• Bengali Word shop English definition [শপ্‌] (noun) ১ (America(n)= store) দোকান; আপণ; পণ্যশালা; বিপণি।
    come/go to the wrong shop (কথ্য) (সাহায্য, সংবাদ ইত্যাদির জন্য) অস্থানে/অনুপযুক্ত ব্যক্তির কাছে আসা/যাওয়া। keep shop দোকান চালানো; দোকানে বসা: Mr. Fahim will keep shop for you during your absence. keep a shop দোকানদারি করা; মালিকরূপে দোকান চালানো। set up shop দোকান দেওয়া/খোলা। bucket shop (noun) দ্রষ্টব্য bucket. shop -assistant (noun) দোকানের কর্মচারী। shop-bell (noun) (ছোট দোকানের দরজার সঙ্গে বাঁধা) ঘণ্টাবিশেষ, যা খদ্দের ভিতর ঢুকলেই বেজে ওঠে; দোকানের ঘণ্টা। shop-girl/ shop-boy (noun) দোকানের তরুণ কর্মচারী। shop-front (noun) জানালায় পণ্যসামগ্রীর প্রদর্শনীসহ দোকানের সম্মুখভাগ। shop hours (noun) দোকান খোলা রাখার নির্দিষ্ট বা আইনসম্মত সময়। shopkeeper (noun) (সাধারণত ছোট) দোকানের মালিক; দোকানদার; প্রাপণিক। shoplift (verb intransitive), (verb transitive) খরিদ্দার সেজে দোকান থেকে কিছু চুরি করা। সুতরাং shoplifter (noun) দোকানচোর। shop-lifting (noun) [uncountable noun] দোকানচুরি। shop-soiled/ shop-worn (adjective) দোকানে সাজিয়ে রাখার ফলে বা নাড়াচাড়া করার ফলে নোংরা/জীর্ণ। shop-walker (noun) (বড় দোকান বা পণ্যশালায়) যে ব্যক্তি খদ্দেরদের যথার্থ কাউন্টার বা বিভাগে যেতে সাহায্য করেন। shop window (noun) পণ্যসামগ্রী প্রদর্শনের জন্য ব্যবহৃত দোকানের জানালা। put all one’s goods in the shop window (লাক্ষণিক) (পল্লবগ্রাহী অগভীর লোক সম্বন্ধে) নিজের সমস্ত জ্ঞান, ক্ষমতা ইত্যাদি জনসমক্ষে প্রদর্শন করা (এবং হাতে কিছুই না রাখা)। (২) [uncountable noun] নিজ পেশা, ব্যবসাবাণিজ্য এবং এতৎসংক্রান্ত যা কিছু। talk shop (সাধারণত নিন্দার্থে) ভিন্ন পেশার/আলোচ্য বিষয়ে অনাগ্রহী ব্যক্তির উপস্থিতিতে সমব্যবসায়ীর সঙ্গে নিজের কাজ, পেশা ইত্যাদি সম্বন্ধে কথাবার্তা বলা; কাজের কথা বলা। shut up shop (কথ্য) কোনো কাজ বন্ধ করা (কেনাবেচা সংক্রান্ত না-হলেও)। (৩) all over the shop (অপশব্দ) (ক) বিশৃঙ্খল/ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো-ছিটানো। (খ) সব দিকে: He looked for it all over the shop. (৪) (=work shop) কর্মশালা; শিল্পশালা; কারখানা: an engineering-shop; a machine-shop. shopfloor (noun) (ব্যবস্থাপনা ও সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈপরীত্যক্রমে) শ্রমিকবৃন্দ। shop-steward (noun) কোনো শ্রমিকসংঘের স্থানীয় শাখা-পরিষদের সদস্য, যিনি তার সহকর্মীদের প্রতিনিধিত্ব করার জন্য তাদের ভোটে নির্বাচিত হন; স্থানীয় শ্রমিকপ্রতিনিধি। closed shop (noun) শ্রমিকসংঘ কিংবা অন্য পেশাভিত্তিক সমিতির বাধ্যতামূলক সদস্য হওয়ার ব্যবস্থা ও নিয়ম; আবশ্যিক সদস্যপদ্ধতি। □ (verb intransitive) (shopped, shopping, shops) কেনাকাটা করতে দোকানে যাওয়া (সাধারণত go shopping) shop around (কথ্য) সুলভে কেনার জন্য দোকানে দোকানে ঘোরা। (২) shop on somebody (অপশব্দ) (বিশেষত পুলিশের কাছে) অভিযোগ করা। shopping (noun) [uncountable noun] কেনাকাটা: do one’s shopping; a shopping street; a shopping bag. shopping centre (noun) শহরের অংশবিশেষ, যেখানে কাছাকাছি বহু দোকান, বাজার ইত্যাদি থাকে এবং যেখানে অনেক সময় গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয় না; বিপণিকেন্দ্র। window-shopping (noun) [uncountable noun] বিপণিকেন্দ্র, বাজার ইত্যাদি স্থানে জানালার সাজানো পণ্যসামগ্রী দর্শনে গমন; জানালা দর্শন। shopper (noun) দোকানে যে কেনাকাটা করে; বাজারি।