broad 1 Bengali definition [ব্রোড্‌] (adjective) (broader, broadest) (১) চওড়া; প্রশস্ত: This part of the street is quite broad. (২) নির্দিষ্ট প্রস্থবিশিষ্ট: 20 meters broad. (৩) বিস্তৃত: broad ocean. (৪) পূর্ণ ও স্পষ্ট: in broad daylight, দিনেদুপুরে: Mugging in the streets, even in broad daylight, is common. (৫) সাধারণ; খুঁটিনাটি নয়: a broad outline; a broad distinction. (৬) (মনোভাব বা ধ্যানধারণা) খোলা; উদার: a man of broad views. broad minded (adjective) উদারহৃদয়; অন্যের মতামত জানতে, শুনতে এবং সহ্য করতে ইচ্ছুক। (৭) (উচ্চারণ) বিশেষভাবে লক্ষণীয় (বক্তা কোন অঞ্চলের অধিবাসী তা তার উচ্চারণে ধরা পড়ে এমন): a broad accent. (৮) স্থূল; অসভ্য: broad jokes (ভব্যসমাজে চলে না এমন কৌতুক)। (৯) (phrase) It’s as broad as it is long একই ব্যাপার(১০) (যৌগশব্দ) broad bean (noun) বড় জাতের সাধারণ শিমBroad Church ধর্মীয় অনুশাসনের গোঁড়ামিমুক্ত চার্চ অব ইংল্যান্ডের একটি যাজকসম্প্রদায়। broadly (adverb) (ক) বিস্তৃতভাবে; (খ) সাধারণভাবে। broadly speaking সাধারণভাবে বলতে গেলে। broadness (noun) প্রশস্ততা। broaden (verb intransitive), (verb transitive) বিস্তৃত করা বা হওয়া: We must broaden our outlook.
  • English Word broad 2 Bengali definition [ব্রোড্‌] (noun) কোনো কিছুর বিস্তীর্ণ অংশ
  • English Word broadband Bengali definition [ব্রোডব্যান্‌ড্‌] (noun) ব্রডব্যান্ড উচ্চ গতিসম্পন্ন স্থানান্তরযোগ্য ব্যান্ডউইডথ, যার গতি কমপক্ষে এক মেগাবিট প্রতি সেকেন্ড হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়। কো-এক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশ কিংবা নেটওয়ার্কিং প্রক্রিয়ায় ডাটা স্থানান্তরে সাধারণত ব্রডব্যান্ড ব্যবহৃত হয়। তবে ডাটা কমিউনিকেশ স্পিডের তারতম্যের ফলে বিভিন্ন ব্যান্ডের উদ্ভব হয়: Broadband is everywhere and you might use a tablet or a laptop to surf the web.
  • English Word broadcast Bengali definition [ব্রোড্‌ কাস্‌ট America(n) ব্রোড্‌ক্যাস্‌ট্‌] (verb intransitive), (verb transitive) (past tense, past participle broadcasted) (১) সম্প্রচার করা; চতুর্দিকে ব্যাপ্ত করা (বিশেষত রেডিও ও টেলিভিশনের মাধ্যমে): broadcast the news. (২) রেডিও বা টেলিভিশনে বক্তৃতা দেওয়া; গান গাওয়া বা অন্য কোনো অনুষ্ঠান করা(৩) বীজ বপন করাbroadcaster (noun) (ব্যক্তি সম্বন্ধে) যিনি বেতার বা টেলিভিশন সম্প্রচারে অংশ নেন, বিশেষত কোনো অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। □(adjective) (১) রেডিও ও টিভির মাধ্যমে সম্প্রচারিত(২) রেডিও বা টেলিভিশন সম্প্রচারসর্ম্পকিত: broadcast time. □(noun) রেডিও বা টিভির একটি অনুষ্ঠান বা উপস্থাপনা। broadcasting (noun) সম্প্রচারণ; বেতারযোগে সংবাদ ইত্যাদি প্রেরণ। □(adjective) broadcasting house; the British Broadcasting Corporation (the BBC).
  • English Word broadcloth Bengali definition [ব্রোড্‌ক্লাথ America(n) ব্রোড্‌ক্লোথ্‌] [Uncountable noun] দ্বিগুণ চওড়া উন্নতমানের পশমি বস্ত্র
  • English Word broadgauge Bengali definition [ব্রোড্‌গেইজ্‌] (America(n) অপিচ 'gage') (noun) যে রেললাইনের দুই পাতের মধ্যে ৪ ফুট সাড়ে ৮ ইঞ্চির বেশি ফাঁক থাকে
  • English Word broadloom Bengali definition [ব্রোড্‌ লূম্‌] (noun) যে কার্পেট চওড়া তাঁতে বোনা হয়
  • English Word broadsheet Bengali definition [ব্রোড্‌শীট্‌] (noun) (১) (পুরাতনী) যে বড় কাগজের একদিক বা দুদিকে জনপ্রিয় গাথা বা কাহিনি ছাপিয়ে এবং তা ভাঁজ করে হাটেবাজারে বা রাস্তাঘাটে বিক্রি করা হতো(২) এ ধরনের ছাপা গাথা, কবিতা বা গান
  • English Word broadside Bengali definition [ব্রোড্‌সাইড্‌] [Countable noun] (১) জাহাজের পার্শ্বদেশের যে অংশ পানির উপরে থাকে(২) জাহাজের এক পাশের সবগুলো কামানের একসঙ্গে একই লক্ষ্যবস্তুর উপর গোলাবর্ষণ; (লাক্ষণিক) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কথায় বা বিবৃতির মাধ্যমে জোরালো আক্রমণ
  • English Word broadways, broadwise Bengali definition [বোড্‌ওয়েইজ, বোড্‌ওআইজ] (adverb) আড়াআড়িভাবে
  • English Word brocade Bengali definition [ব্রাকেইড্‌] [Countable noun, Uncountable noun] কিংখাব, সোনা বা রুপার কারুকার্যখচিত রেশমি বস্ত্র; বুটিদার রেশমি পোশাক। □(verb transitive) বুটি দেওয়া বা কাপড়ে এ ধরনের কাজ করা।
  • English Word broccoli Bengali definition [ব্রকালি] [Uncountable noun] সাধারণত বেগুনি বা সবুজবর্ণের শক্ত জাতের এক ধরনের অসংখ্য ছোট ফুলকপিসংবলিত উদ্ভিদ যার কুঁড়ি, দণ্ড সবই তরকারি হিসেবে খাওয়া হয়
  • English Word brochure Bengali definition [ব্রোউশা(র্‌) America(n) বোউশুআ(র্‌)] (noun) কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা
  • English Word brogue Bengali definition [ব্রোউগ্‌] (noun) (১) সাধারণত চামড়ায় নকশা করা, পুরু তলবিশিষ্ট এক প্রকার শক্ত জুতা(২) কথা বলার আঞ্চলিক ভঙ্গিবিশেষ; আয়ারল্যান্ডের অধিবাসীরা যেভাবে ইংরেজি বলে, আইরিশ উচ্চারণভঙ্গি বা বাগরীতি