• Bengali Word gun English definition [গান্‌] (noun) ১ রাইফেল, বন্দুক, পিস্তল ইত্যাকার আগ্নেয়াস্ত্রের সাধারণ নাম, যেকোনো আগ্নেয়াস্ত্র।
    be going great guns বলিষ্ঠ ও সফলভাবে এগিয়ে যাওয়া। blow great guns (বাতাস) প্ৰচণ্ড বেগে প্রবাহিত হওয়া। stick to one’s guns যুক্তিতর্ক বা আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান টিকিয়ে রাখা। gunboat (noun) কামান বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী ছোট যুদ্ধজাহাজ। gun-boat diplomacy (লাক্ষণিক) যে কূটনীতির পিছনে বলপ্রয়োগের হুমকি থাকে। gun-carriage (noun) ভারী কামানের ভারবাহী চাকাগাড়ি। gun-cotton (noun) [uncountable noun] অ্যাসিডসিক্ত তুলায় তৈরি বিস্ফোরক। gunfire (noun) [uncountable noun] বন্দুক বা কামান দাগা। gun-man [গান্‌মান্‌] (noun) বন্দুকধারী। gunmetal (noun) পিতলের খাদ; নিষ্প্রভ বাদামি-নীল রং। gun-powder (noun) বারুদ। the Gunpowder Plot ১৬০৫ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর ব্রিটেনের পার্লামেন্ট ভবন উড়িয়ে দেয়ার যে ষড়যন্ত্র করা হয়। gun-room (noun) (যুদ্ধজাহাজে) নিম্নপদস্থ অফিসারদের কামরা। gun-running (noun) [uncountable noun] (বিদ্রোহে সাহায্যের জন্য) কোনো দেশে গোপন ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পাচার। gun-runner (noun) এরূপ আগ্নেয়াস্ত্র পাচারের কাজে জড়িত ব্যক্তি। gunshot (noun) (ক) বন্দুক বা কামানের গোলা। (খ) বন্দুক বা কামানের পাল্লা: be out of/within gunshot. gunsmith (noun) ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের প্রস্তুত ও মেরামতকারক। (২) শিকারি দলের একজন হিসেবে শিকারের বন্দুক ব্যবহাকারী ব্যক্তি। (৩) big gun (কথ্য) বিশিষ্ট বা ক্ষমতাশালী ব্যক্তি। □ (verb transitive) gun somebody (down) কাউকে বন্দুক দিয়ে গুলি করা।