• Bengali Word high 1 English definition [হাই] (adjective) (higher, highest) (noun participle ইত্যাদির সঙ্গে 'high-এর যৌগিক ব্যবহারের জন্য নিচে ১২ দ্রষ্টব্য) ১ নিচ থেকে উপরে বহুদূর পর্যন্ত বিস্তৃত; উচ্চ, উঁচু, তুঙ্গ (উল্লেখ্য যে tall কেবল মানুষের বেলায় এবং প্রস্থের তুলনায় অতিশয় উচ্চ কতিপয় বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন a tall building/tower): Look at that kite high in the sky. It is one of the highest peaks of the world.
    It is one of the highest peaks of the world. high and dry (ক) (জাহাজ সম্বন্ধে) চড়ায় ঠেকা; উৎকূলিত; উত্তোলিত। (খ) (লাক্ষণিক) পরিত্যক্ত; বিচ্ছিন্ন; ঘটনাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন। be/get on one’s high horse, দ্রষ্টব্য horse (১). (do something) with a high hand উদ্ধতভাবে; অহংকৃতভাবে high handed(ly) অধিকতর বাঞ্ছনীয়)। (২) প্রধান; গুরুত্বপূর্ণ; উচ্চ; বরিষ্ঠ: a high official, উচ্চপদস্থ কর্মকর্তা; a high caste, উচ্চবর্ণ; the high altar, উচ্চবেদি। high and low সমাজের সকল শ্রেণির মানুষ; জনসাধারণ। (৩) (ধ্বনি সম্বন্ধে) উচ্চ; তীক্ষ্ণ; তার; তীব্র; কড়ি: speak in a high tone/key. (৪) অত্যধিক; তীব্র; উচ্চ: high prices, উচ্চমূল্য; দুর্মূল্য: high temperatures, উচ্চ তাপমাত্রা; bought at a high price, চড়া দামে কেনা; a high wind, প্রবল বায়ু; in high favour, অতি প্রীতিভাজন; have a high opinion of somebody, উচ্চ ধারণা পোষণ করা; in high spirits, হৃষ্টচিত্তে; মহানন্দে; high (= angry) words, ক্রুদ্ধবচন; সরোষ বাক্য; কড়া কথা: in high latitudes, মেরুর কাছে; have a high (= enjoyable) time, চমৎকার/সুখের সময়; high (= luxurious) living, বিলাসবহুল জীবনযাত্রা; high noon/summer, ভরদুপুর/ভরা গ্রীষ্ম। (৫) high time যে সময়ে কোনোকিছু তাৎক্ষণিকভাবে করা প্রয়োজন: it’s high time to come to his assistance, তাকে এক্ষুনি সাহায্য করা প্রয়োজন। (৬) মহৎ; উন্নত; উচ্চ; বলিষ্ঠ: a woman of high character, উন্নতচেতা/উচ্চাশয়/উঁচু চরিত্রের মহিলা; high aims, উচ্চাকাঙ্ক্ষা; high ideals, উঁচু/মহৎ আদর্শ; a high calling, মহৎ/পেশা/ব্রত, যেমন চিকিৎসক, সেবিকা, যাজক প্রভৃতির। (৭) High Church ইংল্যান্ডের গির্জা-সগঠনের শাখাবিশেষ, যেখানে পুরোহিতসম্প্রদায় আচার-অনুষ্ঠান ও শাস্ত্রীয় বিধানকে প্রাধান্য দেওয়া হয়; হাই চার্চ। অতএব, High Churchman. (৮) (খাদ্য ও বিশেষত মাংসাদি সম্বন্ধে) ঈষদ্‌দূষিত; বাসি; পর্যুষিত। (৯) (কথ্য) মাতাল। (১০) (কথ্য) ভ্রমোৎপাদক মাদকদ্রব্যের প্রভাবাধীন; নেশার ঘোরগ্রস্ত: high on marijuana. (১১) (noun হিসেবে) উচ্চ পর্যায়: from (on) high, ঈশ্বর বা বিধাতার কাছ থেকে; Prices reached a new high this month, দ্রব্যমূল্য নতুন রেকর্ড করেছে। (১২) (যৌগশব্দ) highball (noun) (America(n)) উঁচু গ্লাসে পরিবেশিত সোডাজল, জিনজার বিয়ার ইত্যাদি সহযোগে হুইস্কি বা অন্য কোনো উগ্র সুরা; হাইবল। highborn (adjective) অভিজাত; সদ্বংশজাত; সম্ভ্রান্ত; কুলীন; শরিফ। highboy (noun) (America(n)) শোয়ার ঘরের ৫-৬ ফুট উঁচু দেরাজওয়ালা আলমারিবিশেষ; প্রাংশুকোষ। highbrow (noun), (adjective) (ব্যক্তি) শ্রেষ্ঠ বলে বিবেচিত রুচি ও স্পৃহার অধিকারী (অনেক সময়ে অবজ্ঞার্থে intellectual অর্থে ব্যবহৃত); উঁচকপালে: high brow drama/music. highchair (noun) খাবার টেবিলের জন্য শিশুদের উঁচু পায়াযুক্ত চেয়ার কিংবা কবজা দিয়ে জোড়া দেওয়া খাঞ্চাযুক্ত চেয়ার, ঢ্যাঙা চেয়ার। High Church (noun) উপরে ৭ দ্রষ্টব্য। high-Class (adjective) উৎকৃষ্ট; খাসা। high colour (noun) আরক্তিম মুখবর্ণ। High Commissioner (noun) কমনওয়েল্‌থভুক্ত এক দেশ থেকে অন্য দেশে রাষ্ট্রদূতের সমমর্যাদাসম্পন্ন প্রতিনিধি; হাই কমিশনার। High Court (noun) উচ্চ আদালত। high day (noun) উৎসবদিন; পর্বাহ; পার্বণ: (কেবল)high days and holidays, পর্বাহ ও উৎসবদিন। higher-ups (noun) (plural) (কথ্য) পদস্থতর কর্মকতাগণ উপরওয়ালারা। highex plosive (noun) অতি শক্তিশালী বিস্ফোরক; যেমন টিএনটি। high-falutin [ফালূট্‌ন্‌] (adjective) (কথ্য) হাস্যকরভাবে বাগাড়ম্বরপূর্ণ; উচ্চনাদী: high-falutin ideas/language. high-fidelity (noun), (adjective) (সংক্ষেপে hi-fi) (বেতারযন্ত্র, রেকর্ড, টেপ এবং শব্দ-প্রত্যুৎপাদনের যন্ত্রোপকরণ) বিস্তৃত পরিসর শব্দতরঙ্গ ব্যবহার করে বিশ্বস্তভাবে শব্দ-প্রত্যুপাদনক্ষম এবং শব্দ-প্রত্যুৎপাদনের এই গুণ; অতিবিশ্রব্ধতা; অতিবিশ্রব্ধ। high flier/ flyer (noun) উচ্চাভিলাষী ব্যক্তি; যে তার লক্ষ্য অর্জনের জন্য কোনো কিছুতেই পরাঙ্খমুখ নয়; দুরাকাঙ্ক্ষী। high flown (adjective) সমুন্নত; ওজস্বী; বাগাড়ম্বরপূর্ণ: a high flown style. highflying (adjective) (লাক্ষণিক) (ব্যক্তি) দুরাকাঙ্ক্ষী; উচ্চাভিলাষী। high frequency (noun) (সংক্ষেপ hf) বেতারতরঙ্গের সেকেন্ডে ৩ থেকে ৩০ মেগাসাইকেল পৌনঃপুন্য; উচ্চ পৌনঃপুন্য। High German জার্মান সাহিত্যের ভাষা এবং কথ্য মান ভাষা; উচ্চ জার্মান। high grade (adjective) উচ্চমানের; উৎকৃষ্ট। highhanded (adjective) অন্যের অনুভূতির তোয়াক্কা না-করে ক্ষমতা বা কর্তৃত্ব প্রয়োগ করে এমন; উদ্ধত; প্রভুত্বপরায়ণ; স্বেচ্ছাচারপূর্ণ। highhandedly (adverb) উদ্ধতভাবে; ঔদ্ধত্যের সঙ্গে। highhat (adjective), (noun) নাক-উঁচু। □ (verb transitive) (কারো সঙ্গে) উন্নাসিক আচরণ করা। highjack (verb transitive) hijack-এর বানানভেদ। highjinks, দ্রষ্টব্য jinks. The high jump (noun) উঁচু লাফ; উল্লম্ফ; enter for/win the high jump. be for the high jump (অপশব্দ) কঠিন শাস্তির উপযুক্ত হওয়া। high-keyed (adjective) (উপরে ৩ দ্রষ্টব্য) তীব্রকণ্ঠ; চড়া সুর; (লাক্ষণিক) রগচটা; কোপনস্বভাব। highland [হাইল্যান্‌ড্‌] (noun) পার্বত্যদেশ; পাহাড়ি এলাকা; (plural) (কোনো দেশের) পাহাড়ি অঞ্চলসমূহ (বিশেষত The High-lands উত্তর-পশ্চিম স্কটল্যান্ডের পার্বত্য এলাকা)। Highland fling (noun) সাধারণত দুই জোড়া নরনারীর জন্য স্কটল্যান্ডীয় নৃত্যবিশেষ; উক্ত নৃত্যের সহগামী সংগীত। H-lander (noun) (স্কটল্যান্ডের) পার্বত্যজন; (স্কটল্যান্ডীয় পার্বত্য বাহিনীর সৈনিক)। high-level (adjective) (কেবল attributive(ly)) (সভা, সম্মেলন ইত্যাদি) উচ্চ পর্যায়ের। high life (noun) [uncountable noun] (ক) বিলাসবহুল জীবনযাত্রা। (খ) (পশ্চিম আফ্রিকায়) লৌকনৃত্য ও সংগীতবিশেষ। high-light (noun) (সাধারণত plural) (ক) আলোকচিত্র, ছবি ইত্যাদিতে আলোর প্রতিফলনসূচক উজ্জ্বল অংশ; চকচকে বস্তুর উপর আলোর প্রতিফলন; উজ্জ্বলতর অংশ; আলোকচ্ছটা। (খ) (লাক্ষণিক) সবচেয়ে সুপ্রত্যক্ষ বা সমুন্নত অংশ: The highlights of the week, সপ্তাহের ঘটনাবলির প্রধান প্রধান অংশ। □ (verb transitive) (উপর) গুরুত্ব আরোপ করা। High Mass (noun) (Roman Catholic গির্জা) দ্রষ্টব্য Mass 2 high-minded [হাইমাইন্‌ডিড্] (adjective) মহামনা; উন্নতচেতা; উচ্চমনা। high-mindedly (adverb) মহদাশয়তার সঙ্গে। high-mindedness (noun) মহামনস্কতা; উচ্চমনস্কতা; উচ্চচিত্ততা। high-necked (adjective) (পোশাক) উঁচু-গলা। high-octane (adjective) উচ্চ-অকটেন, দ্রষ্টব্য octane. high-pitched (adjective) (ক) (ধ্বনি) তীক্ষ্ণ; কর্কশ। (খ) (ছাদ) খাড়া। high-powered (adjective) উচ্চ ক্ষমতাসম্পন্ন; আগ্রাসী; নাছোড়বান্দা: a high-powered salesman. high-pressure (noun) [uncountable noun] উচ্চচাপ, বিশেষত বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি; (লাক্ষণিক) নির্বন্ধশীল; অত্যুদ্যমী; নাছোড়বান্দা: high-pressure salesmanship. high-priced (adjective) দুর্মূল্য; মহামূল্য; আক্রা। high priest (noun) প্রধান পুরোহিত। high-principled (adjective) উদারচেতা; সাধু; শুভাত্মা; ঋজুপ্রকৃতি। high-ranking (adjective) উচ্চপদস্থ; ঊর্ধ্বতন। high relief (noun) দ্রষ্টব্য relief 2 (১). high-rise (adjective) (কেবল attributive(ly)) (বহুতলবিশিষ্ট অট্টালিকা) উত্তুঙ্গ; অত্যুচ্চ: highrise flats. দ্রষ্টব্য tower ভুক্তিতে tower-block. highroad (noun) রাজপথ; (লাক্ষণিক) সহজপথ; রাজপথ: high road to success. High School (noun) উচ্চ বিদ্যালয়। the high-seas (noun) (plural) বিশেষ বিশেষ দেশের অধিকার-সীমার বহির্বর্তী সাগর ও মহাসাগর; খোলা/মুক্তসাগর। high-sounding (adjective) (রীতি) চিত্তগ্রাহীরূপে আত্মাভিমানপূর্ণ; সাড়ম্বর; উচ্চনাদী। high-speed (adjective) উচ্চ গতিসম্পন্ন। high-spirited (adjective) তেজি; তেজস্বী; (ঘোড়া) তেজি। highspot (noun) সবচেয়ে লক্ষণীয় বা অসাধারণ বৈশিষ্ট্য, ঘটনা, স্মৃতি ইত্যাদি। highstreet (noun) শহরের প্রধান সড়ক, সদর রাস্তা। hightable (noun) (মঞ্চোপরি) যে টেবিলের উপর কলেজের প্রবীণ অধ্যাপকগণ দিনের প্রধান আহার গ্রহণ করেন। high tea (noun) (British/Britain) যেসব বাড়িতে দিনের প্রধান আহার সন্ধ্যায় খাওয়া হয় না; সেখানে সাধারণত মাছমাংসসহ সন্ধ্যার শুরুতে ভক্ষিত আহার (কিংবা শেষ বিকেলের চা)। high-tension (adjective) (বিদ্যুৎ) (তার) উচ্চ ভোল্টেজের। high tide (noun) জোয়ার। high time (noun) দ্রষ্টব্য উপরে ৫। high treason (noun) [uncountable noun] রাজা বা রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ; রাজাবিদ্রোহ; রাষ্ট্রবিদ্রোহ। high-up (noun) (কথ্য) উচ্চপদস্থ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি; কর্তাব্যক্তি; হোমরাচোমরা। high water (noun) [uncountable noun] জোয়ার; বান। high-water mark (noun) জোয়ারজলের (কিংবা অন্য কোনো জলরাশির) সর্বোচ্চ স্ফীতিসূচক রেখা; জোয়াররেখা; বেলারেখা; (লাক্ষণিক) সর্বোচ্চ কীর্তি; চরিতার্থতার সর্বোচ্চ বিন্দু। highway (noun) প্রধান জনপথ; সংসরণ; রাজপথ; (জল, স্থল বা আকাশ) প্রধান পথ; (লাক্ষণিক) সরলতম পথ; রাজপথ। Highway code (noun) জনপথ-ব্যবহারকারীদের জন্য সরকারিভাবে প্রস্তুত নির্দেশিকা; জনপথনির্দেশিকা। highwayman [হাইওয়েমান্] (noun) (plural highwaymen) (পূর্বকালে) পথিকদের সর্বস্বহারী (সাধারণত অশ্বারোহী) দস্যু; পথতস্কর; রাহাজান।