Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sight 1 Bengali definition [সাইট্] (noun) (১) [uncountable noun] দৃষ্টিশক্তি: He has lost his sight, দৃষ্টিশক্তি হারিয়েছেন, অর্থাৎ, অন্ধ হয়ে গেছেন। know somebody by sight, কাউকে শুধু মুখ দেখে চেনা, অর্থাৎ, পরিচয় হয়নি। second sight, দ্রষ্টব্য second 1 (১). (২) [uncountable noun] কিন্তু কখনো কখনো indefinite article- সহযোগে) দেখা: We had to wait another three days at sea for our first sight of land. catch sight of; have/get a sight of দেখতে পাওয়া: If you ever catch sight of Ramiz Miah anywhere, call the police. keep sight of; keep somebody/something in sight কাছাকাছি থাকা যাতে দেখা যায় বা লক্ষ রাখা যায়; চোখে চোখে রাখা। lose sight of আর দেখতে না-পাওয়া; আর মন দিতে না-পারা; ভুলে যাওয়া: In a minute I lost sight of the balloon. We must not lose sight of the fact that the times are changing. at/on sight দেখামাত্র: a draft payable at sight. The police had orders to shoot at sight. at first sight প্রথম দেখায়; বিচার, বিবেচনা ইত্যাদি ছাড়াই: At first sight the documents seemed forged. love at first sight. প্রথম দর্শনেই প্রেম। at (the) sight of দেখে; দেখতে পেয়ে: The gangsters ran off at the sight of the police. (৩) দৃষ্টিসীমা; দৃষ্টিক্ষেত্র: in/within/out of (one’s) sight; দৃষ্টিসীমার ভিতরে/বাইরে: A peaceful settlement of the gulf crisis is not yet in sight. in/within/out of sight of something (দর্শনকারী) যেখান থেকে কোনোকিছু দেখা যায়/যায় না: We were still within/out of sight of the shore, আমরা তখনো তীর দেখতে পাচ্ছিলাম/পাচ্ছিলাম না। come in to/go out of sight দৃষ্টিসীমার ভিতরে আসা/বাইরে চলে যাওয়া। keep out of sight চোখের অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থাকা। keep out of somebody’s sight কারো চোখের বাইরে থাকা, অর্থাৎ দৃষ্টিগোচর না- হওয়া। (৪) [uncountable noun] অভিমত; দৃষ্টিভঙ্গি: All men are equal in the sight of God. Do what is right in your own sight. (৫) [countable noun] দর্শনীয় বস্তু; (plural) কোনো স্থান বা এলাকার দর্শনীয় বস্তুসমূহ: The Tajmahal is one of the sights of the world. see the sights of Dhaka. এর থেকে, sight-seeing (noun) দর্শনীয় স্থান ইত্যাদি ঘুরে ঘুরে দেখা। sightseer [সাইট্‌সীআ(র্‌)] (noun) যে ব্যক্তি দর্শনীয় স্থানাদি ঘুরে ঘুরে দেখেন। a sight for sore eyes যে ব্যক্তি বা বস্তুকে দেখলে দুই চোখ জুড়িয়ে যায়। (৬) a sight (কথ্য) যে ব্যক্তি বা বস্তুকে দেখলে হাসি পায় যা কটু কথা ওঠে: What a sight you are! তোমাকে দেখে হাসি পাচ্ছে। (৭) [countable noun] (প্রায়ই plural) রাইফেল, টেলিস্কোপ ইত্যাদি ব্যবহারকালে নিশানা বা লক্ষ্য স্থির করতে সহায়ক হয় এমন কল: the sights of a rifle; এ রকম কলের সাহায্যে স্থির করা নিশানা বা পর্যবেক্ষণ ক্ষেত্র: take a careful sight before firing; take a sight with a compass. (৮) a sight (অপশব্দ) বিপুল পরিমাণ: It cost me a sight of money. He’s a sight (adverbial= অত্যন্ত) too clever to be outdone by his rival in politics. not by a long sight কাছাকাছিও নয়। - sighted (suffix) (adjective- সহ) দৃষ্টিসম্পন্ন: far-sighted, দূরদৃষ্টিসম্পন্ন।
  • English Word sight 2 Bengali definition [সাইট্‌] (verb transitive) (১) (বিশেষত কাছে এসে) দেখতে পাওয়া: After weeks at sea, we sighted land. (২) (টেলিস্কোপ বা দূরবীক্ষণে) দৃষ্টিসহায়ক কল ব্যবহার করে (নক্ষত্র ইত্যাদি) পর্যবেক্ষণ করা; (বন্দুকের) দৃষ্টিসহায়ক কল ঠিকমতো লাগানো; (বন্দুক ইত্যাদিতে) দৃষ্টিসহায়ক কল লাগানোsighting (noun) কোনোকিছু দৃষ্টিগোচর হওয়ার উপলক্ষ্য বা সময়; new sightings of the Ramgar tiger.
  • English Word sightless Bengali definition [সাইট্‌লিস্‌] (adjective) দৃষ্টিহীন; অন্ধ
  • English Word sign 1 Bengali definition [সাইন] (noun) [countable noun] (১) প্রতীকী বস্তু বা প্রতীকী চিহ্ন: mathematical signs, যথা: +,- , × , ÷। (২) সতর্ক করার জন্য বা পথ নির্দেশ করার জন্য কাঠের ফলক বা ধাতব প্লেটের উপর লিখিত শব্দ, চিহ্ন, নকশা ইত্যাদি: traffic signs. signpost রাস্তার গন্তব্যস্থলের নাম (ও প্রায়ই দূরত্ব) নির্দেশক দণ্ড বা সাইনপোস্ট, বিশেষত চৌমাথায় এই সাইনপোস্ট বসানো হয়। □ (verb transitive) সাইনপোস্ট বসানো: The road is sign posted. (৩) কোনোকিছুর অস্তিত্ব বা সম্ভাব্যতা নির্দেশ করে কিংবা তার প্রমাণ বহন করে এমন কোনোকিছু; কোনোকিছুর চিহ্ন বা লক্ষণ: I saw signs of suffering on her face. Those dark clouds are a sign of rain. a sign of fear; a sign of weakness. sign and counter sign (যে গুপ্ত বাক্যের সাহায্যে) মিত্রকে শত্রু বা অমিত্রজন থেকে আলাদা করে চেনা যায়। (৪) ইশারা, সংকেত: a sign-language, মূক ও বধিরদের ব্যবহৃত ভাষা; সাংকেতিক ভাষা। (৫) sign (-board) ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ইত্যাদিতে ব্যবহৃত সাইনবোর্ডsign-painter (noun) যে ব্যক্তি সাইনবোর্ড অঙ্কন করে।
  • English Word sign 2 Bengali definition [সাইন্‌] (verb transitive), (verb intransitive) (১) নাম সই করা; দস্তখত করা: sign a deed of agreement; sign a cheque. sign something away নাম সই করে (অধিকার, বিষয় সম্পত্তি ইত্যাদি) ছেড়ে দেওয়া। sign (somebody) in/out আগমন/নির্গমনের প্রমাণ হিসেবে নিজের/কারো নাম সই করা/সই করিয়ে রাখা। sign on (কথ্য) (বেকার শ্রমিক) (অসুস্থ, পঙ্গু, বেকারদের জন্য সরকার কর্তৃক গঠিত) সামাজিক নিরাপত্তা তহবিল থেকে অর্থসাহায্য প্রাপ্তির জন্য আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হওয়া। দ্রষ্টব্য social (২). sign on/up (শ্রমিক ইত্যাদি) নিয়োগের জন্য চুক্তিতে সই করা: These men have already signed up with a Japanese firm for the construction of the bridge. sign somebody on/up (নিয়োগ কর্তা ইত্যাদি) চুক্তিবদ্ধ করা: The firm signed some hundred workers for the project. sign something over (to somebody) বৈধ দলিলপত্রে নাম সই করে কারো কাছে কোনোকিছু বিক্রির কাজ পাকা করা। (২) sign (to/for) somebody (to do something) (কাউকে কোনো কিছু করার জন্য) ইশারায় নির্দেশ বা অনুরোধ করা: He signed to me to close the door. (৩) sign on/off (রেডিও) বিশেষ বাজনা দিয়ে বা সংকেতধ্বনি করে কোনো বেতার কার্যক্রমের শুরু বা সমাপ্তি নির্দেশ করা
  • English Word signal 1 Bengali definition [সিগ্‌নাল্] (noun) [countable noun] (১) সংকেত, সিগন্যাল: traffic signals; hand signals; radio signals; give the signal for an attack. signal-box (noun) রেলচলাচল নিয়ন্ত্রণের জন্য সিগ্‌ন্যাল ঘর। signal-man [সিগ্‌নাল্-মান্‌] (noun) যে ব্যক্তি রেলচলাচল নিয়ন্ত্রণের জন্য সিগ্‌ন্যাল দেওয়ার কাজ করে; যে ব্যক্তি (সেনা ও নৌবাহিনীতে) বার্তা প্রেরণ ও গ্রহণের কাজ করে। signal-gun (noun) বিপদসূচক তোপধ্বনি। (২) প্রত্যক্ষ কারণ: The arrest of the leader of the opposition was the signal for an outburst of violence. (৩) রেডিও, টিভি ইত্যাদির ইলেকট্রনিক স্পন্দন; প্রেরিত বা গৃহীত শব্দচিত্র বা টিভিচিত্র: an area with a poor TV signal. □ (verb transitive), (verb intransitive) ইশারা করা; সংকেত দ্বারা প্রেরণ করা; সংকেত ব্যবহার করা: signal a message, signal (to) the waiter to clear the table. sailors signal with lights at night signaler (America(n)= signaler) [সিগ্‌নালা(র্‌)] (noun) বিশেষত বার্তা প্রেরণ ও গ্রহণ কাজে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক (তুলনীয় নৌবাহিনীতে ব্যবহৃত signalman)।
  • English Word signal 2 Bengali definition [সিগ্‌নাল্] (attributive(ly)) (adjective) লক্ষণীয়; বিশিষ্ট: a signal achievement/victory/success. signaly [সিগ্‌নালি](adverb) লক্ষণীয়ভাবে।
  • English Word signalize, signalise Bengali definition [সিগনালাইজ্‌] (verb transitive) (কোনো ঘটনাকে) বিশিষ্ট বা লক্ষণীয় করে তোলা
  • English Word signatory Bengali definition [সিগ্‌নাট্রি America(n) [সিগ্‌নাটোরি] (noun) [countable noun] চুক্তিপত্রে স্বাক্ষরদাতা (ব্যক্তি, দেশ প্রভৃতি): Signatories to a treaty; (attributive(ly)) the signatory powers.
  • English Word signature Bengali definition [সিগ্‌নাচা(র্‌)] (noun) [countable noun] (১) স্বাক্ষর; দস্তখত: put one’s signature to a document. (২) signature tune কোনো বেতারকেন্দ্র বা বিশেষ কোনো বেতার কার্যক্রম বা বেতার সম্প্রচারকের পরিচয়জ্ঞাপক বাজনাkey signature (সংগীত) স্বর পরিবর্তনের নিদর্শন।
  • English Word signet Bengali definition [সিগ্‌নিট্] (noun) [countable noun] স্বাক্ষরের সঙ্গে বা স্বাক্ষরের পরিবর্তে ব্যবহৃত ব্যক্তিগত সিলমোহরsignet-ring (ব্যক্তিগত) সীলমোহরযুক্ত আংটি। Writer to the Signet স্কটল্যান্ডের আইনবিষয়ক কর্মকর্তা।
  • English Word significance Bengali definition [সিগ্নিফিকান্‌স্] (noun) তাৎপর্য; অর্থ; মানে; গুরুত্ব: the significance of a question; a matter of great significance.
  • English Word significant Bengali definition [সিগ্‌নিফিকান্‌ট্‌] (adjective) significant (of) বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ; গুরুত্বপূর্ণ: a significant development in national politics. Few things are more significant of a man’s interests than the books on his shelves.
  • English Word signification Bengali definition [সিগ্‌নিফিকেইশ্‌ন্‌] (noun) [countable noun] (শব্দ ইত্যাদির ঈপ্সিত) অর্থ
  • English Word significative Bengali definition [সিগ্‌নিফিকাটিভ্‌ America(n)–কেইটিভ্‌] (adjective) significative (of) কোনোকিছুর সাক্ষ্য বহনকারী
  • English Word signify Bengali definition [সিগ্‌নিফাই] (verb transitive), (verb intransitive) (১) (আপন মতামত, ইচ্ছা, অভিপ্রায় ইত্যাদি) জানানো: My father signified his approval by smiling towards me; কোনোকিছুর লক্ষণ বা নিদর্শন হওয়া: Does his silence signify his disagreement? Do dark clouds signify rain? অর্থ বোঝানো: What does this line signify? (২) গুরুত্বপূর্ণ হওয়া: His presence signifies much.
  • English Word Signor Bengali definition [সীনিও(র্‌)] signora [সিনিওরা], signorina [সিনিওরীনা] (noun(s)) Signor ইতালীয়দের ব্যবহৃত সম্বোধন পদ; যথাক্রমে ইংরেজি Mr, Mrs ও Miss- এর সমার্থক; অথবা; ছোট s সহযোগে; Sir, Madam ও Young lady- এর সমতুল্য।
  • English Word silence Bengali definition [সাইলান্‌স্‌] (noun) [uncountable noun] (১) নীরবতা, শব্দহীনতা: The silence of the night. (২) কথা না-বলার/ জবাব না-দেওয়ার/মন্তব্য না-করার অবস্থা: His silence on this matter is surprising. Silence implies consent (প্রবাদ) মৌনতা সম্মতির লক্ষণ। reduce somebody to silence (বিশেষত) কারো যুক্তিখণ্ডন করে তাকে নির্বাক বা নীরব করে দেওয়া। in silence নীরবে: We listened to him in silence. □ (verb transitive) নীরব করে দেওয়া; (অপেক্ষাকৃত) শান্ত করা: silence a baby’s crying; silence one’s critics. silencer (noun) ইনজিনের বা বন্দুকের শব্দ কমানোর কলবিশেষ।
  • English Word silent Bengali definition [সাইলান্‌ট্] (adjective) (১) নীরব; শব্দহীন: a silent night, a silent film, নির্বাক ছায়াছবি। (২) স্বল্পভার্ষী; বাকবিমুখ; নিরুত্তর: He doesn’t know how to keep silent, মুখ বন্ধ করতে জানে না; She was silent about misfortune, দুর্ভাগ্য নিয়ে কোনো কথা বলেনি। silent partner (America(n))= sleeping partner. (৩) লিখিত কিন্তু উচ্চারিত নয় এমন: a silent letter, যথা, doubt শব্দে b. silently (adverb)
  • English Word silhouette Bengali definition [সিলূএট্‌] (noun) ছায়াচিত্র; ছায়ামূর্তি; হালকা বা অনুজ্জ্বল পটভূমিতে দেখা কারো বা কোনোকিছুর রূপরেখা: See something in silhouette. □ (verb transitive) (সাধারণত passive) ছায়াচিত্রে প্রদর্শন করা; হালকা পটভূমিতে রূপরেখায় দেখানো: The lone tree could seen silhouetted against the sky at dawn.
  • English Word silica Bengali definition [সিলিকা] (noun) [uncountable noun] কোয়ার্টজ্‌, পাথরবালি ও অন্যান্য পাথরের অন্যতম প্রধান উপাদান হিসেবে বিদ্যমান এবং কাচ তৈরিতে ব্যবহৃত খনিজ পদার্থ; সিলিকন ডাইক্সাইড (SiO 2)
  • English Word silicate Bengali definition [সিলিকেইট্‌] (noun) [uncountable noun] সিলিকা সংবলিত বিরাট সংখ্যক যৌগিকসমূহের যেকোনোটি; সিলিকেট
  • English Word silicon Bengali definition [সিলিকান্‌] (noun) [uncountable noun] অক্সিজেনের সঙ্গে সংযুক্ত অবস্থায় কোয়ার্টস, পাথর-বালি ইত্যাদিতে বিদ্যমান অধাতব উপাদান (প্রতীক Si); সিলিকনsilicon chip (noun) সিলিকনের তৈরি ছিলকা বা পাত; সিলিকন পাত।
  • English Word Silicone Bengali definition [সিলিকোন্‌] (noun) [uncountable noun] রং, বার্নিশ প্রভৃতিতে ব্যবহৃত সিলিকনের যৌগিক
  • English Word silicosis Bengali definition [সিলিকোসিস্‌] (noun) [uncountable noun] সিলিকা-ধূলি নিশ্বাসে গ্রহণের ফলে সৃষ্ট ফুসফুসের ব্যাধি, কয়লাখনির শ্রমিকদের মধ্যে এই রোগ দেখা যায়
  • English Word silk Bengali definition [সিল্‌ক্‌] (noun) (১) [uncountable noun] রেশমি সুতা; রেশম; (attributive(ly)) রেশমে তৈরি: raw silk; a silk sari. silk-screen (painting) মুদ্রণ প্রণালিবিশেষ, এতে সিল্কের বা রেশমের স্টেনসিল ব্যবহার করা হয়। silk-worm (noun) রেশমগুটি। (২) (plural) রেশমি বস্ত্র: dressed in silks. (৩) [countable noun] (ইংল্যান্ডে) রাজা বা রানির আইন-উপদেষ্টা (সংক্ষেপে KC, QC.) দ্রষ্টব্য counsel 1 (৩). take silk রাজা বা রানির আইন উপদেষ্টা হওয়া।
  • English Word silken Bengali definition [সিল্‌কান্] (adjective) (১) নরম ও মসৃণ; নরম ও চকচকে: a silken voice; silken hair. (২) (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) রেশমে তৈরি: silken dresses.
  • English Word silky Bengali definition [সিল্‌কি] (adjective) রেশমের মতো; রেশমি: a silky manner, অত্যন্ত ভদ্র, কোমল, বিনয়-বিগলিত ভাব বা ব্যবহার। silkiness (noun)
  • English Word sill Bengali definition [সিল্] (noun) [countable noun] জানালা বা (কদাচিৎ) দরজার চৌকাঠের নিম্নাংশ
  • English Word sillabub Bengali definition (America(n)= syllabub) [সিলাবাব] (noun) [countable noun, uncountable noun] দুধ বা দুধের সর মদের সঙ্গে মিশিয়ে দইয়ের মতো করে তৈরি নরম মিষ্টি খাবারবিশেষ