• Bengali Word shell English definition [শেল্‌] (noun) [Countable noun] ১ ডিম, বাদাম, কোনো কোনো বীজ ও ফল এবং কিছু কিছু প্রাণিদেহের শক্ত বহিরাবরণ; খোলা; খোলক; খোসা; বর্ম।
    go/retire into one’s shell নিজের খোলে প্রবেশ করা; লাজুক, মৌন বা আত্মস্থ হওয়া। come out of one’s shell নিজের খোল থেকে বেরিয়ে আসা। shell-fish (noun) শক্ত খোলসওয়ালা কম্বোজ (ঝিনুক ইত্যাদি) ও কবচী (কাঁকড়া, চিংড়ি ইত্যাদি) প্রাণী; খোলসি মাছ। (২) অসম্পূর্ণ বা শূন্য ভবন, জাহাজ ইত্যাদির দেওয়াল, কাঠামো ইত্যাদি; খোলস: the shell of a building partially consumed by fire. (৩) (America(n)= cartridge) গোলা। দ্রষ্টব্য cartridge. shell-proof (adjective) গোলাভেদ্য। shell-shock (noun) গোলাবিস্ফোরণের ঝাপটা ও অতিশব্দজনিত স্নায়বিক বা মানসিক বৈকল্য; গোলাঘটিত বৈকল্য। (৪) দাঁড়টানা হালকা বাইচের নৌকা। □ (verb transitive), (verb intransitive) (১) খোসা ছাড়ানো; খোলসমুক্ত করা: to shell peas. (২) গোলাবর্ষণ করা: shell the enemy’s position. (৩) shell out (কথ্য) (অর্থ, নির্ধারিত অঙ্ক পরিশোধ করা; ব্যয় মেটানো: Who will shell out (the money) for the festivities?