Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shone Bengali definition [শন্‌ America(n) শোন্] shine এর past tense, past participle
  • English Word shoo Bengali definition [শূ] (interjection) পাখি ইত্যাদি তাড়ানোর জন্য অন্তর্ভাবার্থক শব্দবিশেষ; যা যা। □ (verb transitive) (past tense, past participle shooed) shoo something/somebody away ঐ রকম শব্দ করে/দূর দূর করে তাড়িয়ে দেওয়া।
  • English Word shook Bengali definition [শুক্] shake এর past tense
  • English Word shoot 1 Bengali definition [শূট্] (noun) [Countable noun] (১) কিশলয়; প্ররোহ; অঙ্কুর; লতাঙ্কুর: the new shoots of a vine. (২)= chute (১, ২)। (৩) শিকারির দল; পাখি ইত্যাদি শিকার করার জন্য নির্দিষ্ট এলাকা: rent a shoot forth season.
  • English Word shoot 2 Bengali definition [শূট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle shot [শট]) (১) সবেগে ছুটে আসা বা যাওয়া; সবেগে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া; শা করে বেরিয়ে আসা/ছুটে যাওয়া; ছুড়ে দেওয়া/মারা; উৎক্ষিপ্ত হওয়া: As the trains collided, passengers were shot out. shoot a bolt খিল খোলা বা বন্ধ করা। shoot one’s bolt শেষ চেষ্টা করা। shoot dice পাশা চালা। shoot rubbish (গরুর গাড়ি ইত্যাদি থেকে স্তূপে) আবর্জনা ছুড়ে ফেলা। shooting star উল্কা; উল্কাপিণ্ড। (২) (চারা, ঝোপ ইত্যাদি) নতুন ডালপালা গজানো; মঞ্জরিত হওয়া(৩) (ব্যথা) ছুরিকাঘাতের অনুভূতির মতো হঠাৎ দ্রুত সঞ্চালিত হওয়া; লাফিয়ে ওঠা: a shooting pain, টনটনে ব্যথা। (৪) (নৌকা) (কোনোকিছুর উপর/মধ্য দিয়ে) দ্রুত এগিয়ে যাওয়া বা চালনা করা: shoot the bridge, সেতুর নিচ দিয়ে তিরবেগে ছুটে যাওয়া। (৫) বন্দুক বা রিভলভারে তাক করে গুলি ছোড়া; তাক করে তির ছোড়া; গোলা, বুলেট, তির ইত্যাদির আঘাত হানা; গুলি, তির ইত্যাদি ছুড়ে আহত বা হত্যা করা: The soldiers are shooting at a target. They are shooting tigers in the jungle.shoot away (fire away, এই অর্থে অধিকতর প্রচলিত) (ক) গুলি চালনা করতে বা তির ছুড়তে থাকা। (খ) (লাক্ষণিক) অগ্রসর হওয়া; শুরু/উপক্রম করা। shoot something away (fire something away অধিক প্রচলিত) গুলি চালিয়ে নিঃশেষ করে ফেলা: shoot away all one’s ammunition. shoot something down গুলি করে ভূপাতিত করা: to shoot down an enemy plane. shoot something off গুলির আঘাতে বিচ্ছিন্ন করা: The child had his leg shot off. shoot a covert/an estate, etc সেখানকার পশুপাখি শিকার করা। shoot a line (অপশব্দ) বাড়িয়ে বলা; প্রতারিত করা। shoot one’s mouth off (America(n) অপশব্দ) পাগলের মতো প্রলাপ বকা; বেহিসেবে কথা বলা। shoot a place up (America(n) অপশব্দ) (কোনো শহর, মহল্লা ইত্যাদির মধ্য দিয়ে যেতে যেতে) এলোপাতাড়ি গুলি করে সবাইকে সন্ত্রস্ত করা। shooting-box (noun) শিকারের মৌসুমে শিকারিদের ব্যবহারের জন্য গৃহ (যেমন জলাভূমিতে) শিকারের ভেলা। shooting-brake (noun) (পূর্বকালে শিকারিদের সাজসরঞ্জাম, শিকার করা পশুপাখি ইত্যাদি বহনের জন্য) বড় আকারের ঘোড়ার গাড়ি; (আধুনিককালে) এস্টেট কার (অর্থে কখনো কখনো ব্যবহৃত)। shooting-gallery (noun) পিস্তল বা এয়ারগান দিয়ে লক্ষ্যভেদ অনুশীলন করবার স্থান; শরব্যশালা। shooting-range (noun) (রাইফেল চালনা অনুশীলনের জন্য) চাঁদমারি। shooting-stick সুচালো প্রান্তযুক্ত হাতলওয়ালা লাঠি বিশেষ, যার সুচালো প্রান্তটি মাটিতে পুঁতে হাতলের দিকটি ভাঁজ খুলে আসনরূপে ব্যবহার করা যায়; শিকারের লাঠি। (৬) (চলচ্চিত্র) (কোনো দৃশ্যের) চিত্রগ্রহণ করা: a shooting script. চিত্রগ্রহণের সময় চাবি ব্যবহার করার জন্য লিপি (যাতে দৃশ্যগুলো অনুক্রমে চিত্রায়িত হবে, তার নির্দেশ থাকে)। (৭) (ফুটবল, হকি) প্রধানত গোল করার জন্য বলমারাshooting (noun) [uncountable noun] (বিশেষত) (কোনো নির্দিষ্ট এলাকায়) শিকার; ঐরূপ শিকারের অধিকার: sell the shooting on an estate. অপিচ দ্রষ্টব্য ৬।
  • English Word shooter Bengali definition [শূটা(র্‌)] (noun) (যৌগশব্দে) নিক্ষেপ করার যন্ত্র; ক্ষেপক: pea-shooter; a six shooter, যে পিস্তলে একসঙ্গে ছয়টি গুলি ভরা যায়।
  • English Word shop Bengali definition [শপ্‌] (noun) (১) (America(n)= store) দোকান; আপণ; পণ্যশালা; বিপণিcome/go to the wrong shop (কথ্য) (সাহায্য, সংবাদ ইত্যাদির জন্য) অস্থানে/অনুপযুক্ত ব্যক্তির কাছে আসা/যাওয়া। keep shop দোকান চালানো; দোকানে বসা: Mr. Fahim will keep shop for you during your absence. keep a shop দোকানদারি করা; মালিকরূপে দোকান চালানো। set up shop দোকান দেওয়া/খোলা। bucket shop (noun) দ্রষ্টব্য bucket. shop -assistant (noun) দোকানের কর্মচারী। shop-bell (noun) (ছোট দোকানের দরজার সঙ্গে বাঁধা) ঘণ্টাবিশেষ, যা খদ্দের ভিতর ঢুকলেই বেজে ওঠে; দোকানের ঘণ্টা। shop-girl/ shop-boy (noun) দোকানের তরুণ কর্মচারী। shop-front (noun) জানালায় পণ্যসামগ্রীর প্রদর্শনীসহ দোকানের সম্মুখভাগ। shop hours (noun) দোকান খোলা রাখার নির্দিষ্ট বা আইনসম্মত সময়। shopkeeper (noun) (সাধারণত ছোট) দোকানের মালিক; দোকানদার; প্রাপণিক। shoplift (verb intransitive), (verb transitive) খরিদ্দার সেজে দোকান থেকে কিছু চুরি করা। সুতরাং shoplifter (noun) দোকানচোর। shop-lifting (noun) [uncountable noun] দোকানচুরি। shop-soiled/ shop-worn (adjective) দোকানে সাজিয়ে রাখার ফলে বা নাড়াচাড়া করার ফলে নোংরা/জীর্ণ। shop-walker (noun) (বড় দোকান বা পণ্যশালায়) যে ব্যক্তি খদ্দেরদের যথার্থ কাউন্টার বা বিভাগে যেতে সাহায্য করেন। shop window (noun) পণ্যসামগ্রী প্রদর্শনের জন্য ব্যবহৃত দোকানের জানালা। put all one’s goods in the shop window (লাক্ষণিক) (পল্লবগ্রাহী অগভীর লোক সম্বন্ধে) নিজের সমস্ত জ্ঞান, ক্ষমতা ইত্যাদি জনসমক্ষে প্রদর্শন করা (এবং হাতে কিছুই না রাখা)। (২) [uncountable noun] নিজ পেশা, ব্যবসাবাণিজ্য এবং এতৎসংক্রান্ত যা কিছুtalk shop (সাধারণত নিন্দার্থে) ভিন্ন পেশার/আলোচ্য বিষয়ে অনাগ্রহী ব্যক্তির উপস্থিতিতে সমব্যবসায়ীর সঙ্গে নিজের কাজ, পেশা ইত্যাদি সম্বন্ধে কথাবার্তা বলা; কাজের কথা বলা। shut up shop (কথ্য) কোনো কাজ বন্ধ করা (কেনাবেচা সংক্রান্ত না-হলেও)। (৩) all over the shop (অপশব্দ) (ক) বিশৃঙ্খল/ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো-ছিটানো। (খ) সব দিকে: He looked for it all over the shop. (৪) (= work shop) কর্মশালা; শিল্পশালা; কারখানা: an engineering-shop; a machine-shop. shopfloor (noun) (ব্যবস্থাপনা ও সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈপরীত্যক্রমে) শ্রমিকবৃন্দ। shop-steward (noun) কোনো শ্রমিকসংঘের স্থানীয় শাখা-পরিষদের সদস্য, যিনি তার সহকর্মীদের প্রতিনিধিত্ব করার জন্য তাদের ভোটে নির্বাচিত হন; স্থানীয় শ্রমিকপ্রতিনিধি। closed shop (noun) শ্রমিকসংঘ কিংবা অন্য পেশাভিত্তিক সমিতির বাধ্যতামূলক সদস্য হওয়ার ব্যবস্থা ও নিয়ম; আবশ্যিক সদস্যপদ্ধতি। □ (verb intransitive) (shopped, shopping, shops) কেনাকাটা করতে দোকানে যাওয়া (সাধারণত go shopping) shop around (কথ্য) সুলভে কেনার জন্য দোকানে দোকানে ঘোরা। (২) shop on somebody (অপশব্দ) (বিশেষত পুলিশের কাছে) অভিযোগ করাshopping (noun) [uncountable noun] কেনাকাটা: do one’s shopping; a shopping street; a shopping bag. shopping centre (noun) শহরের অংশবিশেষ, যেখানে কাছাকাছি বহু দোকান, বাজার ইত্যাদি থাকে এবং যেখানে অনেক সময় গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয় না; বিপণিকেন্দ্র। window-shopping (noun) [uncountable noun] বিপণিকেন্দ্র, বাজার ইত্যাদি স্থানে জানালার সাজানো পণ্যসামগ্রী দর্শনে গমন; জানালা দর্শন। shopper (noun) দোকানে যে কেনাকাটা করে; বাজারি।
  • English Word shore 1 Bengali definition [শো(র্‌)] (noun) [uncountable noun, countable noun] তীর; কূল; বেলাভূমি; তট: go on shore, তীরে ওঠা। shoreless (adjective) অকূল।
  • English Word shore 2 Bengali definition [শো(র্‌)] (noun) [countable noun] দেওয়াল, গাছ ইত্যাদি ধরে রাখার জন্য কাঠের ঠেক; জাহাজ নির্মাণ বা মেরামতের সময় পাশে লাগানো ঠেস; ঠেকা; ঠেকনা; আলম্ব। □ (verb transitive) shore something up (কাঠের খুঁটি ইত্যাদি দিয়ে) ঠেলে ধরা; ঠেকনা দেওয়া।
  • English Word shore 3 Bengali definition [শো(র্‌)], shorn [শোন্] দ্রষ্টব্য shear.
  • English Word short 1 Bengali definition [শোট্] (adjective) (shorter, shortest) (১) হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু: a short man; a short way off; a short holiday. a short ball (ক্রিকেট) যথাযথ দূরত্বে নিক্ষিপ্ত হয়নি এমন বল। short-circuit (noun) বৈদ্যুতিক তারের কোনো আকস্মিক ত্রুটি, যার ফলে বিদ্যুৎপ্রবাহ সম্পূর্ণ গতিচক্রটির রোধব্যবস্থার মধ্য দিয়ে না-গিয়েও প্রবাহিত হতে পারে; বর্ত্মক্ষেপ। short-circuit (verb transitive), (verb intransitive) বর্ত্মক্ষেপ করা বা ঘটানো; এইভাবে কোনোকিছু (থেকে) বিদ্যুৎস্রোত বিযুক্ত করা; (আলংকারিক অর্থ) (পদ্ধতি ইত্যাদি) সরল/সংক্ষিপ্ত করা। shortcut (noun) সংক্ষিপ্ত (বলে বিবেচিত) পথ; সোজাপথ: to take a short cut to the station. shortlist (noun) (পদ ইত্যাদির জন্য) প্রার্থীদের মধ্য থেকে বাছাই করা অল্পসংখ্যক নামের তালিকা, যার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে; সংক্ষিপ্ত তালিকা। সুতরাং short-list (verb transitive) সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করা। short-lived [লিভ্‌ড্‌ America(n) লাইভ্‌ড্] (adjective) স্বল্পস্থায়ী; স্বল্পজীবী: a short-lived euphoria. short-range (adjective) (ক) (পরিকল্পনা ইত্যাদি) সীমিত সময়পরিধির জন্য আকল্পিত, স্বল্পপাল্লার। (খ) (ক্ষেপণাস্ত্র ইত্যাদি) স্বল্পপাল্লার। have a short temper মেজাজ উগ্র/গরম হওয়া; বদরাগী হওয়া। short-term (attributively adjective) স্বল্পমেয়াদি: short-term loans. (২) কম; অল্প: to give short weight/measure, মাপে কম দেওয়া; The workshop is on short-time, স্বাভাবিকভাবে দিনে বা সপ্তাহে যতো ঘণ্টা চলে, তার চেয়ে কম সময় চালু থাকে, be in short supply, অপর্যাপ্ত সরবরাহ, অপিচ দ্রষ্টব্য commons (২);short change, ভাংতি কম দেওয়াbe short of (ক) কমতি পড়া; যথেষ্ট না থাকা: be short of money/time.(খ) দূরে থাকা: The storm overwhelmed us when we were 10 miles short from the harbour. little/ nothing short of (কোনোকিছুর চেয়ে) কম নয়: His arrival in time was little short of a miracle. make short work of তাড়াতাড়ি সারা; মিটিয়ে/চুকিয়ে দেওয়া ইত্যাদি। short of breath হাঁপাতে হাঁপাতে; ঊর্ধ্বশ্বাসে। short-coming (noun) (সাধারণত plural) ঊনতা; ত্রুটিবিচ্যুতি; ব্যর্থতা। shortdrink (noun) [uncountable noun] (কিংবা কথ্য a short) অপেক্ষাকৃত ছোট গ্লাসে বা অল্প পরিমাণে হুইস্কি, জিন ইত্যাদি পানীয় (তুলনীয় বিয়ারের জন্য বড় গ্লাস)। short-handed (adjective) পর্যাপ্তসংখ্যক শ্রমিক বা সাহায্যকারী নেই এমন অবস্থাগ্রস্ত। short-sight (noun) [uncountable noun] ক্ষীণদৃষ্টি; দূরের জিনিস স্পষ্ট দেখতে পারার অক্ষমতা; অদূরবদ্ধদৃষ্টি; (লাক্ষণিক) অদূরদর্শিতা। সুতরাং, short-sighted (adjective) অদূরদর্শী। short-winded (adjective) শীঘ্রই হাঁপিয়ে ওঠে এমন; অল্পশ্বাস। (৩) (বাণিজ্য) শীঘ্র শোধনীয়; আশুশোধ্য: a short bill/paper. short date (noun) বিল; হুন্ডি ইত্যাদি শোধ্য হওয়ার অনতিবিলম্বিত তারিখ। সুতরাং, short-dated (adjective) স্বল্পমেয়াদি। short-bond (noun) যে বন্ড পাঁচ বছরের মধ্যে শোধযোগ্য; স্বল্পমেয়াদি তমশুক। short-term capital স্বল্পমেয়াদি পুঁজি। (৪) (ব্যক্তি) মিতবাক, স্বল্পভাষী; (বক্তব্য ও বলার ভঙ্গি) সংক্ষিপ্ত; কাটখোট্টা: a short answer; to be short with somebody. for short সংক্ষেপে; সংক্ষেপের খাতিরে: Michael called ‘Mike’ for short. in short সংক্ষেপে; সংক্ষেপে বললে। the long and the short of it যা কিছু বলা যায় বা বলা প্রয়োজন; মোদ্দাকথা। (৫) (কেক পেস্ট্রি) পলকাshort-pastry (noun) [uncountable noun] প্রচুর ননি বা স্নেহযুক্ত। shortbread/cake (noun(s)) ময়দা, চিনি ও মাখনযোগে প্রস্তুত ভঙ্গপ্রবণ কেক। (৬) (স্বরধ্বনি বা অক্ষর) হ্রস্ব(৭) (অন্যান্য যৌগশব্দ) shortfall (noun) ঘাটতিshorthand (noun) [uncountable noun] সাঁটলিপি। by a short head (ক) (ঘোড়দৌড়) ঘোড়ার মাথার দৈর্ঘ্যের চেয়েও কম দূরত্বে। (খ) (লাক্ষণিক) অল্পের জন্য। shorthorn (noun) খাটো বাঁকানো শিংওয়ালা এক জাতের গরু। shortwave (noun) (বেতারবার্তা) (১০) থেকে ১০০ মিটার পর্যন্ত দৈর্ঘ্যবিশিষ্ট তরঙ্গ; হ্রস্ব তরঙ্গshortly (adverb) (১) শীঘ্রই; কিছুক্ষণের মধ্যে; অল্প: shortly after(wards); shortly after sunset. (২) সংক্ষেপে; অল্প কথায়(৩) কড়াভাবে; কাটাকাটা: answer rather shortly. shortness (noun) হ্রস্বতা; খর্বতা।
  • English Word short 2 Bengali definition [শোট্] (adverb) (১) হঠাৎ; আচমকা; আকস্মিকভাবে: stop short. bring/pull/take somebody up short হঠাৎ থামিয়ে দেওয়া; বাধা দেওয়া বা নিরস্ত্র করা। short of ব্যতীত; বাদ দিয়ে: He reads everything short of textbooks. (২) come/fall short of কম/ঘাটতি পড়া বা হওয়াcut something/somebody short (ক) বাধা দেওয়া; স্বাভাবিক সময়ের আগে শেষ করা; সংক্ষেপ করা: We had to cut short our visit to the seaside.(খ) সংক্ষিপ্ত(তর) করা। go short (of) (কোনোকিছু) ছাড়া চলা; নিজেকে (কোনোকিছু থেকে) বঞ্চিত করা: We went short of food to help the poor. run short (of) ফুরিয়ে যাওয়া; অভাব হওয়া: They’re running short of skilled manpower. be taken short (কথ্য) হঠাৎ বাহ্যের বেগ হওয়া; হঠাৎ পেট কামড়ানো। (৩) sell short (বাণিজ্য) (নিজের স্বত্বাধিকারভুক্ত নয় এমন শেয়ার, স্টক, পণ্য ইত্যাদি) সরবরাহ করার নির্ধারিত তারিখের পূর্বে অধিকতর সস্তায় কেনা যাবে এই প্রত্যাশায় ভবিষ্যতে সরবরাহ করার জন্য বিক্রি করাsell somebody short কারো সঙ্গে নিমকহারামি করা; ধোঁকা দেওয়া; ছোট করা।
  • English Word short 3 Bengali definition [শোট্] (noun) (কথা) (১)= short circuit, বর্ত্মক্ষেপ। দ্রষ্টব্য short 1 (১)। (২) হুইস্কি, জিন ইত্যাদি পানীয় (= short drink)। □ (verb intransitive), (verb transitive) বর্ত্মক্ষেপ হওয়া বা ঘটানো।
  • English Word shortage Bengali definition [শোটিজ্‌] (noun) [countable noun, uncountable noun] কমতি; ঘাটতি; অনটন; অভাব: food shortages; a shortage of 100 tons. দ্রষ্টব্য glut, (noun)
  • English Word shorten Bengali definition [শোট্‌ন্] (verb transitive), (verb intransitive) ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা: to shorten sail. shortening [শোট্‌নিঙ্] (noun) [uncountable noun] পেস্ট্রি হালকা ও ফুরফুরে করতে ব্যবহৃত স্নেহদ্রব্য। দ্রষ্টব্য short 1 (৫ ).
  • English Word shorts Bengali definition [শোট্‌স্] (noun) (plural) (pair of) shorts হাফপ্যান্ট
  • English Word shot 1 Bengali definition [শট্] (noun) (১) [countable noun] গুলি; গুলিবর্ষণ; গুলির শব্দ: hear shots in the distance. (do something) like a shot তৎক্ষণাৎ/ঝটপট/নির্দ্বিধায় করা। off like a shot বিদ্যুদ্গতিতে/তীরবেগে ধাবিত। (২) [countable noun] কোনোকিছুতে আঘাত হানার চেষ্টা; কিছু করার; প্রশ্নের উত্তর দেওয়ার প্রচেষ্টা; কোনো কোনো খেলায় নিক্ষেপ, আঘাত, মার ইত্যাদি: Was that remark a shot at my colleague? তিনিই মন্তব্যটির লক্ষ্যস্থল। a shot in the dark অন্ধকারে ঢিল ছোড়া; নিছক অনুমান। have a shot (at something) কিছু করার চেষ্টা করা: He had a shot at solving the problem. a long shot যৎকিঞ্চিৎ সাক্ষ্যপ্রমাণ ও তথ্যের ভিত্তিতে কোনো সমস্যা সমাধানের প্রয়াস; দূরপাতী অনুমান; It’s long shot but I think he s in the know. not by a long shot পরিস্থিতি সর্বাধিক অনুকূল হলেও নয়। (৩) [countable noun] গোলাগুলি, দ্রষ্টব্য shell (৩); ক্রীড়াপ্রতিযোগিতায় নিক্ষিপ্ত লোহার ভারী বল (shot-put নামে অভিহিত); লৌহবর্তুল: putting the shot. (৪) lead shot [uncountable noun] (কারতুজের) ছররা; ছটকাshot-gun (noun) মসৃণ ছিদ্রযুক্ত শিকারের বন্দুকবিশেষ, যাতে ছররাপূর্ণ কারতুজ ব্যবহৃত হয়; ছটকা-বন্দুক। shot-tower (noun) যে কূটাগারে চালনের মধ্য দিয়ে গলিত সিসা উপর থেকে নিচে জলে ফেলে ছটকা তৈরি করা হয়; ছটকাকূট। (৫) [countable noun] যে ব্যক্তি গুলি ছোড়ে (তার দক্ষতার উল্লেখসহ) গুলিচালক: a first-class/good/poor shot. (৬) [countable noun] সিনে-ক্যামেরায় গৃহীত আলোকচিত্র; ছবিlong shot (close-up-এর বিপরীত) বহুদূর থেকে গৃহীত ছবি। (৭) (বিশেষত America(n)) ইনজেকশন; অন্তঃক্ষেপhave/give somebody/something a shot in the arm (ক) ইনজেকশন/সুচ নেওয়া বা দেওয়া। (খ) এমন কিছু দেওয়া বা পাওয়া, যা পুনরুজ্জীবিত বা চাঙ্গা করে তোলে। (৮) a big shot (অপশব্দ) (বিশেষত দাম্ভিক) হোমরাচোমরা লোক; কেষ্টুবিষ্টু: He is a big shot.
  • English Word shot 2 Bengali definition [শট্] (noun) হিসাবনিকাশ বা ব্যয়ের অংশ: pay one’s shot.
  • English Word should Bengali definition [শুড; দুর্বল রূপ শাড্] (verb) দ্রষ্টব্য shall.
  • English Word shoulder Bengali definition [শোলডা(র্‌)] (noun) (১) স্কন্ধ; কাঁধ; ঘাড়; অংসshoulder to shoulder কাঁধে কাঁধে; (লাক্ষণিক) ঐক্যবদ্ধ। give somebody the cold shoulder, দ্রষ্টব্য cold 1 (১). put one’s shoulder to the wheel কঠিন কাজে সাগ্রহে নিয়োজিত হওয়া; কাঁধ দেওয়া। stand head and shoulders above (others) উচ্চতায় (কিংবা লাক্ষণিক মানসিক বা নৈতিক উৎকর্ষে) অন্যদের ছাড়িয়ে ওঠা। straight from the shoulder (লাক্ষণিক, সমালোচনা, তিরস্কার ইত্যাদি) স্পষ্ট ও অকপট। shoulder-blade (noun) পিঠের উপরের ডানে ও বাঁয়ে দুটি অস্থির যেকোনো একটি; অংসফলক; পাখনা। shoulder-strap (noun) (ক) সামরিক উর্দির কাঁধে (পদমর্যাদা সূচক চিহ্নদিসহ) সরু চামাটি বিশেষ; কাঁধের চামাটি। (খ) মেয়েদের কাঁধের উপর দিয়ে প্রসারিত যে রিবন পোশাকের সম্মুখ ও পিছনের অংশকে সংযুক্ত করে; কাঁধের ফিতা। shoulder-flash (noun) সামরিক উর্দির কাঁধে বস্ত্রের সরু ফালিবিশেষ, যার উপর ডিভিশন ইত্যাদির প্রতীকসূচক রঙের ছোপ থাকে, অংসধ্বজ। (২) (plural) দুই কাঁধের মধ্যবর্তী পৃষ্ঠাংশ; কাঁধ: give a child a ride on one’s shoulders. have broad shoulders গুরুভার বা (আলংকারিক অর্থ) গুরুদায়িত্ব বহনের উপযুক্ত হওয়া। (৩) বোতল, হাতিয়ার, পর্বত ইত্যাদির স্কন্ধসদৃশ অংশhard shoulder সড়কের (বিশেষত মোটরপথের) পাশের শক্ত উপরিভাগ। □ (verb transitive) (১) (সাহিত্যিক ও আলংকারিক অর্থ) কাঁধে নেওয়া: shoulder a burden/the responsibility for something. shoulder arms (সামরিক) রাইফেল নিজের সামনে ডাইনে খাড়া করে ধরা। (২) কাঁধ দিয়ে ঠেলা দেওয়া; কাঁধ দিয়ে ঠেলে পথ করা: shoulder one’s way through a crowd.
  • English Word shout Bengali definition [শাউট্] (noun) [countable noun] চিৎকার; চেঁচানি; চেঁচামেচি; ডাক; আহবান; ধ্বনি; উচ্চরব: shouts of joy. □ (verb intransitive), (verb transitive) shout out ১ চিৎকার করা; চ্যাঁচানো: Don’t shout yourself hoarse. (২) উচ্চকণ্ঠে/চেঁচিয়ে বলা; shout (out) one’s orders. shout somebody down চিৎকার করে কারো কথা শুনতে না দেওয়া বা বসিয়ে দেওয়া। shouting (noun) [uncountable noun] চিৎকার। It’s all over but/bar the shouting যুদ্ধ, লড়াই ইত্যাদি সাঙ্গ হয়েছে, এবার প্রশংসা, হর্ষধ্বনি ইত্যাদির পালা।
  • English Word shove Bengali definition [শাভ্‌] (verb transitive), (verb intransitive) (কথ্য) (সাধারণত জোরে) ঠেলা/ধাক্কা দেওয়া: shove a raft into the water. shove off (ক) (তীরে ঠেলা দিয়ে) তীর থেকে নৌকা ভাসানো। (খ) (অপশব্দ) কোনো স্থান ত্যাগ করা: let’s shove off. □ (noun) [countable noun] জোর ঠেলা। shove-ha'penny [শাভ্‌হেইপ্‌নি] (noun)= shovel-board.
  • English Word shovel Bengali definition [শাভ্‌ল্‌] (noun) কয়লা, বালু, বরফ ইত্যাদি সরানোর জন্য কোদালসদৃশ হাতিয়ার; বেলচা; যানের সঙ্গে সংযুক্ত ক্রেনের সাহায্যে যান্ত্রিকভাবে চালিত একই উদ্দেশ্যে ব্যবহৃত অনুরূপ যন্ত্র। □ (verb transitive) (shovelled, shovelling, shovels, America(n) shoveled, shoveling, shovels ) (১) বেলচা দিয়ে তোলা/সরানো: shovel up coal. (২) বেলচা দিয়ে পরিষ্কার/সাফ করা: shove a path through the snow. shovelful [শাভ্‌ল্‌ফুল] (noun) এক বেলচা।
  • English Word show Bengali definition [শো] (noun) (১) [uncountable noun, countable noun] প্রদর্শন: by (a) show of hands. হাত তুলে (ভোট)। (২) [countable noun] প্রদর্শনী; প্রেক্ষণিকা: a flower/cattle show; the Lord Mayor’s show লন্ডনে নতুন লর্ড মেয়র অভিষিক্ত হওয়ার পরে অনুষ্ঠিত শোভাযাত্রা। on show প্রদর্শিত হচ্ছে এমন। (৩) [countable noun] (কথ্য) স্বাভাবিক প্রদর্শনী; দর্শনীয় বস্তু; সমারোহ: a fine show of blossom in the garden. (৪) [countable noun] (কথ্য) সার্কাস, নাটক, বেতার, টিভি প্রভৃতি গণবিনোদন; বিনোদন অনুষ্ঠান: This is the best show I’ve ever seen. show-business, (কথ্য) show-biz [শো-বিজ্] (noun) বিনোদন-ব্যবসা। (৫) [countable noun] (কথ্য) কার্যনির্বাহ; অনুষ্ঠান (নাটকসংক্রান্ত নয়): put up a good show, কৃতিত্বের সঙ্গে (কিছু) করা; a poor show, নিকৃষ্টভাবে সম্পাদিত কোনোকিছু steal the show সমগ্র মনোযোগ আকর্ষণ করা; মনকাড়া। good show! (অনুমোদনসূচক) বেড়ে/খাসা হয়েছে!৬ [countable noun] (কথ্য) সংগঠন; উদযোগ; ব্যবসা; ঘটনা; ব্যাপার: He is running the whole show, তিনিই নাটের গুরু। give the (whole) show away কী করা হচ্ছে কিংবা পরিকল্পনা হয়েছে তা জানিয়ে দেওয়া; সব ফাঁস করে দেওয়া। (৭) (শুধু singular; সেকেলে কথ্য প্রয়োগ) কিছু করার, আত্মপক্ষ সমর্থন ইত্যাদির সুযোগ: Give me a fair show. (৮) বাহ্য চেহারা; আভাস; with a show of reason. (৯) [uncountable noun] ঘটা; আড়ম্বর; সমারোহ; জাঁক: a car bought for show, not for use. (১০) (যৌগশব্দ) show-boat (বিশেষত মিসিসিপি নদীতে) বাষ্পীয় পোত, যাতে নাটক মঞ্চস্থ হতো; নাট্যতরিshowcase (noun) দোকান, জাদুঘর ইত্যাদি স্থানে বিবিধ দ্রব্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য দুই পাশে সামনে এবং (অথবা) উপরে কাচ-লাগানো আধারবিশেষ; (লাক্ষণিক) বিশেষত নতুন কোনো বস্তুর বিশেষ প্রদর্শনী; প্রদর্শশালিকা। showdown (noun) (কথ্য) নিজের শক্তি, অভিপ্রায় ইত্যাদি বিষয়ে সম্যক ও অকপট ঘোষণা; চরমশক্তিপরীক্ষা: call for a show-down. showgirl (noun) গীতিনাট্য, নাটিকা ইত্যাদিতে যে মেয়ে নাচে, গায় কিংবা শুধুই শোভাবর্ধন করে; শোভাঙ্গনা। showjumping (noun) বেড়া, প্রতিবন্ধক প্রভৃতির উপর দিয়ে অশ্বধাবনে নৈপুণ্য প্রদর্শন; প্রদর্শলম্ফ। showman [শোমন্] (noun) (plural showmen) (ক) গণবিনোদনের (বিশেষত সার্কাসের) সংগঠক; বিনোদনকোবিদ। (খ) (বিশেষত সামাজিক- রাজনৈতিক জীবনে) যে ব্যক্তি নিজের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য প্রচারণা ইত্যাদির আশ্রয় নেয়; প্রদর্শনকোবিদ। showmanship [শোমান্‌শিপ্‌] (noun) (নিজের বিক্রেয় পণ্য ইত্যাদির প্রতি) সাধারণের দৃষ্টি-আকর্ষণ করার ক্ষমতা বা কৌশল; প্রদর্শননৈপুণ্য show-place (noun) পর্যটকরা যে স্থান দর্শন করতে যান; দর্শনীয় স্থান। show-room/-window (noun) যে কক্ষে/জানালায় প্রদর্শন, পরিদর্শন ইত্যাদি উদ্দেশ্যে পণ্যসামগ্রী রক্ষিত হয়; প্রদর্শকক্ষ। showy (adjective) (showier, showiest) আকর্ষণীয়; মনোমুগ্ধকর; নয়নাভিরাম; (প্রায়ই অবজ্ঞাসূচক) অতি জমকালো; অতিমণ্ডিত; অতিবর্ণাঢ্য: showy flowers, যেমন কোনো কোনো জাতের ডালিয়া; a showy dress; showy patriotism, লোকদেখানো দেশপ্রেম। showily [শোইলি] (adverb) আকর্ষণীয়রূপে, জাঁকালোরূপে ইত্যাদি। showiness (noun) প্রদর্শনপ্রিয়তা; প্রদর্শনেচ্ছা।
  • English Word show 2 Bengali definition (পুরাতনী shew) [শো] (verb transitive), (verb intransitive) (past tense showed; past participle shown [শোন্‌] বিরল' showed) (১) show something (to somebody); show somebody something দেখানো; প্রদর্শন করা; দৃষ্টিগোচর করা(২) দেখতে দেওয়া; দৃশ্যমান করা; প্রকাশ করা: This dark gown will not show the stain, দাগ দেখা যাবে না; to show signs of wear. (৩) দৃষ্টিগোচর/দৃষ্টিগ্রাহ্য হওয়া; প্রকাশ পাওয়া; দেখা যাওয়া: Your undergarment is showing. Her anxiety showed on her face. (৪) show itself প্রত্যক্ষ হয়ে ওঠা; প্রকাশ পাওয়া; ফুটে ওঠা: Her disappointment showed itself in her eyes. show oneself (সভা ইত্যাদিতে) উপস্থিত থাকা: He didn’t show himself at the party. show one’s face মুখ দেখানো: You should be ashamed to show your face here. show fight যুদ্ধের জন্য প্রস্তুত এমন লক্ষণ দেখানো। show one’s hand/cards (লাক্ষণিক) নিজের অভিপ্রায় বা পরিকল্পনা ব্যক্ত করা। show a leg (কথ্য) শয্যাত্যাগ করা; গা তোলা। show one’s teeth (লাক্ষণিক) (কাউকে) ক্রুদ্ধ দেখানো। have nothing to show for it/something কৃতিত্ব প্রমাণ করার মতো কিছুই না থাকা। (৫) দেওয়া; প্রদর্শন করা; দেখানো: show mercy on somebody. দয়া করা। (৬) পরিচয় দেওয়া: He showed no sign of being discouraged. You showed a lot of courage. (৭) পথ দেখিয়ে আনা বা নেওয়া; নিয়ে যাওয়াshow somebody in; show somebody into something; show somebody out; show somebody out of something: Please show this lady in. He was shown into the drawing-room. show somebody over/around/ round something ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো: The young lady showed us round the temple. show somebody the door বেরোনোর পথ দেখিয়ে দেওয়া; বের করে দেওয়া। show somebody the way পথ দেখানো; (লাক্ষণিক) দৃষ্টান্ত স্থাপন করা। (৮) বুঝিয়ে দেওয়া; স্পষ্ট করা; প্রমাণ করা: He showed me how the machine worked. We have shown the truth of our statement. (৯) show somebody/something off ফুটিয়ে তোলা; প্রকট করে তোলা; প্রকটিত করা; রূপগুণ ইত্যাদি তুলে ধরা: That dress shows off your figure well. Teachers are eager to show off their pupils. show off আস্ফালন/আত্মশ্লাঘা করা; জাহির করা। সুতরাং, show-off (noun) যে ব্যক্তি আস্ফালন করে; আত্মযশী: an aweful show-off. show somebody/something up (কোনো অসৎ/অকীর্তিকর বস্তু বা ব্যক্তি) সত্য প্রকাশ করে দেওয়া; উদঘাটন/উন্মোচিত করা: show up a fraud/a rogue/an impostor. show up (ক) প্রকট/সুপ্রত্যক্ষ হওয়া: The scar across his face showed up in the bright light of the lamp. (খ) উপস্থিত হওয়া; দর্শন দেওয়া: None of them showed up at the party. showing (noun) (সাধারণত singular) প্রদর্শন; উপস্থিতি; সাক্ষ্যপ্রমাণ: a firm with a poor financial showing. আর্থিক অবস্থা ভালো বলে প্রতীয়মান হয় না; on present/past showing, বর্তমানের/অতীতের সাক্ষ্যপ্রমাণে। on one’s own showing নিজের স্বীকারোক্তি অনুযায়ী।
  • English Word shower Bengali definition [শাউআ(র্‌)] (noun) [countable noun] (১) (বৃষ্টি, শিলা প্রভৃতির) স্বল্পস্থায়ী বর্ষণ; পশলা; বৃষ্টি: be caught in a shower. shower (-bath) (noun) কৌশলবিশেষ, যাতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত একটি পাতের ভিতর দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতে থাকে; উক্ত কৌশল; ঝরনা; ধারা; ঝাঁজরি; ধারাযন্ত্র; ধারাস্নান: have a shower (-bath) every morning. (২) বহুসংখ্যক বস্তুর যুগপৎ সন্নিপাত; বৃষ্টি; ধারা; বর্ষণ: a shower of blows/stones/blessings/insults; in a shower /in showers, ঝাঁকে ঝাঁকে; অবিরল ধারায়। (৩) (America(n)) বিবাহিতা হতে যাচ্ছে এমন কোনো স্ত্রীলোককে উপহারসামগ্রী দেওয়ার অনুষ্ঠানবিশেষ। □ (verb transitive), (verb intransitive) (১) shower something upon somebody; shower somebody with something বর্ষণ করা: shower honours/blessings upon somebody. (২) বৃষ্টির মতো পতিত হওয়া; বর্ষিত হওয়া: greetings showered (down) upon the winner. showery (noun), (adjective) (আবহাওয়া) থেকে থেকে বৃষ্টির ধারা নামে এমন; বর্ষণপূর্ণ; বর্ষণবহুল; বর্ষালু।
  • English Word shown Bengali definition [শোন্] show 2 -এর past participle
  • English Word shrank Bengali definition [শ্র্যাঙ্‌ক্‌] shrink- এর past tense
  • English Word shrapnel Bengali definition [শ্র্যাপ্‌নাল্] (noun) [uncountable noun] গোলার ভিতরে পোরা গোলার টুকরা বা বুলেট, যা গোলা বিস্ফোরিত হলে বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে; গোলার টুকরা; ছিটা: One child was injured by a piece of shrapnel; shrapnel wounds; hit by (a piece of) shrapnel.
  • English Word shred Bengali definition [শ্রেড্] (noun) [countable noun] টুকরা; ফালি; ছিন্নাংশ; খণ্ড; কুটি; কুঁচি: (আলংকারিক অর্থ) not a shred of truth, সত্যের লেশমাত্র নেই। tear to shreds (সাহিত্যিক কিংবা লাক্ষণিক) ছিন্নভিন্ন করা; বিনষ্ট করা। □ (verb transitive) (shredded or shred, shredding, shreds) কুটি কুটি করা।