• Bengali Word dog 1 English definition [ডগ্‌ America(n) ডোগ্] (noun) ১ কুকুর; সারমেয়; অবজ্ঞাসূচক উক্তি; ঘৃণ্য; নীচ প্রকৃতির লোক: You lucky dog!
    die like a dog, die a dog’s death লজ্জা, অপমান বা দুর্দশাপীড়িত হয়ে মৃত্যুবরণ করা। a dog in the manger যে ব্যক্তি নিজেও ভোগ করে না এবং অন্যকেও ভোগ করতে দেয় না। dressed like a dog’s dinner. (কথ্য) এমনভাবে সাজপোশাকে সজ্জিত, যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষক। Every dog has his day (প্রবাদ), সকলের (এমনকি দুর্দশাগ্রস্ত ব্যক্তির) জীবনেই সুদিন আসে। give a dog bad name (and hang him) (প্রবাদ) (গুরুতর ক্ষতি সাধনের পূর্বে) কোনো ব্যক্তির দুর্নাম রচনা করা। give/throw something to the dogs অপ্রয়োজনীয় পদার্থ বোধে কোনো কিছু ছুড়ে ফেলে দেওয়া; আত্মরক্ষার্থে কোনো কিছু বর্জন করা। go to the dogs গোল্লার যাওয়া; সর্বনাশগ্রস্ত হওয়া। help a lame dog over a stile বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা। lead a dog’s life সর্বদা সমস্যা পরিপূর্ণ অসুখী জীবনযাপন করা। lead somebody a dog’s life কাউকে শান্তি না দেওয়া; সব সময়ে অস্থির বা জ্বালাতন করা। Let sleeping dogs lie (প্রবাদ); না-ঘাঁটানো; স্বেচ্ছায় নিজেকে বিপদে বা ঝামেলায় না-জড়ানো। look like a dog’s breakfast/dinner (কথ্য) অপরিচ্ছন্ন; এলোমেলো; অগোছালো। Love me, love my dog (প্রবাদ) আমাকে চাইলে আমার বন্ধুদেরও চাইতে বা পছন্দ করতে হবে। not stand even a dog’s chance প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা না-থাকা। be top dog কর্তৃত্ব করা যায় এমন পদ বা অবস্থায় থাকা। be (the) under dog বশ্যতা স্বীকার করে চলতে হয় এমন পদ বা অবস্থায় থাকা। treat somebody like a dog কারো প্রতি জঘন্য আচরণ করা; দুর্ব্যবহার করা। (৩) the dogs (কথ্য) গ্রেহাউন্ড কুকুরের দৌড় প্রতিযোগিতা। (৪) (যৌগশব্দ) dog-bee পুরুষ মৌমাছি; dog-berry (noun) জামজাতীয় বুনো ফল। dog-biscuit (noun) কুকুরের জন্য মোটা শক্ত বিস্কুট। dog-cart (noun) দুজন যাত্রীর উপযোগী (পিঠে পিঠ লাগিয়ে বসতে পারে এমন) ঘোড়ার গাড়ি। dog-collar (noun) কুকুরের গলা বেষ্টনকারী বন্ধনী, যার সঙ্গে চামড়ার দড়ি লাগানো যায়; খ্রিষ্টান ধর্মযাজকদের পরিহিত শক্ত কলার, যা গলার দিকে বাঁধা হয়। dog-days বছরের উষ্ণতম সময় (জুলাই-আগস্ট মাস)। dog-eared (adjective) (বই) ব্যবহারের ফলে পাতার কোনাগুলো বেঁকে গিয়েছে এমন। dogfish (noun) ছোট ধরনের হাঙ্গর মাছ। dog-fight (noun) কুকুরের লড়াই; জঙ্গি বিমানের এলোমেলো লড়াই। doghouse (America(n)) কুকুরের থাকার ঘর। in the dog-house (কথ্য) হীন বা দুর্দশাগ্রস্ত অবস্থা। dog’sbody কলুর বলদ। dog-tired অতিশয় ক্লান্ত; পরিশ্রান্ত। dog -trot কুকুরের ধীর ও স্বচ্ছন্দ গতি। dog-watch বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা বা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জাহাজের পাহারা। dog-like কুকুরের ন্যায়: dog -like devotion. doggy, doggie [ডগি, America(n) ডোগি] (noun) শিশুদের ভাষায় কুকুরের নাম।