B পৃষ্ঠা ৪০
- English Word bullet Bengali definition [বুলিট] (noun) বুলেট, রাইফেল বা রিভলভারে ব্যবহার্য সিসার তৈরি গুলি বা টোটা। তুলনীয় কামানোর গোলা (shells). bullet-headed [বুলিটহেডিড্] (adjective) গোলাকার ক্ষুদ্র মস্তকবিশিষ্ট। bullet-proof (adjective) বুলেট-অভেদ্য।
- English Word bulletin Bengali definition [বুলাটিন্] (noun) (১) সংবাদবিজ্ঞপ্তি; বুলেটিন। (২) সরকারি সংবাদসহ মুদ্রিত পত্র।
- English Word bullion Bengali definition [বুলিআন্] (noun) [uncountable noun] সোনা ও রুপার পিণ্ড বা বাট; হিরণ্য।
- English Word bullock Bengali definition [বুলাক্] (noun) (১) বৃষভ; এঁড়ে বাছুর। (২) ছিন্নমুষ্ক বৃষ; বলদ। bullock-cart [বুলাক্ কা:ট্] (noun) ছইওয়ালা দুই চাকার গাড়ি, যা এক জোড়া ষাঁড়ে টানে।
- English Word bully 1 Bengali definition [বুলি] (noun) (plural bullies) যে ব্যক্তি দুর্বলকে ভয় দেখানো বা পীড়নের জন্য বলপ্রয়োগ করে; উৎপীড়ক। (verb transitive) bully (somebody) (into doing (something)) বলপ্রয়োগে বা ভয় দেখিয়ে কাউকে কিছু করতে বাধ্য করা।
- English Word bully 2 Bengali definition [বুলি] (noun) [uncountable noun] (অপিচ bully beef) টিনজাত গোমাংস।
- English Word bully 4 Bengali definition [বুলি] (noun) (হকি) খেলা আরম্ভ বা পুনরায় শুরু করার পদ্ধতি (দুজন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় একে অপরের যষ্টিতে তিনবার আঘাত করে খেলা শুরু করেন)। (verb intransitive) bully off উক্ত পদ্ধতিতে খেলা শুরু করা।
- English Word bully3 Bengali definition [বুলি] (adjective) (অপশব্দ) বেড়ে; খাসা: Bully for you!
- English Word bulrush Bengali definition [বুল্রাশ্] (noun) [countable noun] নলখাগড়া; শর।
- English Word bulwark Bengali definition [বুল্ওয়াক্] (noun) (১) প্রাকার; পাঁচিল; (লাক্ষণিক) রক্ষাপ্রাচীর। (২) (সাধারণ plural) নৌপৃষ্ঠের উপরিভাগের বেষ্টনী; আত্মরক্ষার উপায়।
- English Word bum1 Bengali definition [বাম্] (noun) (কথ্য) নিতম্ব; পাছা।
- English Word bum2 Bengali definition [বাম্] (অপশব্দ) (noun) পেশাদার ভিখারি; ভিক্ষাজীবী; অকর্মা। (adjective) নিকৃষ্ট; বাজে। (verb intransitive) (-mm-) (১) bum around উদ্দেশ্যহীনভাবে ইতস্তত বিচরণ করা। (২) (verb transitive) (-mm-) (something) (off/from (somebody)) কারো কাছ থেকে কিছু আদায় করে নেওয়া: The vagabond bummed a penny off me.
- English Word bumble Bengali definition [বাম্বল্] (verb) (on) (about (something)) (১) দুর্বোধ্য ও বিভ্রান্তিকরভাবে কোনোকিছু বলা: What are you bumbling (on) about? (২) বিশৃঙ্খল বা অদ্ভুতভাবে চলাফেলা করা: She came bumbling in with a saucepan of water. bumbling (adjective) অদ্ভুত বা বেমানান আচরণ: You bumbling idiot!
- English Word bumble-bee Bengali definition [বামব্ল্ বী] (noun) ভ্রমর; ভোমরা।
- English Word bumboat Bengali definition [বাম্বোউট্ (noun) (নৌচালনবিদ্যা) সমুদ্র উপকূলের অদূরে নোঙর করা জাহাজে খাদ্যদ্রব্যাদি সরবরাহ করার জন্য ছোট নৌকাবিশেষ; সন্তরণতরী।
- English Word bump Bengali definition [বাম্প্] (verb transitive), (verb intransitive) (১) bump (against/into) দুম করে কিছুর সঙ্গে ধাক্কা খাওয়া; ঠুকে যাওয়া। bump against/on ধাক্কা লেগে (মাথা ইত্যাদিতে) ব্যথা পাওয়া। (২) ঝাঁকুনি দিতে দিতে চলা: Our jeep bumped along the stony road. (৩) bump (somebody) off (অপশব্দ) কাউকে খুন/খতম করা। (adverb) হঠাৎ; প্রচণ্ডভাবে: The car ran bump into the building. (noun) (১) আঘাত বা প্রহার; আঘাতের ‘দুমদুম’ শব্দ। (২) (আঘাতের দরুন) ফোলা; স্ফোট; করোটির স্বাভাবিক স্ফীতি। দ্রষ্টব্য phrenology. (৩) যেকোনো পৃষ্ঠদেশের স্ফীতি। (৪) (বাতাসের চাপের আকস্মিক পরিবর্তনের দরুন উড়োজাহাজে অনুভূত) ঝাঁকুনি; ক্ষোভ। bumpy (adjective) (bumpier, bumpiest) ঝাঁকুনিপূর্ণ।
- English Word bumper1 Bengali definition [বাম্পা(র্)] (noun) সংঘর্ষের প্রকোপ কমানোর জন্য বাস, মোটরগাড়ি ইত্যাদির সামনে-পিছনে সংযোজিত বেষ্টনী; বাম্পার। (America(n)) = buffer 1. bumper-to-bumper (adjective) (গাড়ি সম্বন্ধে) গায়ে গায়ে লাগানো।
- English Word bumper2 Bengali definition [বাম্পা(র্)] (noun) (১) কানায় কানায় পূর্ণ সুরাপাত্র। (২) (attributive(ly)) (সাধারণত) অসাধারণ-রকম প্রচুর বা বৃহৎ: bumper crops, অপর্যাপ্ত/অঢেল/সুপ্রচুর ফসল।
- English Word bumper3 Bengali definition [বাম্পা(র্)] (noun) (ক্রিকেট) যে বল নিক্ষিপ্ত হয়ে ভূমি স্পর্শ করে উঁচুতে লাফিয়ে ওঠে; প্লুতবল।
- English Word bumpkin Bengali definition [বাম্প্কিন্] (noun) গেঁয়ো; গ্রাম্যজন।
- English Word bumptious Bengali definition [বাম্প্শাস্] (adjective) আত্মাভিমানী; উদ্ধত; দাম্ভিক; হামবড়া। bumptiously (adverb) উদ্ধতভাবে।
- English Word bun Bengali definition [বান্] (noun) (১) (সাধারণত) কিশমিশযুক্ত ক্ষুদ্র গোলাকার সুমিষ্ট রুটিবিশেষ। (২) have a bun in the oven (কথ্য) গর্ভবতী হওয়া। (৩) in a bun (মেয়েদের চুল সম্বন্ধে) খোঁপা-বাঁধা।
- English Word bunch Bengali definition [বান্চ্] (noun) (১) গুচ্ছ; স্তবক; কাঁদি; তোড়া; থোকা; গোছা; আঁটি; তাড়া; গাঁট। (২) (অপশব্দ) জনতা; দল। (৩) the best of the bunch (কথ্য) সর্বশ্রেষ্ঠ। (verb transitive), (verb intransitive) bunch (up/together) গুচ্ছবদ্ধ/দলবদ্ধ ইত্যাদি হওয়া বা করা।
- English Word bund Bengali definition [বান্ধ্] (noun) নদীর দুই তীরে মাটিনির্মিত বন্যানিরোধক বাঁধ। দ্রষ্টব্য dam.
- English Word bundle Bengali definition [বান্ড্ল্] (noun) আঁটি; তাড়া; গোছা; গাটরি; গাঁট। (verb transitive), (verb intransitive) (১) bundle up/together আঁটি/গাঁট বাঁধা। (২) অগোছালোভাবে স্তূপ করে রাখা; এলোপাথাড়িভাবে রাখা। (৩) তাড়াহুড়া করে যাওয়া বা পাঠানো।
- English Word bung Bengali definition [বাঙ্] (noun) (সাধারণত) কাঠ, রাবার, কর্ক বা প্লাস্টিকের)) বড় ছিপি; পিধান। (verb transitive) bung (up) ছিপি আঁটা। bung-hole (noun) ছিপির মুখ। bung-ed up (নাক সম্বন্ধে) শ্লেষ্মায় অবরুদ্ধ; (নর্দমা সম্বন্ধে) মলাবদ্ধ।
- English Word bungalow Bengali definition [বাঙ্গালোউ] (noun) একতলা ছোট বাড়ি; বাংলো। bungaloid [বাঙ্লালইড্] (adjective) বাংলোসদৃশ: bungaloid growth, বহু বাংলোবিশিষ্ট, কুদৃশ্য নির্মাণ-এলাকা।
- English Word bungle Bengali definition [বাঙ্গ্ল্] (verb transitive), (verb intransitive) (কোনো কাজ) আনাড়ির মতো করা; পণ্ড/ভণ্ডুল করা: He bungled the whole project. (noun) ভণ্ডুল কাজ। bungler [বাঙ্লা(র্)] (noun) যে ভণ্ডুল করে।
- English Word bunion Bengali definition [বানিআন্] (noun) (বিশেষত পায়ের আঙুলের) প্রদাহপূর্ণ স্ফীতি; গেঁজ।
- English Word bunk 1 Bengali definition [বাঙ্ক্] (noun) জাহাজ বা ট্রেনে দেওয়ালসংলগ্ন অপ্রশস্ত শয্যা; মঞ্চক; তল্প। bunk beds (সাধারণত) শিশুদের জন্যে)) উপরে নিচে স্থাপিত একক শয্যার জোড়া; যমলশয্যা।