s পৃষ্ঠা ৫৮
- English Word stoic Bengali definition [স্টোইক্] (noun) (১) গ্রিক দার্শনিক জেনোর মতাবলম্বী দার্শনিক। (২) যার আত্মনিয়ন্ত্রণের উল্লেখযোগ্য ক্ষমতা আছে। (৩) যিনি অভিযোগবিহীনভাবে যন্ত্রণা ও বেদনা সইতে পারেন। (৪) সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি। stoical (adjective) stoicism (noun) দার্শনিক জেনোর মতবাদ; জীবনের যাবতীয় অর্জন ও বেদনার প্রতি অভিযোগহীনতা ও ঔদাসীন্য।
- English Word stoke Bengali definition [স্টোক্] (verb transitive), (verb intransitive) stoke (something) (up) ইনজিন, ফার্নেস বা উনুনের আগুনে কাঠ, কয়লা প্রভৃতি দেওয়া; ইনজিন যোগানো; ফার্নেসের তাপ বা প্রজ্বলন দেখাশোনা করা: stoke(up) the furnace; stoke (up) every six hours; stoke hole/hold জাহাজের মধ্যে বাষ্প তৈরির জন্য নির্দিষ্ট অগ্নিকুণ্ড। stoker (noun) (১) ইনজিন, কারখানা প্রভৃতির চুল্লিতে কয়লা প্রভৃতি দেওয়ার জন্য নিয়োজিত ব্যক্তি। (২) চুল্লিতে কয়লা প্রভৃতি দেওয়ার জন্য যান্ত্রিক পদ্ধতি।
- English Word stole 1 Bengali definition [স্টোল্] (noun) (১) প্রার্থনাসভার সময়ে কোনো কোনো খ্রিষ্টীয় চার্চের পুরোহিতদের পরিহিত গলা থেকে সামনের দিকে ঝুলন্ত লম্বা রেশমি কাপড়। (২) মহিলাদের খাটো চাদর, কাঁধের উপর পরিধেয়।
- English Word stole 2 Bengali definition [স্টোল্], stolen [স্টোলেন্ steal - এর past tense ও past participle
- English Word stolid Bengali definition [স্টলিড্] (adjective) অনুত্তেজিত; অবিচলিত; সহজে বিচলিত হয় না এমন। stolidly (adverb) stolidness, stolidity (noun(s))
- English Word stomach Bengali definition [স্টমাক্] (noun) (১) পাকস্থলী; পেট; উদর; জঠর: One should not run in a full stomach. Do not work in an empty stomach. I have got an upset stomach, পেট খারাপ; হজমের অসুবিধা; stomach ache, পেটের ব্যথা; stomach pump, নমনীয় নল, যার দ্বারা পাকস্থলীর কোনো বিষক্রিয়ার সময়ে প্রয়োজনে মুখের মধ্য দিয়ে তা লাগিয়ে বিষাক্ত খাদ্য বের করে আনা হয়। (২) ক্ষুধা; খাবার রুচি; খাদ্যাসক্তি: no stomach for a beef steak now. have no stomach for something কোনো প্রস্তাবে সাড়া দিতে অসম্মতি: have no stomach for wrestling. □ (verb transitive) (১) (সাধারণত নঞর্থক বা প্রশ্নসূচক প্রয়োগ) সহ্য করা; বরদাস্ত করা: How could you stomach such a pandemonium? It is not possible to stomach such stupid behaviour for long.
- English Word stomp Bengali definition [স্টম্প্] (verb intransitive) stomp about জোরে জোরে পা ফেলা; সজোরে পদসঞ্চালন করা বা হাঁটা। □ (noun) জোরালো বিটের নাচের উপযোগী জ্যাজ সংগীত।
- English Word stone Bengali definition [স্টোন্] (noun) [uncountable noun] (প্রায়ই attributive(ly)) পাথর, প্রস্তর, শিলা; (অনেক সময় উপসর্গসহযোগে ব্যবহৃত হয়): sand stone; lime stone; stone wall; a statue made of stones; stone-eyed, পাথরের মতো চোখ, অপলক; যে চোখে কোনোকিছুই ছাপ ফেলে না। stone-hearted (adjective) পাষাণহৃদয়; নির্দয় অনুভূতিহীন ব্যক্তি। the Stone Age (noun) প্রস্তরযুগ; সভ্যতার সেই স্তর, যখন মানুষ কেবল প্রস্তরের ব্যবহার জানত। stone-blind সম্পূর্ণ অন্ধ। stone-breaker (noun) পথনির্মাণের জন্য যে শ্রমিক পাথর ভাঙে; পাথর ভাঙার যন্ত্র। stone-cold (adjective) পাথরের মতো মৃত; নিশ্চল। stone-deaf (adjective) পাথরের ন্যায় বধির; বদ্ধকালা। stone-fruit (noun) বিচিযুক্ত বা আঁটিযুক্ত ফল। stone-hammer (noun) পাথরভাঙার হাতুড়ি; পাথরের তৈরি হাতুড়ি। stone-mason (noun) পাথর কেটে বা পাথর দিয়ে ভবন বা অট্টালিকা নির্মাণ করার মিস্ত্রী। stone-pit (noun) যে গর্ত খুঁড়ে পাথর তোলা হয়। stonestill (adjective) (কাব্যে) পাথরতুল্য; নিশ্চল। stone’s throw (noun) ঢিল নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রান্ত হয়, সন্নিকট, সামান্য ব্যবধান। stone-wall (verb transitive) (১) ব্যাট করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা। (২) সংসদের সভায় লম্বা ভাষণ প্রদানের সময় বাধা দেওয়া। stone-walling (noun) এ ধরনের বাধা। stone-waller (noun) যে ব্যক্তি অনুরূপ বাধা দেয়। stone ware (noun) পাথরের বাসনপত্র। stonework (noun) পাথর দ্বারা নির্মিত ভবন; কোনো ভবনে বা অট্টালিকায় পাথরের কাজ। (২) [countable noun] প্রস্তরখণ্ড; পাথরের টুকরা: a wall spotted With stones; The downhill is covered by thick stones. leave no stone unturned (প্রবাদ) কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া। throw stones at (লাক্ষণিক) কারো চারিত্রিক ত্রুটি বিষয়ে কটাক্ষ করা: Those who live in glass houses should not throw stones at others, নিজের চরিত্র যদি ত্রুটিমুক্ত না-হয় তাহলে অন্য কারো বিষয়ে সমালোচনা করা সমীচীন নয়। (৩) [countable noun] মূল্যবান পাথর; রত্ন; মণি: He is a dealer of precious stones. (৪) [countable noun] বিশেষ আকৃতির প্রস্তরখণ্ড, যা বিশেষ কাজে ব্যবহৃত হয়: a grave stone, tomb stone. (৫) [countable noun] পাথরের মতো শক্ত ও গোলাকৃতি কোনো বস্তু। (ক) কোনো ফলের শক্ত বিচি, যেমন লিচু, কাঁঠাল প্রভৃতি; (খ) (সাধারণত hail stone) শিলাবৃষ্টির সময়ে বৃষ্টির সঙ্গে পতিত শক্ত নুড়ির মতো বরফখণ্ড। (৬) কিডনি বা মূত্রাশয়ে পাথরের মতো শক্ত যে বস্তু জমা হয়: She will need a surgery for stone in the kidney. gallstone, দ্রষ্টব্য gall. (৭) (যুক্তরাষ্ট্রে প্রযুক্ত নয়, বহুবচনে অপরিবর্তিত থাকে); ওজনের একক ১৪ পাউন্ড: She weighs 12 stone. □ (verb transitive) (১) পাথর ছোড়া বা নিক্ষেপ করা: In Saudi Arabia some of the criminals are stoned to death. The police was stoned by the demonstrators. (২) বিচি বের করে ফেলা কোনো ফল থেকে): stoned dates stone. stoneless (adjective) (ফল) বিচিহীন ফল। stones will cry out অন্যায় ও অবিচার এত ব্যাপক যে পাষাণ বা অচেতন পদার্থও প্রতিবাদ করবে। stone the crows (অপশব্দ) বিস্ময় ও বিরক্তি প্রকাশক উক্তি। throw or cast stones at আক্রমণ করা; দোষ করা।
- English Word stony Bengali definition [স্টোনি] (adjective) (stonier, stoniest) (১) প্রস্তরবহুল: a stony place; a stony field. (২) কঠিন, সহানুভূতিহীন ও নির্দয়: a stony heart; a stony look; a stony appearance. (৩) (অপশব্দ) stony-broke কপর্দকশূন্য। stonily (adverb): stonily obedient.
- English Word stood Bengali definition [স্টোড্] stand- এর plural ও past participle
- English Word stooge Bengali definition [স্টূজ্] (noun) (১) হাস্যকৌতুকাভিনেতা; দর্শক মনোরঞ্জনের জন্য যে ব্যক্তি অভিনয় করে থাকেন; ভাঁড় (অপশব্দ)২ উঞ্ছবৃত্তিধারী ব্যক্তি, অপরের অপকর্মের সহযোগী; সাগরেদ। □ (verb intransitive) হাস্যকৌতুকের অভিনয় করা বা অন্যের অধীনে দুষ্কর্মের ভার বহন করা।
- English Word stool Bengali definition [স্টূল্] (noun) (১) বসার টুল বা চৌকি: Put the stool at its proper place; a dressing table’s stool; a piano stool. fall between two stools দুটি পন্থার মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য সে সম্পর্কে দ্বিধাগ্রস্ত হওয়া এবং সে জন্য সুযোগ হারানো। (২) (foot) stool পা রাখার জন্য ছোট নিচু চৌকি। (৩) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা: Get a pathologist’s report about his stool, বৈজ্ঞানিক পদ্ধতিতে মল পরীক্ষা করে সম্ভাব্য সংক্রমণ বা বীজাণু অনুসন্ধান। (৪) stool-pigeon (noun) যে পোষা পারাবতের সাহায্যে বন্য পারাবত ফাঁদ পেতে ধরা হয়; (লাক্ষণিক) যে ব্যক্তি উক্ত পারাবতের কাজ করে অর্থাৎ যে লোকের সাহায্যে অন্য কাউকে (বিশেষত অপরাধীকে) ফাঁদে ফেলে ধরা হয়; (America(n)) পুলিশের গুপ্তচর।
- English Word stoop 1 Bengali definition [স্টূপ্] (verb intransitive), (verb transitive) (১) সম্মুখদিকে বা পশ্চাদ্দিকে দেহ আনত করা; ঝুঁকে পড়া: She stoops to conquer. stoop a little while entering through the monkey door. He stooped to pick up a stone. (২) stoop to something (লাক্ষণিক) নৈতিকভাবে নিজেকে নত করা; ছোট করা: A man of principle cannot stoop to such a pressure. (৩) উচ্চপদ, প্রতিষ্ঠা বা মর্যাদা থেকে নেমে আসা: He has to stoop down for his own folly. (৪) (শিকারি পাখি) ছোঁ মেরে নেমে আসা। □ (noun) দেহের আনত অবস্থা; দেহ বক্রকরণ; চল; অবতরণ।
- English Word stoop 2 Bengali definition [স্টূপ্] (noun) (উত্তর আমেরিকায়) কোনো বাড়ির প্রবেশদ্বারে ছাদহীন গাড়ি রাখার জায়গা বা সোপানশ্রেণি।
- English Word stop 1 Bengali definition [স্টপ্] (noun) [countable noun] (১) গতিরোধ; বিরাম: The machine came to a sudden stoop. Mahanagar is a non stoop train from Dhaka to Chittagong. Which is the next stop? put a stop to something; bring something to a stop থামার বা সমাপ্ত করার কারণ ঘটানো: Can you put a stop to this quarrel? Rain has come to a complete stop. (২) যে স্থানে বাস ও ট্রাক নিয়মিতভাবে যাত্রী ওঠানামার জন্য থামে। (৩) বীণা, গিটার, বাঁশি, সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের ঘাট: Pull out all the stops; (লাক্ষণিক) সর্বপ্রকার অনুভূতির প্রতি আবেদন, একটি মহৎ প্রচেষ্টায় নিয়োজিত হওয়া। (৪) যতিচিহ্ন; দাঁড়ি। full stop একটি বাক্য শেষ হওয়ার পর শব্দের শেষে নিচের দিকে যে বিন্দু দেওয়া হয়। (৫) (ক্যামেরার ক্ষেত্রে) লেন্সে সঠিক আলো প্রক্ষেপণের জন্য ক্যামেরার আলো নিয়ন্ত্রণ করার পদ্ধতি। (৬) (ধ্বনিবিজ্ঞানে) শ্বাসের রুদ্ধ বাতাস যুক্ত করার মাধ্যমে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়- যেমন p, b, k, g, t, d. (৭) রোধ; বাধাদান; যে বস্তুর সাহায্যে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করা যায়; যেমন দরজা যাতে বন্ধ না-হয়ে যায় সেজন্য বিশেষভাবে লাগানো প্রতিবন্ধক। (৮) (যৌগশব্দ) stopcock (noun) গ্যাস, তরল পদার্থ প্রভৃতির নির্গমন ও নিয়ন্ত্রণের ভাল্ভ: In case of any emergency please use the stop cock. stopgap. (noun) সাময়িকভাবে কোনো অবস্থা অবলম্বন বা উপায় গ্রহণ; সাময়িকভাবে নিযুক্ত ব্যক্তি বা বদলি: We have to invent some stopgap arrangement in this crisis. stoppress (noun) (যুক্তরাষ্ট্রে প্রযোজ্য নয়) সর্বশেষ সংবাদ, সংবাদপত্রের মুদ্রণকার্য আরম্ভ হওয়ার পর প্রাপ্ত এবং মুদ্রিত সংবাদ। stop-watch (noun) বিরামঘড়ি; সহজে চালু বা বন্ধ করার পদ্ধতিসহ যে ঘড়ি বিভিন্ন দৌড়প্রতিযোগিতায় সময়রক্ষণে ব্যবহৃত হয়। stoppage [স্টপিজ্] (noun) [countable noun] (ক) গতিরোধ, বাধাদান। (খ) বন্ধ করে দেওয়া বা রাখা: stop page of allowance, শাস্তি হিসেবে ভাতা বন্ধ করে দেওয়া। (৯) কোনো অফিসে বা শিল্প-কারখানায় ধর্মঘটি ব্যবস্থা হিসেবে কাজ বন্ধ করে দেওয়া। stopper (noun) বোতল, পাইপ বা কোনো ছিদ্র বন্ধে ব্যবহৃত ছিপি বা অন্য বস্ত্র; (America(n)) প্লাগ। put a stopper/the stoppers on (something) (লাক্ষণিক) অবসান ঘটানো; অবদমন করা। enough to stop a clock (কথ্য) (মুখাবয়ব) অতিশয় কুরূপ; কুৎসিত।
- English Word stop 2 Bengali definition [স্টপ্] (verb transitive), (verb intransitive) (stopped) (১) কোনোকিছু থামিয়ে দেওয়া; কোনো ব্যক্তির বা বস্তুর গতিরোধ করা; কোনো কাজ ব্যাহত করা বা থামিয়ে দেওয়া: stop a vehicle; stop a machine; stop a man getting into the room; stop throwing stones at the pond; stop all your nonsensical talk. (২) stop somebody (from) (doing something) বাধা দেওয়া; প্রতিবন্ধকতা সৃষ্টি করা: Rain stopped the meeting in the midway. Police can stop all crimes if he really wants to. Nothing can stop me from marrying her. Would you please stop now? (৩) ছেড়ে দেওয়া; বিরতি দেওয়া; অব্যাহত না-রাখা: We stopped buying goods of foreign origin. The baby stopped crying as she saw her mother. stop quarreling (imperative) (কোনোকিছু পছন্দ বা অনুমোদনযোগ্য নয়- এজন্য তা বন্ধ করতে আদেশ দান)। (৪) stop (at) থামিয়ে দেওয়া; মাঝপথে বন্ধ করা; থেমে যাওয়া: The rain has stopped. The aircraft stopped for sometime before final taking off. (৫) stop (at) বিশ্রাম নেওয়া; নিশ্চল হয়ে যাওয়া: The car stopped. Does this train stop at Jessore? The caravan stopped at the river-side. stop dead হঠাৎ থেমে যাওয়া। stop short at something কারো কাজ বা গতিকে সীমিত করা, আংশিকভাবে প্রতিহত করা: Will the contending parties stop short at war? ৬ stop (something up) ছিদ্র প্রভৃতির মধ্যে কোনোকিছু গুঁজে দিয়ে রোধ করা; ছিপি এঁটে দেওয়া; stop the leakage with something. stop the hole with a piece of wood; have a tooth stopped, দাঁতের ক্ষতস্থান চিকিৎসক দ্বারা পূরণ করে নেওয়া। stop one’s ears (লাক্ষণিক) কোনোকিছু না-শোনা বা কোনোকিছু মনোযোগ প্রদান না-করা। stop the way অগ্রগতি প্রতিহত করা। (৭) ছিন্ন করা; আটকে রাখা; (সাধারণভাবে যা প্রদান করা হয়) তেমন কিছু প্রদান করতে অস্বীকার করা: stop a cheque, ব্যাংককে চেকের টাকা প্রদান না-করতে নির্দেশ দান করা: The credit house has stopped paying loan instalments, চুক্তিমাফিক ঋণের কিস্তি প্রদান করছে না; stop allowance for overtime job. সাধারণ রীতি অনুযায়ী দৈনন্দিন কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য বাড়তি মজুরি প্রদান করা থেকে বিরত থাকা। stop something out of something মজুরি বা বেতন থেকে টাকার অঙ্ক কর্তন করা। (৮) (কথ্য) থাকা; স্বল্পকালীন বাস করা; stop at home. Are you stopping at Chittagong for a week? stop off (at/in) কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করা: stop off at a stall or shop to buy something, কোনোকিছু ক্রয় করার জন্য কোনো দোকানে থামা। stop off/over (at/in) কয়েক ঘণ্টা কোথাও থাকার জন্য যাত্রাবিরতি করা: stop off overnight in Bombay. stop-over (noun) গন্তব্যের মধ্যবর্তী বিরতির স্থান; প্রার্থিত গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রী যে মধ্যবর্তী স্থানে কোনো কাজে বা নিছক বিশ্রাম নেওয়ার জন্য যাত্রাবিরতি করেন। এই সূত্রেই, stop-over ticket (attributive(ly)) যে টিকিটের মাধ্যমে কোনো স্থানে যাত্রাবিরতি করা সম্ভবপর। stop up (late) অনেক রাত পর্যন্ত শুতে না যাওয়া। (৯) (সংগীতে) বেহালার সঠিক ছড় স্পর্শ করে অথবা বাঁশির সঠিক ছিদ্র নিয়ন্ত্রণ করে প্রার্থিত সুর বাজানো। stopping (noun) দন্তস্থিত ক্ষয়পূরণ দ্রষ্টব্য (৬)।
- English Word storage Bengali definition [স্টোরিজ্] (noun) [uncountable noun] কোনো দ্রব্যসামগ্রী সংগ্রহ বা গুদামজাতকরণে যে জায়গা ব্যবহার করা হয় বা উক্ত জায়গা ব্যবহারের জন্য যে ভাড়া দেওয়া হয়: Put your luggage in proper storage. Book the cold storage for your potatoes. What is the storage charge for 2 5 reams of paper? storage tanks (attributive(ly) তেল বা পেট্রলিয়মের জন্য ব্যবহৃত। storage heater বৈদ্যুতিক তাপযন্ত্র, যা তাপ সঞ্চয় করে রাখে।
- English Word store Bengali definition [স্টো(র্)] (noun) (১) [countable noun] প্রয়োজনমতো ব্যবহারের জন্য সঞ্চিত বস্তু বা মজুত: Always lay in stores of rice in the house. (২) [uncountable noun] in store (ক) ভবিষ্যতের জন্য প্রস্তুত: There’s somethings in store, যে বস্তু এখনো অনাগত; (খ) ভবিষ্যতের গর্ভে নিহিত: Nobody knows what the future has in store for us. (৩) (plural) বিশেষ ধরনের ও বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত সামগ্রীর সমাহার: stationery stores; medical stores, military stores (দ্রষ্টব্য এ ধরনের বিষয়ের ব্যবসায়ী বোঝাতে বহুবচনের প্রয়োগ হয় না, যেমন medical store dealer. (৪) [countable noun] store (-house) (noun) যে স্থানে বা ঘরে দ্রব্যসামগ্রী মজুদ রাখা হয়, গুদামঘর, ভাণ্ডার: There are hundreds of store-houses around the port. (লাক্ষণিক) The library is a store-house of knowledge. storeroom (noun) যে ঘরে বা প্রকোষ্ঠে গার্হস্থ্য দ্রব্যসামগ্রী মজুদ রাখা হয়। (৫) [countable noun] (প্রধানত America(n)) দোকান: a garment’s store, যে দোকান থেকে তৈরি পোশাক বিক্রি হয় (দরজির কাছে পুনরায় যাবার প্রয়োজন নেই)। (৬) (plural) যেসব দোকানে বহুবিচিত্র দ্রব্যসামগ্রী বিক্রয় করা হয়: You come across a number of department stores in Oxford Street. Ladies store; provision stores; general store (বিশেষত গ্রামাঞ্চলের) যেসব দোকানে নানা ধরনের জিনিস বিক্রি হয়; Chain store, দ্রষ্টব্য chain (৪). (৭) [uncountable noun] set great/little/not much store by অতিশয়/সামান্য মূল্যবান বলে বিবেচিত হওয়া। store-keeper (noun) ভাণ্ডারী; গুদামরক্ষক। □ (verb transitive) (১) store something (up) ভবিষ্যতে ব্যবহার বা প্রয়োজনের জন্য জমিয়ে রাখা: The camel stores up water for days to come. (২) গুদাম বা ভাণ্ডারে নিরাপদভাবে কোনো দ্রব্য সংরক্ষিত করা: Store the coal in a warehouse safe from fire. (৩) পরিপূর্ণ থাকা: a mind well stored with ideas; a teacher stored with long experience.
- English Word storey Bengali definition (America(n)= story) [স্টোরি] (noun) (plural storeys, (America(n) stories) বাড়ি বা ভবনের তল বা তলা: a house of five storeys. storeyed (America(n) storied) [স্টোরিড্] (adjective): a three-storeyed building.
- English Word storied Bengali definition [স্টোরিড্] (adjective) (সাহিত্যে) উপকথায়; গল্পে বা কাহিনিতে খ্যাত: the storied Rhine.
- English Word stork Bengali definition [স্টোক্] (noun) সারস; ক্রৌঞ্চ।
- English Word storm Bengali definition [স্টোম্] (noun) (১) [countable noun] ঝড়; ঝঞ্ঝা; ঝটিকা; তীব্র ঝোড়ো আবহাওয়া: A storm is likely to hit the coastal areas. A thunder storm caused heavy losses to this area. dust storm; sand storm. We crossed the Padma in a storm. a storm in a teacup (প্রবাদ) সাধারণ বিষয়ে উত্তেজনাবহুল আলোচনা। storm-beaten (adjective) ঝড়ে ক্ষতিগ্রস্ত; ঝঞ্ঝাকবলিত। storm-bound (adjective) ঝড়ে ক্ষতিগ্রস্ত; যাত্রা আরম্ভ করা বা অব্যাহত রাখা সম্ভব হয়নি এমন উপকূলীয় অঞ্চল। storm-centre (noun) ঝড়ের কেন্দ্রস্থল; (লাক্ষণিক) তর্ক, কলহ বা বিবাদের উৎস; উপদ্রুত অঞ্চল। storm-cloud (noun) ঘন কালো মেঘ, যা থেকে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকে। storm-cone/-signal (noun) যে সংকেতের দ্বারা (সাধারণত পতাকা) আসন্ন ঝড়ের আশঙ্কা বোঝানো হয়। eye of the storm ঝড়ের চোখ, তীব্র হারিকেন বা টর্নেডোর ঘূর্ণাবর্তের কেন্দ্র। storm-lantern (noun) বাড়ির বাইরে ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত লণ্ঠন, যা ঝোড়ো বাতাসেও প্রজ্জ্বলনক্ষম। storm-proof (adjective) ঝটিকায় বা আক্রমণে পরাস্ত হয় না এমন; দুর্জেয়। storm-tossed (adjective) ঝড়ে ক্ষতিগ্রস্ত বা ঝড়ে উড়ে গেছে এমন। storming party (noun) প্রচণ্ড বা আকস্মিক আক্রমণের সাহায্যে কোনো প্রতিরোধ ধ্বংস বা কোনো দুর্গ দখল করার জন্য প্রেরিত বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। (২) অনুভূতির তীব্র (কখনো সহিংস) প্রকাশ: a storm of protests, প্রতিবাদের ঝড়; a storm of criticism, সমালোচনার ঝড়: a storm of applause for the victorious cricket team, বিজয়ী ক্রিকেট দলের জন্য ঝড়ের মতো প্রবল উচ্ছ্বাসপূর্ণ বাহরাধ্বনি। bring a storm about one’s ears এমন কিছু করা বা উক্তি করা যার দ্বারা অন্যের অন্তরে ক্রোধ বা বিরোধী ভাবের জন্ম হয়। (৩) take by storm প্রচণ্ড বা আকস্মিক আক্রমণের দ্বারা দখল করা। storm-troops (noun) প্রচণ্ড ও আকস্মিক আক্রমণে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। storm-trooper (noun) উক্ত বিশেষ বাহিনীর সদস্য। □ (verb intransitive), (verb transitive) (১) storm at তীব্রভাবে রাগ বা ক্ষোভ প্রকাশ করা; ভয়ানক রাগান্বিত স্বরে চিৎকার করা: He stormed at the entire meeting. (২) কোনো ভবনে জোর করে প্রবেশ করা; প্রচণ্ড ও আকস্মিক আক্রমণের সাহায্যে কোনোকিছু দখল করা: The demonstrators stormed their way into the secretariat. The commandoes stormed the ship without much bloodshed. stormy (adjective) (stormier, stormiest) (ক) ঝোড়ো বাতাস, প্রবল বৃষ্টিপাত বা শিলাবৃষ্টিযুক্ত: stormy weather. (খ) রাগ বা ক্ষোভসহকারে: storm debate. stormily (adverb)
- English Word story 1 Bengali definition [স্টোরি্] (noun) [countable noun] (plural stories) (১) অতীত ঘটনার বিবরণ: the story of Mughal period, the story of Atish Dipankar. (২) কাল্পনিক ঘটনার বিবরণী: a ghost story; a story of fairies, the story of gods and goddesses. The story goes that লোকে বলে যে; কথিত আছে যে। (৩) রূপকথা, উপকথা, উপন্যাস, নাটক প্রভৃতির কাহিনি: Can you give me the story of the novel? The story was poor, acting could not compensate that. (৪) গল্প (সাহিত্যের একটি শাখা): Is there any hope for contemporary Bengali story? Realism in modern short stories. (৫) (সাংবাদিকতায়) কোনো ঘটনা বা বিশেষ বিষয় সম্বন্ধে সাংবাদিকের নিজস্ব বিস্তৃত প্রতিবেদন। (৬) বিবিধ জল্পনা-কল্পনা: There are widespread stories about the fall of this government. (৭) অসত্য কথা; গল্পকথা: No more stories please. story-book (noun) গল্পের বই। story-teller (noun) কথক; গাল্পিক; মিথ্যাবাদী। short story (noun) ছোটগল্প।
- English Word story 2 Bengali definition [স্টোরি্] (noun) দ্রষ্টব্য storey.
- English Word stoup Bengali definition [স্টূপ্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) বড় আকারের পানপাত্র। ২ চার্চ বা মন্দিরের দেওয়ালে পবিত্র জল রাখার গামলা।
- English Word stout Bengali definition [স্টাউট্] (adjective) (১) মজুবত; শক্ত; দৃঢ়; শক্তিশালী; সহজে ভাঙে না এমন: stout fencing; stout furniture; stout stick. (২) দৃঢ়হৃদয়; নির্ভীকচিত্ত: a stout boy; a stout heart; it was a stout performance on the western front. stout-hearted (adjective) সাহসী। (৩) (ব্যক্তি) বেশ মোটাসোটা: You are getting rather too stout these days. □ (noun) [uncountable noun] খুবই তীব্র ও ঝাঁজালো কালচে বর্ণ বিয়ার (পানীয়)। stoutly (adverb) stoutness (noun)
- English Word stove 1 Bengali definition [স্টোভ্] (noun) [countable noun] (১) বিশেষ ধরনের চুলা (গ্যাস, কেরোসিন প্রভৃতি জ্বালানির উপাদান)। (২) কিছুটা ঢাকা জায়গা, যা কাঠ, কয়লা, গ্যাস, তেল বা অন্যান্য জ্বালানির সাহায্যে উত্তপ্ত রাখা হয়। stove-pipe উনুন বা চুল্লি থেকে ধোঁয়া বাইরে পাঠানোর জন্য সংযুক্ত নল।
- English Word stove 2 Bengali definition [স্টোভ্] দ্রষ্টব্য stave 2
- English Word stow Bengali definition [স্টো] (verb transitive) stow something (away), stow something into/with something ঘনবদ্ধভাবে ও সযত্নে মোড়কে ভরা; একসঙ্গে বেঁধে রাখা: stow books into the drawer; stow the cartons into the luggage room; Pick up and stow these items for delivery. stowage (noun) (প্রধানত জাহাজের মধ্যে) ঠাসাঠাসি করে জিনিসপত্র রাখার ঘর বা নির্দিষ্ট স্থান; জিনিসপত্র গুদামজাতকরণের মাসুল; গুদামে রক্ষিত মালপত্র। stowaway (noun) যে ব্যক্তি বিনা ভাড়ায় যাত্রার জন্য বিমান বা জাহাজের মধ্যে আত্মগোপন করে থাকে।
- English Word straddle Bengali definition [স্ট্র্যাড্ল্] (verb transitive), (verb intransitive) (১) দুই পা ফাঁক করে দাঁড়ানো বা বসা: straddle a chair; straddle a fence. (২) দুই পা অনেকটা ফাঁক করে হাঁটা: Can you straddle a distance of 400 metres? (৩) দুই পা ফাঁক করা। straddling (noun)