Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word strafe Bengali definition [স্ট্রা:ফ America(n) স্ট্রেইফ] (verb transitive) (১) বোমাবর্ষণ করা(২) (কথ্য) শাস্তি দেওয়া; বকুনি দেওয়া (অপশব্দ)। □ (noun) আক্রমণ।
  • English Word straggle Bengali definition [স্ট্র্যাগ্‌ল্‌] (verb intransitive) (১) অনিয়মিত বা বিশৃঙ্খলভাবে কোনোকিছু বেড়ে উঠা বা বিস্তৃত হওয়া: straggling colony; straggling creepers. (২) অভিযাত্রীদলের পিছিয়ে পড়া; দলভ্রষ্ট হওয়াstraggler [স্ট্র্যাগলা(র্‌)] (noun) যে পিছিয়ে পড়ে বা দলভ্রষ্ট হয়। straggly [স্ট্র্যাগ্‌লি] (adjective)
  • English Word straight 1 Bengali definition [স্ট্রেইট্] (adjective) (১) সরস; ঋজু; সিধা: a straight line; a straight piece of wood; straight hair, কোঁকড়ানো নয় এমন চুল। (২) সোজাসুজি; সীমান্তরেখার সমান্তরাল: Fix up the panel straight. (৩) পরিচ্ছন্ন ছিমছাম অবস্থায়: Put the table straight. put something straight পরিচ্ছন্ন করা: put everything straight in the room. put the record straight সব ঘটনার সঠিক বিবরণী দেওয়া। (৪) (ব্যক্তির ব্যবহার প্রভৃতি) অকপট; সৎ, ঋজুস্বভাবের: Put your complaint straight; স্পষ্টভাবে, কোনোকিছু না-লুকিয়ে অভিযোগ জানানো: Answer me straight, সোজাসুজি উত্তর দান করো; be straight always, সর্বদা সঠিক পথে থাকা, সুনাগরিকের মতো আচরণ করা: He is always straight in his behaviour, সর্বদাই সদাচরণ করেন; Only good friends can keep you straight, সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে পারে। ৫ (কথ্য) (ব্যক্তি) প্রথানুগত; ইতররতিপ্রবণ(৬) (বাগ্‌ধারা) straight cut (ক) (তামাকপাতা) লম্বালম্বি ফালি করা। (খ) (ক্রিকেট) উইকেটের ডানদিকে ব্যাটের ঘোরানো মার। a straight fight (রাজনীতিতে) (ক) যে ক্ষেত্রে দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। a straight play (খ) সাদামাটা একরৈখিক নাটক (বৈচিত্র্যময় নাটকের সঙ্গে ভিন্নতা বোঝাতে)। (খ) (ক্রিকেটে) সোজাসুজি ভঙ্গিতে ব্যাট করা: straight talk, অকপট; স্পষ্ট কথা; সরল সত্য কথা। a straight trip (ক) ঘোড়দৌড় প্রতিযোগিতায় হারজিতের সম্ভাবনা সম্বন্ধে ঘোড়ার মালিকের প্রদত্ত সংবাদ। (খ) শেয়ারের মাধ্যমে বিনিয়োগ। (গ) যে সংবাদ সরাসরি বিশ্বস্তসূত্রে প্রাপ্ত। keep a straight face হাসি বন্ধ করা। vote the straight ticket দলের মতানুসারে ভোট দেওয়া। ৭ (মদজাতীয় পানীয়) শুধু অনুরূপ পানীয় (সোডা বা বরফ বা জল মিশ্রিত নয়): I would like two straight pegs. □ (noun) [countable noun] (কথ্য) প্রথানুগত বা বিপরীত লিঙ্গে আসক্ত ব্যক্তি। straighten [স্টেইটন্] (verb transitive), (verb intransitive) straighten (out/up) সরল করা বা হওয়া: straighten the cable straighten the bed-sheet. straightly (adverb) straightness (noun)
  • English Word straight 2 Bengali definition [স্ট্রেইট্‌] (adverb) (১) সোজাসুজিভাবে; (বাঁকা বা কোনাকুনি নয়): Go straight across the square. Look straight ahead. Can you strike that straight? সঠিকভাবে অন্য কিছুর সঙ্গে না-লাগিয়ে আঘাত করা(২) সরাসরি পথে, কোনো ঘোরালো পথে নয়; বিলম্ব না-করে: Go home straight. I shall be straight to Dhaka without any break. From airport he went straight to the meeting. Come straight to the point, যা বক্তব্য, কোনো রকম ভণিতা ছাড়া তা প্রকাশ করা। (৩) straight away/off অবিলম্বে; এখনইstraight out দ্বিধা বা চিন্তা না করে: He expressed his reactions straight out. (৪) go straight (লাক্ষণিক) (বিশেষত পূর্বের অসৎ জীবনপন্থা ত্যাগ করে) সৎ ও সুন্দর জীবনযাপন করা
  • English Word straight 3 Bengali definition [স্ট্রেইট্] (noun) (সাধারণত the straight) সরল বা সোজা হওয়ার শর্ত বা অবস্থা: condition of being straight, কোনোকিছুর সোজা অংশ, বিশেষত দৌড়প্রতিযোগিতা বা ঘোড়দৌড়ের ট্র্যাকের শেষ অংশ।
  • English Word straightforward Bengali definition [স্ট্রেইটয়োঅয়ড্] (adjective) (১) সৎ; সংগোপন নয় এমন: a straightforward behaviour; a straightforward statement. (২) সহজবোধ্য; সহজসাধ্য: expressed in a straightforward manner. Find a straightforward solution. straightforwardly (adverb)
  • English Word straightway Bengali definition [স্ট্রেইটওয়েই] (adverb) (প্রাচীন, অপ্রচলিত) এখনই; অবিলম্বে
  • English Word strain 1 Bengali definition [স্ট্রেইন্] (noun) (১) [countable noun, uncountable noun] প্রসারণ; টান টান অবস্থা; শক্ত বা আঁটসাঁট করে টেনে ধরার অবস্থা: The sari tore under the strain. You must take into account the cable’s capacity of strain. (২) [countable noun, uncountable noun] যা অন্যের ক্ষমতা বা সহ্যশক্তির পরিচায়ক: the strain of a long journey. That stroke was too much of a strain on him. That bill put an excessive strain on my purse. Ordinary people are in severe strain for the new tax impositions. (৩) [uncountable noun] শক্তিক্ষয়; ক্লান্তি: suffering from strains of long frustration. The death of the son proved to be great strain for the mother. (৪) [countable noun] মাংসপেশির খিল বা টান; মচকানি; গ্রন্থিতে আঘাতজনিত যন্ত্রণা(৫) (কাব্যে, সাধারণত plural) সংগীত; গান; সমিল কবিতা; সুরের অংশবিশেষ: the strains of the pastoral song; the final strain of the poem is so touching; the strain of the organ. (৬) [countable noun] রচনাভঙ্গি বা ভাষণভঙ্গি; His long speech was delivered in the regular strain. The poem has a lofty strain. (৭) নৈতিক বা চারিত্রিক প্রবণতা: There is a strain of stoicism in her. (৮) (প্রাণী, পোকামাকড়) প্রজাতি: a chicken of good strain.
  • English Word strain 2 Bengali definition [স্ট্রেইন্] (verb transitive), (verb intransitive) (১) টানা; টান টান করে কোনোকিছু বাড়ানো: strain the elastic; strain the sheet of cloth. (২) সর্বাধিক প্রচেষ্টা চালানো; কারো ক্ষমতা প্রয়োগ করা: He strained to the utmost of his capacity to achieve this. strain one’s eyes/ears/voice দেখা/শোনা/কথা বলার জন্য কারো সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা। (৩) জোর খাটাতে নিজেকে আহত বা দুর্বল করে তোলা: strain one’s fingers; strain one’s brain, অতিরিক্ত কাজ বা চাপের ফলে মস্তিষ্কের ক্লান্তি। strain ones’s eyes দীর্ঘক্ষণ জেগে থাকার ফলে, দীর্ঘক্ষণ বই পড়ার ফলে বা কম আলোয় অথবা খুব ছোট অক্ষরে ছাপা/মুদ্রিত বিষয় পাঠ করার ফলে। strain one’s voice অতিরিক্ত জোরে বা দীর্ঘক্ষণ কথা বলা বা গান গাওয়ার ফলে। (৪) strain (at/on) যথাসাধ্য চেষ্টা করা: She strained to break open the doors. He strained at the stalled ear. strain after effects আরাধ্য ফললাভ বা লক্ষ্য অর্জনে অত্যধিক প্রচেষ্টা করা: There is no straining aftereffects in the performance of the classical singer. (৫) (লাক্ষণিক) কোনোকিছুর অর্থ বাড়িয়ে তোলা (অকারণে/অযৌক্তিকভাবে); সাধারণ সীমা অতিক্রম করে কোনোকিছু প্রতিষ্ঠা করা(৬) (সাহিত্য) জড়িয়ে ধরা; জাপটে ধরা; তীব্রভাবে চেপে ধরা(৭) strain (off/out) পরিস্রাবিত করা; ছেঁকে নেওয়া; ছাঁকুনির মাধ্যমে শক্ত পদার্থ বা ঘনবস্তু থেকে তরল পদার্থ পৃথক করা: Strain the mutton from the soup. She is engaged in straining tea in the cups. (৮) strain at something কোনোকিছু গ্রহণে অত্যধিক সাবধানী হওয়া বা দ্বিধান্বিত হওয়া(৯) strained (past participle) (বিশেষ অনুভূতি বা ব্যবহার) : strained relationship; a strained. approval; a strained hand-shake; strained manners, আন্তরিকতাশূন্য, অনীহাগ্রস্ত; সংগোপন দূরত্বসূচক (কথ্য, কেঠো সম্পর্ক, কেঠো ব্যবহার)। strainer (noun) টেনে ধরা বা চাপ দেওয়ার বস্তু; ছাঁকনি: a tea strainer.
  • English Word strait 1 Bengali definition [স্ট্রেইট্] (adjective) (প্রাচীন প্রয়োগ) সংকীর্ণ; (আধুনিক প্রয়োগে ব্যতিক্রম: strait gate) (noun) strait-jacket উন্মাদ বা অপ্রকৃতিস্থ ব্যক্তি যাতে সহজে পালিয়ে যেতে না পারে সেজন্য তাকে আয়ত্তে রাখার উদ্দেশ্যে লম্বা হাতাওয়ালা জামা, যা দিয়ে তাকে প্রয়োজনে বেঁধে রাখা হয় (লাক্ষণিক); যা বৃদ্ধি বা সম্প্রসারণ রোধ করে। strait-laced (adjective) (১) আঁটো করে ফিতে বাঁধা(২) কঠোরভাবে নৈতিকতা অনুসারী; নীতির প্রশ্নে অটল(৩) ভয়ানক রক্ষণশীলstraiten [স্ট্রেইট্‌ন্‌] (verb transitive) (সাধারণত past participle) in straited circumstances দারিদ্র্যে। straitly (adverb) straitness (noun)
  • English Word strait 2 Bengali definition [স্ট্রেইট্] (noun) (১) দুটি সমুদ্র বা নদীকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা (singular /plural বস্তুনামের সঙ্গে যুক্ত): the Straits of Gibraltar. (২) (সাধারণত plural) ঝামেলা; বিপদ; বিপত্তি; কষ্ট; অভাব
  • English Word strand 1 Bengali definition [স্ট্রান্‌ড্‌] (noun) (১) (কাব্যে) (আলংকারিক অর্থ) সমুদ্র, নদী বা হ্রদের বালুময় তীর। □ (verb intransitive), (verb transitive) (জাহাজ) কূলে বা চড়ায় ঠেকা/ঠেকানো বা ভেড়া। (২) be (left) stranded (ব্যক্তি বা সমষ্টি) প্রত্যাবর্তনের সুবিধাবঞ্চিত; আটকেপড়া; অর্থ, বন্ধু বা পরিবহনের সুযোগহীন: stranded passengers in the station.
  • English Word strand 2 Bengali definition [স্ট্র্যাড্‌] (noun) [countable noun] (১) যে সব ফেঁসো সুতা, আঁশ; তন্তু বা তার পাকানোর সাহায্যে দড়ি তৈরি করা হয় তার যেকোনোটি; কেশগুচ্ছ(২) (লাক্ষণিক) (কোনো কাহিনিতে) গতিশীলতার ধারা
  • English Word strange Bengali definition [স্ট্রেইন্‌জ্‌] (adjective) (১) অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব; যা আগে দেখা/শোনা/জানা যায়নি; (এবং সে কারণে) বিস্ময়কর: to land in a strange country; a very strange piece of information; strange performance; strange laws; strange music; strange animals; Truth is stranger than fiction; a strange experience, ধারণাবহির্ভূত অভিজ্ঞতা; বিচিত্র অভিজ্ঞতা; নতুন অভিজ্ঞতা; After the fall from. the stairs I was feeling strange, অস্বাভাবিক অনুভূতি হয়, মাথা ঘোরা বা ঝিমঝিম অবস্থায়। strange to say বিস্ময়কর কথা/বিষয় হলো...। (২) (predicative(ly)) strange to something নতুন বা অচেনা; অপ্রচলিত; European customs were quite strange to him. The maiden seems still very strange to the, দৃষ্টি বা ব্যবহারে এমন বিস্ময়কর যা চেনা বা প্রচলিত রীতির বাইরেstrangely (adverb) strangeness (noun)
  • English Word stranger Bengali definition [স্ট্রেইন্‌জা(র্‌)] (noun) অপরিচিত ব্যক্তি; বিদেশি, ভিনদেশি, কোনো স্থান বা সঙ্গ যা কোনো ব্যক্তির কাছে একেবারে নতুন বা অচেনা: He is a stranger in Dhaka. Police watches the strangers in the troubled areas. (কথ্য) বহুদিন পর তোমার সঙ্গে দেখা; I am always a little shy to meet a stranger. You’re quite a stranger (কথ্য) , বহুদিন পর তোমার সঙ্গে দেখা; I am a stranger to these manners, এখানকার আচার-আচরণ সম্পর্কে অজ্ঞ; (লাক্ষণিক) I am no stranger to this place, অপরিচিত নই, পূর্বে আসা যাওয়া আছে; I am no stranger to his insolence, পূর্বঅভিজ্ঞতা আছে।
  • English Word strangle Bengali definition [স্ট্র্যাংগ্‌ল্] (verb transitive) গলা টিপে ধরা; গলা টিপে শ্বাসরুদ্ধ করা; গলা টিপে হত্যা করা: The hijackers tried to strangle her. Desdemona died of strangling; (লাক্ষণিক) (হালকা অর্থে) The knot of the tie is sure to strangle me; (আলংকারিক অর্থ) কষ্টকর পরিস্থিতিতে ফেলা, শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি করা: Your new conditions are going to strangle me. Society has become awfully strangling. strangle hold (noun) (কুস্তিতে) প্রতিপক্ষের কণ্ঠনিষ্পেষণ; (আলংকারিক অর্থ) দুঃসহ অবস্থা সৃষ্টি; মরণকামড়: The new taxation has put a strangle hold on the common people.
  • English Word strangulate Bengali definition [স্ট্র্যাংগিউলেট্‌] (verb transitive) (চিকিৎসাশাস্ত্র) টিপে রেখে রক্ত চলাচল বন্ধ করাstrangulation [স্ট্র্যাংগিউলেইশ্‌ন্] (noun) গলা টিপে ধরা বা গলায় চাপসৃষ্টির ফলে শ্বাসরুদ্ধ হওয়া।
  • English Word strap Bengali definition [স্ট্র্যাপ্] (noun) চামড়ার বা শক্ত কাপড়ের বা প্লাস্টিক পদার্থের সরু লম্বা ফিতা, যা দিয়ে কোনো বস্তুর দুই পাশ বেঁধে রাখা যায় অথবা বিবিধ বস্তু একত্রে বা স্বস্থানে রাখার জন্য শক্ত করে বাঁধুনি তৈরি করা যায়; বন্ধনকার্যে ব্যবহৃত শক্ত অথচ পাতলা ধাতুপাতstrap-hanger যানবাহনের দণ্ডায়মান যাত্রীরা যে ঝুলন্ত ফিতার সাহায্যে দেহের ভারসাম্য বজায় রাখেন। □ (verb transitive) (১) strap something ( up/on) চামড়া বা কাপড়ের সরু ফিতা দিয়ে কোনোকিছু বাঁধা: strap up a travelling bag. strap on a lace on the pocket. (২) অনুরূপ সরু ফিতা দিয়ে প্রহার করা; চাবুক মারাstrapping (noun) (১) চামড়ার ফিতা দিয়ে বাঁধা; চামড়ার ফিতা তৈরি করার উপাদান; চর্মবন্ধনী(২)(adjective) লম্বা; সুন্দর; সুস্বাস্থ্যের অধিকারী: a strapping boy.
  • English Word strata Bengali definition [স্ট্র্যা:টা America(n) স্ট্রেইটা] stratum শব্দের বহুবচন
  • English Word stratagem Bengali definition [স্ট্র্যাটাজাম্‌] (noun) [countable noun, uncountable noun] (বিশেষত যুদ্ধের সময় শত্রুসৈন্যকে) ঠকানোর কৌশল
  • English Word strategic Bengali definition [স্ট্র্যাটাজিক্], strategical [স্ট্র্যাটাজিক্‌ল্] (adjective(s)) কৌশলগত: a strategic position; a strategic retreat; a strategic armament; a strategic bombing, বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে বোমাবর্ষণ। strategic materials যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ। strategically [স্ট্র্যাটাজিক্‌লি্] (adverb) strategics (noun) [uncountable noun] কৌশলবিদ্যা; কৌশলবিজ্ঞান।
  • English Word strategy Bengali definition [স্ট্র্যাটাজি] (noun) [uncountable noun] সৈনাপত্যবিদ্যা; কুশলী সৈন্য ও যুদ্ধ পরিচালনা; কোনো বিষয় পরিচালনার দক্ষতা। দ্রষ্টব্য tactic (২). strategist (noun) যুদ্ধ ও সৈন্য পরিচালনায় দক্ষ ব্যক্তি।
  • English Word stratify Bengali definition [স্ট্র্যাটিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle stratified) (১) স্তর অনুযায়ী বিন্যাস করা: Indian society is elaborately stratified; stratified rock. (২) স্তরীভূত হওয়াstratification [স্ট্র্যাটিফিকেইশ্‌ন্‌] (noun) স্তরবিন্যাস।
  • English Word stratosphere Bengali definition [স্ট্র্যাটাস্‌য়িআ(র্‌)] (noun) ভূপৃষ্ঠ ছাড়িয়ে দশ থেকে ষাট কিলোমিটারের মধ্যবর্তী শূন্যস্থান বা আকাশ; আন্তর-আকাশ
  • English Word stratum Bengali definition [স্ট্র্যা:টাম্‌ America(n) স্ট্রেইটাম্‌] (noun) (plural strata) শিলার অনুভূমিক স্তর; সামাজিক শ্রেণিবিভাগ বা স্তর: These privileges are limited to the higher stratum in the society.
  • English Word straw Bengali definition [স্ট্রো] (noun) (১) [uncountable noun] শুষ্ক খড়কুটা: a straw mattress, খড়কুটা ভিতরে ঢোকানো জাজিম; make bricks without straw, উপযুক্ত শক্তিসামর্থ্য বা উপকরণ ব্যতিরেকে কোনোকিছু করার প্রচেষ্টা। straw bedding খড়কুটার বিছানা (সাধারণত গবাদিপশুর ব্যবহারের জন্য)। straw hat তৃণদ্বারা তৈরি টুপি, (লাক্ষণিক) অতি তুচ্ছ বস্তু। strawboard তৃণ দিয়ে তৈরি মোটা কার্ডবোর্ড। straw mat খড়ের বা ঘাসের তৈরি মাদুর। a man of straw কাল্পনিক ব্যক্তি; সহজে পরাস্ত করা যায় এমন ব্যক্তি; যাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিপন্ন করা হয়। straw-coloured (adjective) ফ্যাকাশে হলুদবর্ণ। (২) [countable noun] খড়ের একটি ছড়ি; দুধ, কোমল পানীয়, ডাব বা অন্যান্য তরল পদার্থ পান করার জন্য অনুরূপ পদার্থের তৈরি নল: Put straw in every glass. not care a straw তোয়াক্কা না-করা; তৃণতুল্যও গণ্য না করা; অতিশয় উপেক্ষা করা। catch at a straw অথবা clutch at straws বিপদে সামান্য সহায়ক বস্তুকেও আঁকড়ে ধরা (জলে নিমজ্জমান কোনো ব্যক্তির তৃণ আশ্রয় করে কূলে ওঠার প্রচেষ্টার মতো)। not worth a straw খুবই তুচ্ছ ও মূল্যহীন; কানাকড়িও মূল্য নেই যে বস্তুর বা ব্যক্তির। a straw in the wind অনাগত দিনে ঘটনার কী পরিণতি ঘটতে পারে তার যৎকিঞ্চিৎ আভাস বা সংকেত। (এই সূত্রেই) a straw vote কোনো বিষয়ে জনমত কোন পক্ষে তা যাচাই করার জন্য কোনো সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারিভাবে সাধারণের মতামত জরিপ ও তার ফলাফল পর্যবেক্ষণ যেমন সংবাদপত্র পরিচালিত জনমত জরিপ। the last straw যে দায়িত্বভার ইতিমধ্যে প্রদত্ত দায়িত্বভারের উপর অত্যধিক অতিরিক্ত হিসেবে বিবেচিত হয়; ধৈর্য বা সহনশক্তির শেষ সীমা, বোঝার উপর শাকের আঁটি। □ (verb transitive) খড় বিছানো বা খড় দিয়ে মোড়া। strawy (adjective) খড়ের তৈরি; তৃণমূল্য।
  • English Word strawberry Bengali definition [স্ট্রোব্রি America(n) স্ট্রোবেরি] (noun) (plural strawberries) [countable noun] ক্ষুদ্র রসালো এক ধরনের ফল, যার বিচি হলুদবর্ণ অথবা উক্ত ফলের গাছstrawberrymark (noun) জন্মগত লালাভ জরুলচিহ্ন।
  • English Word stray Bengali definition [স্ট্রেই] (verb transitive) (proprietary name, past participle strayed) ইতস্তত ঘুরে বেড়ানো (সঠিক পথ বা সৎসঙ্গ থেকে অন্যত্র); পথভ্রষ্ট হওয়া; বিপথগামী হওয়া। □ (noun) (১) প্রাণী বা ব্যক্তি (বিশেষত শিশু) যে বিপথগামী হয়েছেwaifs and strays নিরাশ্রয় শিশুরা। (২) (attributive(ly)) পথভ্রষ্ট: strayed animals; That was the only stray attempt. আকস্মিক বিচ্ছিন্ন প্রচেষ্টা; killed by a stray bullet. ঘটনাক্রমে, আকস্মিকভাবে অনির্দিষ্টভাবে ছোড়া কোনো বুলেটে নিহত; উদ্দেশ্যমূলকভাবে নয়, হঠাৎ; হঠাৎদৃষ্ট বা সংঘটিত: The sky is now clear except for some stray patches of cloud, এদিক-ওদিক ছড়ানো ছিটানো।
  • English Word streak Bengali definition [স্ট্রীক] (noun) [countable noun] (১) লম্বা সরু অনিয়মিত বিন্দুর রেখা; আঁকাবাঁকা ডোবা বা দাগ: streak of chalk over a rough stone. like a streak of lightning, অত্যন্ত দ্রুত। (২) লক্ষণ বা বৈশিষ্ট্য: streak of ego in his character. (৩) সংক্ষিপ্ত সময়: no streak of peace in Beirut today. hit a winning streak (জুয়া খেলা প্রভৃতিতে) কয়েকবার উপর্যুপরি সাফল্য। □ (verb transitive), (verb intransitive) (১) অনিয়মিত রেখার দ্বারা দাগ দেওয়া: cream surface streaked with lime green. (২) অত্যন্ত দ্রুতগতিতে (বিদ্যুতের মতো) ছুটে যাওয়া: The vehicles were streaking off at their fastest as the curfew hour drew near. streaky (adjective) রেখার দাগযুক্ত: streaky beef. streak-plate (noun) কষ্টিপাথর; কষ্টিফলক। streakily (adverb) streaker (noun) streakiness (noun)
  • English Word stream 1 Bengali definition [স্ট্রীম্] (noun) (১) নদী; স্রোতস্বিনী; জলপ্রবাহgo up/down stream নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ানো। go with the stream (লাক্ষণিক) অধিকাংশ লোকের অনুসরণে ভাবনাচিন্তা বা কোনো কাজ করা; ঘটনাপ্রবাহে (কথ্য গড্ডলিকাপ্রবাহে) ভেসে যাওয়া। (২) ধারাপ্রবাহ (তরল পদার্থ, ব্যক্তি বা বস্তুর): a stream of blood; stream of smoke going up in the sky; of office goers now gradually crowding the platforms. stream of consciousness কোনো ব্যক্তির বিরতিহীন চৈতন্যপ্রসূ অভিজ্ঞতা (সাহিত্যে একটি বহুলপরিচিত আঙ্গিক-অনুরূপ অভিজ্ঞতাকে বিশেষভাবে চিহ্নিত করার জন্য বিশিষ্ট উপন্যাসরচনারীতি, যেমন James Joyce- এর Ulysses)। (৩) (শিক্ষাক্ষেত্রে) (ক) সামর্থ্য ও সেবা বিবেচনা করে বিভক্ত করা বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের (বিশেষত শিশুদের) বিভিন্ন দলবিভাগ। (খ) শিক্ষার বা শিক্ষাদানের ভিন্নতাসূচক বিশিষ্ট ধারা বা বিভাগ: Do you belong to the Science stream? streamless (adjective) জলস্রোতবিধৌত নয় এমন; জলশূন্য, স্রোতহীন। streamlet [স্ট্রীমলিট্] (noun) ক্ষুদ্র স্রোত বা নদী। streamline (ক) (noun) তরল পদার্থের প্রবাহের ন্যায় ক্রমশ সরু রেখা; বায়ুপ্রবাহের স্বাভাবিক গতিরেখা। (খ) (verb intransitive) অনুরূপ রেখা সৃষ্টি করা; কোনো বিষয় বা প্রসঙ্গকে একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত করা। streaming eyes অশ্রুপ্লাবিত আঁখি।