• Bengali Word neck English definition [নেক্] (noun) ১ গ্রীবা; গলা; ঘাড়; গলদেশ।
    break one’s neck কিছু অর্জনে প্রাণপণ পরিশ্রম করা। দ্রষ্টব্য breakneck. breathe down somebody’s neck (কথ্য) (দৌড় ইত্যাদিতে) অল্প ব্যবধানে থাকা; প্রায় ছুঁয়ে ফেলা; কাছে থেকে নজর রাখা। get it in the neck (অপশব্দ) মারাত্মক আঘাত পাওয়া; বেদনাদায়ক অভিজ্ঞতা অর্জন করা। have the neck (nerve অধিক প্রচলিত) to do something কিছু করার মতো স্পর্ধা/দুঃসাহস থাকা। save one’s neck (ফাঁসি থেকে) গর্দান বাঁচানো; (লাক্ষণিক) হঠকারিতা ইত্যাদি পরিণাম থেকে রেহাই পাওয়া। stick one’s neckout (অপশব্দ) এমন কিছু বলা বা করা যা তীব্র সমালোচনা বা বেদনাদায়ক অভিজ্ঞতার কারণ হতে পারে। win/lose by a neck (ঘোড়দৌড়) ঘোড়ার গলার সমান দূরত্বের ব্যবধানে জেতা/হারা; (লাক্ষণিক) অল্প ব্যবধানে। neck and crop বেপরোয়াভাবে; সর্বতোভাবে; তল্পিতল্পা গুটিয়ে। neck and neck (ঘোড়দৌড় এবং লাক্ষণিক) দৌড়ে বা লড়াইয়ে সমানে সমান। neck or nothing বেপরোয়া ঝুঁকি নিয়ে; সর্বশক্তি নিয়োগ করে। (২) (খাদ্যরূপে ব্যবহৃত পশুর) ঘাড়ের/গলার মাংস; গলাবিশেষ: neck of mutton. (৩) ঘাড়সদৃশ কোনো বস্তু: the neck of a bottle, বোতলের গলা; a narrow neck of a land, যেমন যোজক। (৪) (যৌগশব্দ) neckband (noun) জামার যে অংশ গ্রীবা বেষ্টন করে থাকে; গ্রীবাবেষ্টনী। neck cloth (noun) নেকটাইরূপে ব্যবহৃত গলবস্ত্র; গ্রীবাবন্ধ। neckerchief [নেকাচিফ্‌] (noun) (প্রাচীন প্রয়োগ) গলায় বাঁধার কাপড় বা রুমাল; গলবন্ধ। necklace [নেকলিস্‌] (noun) হার; কণ্ঠহার। necklet [নেকলিট্] (noun) কণ্ঠাভরণ (যেমন পুঁতির মালা)। neckline (noun) (স্ত্রীলোকের পোশাকের ফ্যাশন) কণ্ঠদেশে বা কণ্ঠদেশের কাছাকাছি পোশাকের প্রান্ত; গলরেখা; তুলনীয় hem line (ঝুল্‌). neck-tie (noun) (আজকাল সাধারণত tie) নেকটাই; গলাবন্ধনী। neckwear [নেকওয়েআ(র্)] (noun) [uncountable noun] (দোকানির ভাষায়) কলার ও টাই; গলার পরিধেয়। □ (verb intransitive) (অপশব্দ) (নরনারী) পরস্পর চুম্বন, আলিঙ্গন ও আদর করা; ল্যাপটাল্যাপটি/জড়াজড়ি করা: petting and necking in the park.