• Bengali Word low 1 English definition [লোউ] (adjective) (lower, lowest) ১ নিচু; অনুচ্চ।
    low-necked গলা ও বাহুর কিয়দংশ খোলা: She was wearing a low-necked dress. low-relief মুদ্রাচিত্র। (২) সাধারণ উচ্চতার চাইতে নিচু: low-lying land. low gear, দ্রষ্টব্য gear. low tide/water ভাটা। low-water mark ভাটার সময়ে সর্বনিম্ন জল-রেখা। be in low water (লাক্ষণিক) অর্থাভাবগ্রস্ত হওয়া। (৩) (ধ্বনির ক্ষেত্রে) অনুচ্চ: He speaks in a low voice. low-keyed (লাক্ষণিক) নিয়ন্ত্রিত রীতিতে। low-pitched (adjective) (adjective) (সংগীত) স্বরগ্রামে নিচু। (৪) নিচু পদমর্যাদাবিশিষ্ট অথবা নিচু শ্রেণির: There should not be any discrimination between high and low. be brought low স্বাস্থ্যে, সম্পদে বা সম্মানে ছোট হওয়া। (৫) সাধারণ, স্থূল, কম সভ্য। (৬) দুর্বল; দৈহিক বা মানসিক শক্তির অভাববোধ: He feels low. low-spirited (adjective) নিস্তেজ। (৭) স্বল্পপরিমাণ: low prices; low latitudes, বিষুবরেখাসংলগ্ন। have a low opinion of somebody/something নীচ ধারণা। at lowest সর্বনিম্ন। (সরবরাহের ক্ষেত্রে) be/run low সরবরাহ শেষ হয়ে যাওয়া। (৮) (কথাবার্তার সময়ে জিহ্বার উচ্চতাসংক্রান্ত) উঁচু করে নয়: a low vowel. (১০) অনুন্নত। (১১) low Church ইংল্যান্ডের গির্জাসমূহে বিশপ ও পুরোহিতদের কম গুরুত্ব প্রদান করার পক্ষের দল (বিপরীতে High Church)। low Churchman এ মতবাদের সমর্থক। (১২) (phrases) bring/lay somebody/something low ধনে-মানে ছোট করে দেওয়া; হারিয়ে দেওয়া; খর্ব করা। lie low (লাক্ষণিক) গুপ্তস্থানে থাকা; কিছু না-বলে অপেক্ষা করা। (১৩) (যৌগশব্দে) low-born (adjective) নীচ জন্মের। low-bred (adjective) স্থূলরুচিসম্পন্ন; নীচ স্বভাবের। low-brow (noun), (adjective) (ব্যক্তি) সাহিত্য-সংস্কৃতিতে অনুৎসাহী (বিপরীতে high brow)। lower case (ছাপাখানায়) ক্যাপিটাল লেটারের বদলে স্মল লেটারের ব্যবহার। Lower Chamber/House আইনসভার নিম্নপরিষদ (যেমন ইংল্যান্ডের হাউজ অব কমনস)। low comedian নিম্নমানের কৌতুকে অংশগ্রহণকারী কৌতুকশিল্পী। the lower deck (নৌচালনবিদ্যা) অফিসারদের তুলনায় নিচু পদবি বা ঐ পদবির কর্মচারী। low-down (adjective) (কথ্য) অসম্মানের। give somebody/get the low-down (on something/somebody) অজানা সত্য জানতে চেষ্টা করা/প্রদান করা। low-lander [লোলানডা(র্‌)] (noun) নিম্নভূমিতে বসবাসকারী। (বিশেষ করে যারা স্কটিশ নিম্নভূমিতে বসবাস করে)। lowlands [লোলানড্‌জ্‌] (noun) (plural) স্কটল্যান্ডের নিম্নপ্রদেশ। lowermost (adjective) সর্বনিম্ন। lowness (noun) নীচতা।