Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word brew Bengali definition [ব্রূ] (verb transitive), (verb intransitive) (১) শস্যদানা গাঁজিয়ে বিয়ারজাতীয় মদ তৈরি করা(২) গরম পানিতে চা বা কফি মিশিয়ে এই প্রক্রিয়ায় পানীয় তৈরি করা(৩) (লাক্ষণিক) ঘটানো; পাকিয়ে তোলা (বিশেষত খারাপ কিছু): Those boys are brewing trouble for all of us. (৪) ঘনিয়ে আসা: A storm is brewing. □(noun) চোলাইকৃত পদার্থ; এই প্রক্রিয়ায় প্রস্তুত পানীয়। brewer (noun) এরূপ প্রক্রিয়ায় মদ প্রস্তুতকারক, শুঁড়ি। brewup (British/Britain অনানুষ্ঠানিক) চা তৈরি করা: I’ll be brewing up about ten. brewery [ব্রুআরি] (noun) (plural brewries) ভাঁটিখানা; যেখানে মদ চোলাই করা হয়।
  • English Word briar Bengali definition [ব্রাইআ(র্‌)] (১) [Uncountable noun] তামাকের পাইপ তৈরিতে ব্যবহৃত শক্ত কাঠ যা এক ধরনের কাঁটাগাছ বা ঝোপের শিকড় থেকে উৎপন্ন হয়(২) [Countable noun] এই কাঠ থেকে প্রস্তুত তামাকের পাইপ(৩) (দ্রষ্টব্য brier) কাঁটাগাছের ঝোপবিশেষ; বুনো গোলাপbriary (adjective) কণ্টকময়।
  • English Word bribe Bengali definition [ব্রাইব্‌] [Countable noun] ঘুষ; উৎকোচ; সাধারণত আইনবহির্ভূত কোনো কাজ করতে বা কোনো স্বার্থসিদ্ধির জন্য কাউকে প্রভাবিত করার লক্ষ্যে প্রদত্ত অর্থ বা কোনো কিছু: offer/give/take bribes. □ (verb transitive) এ ধরনের কাজ করা; ঘুষ দেওয়া; প্রভাবিত বা প্রলোভিত করা: bribe a judge; bribe a child to do something. bribery [Uncountable noun] ঘুষ দেওয়া বা নেওয়া. bribable (adjective) bribe somebody into doing something ঘুষের কাঙ্খিত কার্যোদ্ধার: He was bribed into handing over secret information.
  • English Word bric-a-brac Bengali definition [ব্রিক্‌আব্র্যাক্‌] [Uncountable noun] কৌতূহলোদ্দীপক প্রাচীন সামগ্রী; বিশেষত চীনামাটির বাসনপত্র বা আসবাব; দুর্লভ কিন্তু মূল্যবান নয় এমন সামগ্রী; টুকিটাকি বস্তু
  • English Word brick Bengali definition [ব্রিক্‌] (১) [Countable noun, Uncountable noun] (১) ইটdrop a brick (কথ্য) অবিবেচকের মতো কোনো কিছু করা বা বলে ফেলা। brickbat (noun) ঢিল; পাটকেল; ইটের ছোট টুকরা (লাক্ষণিক) সমালোচনা; কথার আক্রমণ। brickdust (noun) সুরকি। brick-field (noun) ইটখোলা; যেখানে ইট তৈরি হয়। brickkiln (noun) ইটের ভাটা। bricklayer (noun) রাজমিস্ত্রি। brickwork (noun) ইট দিয়ে তৈরি; ইটের কাজ। make bricks without straw নিষ্ফল প্রচেষ্টা। banging or nocking one’s head against a brick wall (প্রবাদ) অসম্ভব কোনো কার্য সম্পাদনের ব্যর্থ চেষ্টা করা। (২) শিশুদের খেলনাঘর তৈরির চতুষ্কোণ কাঠের টুকরা(৩) ইটের আকৃতির কোনো বস্তু(৪) (কথ্য) উদার বা মহৎপ্রাণ ব্যক্তি। □(verb transitive) brick up/in ইট গেঁথে ফাঁক বন্ধ করা।
  • English Word bridal Bengali definition [ব্রাইড্‌ল্‌] (noun) বিবাহ; বিয়ের ভোজোৎসব। (adjective) বিবাহ সম্বন্ধীয়; কনে সম্বন্ধীয়: bridal party কনে ও তার সঙ্গীসাথী; বরযাত্রী।
  • English Word bride Bengali definition [ব্রাইড্‌] (noun) বিয়ের কনে; নববধূbride cake (noun) বিয়ের কেক (wedding-cake এর প্রাচীন নাম)।
  • English Word bridegroom Bengali definition [ব্রাইড্‌গ্রুম্‌] (noun) বর; নববিবাহিত পুরুষ
  • English Word bridesmaid Bengali definition [ব্রাইডজমেইড্‌] (noun) মিতকনে; বিয়েতে যে বালিকা বা কুমারী কনের প্রধান সহচরীরুপে সঙ্গে থাকে
  • English Word bridesman Bengali definition [ব্রাইড্‌জম্যান] (noun) মিতবর; বিয়ের সময়ে যে অবিবাহিত পুরুষ বরের প্রধান সহচররূপে বরের সঙ্গে থাকে
  • English Word bridge 1 Bengali definition [ব্রিজ্‌] (noun) (১) সেতু; সাঁকো; পুলbridge head (noun) সীমান্ত নদীর পরপারে স্থাপিত প্রতিরক্ষা ঘাঁটি বা কৌশলগত অবস্থান; সেতুমুখ। (২) যে মঞ্চ থেকে জাহাজের ক্যাপ্টেন নাবিকদের নির্দেশ দেন(৩) নাকের উপরিভাগের হাড়যুক্ত অংশ; চশমার যে অংশ নাকের উপর থাকে(৪) সেতারজাতীয় বাদ্যযন্ত্রের সোয়ারি(৫) নকল দাঁতকে আসল দাঁতের সঙ্গে সংযুক্ত রাখার কৌশল। □(verb transitive) সেতুবন্ধন করা। bridge over (লাক্ষণিক) বাধা বা বিপত্তি কাটিয়ে ওঠা।
  • English Word bridge 2 Bengali definition [ব্রিজ্‌] [Uncountable noun] এক ধরনের তাস খেলাauction bridge যে ব্রিজ খেলায় সর্বোচ্চ ডাককারীর ঘোষিত তাস রঙের তাস বলে বিবেচিত হয়। contract bridge যে ব্রিজ খেলায় ডাককারী ঘোষিত ডাক বা চুক্তি অনুযায়ী খেলা শেষ করতে না-পারলে দণ্ডিত হন।
  • English Word bridle Bengali definition [ব্রাইড্‌ল্‌] (noun) বলগা, লাগাম (বা রাস) প্রভৃতিসহ ঘোড়ার মাথার সাজbridle path, bridle-road অশ্বারোহীর চলাচলের জন্য উপযুক্ত রাস্তা (গাড়ির জন্য নয়)। □(verb transitive), (verb intransitive) (১) লাগাম পরানো(২) (লাক্ষণিক) দমন, সংযত বা নিয়ন্ত্রণ করা: You must try to bridle your temper. (৩) (রোষ প্রকাশ করতে) মাথা টান করে রাখা: bridle at somebody’s remarks.
  • English Word brief 1 Bengali definition [ব্রীফ্‌] (adjective) (briefer, briefest) সংক্ষিপ্ত; ক্ষণিকto be brief অল্প সময়ের মধ্যে বলা। in brief সংক্ষেপে; অল্প কথায়। briefly (adverb) সংক্ষেপে। briefness [Uncountable noun] সংক্ষিপ্ততা।
  • English Word brief 2 Bengali definition [ব্রীফ্‌] [Uncountable noun] (১) সারসংক্ষেপ(২) সংক্ষিপ্ত বিবৃতি(৩) আর্জি(৪) মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণী: have plenty of briefs (উকিল বা ব্যারিস্টার সম্বন্ধে) হাতে মোকদ্দমা থাকা। to take a brief মামলা নেওয়া। hold a brief for (somebody) কারো পক্ষে উকিল নিযুক্ত হওয়া; (লাক্ষণিক) পক্ষ সমর্থন করা। hold no brief for (লাক্ষণিক) সমর্থন না করা। briefless (adjective) পসারহীন বা মক্কেলহীন (উকিল বা ব্যারিস্টার)। briefcase (noun) নথি বা কাগজপত্র বহনের ব্যাগ। briefing (noun) নির্দেশ; উপদেশ; সংবাদাদি। (৫) (বাণিজ্য) নির্দেশ। □(verb transitive) (১) উকিল বা ব্যারিস্টার নিযুক্ত করা; মামলা বুঝিয়ে দেওয়া(২) নির্দেশ বা উপদেশ প্রদান করা(৩) (বাণিজ্য) সংক্ষিপ্ত বিবরণ দেওয়া
  • English Word briefs Bengali definition [ব্রীফ্‌স্‌] (noun) (plural) স্থিতিস্থাপক কোমরবন্ধনীযুক্ত আঁটসাঁট হাফপ্যান্ট বা জাঙিয়া
  • English Word brier Bengali definition [ব্রাইআ(র্‌)] দ্রষ্টব্য briar (৩).
  • English Word brig Bengali definition [ব্রিগ্‌] (noun) দুই মাস্তুলবিশষ্ট এক প্রকার জাহাজ
  • English Word brigade Bengali definition [ব্রিগেইড্‌] (noun) (১) সাধারণত তিন ব্যাটালিয়ন সৈন্যের ইউনিট(২) বিশেষ উদ্দেশ্যে গঠিত কোনো দল: fire-brigade.
  • English Word Brigadier Bengali definition [ব্রিগাডিআ(র্‌)] (noun) ব্রিগেডের ভারপ্রাপ্ত সেনাধিনায়ক (কর্নেল ও মেজর জেনারেলের মধ্যবর্তী পদমর্যাদা)।
  • English Word brigand Bengali definition [ব্রিগান্‌ড্‌] (noun) দস্যু; রাহাজান; brigandage (noun) রাহাজানি; লুণ্ঠন।
  • English Word brigantine Bengali definition [ব্রিগানটীন্‌] (noun)= brig.
  • English Word bright Bengali definition [ব্রাইট] (adjective) (brighter; brightest) (১) উজ্জ্বল; আলোকময়(২) আনন্দময়; প্রফুল্ল; উৎফুল্ল: a bright smile, bright faces. (৩) চতুর; বুদ্ধিমান(৪) গৌরবময়; বিখ্যাত(৫) স্বচ্ছ; পরিষ্কারভাবে দেখা যায় এমনbrightness (noun) উজ্জ্বলতা। brightly (adverb) উজ্জ্বলভাবে; স্পষ্টভাবে। brighten (verb transitive), (verb intransitive) উজ্জ্বল; আলোকিত; স্পষ্ট বা প্রফুল্ল করা বা হওয়া: The sky is brightening. Her face brightened up. (be/get up) bright and early (প্রবাদ) ভোরে বা খুব সকালে: I was up bight and early eager to be off.
  • English Word brill Bengali definition [ব্রিল্‌] (noun) এক প্রকার চ্যাপটা মাছ
  • English Word brilliant Bengali definition [ব্রিলিআন্‌ট্‌] (adjective) (১) অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান: a brilliant scholar. □(noun) বিশেষভাবে কাটা মূল্যবান পাথর বা হীরকখণ্ড যা উজ্জ্বল দীপ্তি দেয়; এভাবে কাটা সাধারণ পাথর। (৩) ক্ষুদ্রতম ছাপার অক্ষর বা হরফbrilliantly (adverb) উজ্জ্বলভাবে। brilliance, brilliancy (noun(s)) [Uncountable noun] ঔজ্জ্বল্য; প্রভা; প্রখর বুদ্ধিমত্তা।
  • English Word brilliantine Bengali definition [ব্রিলিআন্‌টীন্‌] [Uncountable noun] চুলের ঔজ্জ্বল্যবর্ধক প্রসাধনীবিশেষ
  • English Word brim Bengali definition [ব্রিম্‌] (noun) (১) কাপ, গ্লাস ইত্যাদির প্রান্তভাগfull to the brim কানায় কানায় পূর্ণ। brimless কিনারাহীন। (২) সাহেবি টুপির প্রান্তভাগ যা ছায়া দেয়(৩) নদী বা হ্রদের কিনারbrimover কানা উপচে পড়া। brimful(l) (adjective) কানায় কানায় পরিপূর্ণ। brimmer (noun) কানায় কানায় পূর্ণ পেয়ালা। brimming (adjective) কানায় কানায় পূর্ণ; উচ্ছলিত।
  • English Word brimstone Bengali definition [ব্রিম্‌স্‌টোউন্‌] [Uncountable noun] (পুরাতনী) গন্ধক; সালফার
  • English Word brindled Bengali definition [ব্রিনড্‌লড্‌] (adjective) (বিশেষত গরু ও বিড়াল সম্বন্ধে) ভিন্ন রঙের ডোরা বা লম্বা দাগসহ তামাটে বর্ণ
  • English Word brine Bengali definition [ব্রাইন্‌] [Uncountable noun] (১) নোনা পানি(২) (লাক্ষণিক) অশ্রু(৩) (সাহিত্যিক) সমুদ্রের পানিbriny (adjective) নোনা। □(noun) the briny (কথ্য) সমুদ্র।