Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word bruin Bengali definition [ব্রুইন্‌] (noun) (লোকপ্রিয় নাম, যেমন রূপকথায়) ভালুক
  • English Word bruise Bengali definition [ব্রুজ] (noun) কালশিরে; শরীর বা ফলের গায়ে আঘাতের দরুন সৃষ্ট দাগ। □(verb transitive), (verb intransitive) (১) মার বা আঘাতের দরুন কালশিরে পড়া; (কাঠ বা ধাতুতে) দাগ ফেলা; ভাঙা(২) মার বা আঘাতের ফল প্রকটিত করা: This fruit bruises easily, সহজে দাগ পড়ে। bruiser (noun) একগুঁয়ে; নির্মম মুষ্টিযোদ্ধা।
  • English Word bruit Bengali definition [ব্রুট] (verb transitive) bruit abroad (প্রাচীন প্রয়োগ) (গুজব বা সংবাদ) রটানো; ছড়ানো
  • English Word brunch Bengali definition [ব্রানচ্‌] (noun) (কথ্য) (breakfast ও 'lunch-এর মিলিত রুপ) প্রাতরাশ বা মধ্যাহ্নভোজনের পরিবর্তে শেষ সকালের আহার
  • English Word brunette Bengali definition [ব্রূনেট্‌] (noun) ঘন বাদামি বা কালো চুল এবং অপেক্ষাকৃত অগৌর ত্বকবিশিষ্ট ইউরোপীয় নারী; শ্যামা; শ্যামাঙ্গী। দ্রষ্টব্য blonde.
  • English Word brunt Bengali definition [ব্রান্‌ট্‌] (noun) প্রধান ধাক্কা; আঘাত; চাপ; ধকল: bear the brunt of an assault, আক্রমণের প্রধান ধকল সামলানো।
  • English Word brush 1 Bengali definition [ব্রাশ্‌] (noun) (১) ব্রাশ; বুরুশ; ঝাড়ু; মার্জনী; সম্মার্জনী (যথা toothbrush, nailbrush; hairbrush); তুলি; তুলিকা; ঈষিকা(২) মার্জনী বা তুলির ব্যবহার: She gave my clothes a good brush. অপিচ দ্রষ্টব্য brush 2 (১)-এ brush up. (৩) শেয়ালের লেজ(৪) [Uncountable noun] গুল্ম; ঝোপঝাড়: a brush fire. দ্রষ্টব্য brush (২)। (৫) স্বল্পকালীন সংঘর্ষ; সংঘট্টbrushwood (noun) [Uncountable noun]= brush (৮). brushwork (noun) তুলি ব্যবহারের ধরন বা শিল্পীর শিল্পরীতি।
  • English Word brush 2 Bengali definition [ব্রাশ] (verb transitive), (verb intransitive) (১) ব্রাশ, তুলি, ঝাড়ু ইত্যাদি ব্যবহার করা; পরিষ্কার/মসৃণ করা; ঘষা; মাজা: I brush my shoes/hat/teeth/clothes/hair; brush something clean. brush something away/off ব্রাশ দিয়ে ঝেড়ে/সরিয়ে ফেলা। brush something aside/away (লাক্ষণিক) উপেক্ষা করা; মনোযোগ না-দেওয়া। brush somebody/something off (কথ্য) প্রত্যাখ্যান/নাকচ করা। brush-off (noun) (কথ্য) প্রত্যাখ্যান। brush something up ঝাড়া; (পুরনো বিদ্যা) ঝালিয়ে নেওয়া: Brush up your French before you go to Paris. brush-up (noun) ঝালাই। (২) গা ঘেঁষে/ছুঁয়ে যাওয়া: you brushed past/by (up) against me the other day. (৩) brush off ব্রাশ করার ফলে উঠে আসা: The dust won’t brush off.
  • English Word brusque Bengali definition [ব্রুস্‌ক্‌ America(n) ব্রাস্‌ক্‌] (adjective) (কথা বা আচরণ) রূঢ় অভব্যbrusquely (adverb) রূঢ়ভাবে। brusqueness (noun) রূঢ়তা।
  • English Word Brussels Bengali definition [ব্রাস্‌ল্‌জ্‌] (noun) (attributive(ly)) ব্রাসেল্‌স-এর: Brussels lace/carpets. Brussels sprouts বাঁধাকপির মতো ছোট আকারের সবজি
  • English Word brutal Bengali definition [ব্রুট্‌ল্‌] (adjective) বর্বর; নিষ্ঠুরbrutally [ব্রুটলি] (adverb) নৃশংসভাবে। brutality [ব্রুট্যালাটি] (noun) [Uncountable noun] নিষ্ঠুরতা; নৃশংসতা; বর্বরতা; [Countable noun] নৃশংস বা বর্বরোচিত কাজ। brutalize (verb transitive) বর্বর/নৃশংস করে তোলা।
  • English Word brute Bengali definition [ব্রুট্‌] (noun) (১) পশু; জন্তু(২) নির্বোধ; পশুতুল্য বা নির্দয় লোক(৩) (attributive(ly)) পশুতুল্য; জড়বুদ্ধি; নিষ্ঠুর; চৈতন্যহীন; বিচারবুদ্ধিহীন; জড়: brute force/strength; brute matter. brutish [ব্রূটিশ] (adjective) পশুতুল্য; পাশবিক: brutish appetites. brutishly (adverb) পাশবিকভাবে।
  • English Word bubble Bengali definition [বাব্‌ল্‌] (noun) (১) বুদ্বুদ; জলবুদ্বুদ(২) (লাক্ষণিক) অবাস্তব পরিকল্পনা; আকাশকুসুম(৩) bubble car (noun) গম্বুজাকৃতি স্বচ্ছ ছাদবিশিষ্ট ক্ষুদ্রাকার গাড়িবিশেষ; বুদ্বুদগাড়িbubblegum (noun) বাবলগাম; এক ধরনের চুয়িংগাম যা মুখে দিয়ে বুদ্বুদ তৈরি করা যায়। □(verb intransitive) বুদ্বুদ ওঠা; বুদ্বুদ সৃষ্টি করা; বুজবুজ শব্দ করা: bubble over, খুশিতে টগবগ করা। bubbly [বাব্‌লি] (adjective) বুদ্বুদপূর্ণ। □(noun) (হাস্যরসাত্মক) শ্যাম্পেন।
  • English Word bubonic Bengali definition [বিউ্যবনিক্‌] (adjective) গ্রন্থিস্ফীতিযুক্তbubonic plague (noun) দ্রুত সংক্রামক প্লেগ।
  • English Word buccaneer Bengali definition [বাকনিআ(র্‌)] (noun) (১) জলদস্যু; বোম্বেটে; বেপরোয়া অভিযাত্রী(২) কোনো ব্যক্তি, বিশেষত কোনো ব্যবসায়ী, যিনি যেকোনো পন্থা, এমনকি প্রতারণার সাহায্যে সাফল্য অর্জন করেন
  • English Word buck 1 Bengali definition [বাক্‌] (noun) (১) পুরুষজাতীয় হরিণ; খরগোশ বা ছাগ। দ্রষ্টব্য doe. buckskin (noun) [Uncountable noun] (দস্তানা, ব্যাগ ইত্যাদি বানানোর জন্য) হরিণ বা ছাগলের নরম চামড়া। buckshot (noun) [Uncountable noun] বড় আকারের গুলিবিশেষ। bucktooth (noun) (plural buckteeth) (সাধারণত উপরের পাটির) উঁচু দাঁত। (২) (attributive(ly)) পুরুষ
  • English Word buck 2 Bengali definition [বাক্‌] (verb intransitive), (verb transitive) (১) (ঘোড়া সম্বন্ধে) পিঠ বাঁকিয়ে চার পায়ে লাফানো; ঐ ভঙ্গিতে (আরোহীকে) মাটিতে ফেলে দেওয়া(২) buck up (বিশেষত অনুজ্ঞায়) (কথ্য) ত্বরা করোbuck (somebody) up অধিকতর শক্তি, সাহস বা উৎসাহ জোগানো: He was greatly bucked up by the report.
  • English Word buck 3 Bengali definition [বাক্‌] (noun) (America(n) অপশব্দ) মার্কিন ডলার
  • English Word buck 4 Bengali definition [বাক্‌] (noun) pass the buck (to somebody) (কথ্য) কারো ঘাড়ে দায়িত্ব চাপানোThe buck stops here আর দায়িত্ব এড়ানো যাবে না।
  • English Word bucket 1 Bengali definition [বাকিট্‌] (noun) (১) বালতি; কাঠের পাত্র; দ্রোণbucket down (verb) (অনানুষ্ঠানিক) অঝোরে বৃষ্টিপাত হওয়া: The rain bucketed down. bucketful [বাকিট্‌ফুল্‌] (adjective) এক বালতি পরিমাণ। (২) ড্রেজিং যন্ত্রের খনিত্র; শস্য উত্তোলক যন্ত্রের দর্বিকা ইত্যাদিbucket seat (noun) (গাড়ি বা উড়োজাহাজে) বাঁকানো পিঠবিশিষ্ট একক আসন (bench seat-এর বিপরীত) গোলাকার আসন। buck shop (noun) (বাণিজ্য) অত্যন্ত সস্তায় বিমানের টিকিট বিক্রির দোকান (সব সময়ে সম্মানজনক নয়)।
  • English Word bucket 2 Bengali definition [বাকিট্‌] (verb transitive), (verb intransitive) প্রাণপণে ঘোড়া ছোটানো বা নৌকা চালানো
  • English Word buckle Bengali definition [বাক্‌ল্‌] (noun) (১) বগলস; বন্ধনাঙ্গুরী; চর্মবন্ধনী(১) জুতার উপর শোভাকারক কুলুপ। □(verb transitive), (verb intransitive) buckle on বগল্‌স্‌ দিয়ে আটকানো; কুলুপ; চর্মবন্ধনী আঁটা। (২) (জুতা, বেল্ট ইত্যাদি সম্বন্ধে) বিশেষ ধরনে বাঁধা; কষানো(৩) buckle to/down to (কাজ ইত্যাদিতে) লেগে যাওয়া(৪) (ধাতুর কাজ) চাপ বা তাপে বেঁকে যাওয়া; কুঞ্চিত হওয়া
  • English Word buckler Bengali definition [বাক্‌লা(র্‌)] (noun) ক্ষুদ্র; গোলাকার চাল; বর্ম; ফলক
  • English Word buckram Bengali definition [বাক্‌রাম্‌] (noun) [Uncountable noun] কঠিন; অমসৃণ বস্ত্রবিশেষ; (বিশেষত বই বাঁধাইয়ে ব্যবহৃত); মোটা কাপড়।
  • English Word buckshot Bengali definition [বাক্‌শট্‌] দ্রষ্টব্য buck 1 (১)
  • English Word buckwheat Bengali definition [বাক্‌ওয়ীট্‌ America(n) বাক্‌হোয়ীট্‌] (noun) [Uncountable noun] বাজরাbuckwheat flour বাজরার আটা।
  • English Word bucolic Bengali definition [বিউ্যকলিক্‌] (adjective) রাখালি; গ্রামিক; পশুপালন বিষয়ক: দ্রষ্টব্য verse. bucolics (noun) (plural) রাখালি কবিতা; গোষ্ঠকাব্য।
  • English Word bud Bengali definition [বাড্‌] (noun) মুকুল; কুঁড়ি; কলি; অঙ্কুর; পল্লব; কিশলয়; কোরকin bud মুকুলিত; পল্লবিত। nip something in the bud অঙ্কুরে বিনষ্ট করা। □(verb intransitive) (budded, budding, buds) মুকুলিত/পল্লবিত হওয়া। budding (adjective) বিকাশোন্মুখ; বিকাশমুখী; স্ফুটনোন্মুখ।
  • English Word Buddhism Bengali definition [বুডিজাম] (noun) বৌদ্ধধর্মBuddhist [বুডিসট্‌] (noun) বৌদ্ধ।
  • English Word buddy Bengali definition [বাডি] (noun) (plural buddies) (অপশব্দ অন্তরঙ্গ সম্ভাষণরূপে) দোস্ত; ইয়ার; ভায়া