B পৃষ্ঠা ৩৯
- English Word budge Bengali definition [বাজ্] (verb transitive), (verb intransitive) (সাধারণত নঞর্থক এবং 'can, could, won’t, wouldn’t-এর সঙ্গে ব্যবহৃত) সামান্য পরিমাণ নড়া/নড়ানো; সরা/সরানো; (লাক্ষণিক) মনোভাব বা অবস্থান পরিবর্তন করা বা করানো।
- English Word budgerigar Bengali definition [বাজারিগা:(র্)] (noun) টিয়াজাতীয় অস্ট্রেলীয় পাখি; বাজারিগার।
- English Word budget Bengali definition [বাজিট্] (noun) [Countable noun] বাজেট। budget account ব্যাংকের যে হিসাবে কোনো চলতি হিসাব থেকে মাসে মাসে অর্থ স্থানান্তরিত করে গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির বিল পরিশোধ করা হয়; বাজেট হিসাব। budget plan (বড়) দোকানে মাসে মাসে নিয়মিত অর্থ প্রদান করে পণ্যসামগ্রী কেনার ব্যবস্থা; বাজেট পরিকল্পনা। □(verb transitive) budget for (কোনো কিছুর জন্য) বাজেটে অর্থসংস্থান করা। budgetary [বাজিটারি America(n) বাজিটেরি] (adjective) বাজেটঘটিত; বাজেটীয়।
- English Word budgie Bengali definition [বাজি] (noun) budgerigar-এর কথ্যসংক্ষেপ।
- English Word buff Bengali definition [বাফ্] (noun) [Uncountable noun] (১) (মূলত) মহিষের চামড়া। (২) মোটা; নরম; মজবুত চামড়াবিশেষ। (৩) হালকা হলুদ রং। (৪) অনাবৃত ত্বকবিশেষ: stripped to the buff; বিবস্ত্র। (৫) (America(n) কথ্য) অন্ধ অনুরাগী; অত্যুৎসাহী। □(verb transitive) মোটা চামড়া দিয়ে পালিশ করা।
- English Word buffalo Bengali definition [বাফালোউ] (noun) (plural buffalos, America(n) অপিচ 'buffaloes') মহিষ; মোষ; উত্তর আমেরিকার বাইসন।
- English Word buffer 1 Bengali definition [বাফা(র্)] (noun) রেল ইনজিন, ভ্যান ইত্যাদিতে আঘাত বা সংঘর্ষের পরিমাণ লাঘবে ব্যবহৃত যন্ত্রকৌশলবিশেষ; সংঘর্ষবারক; বাফার। bufferstate একাধিক বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী ক্ষুদ্র রাষ্ট্র, যা বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধঝুঁকি কমায়; প্রাবর-রাষ্ট্র। bufferstock আপৎকালীন সঞ্চয়।
- English Word buffer 2 Bengali definition [বাফা(র্)] (noun) (কথ্য সাধারনত 'old buffer') সেকেলে; জরদ্গব।
- English Word buffer 3 Bengali definition [বাফা(র)] (noun) [Countable noun] (১) (কম্পিউটার) ডিভাইস অথবা এলাকা যা অস্থায়ী ভিত্তিতে উপাত্ত সংরক্ষণ করে। (২) (ইলেকট্রনিকসে) আইসোল্যাটিং বা নিরোধক সার্কিট যা বাহিত আর পরিবাহিত সার্কিটের পারস্পরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। (৩) (প্রকৌশলবিদ্যায়) যে ডিভাইস কোনো জিনিসের উজ্জ্বলতা বৃদ্ধি অথবা মসৃণতা সৃষ্টিতে সহায়তা করে অথবা যিনি এ ধরনের ডিভাইস ব্যবহার করেন। (৪) (রসায়নে) যা দুটো এসিডকে নিরপেক্ষ বানিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত রাখে। (৫) (ব্রিটেনে) নির্বোধ ব্যক্তি: He is a harmless old buffer। buffer zone (noun) (ক) দুটি শত্রুরাষ্ট্রের মধ্যে মধ্যবর্তী একটি নিরপেক্ষ এলাকা যা আগ্রাসন ঠেকাতে সহায়তা দেয়। (খ) এমন একটি এলাকা যা সম্ভাব্য সংঘাত ঠেকাতে অথবা নিরসনে ব্যবহৃত হয়। [British/Britain, অনানুষ্ঠানিক] hit the buffers ব্যর্থ হওয়া বা বানানো। □(verb transitive) buffered, buffering, buffers.
- English Word buffet 1 Bengali definition [বুফেই America(n) বাফেই] (noun) বুফে; যে কাউন্টারে খাদ্য ও পানীয় ক্রয় ও ভোগ করা যায়, যেমন রেলস্টেশন কিংবা রেলগাড়িতে (British/Britain, buffer car); যে টেবিল থেকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হয়, যেমন হোটেলে: cold buffer, (খাদ্য তালিকায়) ঠাণ্ডা খাবার; buffer supper, বুফে ভোজ, যে ভোজে অতিথিরা উপবিষ্ট না-হয়ে খাদ্য গ্রহণ করেন।
- English Word buffet 2 Bengali definition [বাফিট্] (noun) আঘাত; কিল; ঘুষি; চড়; (লাক্ষণিক) দুর্ভাগ্য; নিয়তির বিড়ম্বনা। □(verb transitive), (verb intransitive) (১) মুষ্ট্যাঘাত/চপেটাঘাত করা। (২) (বিরল) যুদ্ধ করা: buffer with the gale.
- English Word buffoon Bengali definition [বাফূন্] (noun) ভাঁড়; বিদূষক; বৈহাসিক। play the buffoon ভাঁড়ামি করা। buffoonery [বাফূন্আরি] [Uncountable noun] ভাঁড়ামি; বিদূষকের আচরণ; (plural) স্থূল রসিকতা ও আচরণ।
- English Word bug Bengali definition [বাগ্] (noun) (১) ছারপোকা; মৎকুণ। (২) (বিশেষত America(n)) যেকোনো ক্ষুদ্র কীট (harvest-bug, mealy-bug ইত্যাদি)। bughunter (noun) (কথ্য) কীটতত্ত্ববিদ। (৩) (কথ্য) জীবাণু; ভাইরাস সংক্রমণ। (৪) (অপশব্দ) কেষ্টুবিষ্টু। (৫) (অপশব্দ) ত্রুটি; ছিদ্র; বিঘ্ন; কম্পিউটার ইত্যাদির যান্ত্রিক ত্রুটি। (৬) (কথোপকথন আড়ি পেতে শুনতে) ছোট গুপ্ত মাইক্রোফোন। □(verb transitive) (১) (কথ্য) গোপনে কথোপকথন শুনতে (কোনো কক্ষ বা অনুরুপ স্থানে) ইলেকট্রনিক কৌশলাদি ব্যবহার করা। (২) (America(n) কথ্য) ভুল করানো। (৩) (America(n) অপশব্দ) বিরক্ত করা।
- English Word bugaboo Bengali definition [বাগাবূ] (noun) বিরক্তি বা ভয়ের উৎস।
- English Word bugbear Bengali definition [বাগবেআ(র্)] (noun) অকারণে কিংবা যথেষ্ট কারণ ছাড়াই যে বস্তুকে ভয় বা ঘৃণা করা হয়; জুজু; জুজুর ভয়।
- English Word bugger Bengali definition [বাগা(র্)] (noun) (১) (আইন সম্বন্ধীয়) পায়ুকামী। (২) (নিষেধ.) অশ্লীল কটূক্তি। □(verb transitive), (verb intransitive) পুংমৈথুনে লিপ্ত হওয়া। bugger (it)! (interjection বিরক্তি, রাগ ইত্যাদি প্রকাশের জন্য ব্যবহৃত)। bugger off (বিশেষত imperative) দূর হও। buggerst up নষ্ট/পণ্ড করা। buggered (up) নষ্ট; পণ্ড। buggerall (noun) কিছু না; অষ্টরম্ভা। buggery (noun) পায়ুকাম।
- English Word buggy Bengali definition [বাগি] (noun) (plural buggies) (১) এক বা দুজন যাত্রী বহনকারী ঘোড়ায় টানা হালকা গাড়িবিশেষ; ট্রেনের বগি: the horse and buggy age; মোটরগাড়ি প্রচলনের পূর্ববর্তী যুগ। (২) beach buggy, দ্রষ্টব্য beach. (৩) (baby) buggy (America(n)) পেরামবুলেটর।
- English Word bugle Bengali definition [বিউ্যগ্ল্] (noun) তামা বা পিতলের তৈরি এক ধরনের বাঁশি; রণভেরি; বিষাণ। bugler (noun) বিষাণবাদক; ভেরিবাদক।
- English Word buhl Bengali definition [বূল্] (noun) আসবাবপত্রে পিতল, কচ্ছপের খোলা ও হাতির দাঁত খচিত করে আলংকরণ: a buhl cabinet.
- English Word build 1 Bengali definition [বিল্ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle built [বিল্ট্]) (১) build something (of/out of) নির্মাণ/তৈরি করা; গড়া; বানানো: build a house/road. (২) build something into বিভিন্ন অংশের সমবায়ে একটি সমগ্র বস্তু তৈরি করা: The artist built the scraps into a beautiful piece of art. (৩) build in/into কোনো বৃহৎ বস্তুর দৃঢ়বদ্ধ ও স্থায়ী অঙ্গ হিসেবে কোনো কিছু সন্নিবিষ্ট করা: A cupboard is built into the whitewashed wall. built-in আলাদাভাবে প্রযুক্তি সংযোজনের পরিবর্তে একই যন্ত্রের সঙ্গে সন্নিবেশিত কম্পিউটারের প্রযুক্তিগত সুবিধা: built-in AGP card. সন্নিবিষ্ট; অন্তর্বিষ্ট। (৪) build up (ক) জমা; জমে ওঠা; পুঞ্জীভূত হওয়া: The strength of the party is building up. (খ) ক্রমান্বয়ে একত্র হয়ে সংখ্যা বা শক্তি বাড়ানো; পুঞ্জীভূত হওয়া: Our contributions are building up a considerable benevolent fund. build somebody/something up (ক) (প্রচারণা/ প্রশংসার মাধ্যমে) কারো খ্যাতিবৃদ্ধির চেষ্টা করা; ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। (খ) ধীরে ধীরে গড়ে তোলা; অর্জন করা: He built up a good reputation through hard work. (গ) (কর্মবাচ্যে বিশেষণরূপে) দালানকোঠায় পরিপূর্ণ হওয়া: This area has been built up in the last decade. built-up areas যে অঞ্চলে প্রচুর ঘরবাড়ি নির্মিত হয়েছে। (ঘ) শক্তি বা সংখ্যা বাড়াতে একত্র করা; গড়ে তোলা: We are building up our air force. build-up (noun) (ক) বৃদ্ধি: a build-up of forces/pressure. (খ) জমে ওঠা; পুঞ্জীভবন: a build-up of traffic. (গ) স্তাবকতামূলক প্রশংসা ইত্যাদি: The presenter gave the candidate a big buildup. (৫) build on/upon নির্ভর/ভরসা করা: I built too much on his words. (৬) (adverb(s)-সহ past participle): a well-built man. সুঠাম-শরীর; solidly built; সুদৃঢ় কাঠামোর অধিকারী। builder; (noun) নির্মাতা; বিশেষত নির্মাণ কাজের ঠিকাদার; (লাক্ষণিক) স্রষ্টা: a nation builder.
- English Word build 2 Bengali definition [বিল্ড্] (noun) [[Uncountable noun] সাধারণ আকৃতি বা গঠন; (মানবদেহ সম্বন্ধে) গড়ন; কাঠামো; আকৃতি ও অনুপাতের সাধারণ বৈশিষ্ট্যসমূহ; ধাতু: They are of the same build, তারা একই ধাতুতে গড়া।
- English Word building Bengali definition [বিল্ডিঙ্] (noun) (১) [Uncountable noun] নির্মাণকৌশল: building operations; building materials নির্মাণসামগ্রী। building land গৃহাদি নির্মাণের জন্য ব্যবহৃত জমি। building society গৃহনির্মাণ-সমিতি। (২) [countable noun] গৃহ; ভবন; দালান; ইমারত; অট্টালিকা।
- English Word bulb Bengali definition [বাল্ব্] (noun) (১) কন্দ। (২) কন্দসদৃশ বস্তু; (বিজলি বাতির) বাল্ব; কোনো কাচের নলের (যেমন তাপমান যন্ত্রের) স্ফীত অংশ; বাল্ব। bulbous [বাল্বাস্] (adjective) কন্দসদৃশ; কন্দাকার; কন্দযুক্ত; কন্দজ।
- English Word bulbul Bengali definition [বুল্বুল্] (noun) বুলবুল পাখি।
- English Word bulge Bengali definition [বাল্জ] (noun) [countable noun] স্ফীতি; বিস্ফোট; স্ফীত অংশ; সংখ্যা বা আয়তনের সাময়িক বৃদ্ধি; (সামরিক) শত্রুর রণশিবিরে আঘাত হানার জন্য সম্মুখবর্তী ব্যূহবিশেষ; সূচিব্যূহ। (verb intransitive), (verb transitive) স্ফীত হওয়া বা করা; ফাঁপা; ফাঁপানো; ফোলা; ফোলানো: His pockets are bulging with money.
- English Word bulk Bengali definition [বাল্ক্] (noun) [uncountable noun] পরিমাণ; আয়তন; বিশেষত বৃহৎ পরিমাণ; স্তূপ। in bulk (ক) বৃহৎ/প্রচুর পরিমাণে (খ) খোলা অবস্থায় (বাক্স ইত্যাদিতে বন্দি নয়)। bulk buying বিপুল পরিমাণে ক্রয়। the bulk of কোনোকিছুর প্রধান ভাগ। (verb intransitive) bulk large বৃহৎ/গুরুত্বপূর্ণ বলে প্রতিভাত হওয়া। bulky (adjective) স্থূলকায়; স্থূলাকার; বিপুল।
- English Word bulkhead Bengali definition [বাল্ক্হেড্] (noun) [countable noun] জাহাজ্ব বা সুড়ঙের মধ্যে জল-অভেদ্য সন্ধি/দেওয়াল।
- English Word bull 1 Bengali definition [বুল] (noun) (১) ষাঁড়; বৃষ। bull-neck (adjective) বৃষস্কন্ধ। a bull in a china shop রূঢ়, উন্মত্ত ব্যক্তি। take the bull by the horns সাহসের সঙ্গে বিপদ মোকাবেলা করা। bull fight (noun) ষাঁড়ের সঙ্গে লড়াই (যেমন-স্পেনে)। bull fighter (noun) বৃষপ্রহর্তা। bullring (noun) (ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের) মল্লভূমি। bullshit (noun) (নিষেধ) (অশিষ্ট, অপশব্দ) গোবর; বৃথাবাক্য; অনর্থ; বাজে কথা; বাগাড়ম্বর। (২) পুংজাতীয় তিমি, হাতি ও অন্যান্য বৃহৎ জন্তু। (৩) (স্টক একচেঞ্জ; দ্রষ্টব্য bear 1 (৪)) অধিক মুনাফায় বিক্রি করার আশায় যে ব্যক্তি স্টকের মূল্যবৃদ্ধির চেষ্টা করে। bullish (adjective) মূল্যবৃদ্ধি-প্রত্যাশী; তেজি: a bullish market. (৪) (যৌগশব্দ) bulldog (noun) স্থূল গলাবিশিষ্ট; শক্তিশালী; বড় জাতের কুকুরবিশেষ; বুলডগ। bulldoze (verb transitive) (ক) বুলডোজার দিয়ে মাটি সরানো; প্রতিবন্ধক দূর করা। (খ) bulldoze (somebody) into doing (something) বলপ্রয়োগ করে বা ভয় দেখিয়ে কাউকে কিছু করতে বাধ্য করা। bulldozer [বুলডোউজা(র্)] (noun) বুলডোজার। bull finch গোলাকার ঠোঁট এবং উজ্জ্বল রঙের গায়ক পাখিবিশেষ; বুলফিঞ্চ। bullfrog (noun) বড় আকারের আমেরিকান জাতের ব্যাঙ; কোলাব্যাঙ। bull-headed (adjective) স্থূলধী; জড়বুদ্ধি; গোঁয়ার। bull's-eye (noun) (ধনুর্ধর প্রভৃতির জন্য) লক্ষ্যস্থল; শরব্য। bull-terrier (noun) বুলডগ ও টেরিয়ারের সংকরজাত কুকুরবিশেষ; বুলটেরিয়ার।
- English Word bull 2 Bengali definition [বুল্] (noun) পোপের অনুশাসন বা আজ্ঞাপত্র।
- English Word bull 3 Bengali definition [বুল্] (noun) (অপিচ Irish bull) সাধারণত পদান্বয়ের বিপ্রতিপত্তির দরুন হাস্যকর বা কৌতুকজনক ভাষাবিচ্যুতি (উদা: On the eternal shore of time, you can see the footprint of an unseen hand'); আইরিশ বুল।