s পৃষ্ঠা ২৭
- English Word shy 1 Bengali definition [শাই] (adjective) (১) (ব্যক্তি, তার আচরণ) লাজুক: She is always very shy with men; a shy look. (২) (পশু, পাখি, মাছ) ভীরু; দৃষ্টি এড়িয়ে চলে এমন। (৩) shy of সাবধানী; দ্বিধান্বিত: He is shy of saying hard things about his boss. She is never shy of telling me what she wants. fight shy of, দ্রষ্টব্য fight 2 (১).shyly (adverb) shyness (noun)
- English Word shy 2 Bengali definition [শাই] (verb intransitive) (ঘোড়া) ভয় পেয়ে সরে যাওয়া: The horse shied at a white object in the hedge.
- English Word shy 3 Bengali definition [শাই] (verb transitive) (কথ্য) ছুড়ে দেওয়া; নিক্ষেপ করা: shy stones at something. □ (noun) (ছাড়া; নিক্ষেপ: 50 paisa a shy (যেমন মেলা ইত্যাদিতে কোনো কিছুকে লক্ষ করে প্রতিবার বল ছুড়ে মারার জন্য ৫০ পয়সা); (কথ্য) যে কোনো ধরনের প্রয়াস: have a shy at a business.
- English Word shyster Bengali definition [শাইস্টা(র্)] (noun) (America(n) কথ্য) পেশাগত মর্যাদা নেই এমন ব্যক্তি, বিশেষত একজন বিবেকবর্জিত উকিল।
- English Word Siamese Bengali definition [সাইআমীজ্] (adjective) শ্যাম (বর্তমানে থাইল্যান্ড) দেশীয়। Siamese twins একত্র জোড়া লাগা যমজ শিশু। Siamese cat খাটো ঘিয়ে বা হালকা বাদামি রঙের লোমে ঢাকা নীলচক্ষু প্রাচ্যজাতের বিড়াল। (noun) শ্যামদেশের লোক (বর্তমানে থাইল্যান্ড); শ্যামদেশের ভাষা; থাই ভাষা।
- English Word Siberian Bengali definition [সাইবিআরিআন্] (adjective) সাইবেরিয়া সম্পর্কিত বা সাইবেরিয়া থেকে আগত; সাইবেরীয়।
- English Word sibilant Bengali definition [সিবিলান্ট্] (adjective) শিসধ্বনিযুক্ত; শিসধ্বনিকারক। □ (noun) ইংরেজিতে ʃ.ʒ.tʃ, dʒ- এই ষড়ধ্বনির অনুরূপ ধ্বনি; শিসধ্বনি।
- English Word sibling Bengali definition [সিব্লিঙ্] (noun) একই মাতাপিতার সন্তান; ভাই বা কোন।
- English Word sibyl Bengali definition [সিবিল্] (noun) প্রাচীনকালে যেসব মহিলা ভবিষ্যৎ দেখতে ও ভবিষ্যদ্বাণী করতে পারতেন বলে বিশ্বাস করা হতো, তাদের যেকোনো জন; (এর থেকে, অবজ্ঞা বা কৌতুকার্থে) ভবিষ্যদ্বক্তী; ডাইনি বাড়ি। sibylline [সিবালাইন্] (adjective) ভবিষ্যদ্বক্তী কর্তৃক উচ্চারিত, ভবিষ্যদ্বক্তীসুলভ; রহস্যময়ভাবে দিব্যজ্ঞান বা দিব্যদৃষ্টিসম্পন্ন।
- English Word sic Bengali definition [সিক্] (adverb) (লাতিন) এই রকম, এই রূপ (শব্দটি কোনো উদ্ধৃতির পাশে বন্ধনীর মধ্যে বসিয়ে বোঝানো হয় যে উদ্ধৃত শব্দ, বক্তব্য ইত্যাদি আপাতদৃষ্টিতে অসম্ভব বা অশুদ্ধ মনে হলেও, যথাযথভাবে উদ্ধৃত হয়েছে)।
- English Word Sicilian Bengali definition [সিসিলিআন্] (noun), (adjective) সিসিলিদেশীয়; সিসিলির লোক।
- English Word sick Bengali definition [সিক্] (adjective) (১) (কেবল predicative(ly)) be sick বমি করা। feel sick বমির ভাব হওয়া; গা বমিবমি করা। air sick /car sick /sea sick (adjective) বিমান/মোটরগাড়ি/জাহাজে চড়ার ফলে বমি করে বা বমনেচ্ছা হয় এমন। এ থেকে, air-/car-/sea-sickness (noun) (২) অসুস্থ: (British/Britain-তে ill ও unwell ভদ্রজনোচিত শব্দ, America(n)- এ sick স্বাভাবিকভাবে ব্যবহৃত শব্দ) : I’ve been sick for two weeks now. be off sick (with something) অসুস্থতার কারণে কাজ থেকে বিরত থাকা: Saimum’s off sick with flu. fall sick অসুস্থ হওয়া। go/report sick (সামরিক ব্যবহার) চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া। the sick (plural) অসুস্থ ব্যক্তিরা। sick-bay (noun) (ক) (navy) জাহাজের যে অংশ অসুস্থদের জন্য ব্যবহৃত হয়। (খ) বিশ্ববিদ্যালয় অঙ্গন ইত্যাদির চিকিৎসাকেন্দ্র। sickbed (noun) রোগশয্যা। sick-benefit (noun) দ্রষ্টব্য sickness. sickberth (noun)= sick-bay (ক). sick-headache (noun) পিত্তাধিক্যের কারণে মাথাব্যথা। sick-leave (noun) [uncountable noun] অসুস্থতাজনিত ছুটি। sick-list (noun) (যুদ্ধজাহাজ, সেনাদল ইত্যাদিতে) অসুস্থদের তালিকা। sick-parade (noun) (সামরিক) অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণরত সৈনিকদের প্যারেড। sick-pay (noun) [uncountable noun] অসুস্থতার কারণে কাজে অনুপস্থিত কর্মচারীকে প্রদত্ত বেতন। sick-room (noun) অসুস্থ ব্যক্তির জন্য সংরক্ষিত কক্ষ। (৩) sick (and tired/to death) of (কথ্য) ক্লান্ত-; বিতৃষ্ণ: I’m sick and tired/to death of having to receive unwelcome guests. (৪) sick at heart গভীরভাবে বিষণ্ণ বা বেদনাহত। sick at/about something (কথ্য) কোনোকিছু নিয়ে অসুখী বা অনুশোচিত: sick at missing an opportunity. (৫) sick for আকাঙ্ক্ষাপীড়িত; ব্যাকুল: sick for home. (৬) (অপশব্দ) অসুস্থচিত্ত; বিকৃতমনা: sick humour; a sick mind. □ (verb transitive) sick something up (কথ্য) কোনোকিছু বমি করে দেওয়া।
- English Word sicken Bengali definition [সিকান্] (verb intransitive), (verb transitive) (১) sicken (for something) অসুস্থ হতে শুরু করা: They boy is sickening for something. (২) বিতৃষ্ণ করা: His business methods sicken me. (৩) sicken at something/to see something বমনেচ্ছা বোধ করা; বমি আসা: We were sickened at the sight of so much slaughter/ sickened to see so many animals slaughtered. (৪) sicken of something ক্লান্ত বা বিতৃষ্ণ হওয়া: I am sickened of trying to keep him in good humour. sickening[সিকানিঙ্] (adjective) বিরক্তিকর; বিতৃষ্ণাকর; বমি আসে এমন: a sickening sight; sickening cruelty.
- English Word sickish Bengali definition [সিকিশ্] (adjective) কিঞ্চিৎ অসুস্থ; কিছুটা বিতৃষ্ণাকর: feel sickish; a sickish smell.
- English Word sickle Bengali definition [সিক্ল্] (noun) [countable noun] কাস্তে।
- English Word sickly Bengali definition [সিক্লি্] (adjective) (১) প্রায়ই অসুস্থ হয় এমন; রুগ্ণ: a sickly child. (২) রুগ্ণদর্শন; ফ্যাকাসে: He looked rather sickly. (৩) দুর্বল; ক্ষীণ; অসুখী মনে হয় এমন: a sickly smile. (৪) বিতৃষ্ণা বা বমনেচ্ছা জাগ্রত করে বা করতে পারে এমন: a sickly taste.
- English Word sickness Bengali definition [সিক্নিস্] (noun) (১) [uncountable noun] অসুস্থতা: I couldn’t attend the seminar because of sickness. sickness benefit অসুস্থতার কারণে কাজে যোগ দিতে না-পারলে কাউকে ইনস্যুরেন্স হিসেবে যে অর্থ দেওয়া হয়। (২) [countable noun, uncountable noun] (কোনো বিশেষ) ব্যাধি বা অসুস্থতা: Suffer from sea sick-ness. (৩) [uncountable noun] বমনেচ্ছা; বমন।
- English Word side 1 Bengali definition [সাইড্] (noun) [countable noun] (১) কোনো কঠিন বস্তুর সমতল বা প্রায় সমতল বহির্ভাগ বা উপরিভাগ: The six sides of a cube. (২) পার্শ্বদেশ (শীর্ষদেশ বা তলদেশ নয়): A box has a top, a bottom and four sides. (৩) শীর্ষদেশ বা তলদেশ বা সম্মুখভাগ বা পশ্চাদ্ভাগ নয় এমন পার্শ্বদেশ; The side entrance of a house (সামনের বা পিছনের প্রবেশপথের বিপরীতে)I ৪ (গণিত) ত্রিভুজ বা চতুর্ভুজের মতো কোনো সমতল ক্ষেত্রকে বন্ধনকারী রেখা; বাহু; ভুজ। (৫) কাগজ, কাপড় বা পাত আকারে প্রস্তুত অন্য যেকোনো বস্তুর দুটি পিঠের যেকোনোটি; পৃষ্ঠ; পৃষ্ঠা: write on one side of the paper only. The wrong side of cloth, কাপড়ের উল্টা দিক। (৬) খাড়া, ঢালু, গোলাকার বা বক্রাকার কোনোকিছুর বহির্ভাগ বা অন্তর্ভাগ: The side of a mountain, পর্বতপার্শ্ব; prehistoric paintings on the sides of a cave, গুহাগাত্র। (৭) ব্যক্তির দেহপার্শ্ব: He was wounded in the right side. She sat by my side. split/burst one’s sides (laughing/with laughter) হেসে কুটি কুটি হওয়া। এর থেকে, side splitting (adjective) বাঁধভাঙা হাসির উদ্রেক করে এমন। by the side of; by one’s side কারো পাশে তুলনায়: He looked small by the side of his friend. (৮) (বিশেষত মৃত) প্রাণীর দেহপার্শ্ব: a side of beef. (৯) কোনো বস্তু, ক্ষেত্র, স্থান ইত্যাদির পার্শ্ববর্তী অংশ: The west side of the village; the debit side of an account; the other side of the room. on/from all sides; on/from every side সবদিকে/সবদিক থেকে; সবখানে; সর্বত্র। take somebody on one side (আড়ালে কথা বলার জন্য) কাউকে একপাশে ডেকে/টেনে নেওয়া। on the right/wrong side of (fifty, etc) (পঞ্চাশ বছরের ইত্যাদি) নিচে/উপরে। (do something) on the side, (ক) দ্রষ্টব্য sideline. (খ) গোপনে বা সন্তর্পণে কিছু করা: He’s in the Opposition but he regularly sees people in power on the side. put something on one side (ক) একপাশে বা আলাদা করে সরিয়ে রাখা। (খ) ব্যবস্থা গ্রহণ/মুলতবি রাখা। (১০) পরস্পরবিরোধী দুটি দল বা পক্ষের একটি; The winning/losing side; take sides; পক্ষ নেওয়া। be on somebody’s side কারো পক্ষে থাকা বা কারো সমর্থক হওয়া: Are you on my side or not? let the side down নিম্নমানের শৈলী বা কুশলতা প্রদর্শন করে নিজের পক্ষ বা দলের লোকজনদের হতাশ করা। take sides (with) বিতর্ক বা বিরোধে কারো পক্ষ অবলম্বন করা। দ্রষ্টব্য side 2 off/on side (ফুটবল, হকি খেলার মাঠে বল ধরার বা বল মারার) নিয়মবিরুদ্ধ/নিয়মসম্মত অবস্থান। (১১) দিক; প্রেক্ষাপট: The dark side of life, জীবনের অন্ধকার দিক; consider all sides of a question, কোনো প্রশ্নের সব দিক বিবেচনা করা: There are two sides to the story, ঘটনার দুটি দিক বা লক্ষ্য। on the high/low, etc side উপরের দিকে/নিচের দিকে ইত্যাদি: Prices of raw jute are now on the low side. (১২) পিতৃকূল বা মাতৃকূল: a cousin on my mother’s side. (১৩) [uncountable noun] (কথ্য) উদ্ধত আচরণ; ঔদ্ধত্য। have no/be without side ঔদ্ধত্য প্রদর্শন না-করা। put on side ঔদ্ধত্য প্রদর্শন করা। (১৪) (যৌগশব্দ)side arms (noun) (plural) সৈনিকদের দেহের বামপাশে ঝুলিয়ে বহন করা তলোয়ার বা বেয়নেট। ~board (noun) খাবার ঘরের দেওয়ালের পাশে রাখা দেরাজ ও তাকওয়ালা টেবিল। side burns/- boards (noun) (plural) জুলফি। side car (noun) মোটরসাইকেলের পাশে বাধা ছোট এক-চাকা গাড়ি। side chapel (noun) গির্জার পাশে বা অভ্যন্তরে ক্ষুদ্র ভজনালয়। side dish (noun) মূল খাবারের সঙ্গে পরিবেশিত অতিরিক্ত খাদ্যসামগ্রী। sidedrum (noun) জ্যাজ সংগীত বা মিলিটারি বাজনায় ব্যবহৃত ছোট দুই-মাথা ড্রাম (শুরুতে ঢাকির পাশে ঝোলানো থাকতো)I sideeffect (noun) ( ওষুধপত্রের) পার্শ্বপ্রতিক্রিয়া। sideface (adverb) পাশ থেকে: photograph somebody sideface, পাশ থেকে কারো ছবি তোলা। sideglance (noun) বাঁকা চাহনি; কটাক্ষ। sideissue (noun) পার্শ্বপ্রসঙ্গ; গৌণবিষয়। sidelight (noun) পার্শ্বপ্রদীপ; (লাক্ষণিক) প্রাসঙ্গিক নজির বা তথ্য। sideline প্রধান পণ্যসামগ্রীর সঙ্গে যে আনুষঙ্গিক পণ্যসামগ্রী বিক্রি করা হয়, উপরি কাজ। sidelines (noun) (plural) ফুটবল মাঠ, টেনিস কোর্ট ইত্যাদির পার্শ্বরেখা (সংলগ্ন স্থান)। on the sidelines (লাক্ষণিক) অংশ নিয়ে নয়; শুধু দর্শক হিসেবে। sidelong (adjective), (adverb) আড়াআড়ি; তির্যক; আড়াআড়ি বা তির্যকভাবে: look sidelong at somebody, কারো দিকে আড়াআড়িভাবে চাওয়া; a sidelong glance, তির্যকদৃষ্টি; আড়াআড়ি চাহনি। sideroad (noun) প্রধান সড়ক থেকে বেরিয়ে আসা ছোট সড়ক। sidesaddle (noun) মহিলারা ঘোড়ার পিঠের একপাশে দুই পা রেখে বসতে পারে এমনভাবে তৈরি জিন। sideslow (noun) (ক) মেলা বা বড় কোনো প্রদর্শনীতে আয়োজিত ক্ষুদ্র প্রদর্শনী বা শো। (খ) আনুষঙ্গিক ক্রিয়াকলাপ। sideslip (noun) (ক) (মোটরসাইকেল বা মোটরগাড়ির) একপাশে কাত হয়ে পিছলানো। (খ) সামনের দিকে না এগিয়ে পাশের দিকে কাত হয়ে উড়ে যাওয়া। (verb intransitive) এরূপ কাত হয়ে পিছলে পড়া বা কাত হয়ে পাশের দিকে উড়ে যাওয়া। sidestep (noun) একপাশে সরে যাওয়া (আঘাত এড়ানোর জন্য মুষ্টিযোদ্ধারা যেমন করে থাকে); পার্শ্বপদক্ষেপ। (verb transitive), (verb intransitive) একপাশে সরে গিয়ে (আঘাত ইত্যাদি) এড়িয়ে যাওয়া; ( কোনো প্রশ্ন) এড়িয়ে যাওয়া; একপাশে সরে দাঁড়ানো। sidestroke (noun) কাত হয়ে সাঁতরানো। sidetrack (noun) রেলের পার্শ্বলাইন; শাখাপথ। (verb transitive) (রেলগাড়িকে) পাশের লাইনে নিয়ে যাওয়া বা দাঁড় করানো; (লাক্ষণিক) (কাউকে) লক্ষ্যভ্রষ্ট করা; (প্রস্তাব ইত্যাদির) বিবেচনা স্থগিত করা। sideview (noun) পার্শ্বচিত্র। sidewalk (noun) (প্রধানত America(n); British/Britain= pavement) ফুটপাত। sidewards [সাইড্ওআডজ্], sideways [সাইড্ওএইজ্] (adverb(s) পাশের দিক; পাশ থেকে; কাত হয়ে; কাত করে; look sideways at somebody; carry something sideways through a narrow opening; (attributive(ly) একপাশে বা একদিকে চালিত। sidewhiskers (noun) (plural) জুলফি। side sided [সাইড্সাইডিড্] (suffix) নির্দিষ্ট সংখ্যক রাহুসংবলিত: a three sided figure; একাধিক দিক বিশিষ্ট: a many sided question.
- English Word side 2 Bengali definition [সাইড্] (verb intransitive) side with পক্ষ নেওয়া: side with the victor.
- English Word sidereal Bengali definition [সাইডিআরিআল্] (adjective) নক্ষত্র ও তার পরিমাপ-বিষয়ক; নাক্ষত্রিক: sidereal time, নক্ষত্র দ্বারা পরিমাপিত সময়; নাক্ষত্রিক সময়; the sidereal year, নাক্ষত্রিক বছর, অর্থাৎ ৩৬৫ দিন, ৬ ঘণ্টা, ১০ মিনিট।
- English Word siding Bengali definition [সাইডিঙ্] (noun) [countable noun] রেলের মূললাইনের সঙ্গে সংযুক্ত ছোট লাইন, এর সাহায্যে রেলগাড়ির লাইন বদল করা হয়।
- English Word sidle Bengali definition [সাইড্ল্] (verb intransitive) sidle along/off; sidle away from/up to somebody ভয় বা লজ্জাকাতর হয়ে অগ্রসর হওয়া।
- English Word Sidr Bengali definition [সিডর] (noun) ইংরেজি very severe cyclonic storm- এর সংক্ষেপ হচ্ছে sidr. তবে শ্রীলংকান শব্দ ‘সিডর’ বা ‘চোখ’- এর নামে এর নামকরণ করা হয়েছে। এটির আরেক নাম ‘ট্রপিক্যাল সাইক্লোন ০৬বি’: Cyclone Sidr struck the south-west coast of Bangladesh.
- English Word siege Bengali definition [সীজ্] (noun) [countable noun, uncountable noun] (সেনাবাহিনী কর্তৃক নগর বা দুর্গ) অবরোধ; এমন অবরোধের কাল: a siege of 100 days; the siege of Troy. lay siege to (a town, etc) (নগর ইত্যাদি) অবরোধ করা। raise a siege অবরোধ ভেঙ্গে ফেলা। siege artillery/guns অবরোধে ব্যবহৃত ভারী কামান।
- English Word sienna Bengali definition [সিএনা] (noun) [uncountable noun] রঙের কাজে ব্যবহৃত মাটিবিশেষ: burnt sienna, গৈরিক মাটি।
- English Word sierra Bengali definition [সিএরা] (noun) (বিশেষত স্পেন ও স্পেনীয় আমেরিকার) খাড়া ঢালসংবলিত দীর্ঘ পর্বতমালা।
- English Word siesta Bengali definition [সিএস্টা] (noun) [countable noun] দিবানিদ্রা; বিশেষত গ্রীষ্মপ্রধান দেশে দুপুরের ঘুম।
- English Word sieve Bengali definition [সিভ্] (noun) [countable noun] ঝাঁজরি; চালনি। have a head/memory like a sienna কোনোকিছুই মনে রাখতে না-পারা। □ (verb transitive) চালনি দিয়ে চালা বা ছাঁকা।
- English Word sift Bengali definition [সিফ্ট্] (verb transitive), (verb intransitive) (১) sift (out) (from) চালনি দিয়ে ছেঁকে আলাদা করা: sift the wheat from the chaff. (২) চালনি দিয়ে ছাঁকা: sift flour. (৩) (লাক্ষণিক) খুঁটিয়ে পরীক্ষা করা: sift the evidence. (৪) যেন চালনির ভিতর দিয়ে বেরিয়ে আসা। sifter (noun) রান্না করার জন্য চালনির মতো ছোট পাত্র।
- English Word sigh Bengali definition [সাই] (verb intransitive), (verb transitive) (১) দীর্ঘশ্বাস ফেলা; (বাতাস) দীর্ঘশ্বাসের মতো শব্দ করে প্রবাহিত হওয়া। (২) sigh for something কোনো কিছুর জন্য দীর্ঘশ্বাস ফেলা, অর্থাৎ মনে গভীর আকুলতা রোধ করা; sigh for one’s childhood home. (৩) sigh (out) দীর্ঘশ্বাসসহকারে বলা বা প্রকাশ করা: sigh out a pryer. □ (noun) [countable noun] দীর্ঘশ্বাস: heave a sigh; a sigh of relief.