Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shape 1 Bengali definition [শেইপ্] (noun) (১) [countable noun, uncountable noun] আকার; আকৃতি; মূর্তি; রূপ; গড়ন; ডৌল: dolls of different shapes and sizes. get/ put something into shape নির্দিষ্ট আকার দেওয়া; সুবিন্যস্ত করা: get one’s ideas into shape. give shape to (স্পষ্ট করে) প্রকাশ করা। knock something into/out of shape যথোচিত আকার দেওয়া/নষ্ট করা। take shape সুনির্দিষ্ট রূপ পরিগ্রহ করা: The dissertation is beginning to take shape. take shape in অভিব্যক্তি/প্রকাশ লাভ করা: His ideas took shape in long winded lectures. in shape আকারে; রূপে; মূর্তিতে; বেশে: a monster in human shape. (২) ধরন; রকম; প্রকার: We’ve had no help from you in any shape or form. (৩) অবস্থা: Are you in good shape for the next wresting bout? (৪) [countable noun] অস্পষ্ট আকার/মূর্তি; ছায়ামূর্তি: We discerned two shapes through the mist. (৫) [countable noun] নকশা; ছাঁচ; আদল
  • English Word shape 2 Bengali definition [শেইপ্] (verb transitive), (verb intransitive) (১) আকার/রূপ দেওয়া; গড়া: shape a pot on a wheel. (২) গড়ে ওঠা; রূপ পরিগ্রহ করা: The trainees are shaping satisfactorily, তাদের অগ্রগতি সন্তোষজনক। shapeless (adjective) নিরাবয়ব; বেঢপ; কদাকার; সৌষ্ঠবহীন। shapelessly (adverb) কদাকারভাবে। shapelessness (noun) আকারহীনতা; সৌষ্ঠবহীনতা।
  • English Word shapely Bengali definition [শেইপ্‌লি] (adjective) (shapelier, shapeliest) (বিশেষত কোনো ব্যক্তির রূপ বা অঙ্গ) সুগঠিত; সুডৌল; সুরূপ; সুঠাম
  • English Word sharbat Bengali definition [শর্‌বত্] (noun) [uncountable noun] (১) মাদকহীন মিষ্ট পানীয়বিশেষ; শরবত(২) (British/Britain) (অপিচ sherbet [শর্‌বত্]) এক ধরনের মিষ্টি পাউডার, যা পানিতে মিশিয়ে অথবা সরাসরি খাওয়া হয়: a beg of sherbet. (৩) (America(n))= sorbet.
  • English Word shard Bengali definition [শা:ড্] (noun) (প্রাচীন প্রয়োগ তবে মালী ও প্রত্নতাত্ত্বিকরা এখনো ব্যবহার করে থাকেন) মাটির পাত্রের ভাঙা টুকরা; খোলামকুচি
  • English Word share 1 Bengali definition [শেআ(র্‌)] (noun) (১) [countable noun] অংশ; হিস্যা; ভাগ; বখরা; অংশভাগgo shares (with somebody) (in something) (মুনাফা, ব্যয় ইত্যাদি) অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া; (অন্যের সঙ্গে) আংশিক মালিক হওয়া; (খরচের) অংশবিশেষ পরিশোধ করা। sharecropper (noun) (কোনো কোনো দেশে) বর্গা চাষি। (২) [uncountable noun] কোনো কর্ম, উদ্যোগ ইত্যাদিতে ব্যক্তিবিশেষের গৃহীত বা প্রাপ্ত অংশ; ভাগ: Do you have any share in our success? I fully accept my share of the blame. (৩) একটি কোম্পানির মূলধনকে যেসব সমান অংশে ভাগ করা হয় তার যেকোনো একটি অংশের মালিক আনুপাতিক হারে মুনাফার অংশের দাবিদার হন; হিস্যা: hold 100 share in a construction company. ordinary share যে হিস্যায় অগ্রাধিকারভিত্তিক (preference share দ্রষ্টব্য) লভ্যাংশ প্রদানের পর অবশিষ্ট মুনাফা অনুযায়ী লভ্যাংশ দেওয়া হয়; সাধারণ হিস্যা। preference share যে হিস্যায় অন্যদের মধ্যে মুনাফা বণ্টনের আগেই নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়; অগ্রাধিকার হিস্যা। share certificate হিস্যার মালিকানাবিষয়ক প্রমাণপত্র; হিস্যার সনদ। share-holder (noun) হিস্যাদার। shareindex (noun) হিস্যার মূল্যের হ্রাসবৃদ্ধি দেখাবার জন্য সূচকসংখ্যা; হিস্যার সূচক। □ (verb transitive), (verb intransitive) (১) share something out (among/between) হিস্যা/অংশ দেওয়া; ভাগবাটোয়ারা করা: share the sweets among the children. সুতরাং share-out (noun) বণ্টন; বাটোয়ারা। share something with somebody ভাগ করে নেওয়া। (২) share something (with somebody) ভাগাভাগি করা; ভাগ করে ব্যবহার/ভোগ করা: He gladly agreed to share the room with me . (৩) share (in) something অংশ নেওয়া; অংশভাগ হওয়া: He will share (in) the cost with me. share and share alike (কোনো কিছুর ব্যবহার, উপভোগ, ব্যয়ভার ইত্যাদিতে) অন্যের সঙ্গে সমভাবে অংশীদার হওয়া।
  • English Word Share 2 Bengali definition [শেআ(র্‌)] (noun) লাঙলের ফলা; ফাল
  • English Word Shariat Bengali definition [শরিআত্] (noun) ইসলামের ধর্মীয় আইন; শরিয়ত
  • English Word shark Bengali definition [শা:ক্] (noun) (১) হাঙরshark skin (noun) বহির্বাসের জন্য ব্যবহৃত মসৃণ ও চকচকে জমিনবিশিষ্ট বস্ত্রবিশেষ: a shark skin jacket/suit. (২) জোচ্চোর; সুদখোর
  • English Word sharp Bengali definition [শা:প্] (adjective) (sharper. sharpest) (১) ধারালো; শাণিত; তীক্ষ্ণ; সূক্ষ্মাগ্র: a sharp knife. (২) স্পষ্ট; পরিচ্ছন্ন: sharp an outline; a sharp image (আলোকচিত্র) আলোছায়ার সুস্পষ্ট বৈপরীত্যবিশিষ্ট। (৩) (বাঁক, মোড়, ঢাল ইত্যাদি) আকস্মিক; আচমকা; তীক্ষ্ণ: a sharp bend in the road, sharp-featured, (ব্যক্তি) কাটাকাটা/তীক্ষ্ণ/চেহারার। (৪) (শব্দ) তীক্ষ্ণ; কানফাটা; সুতীব্র; কর্ণবিদারী: a sharp cry of distress. (৫) ক্ষিপ্র বোধসম্পন্ন; তীক্ষ্ণ: sharp eyes/ears; a sharp intelligence; a sharp child, তীক্ষ্ণধী শিশু। sharp-shooter (noun) (যুদ্ধে) যে স্থানে লক্ষ্যবেধী গুলিচালনা আবশ্যক, সেখানে নিযুক্ত দক্ষ রাইফেলচালক; অব্যর্থলক্ষ্য গুলিচালক। সুতরাং sharp-eyed/ sharp-sighted (adjective) তীক্ষ্ণদৃষ্টি। sharp-witted (adjective) তীক্ষ্ণধী। (৬) (অনুভূতি ও স্বাদ) তীব্র; তীক্ষ্ণ; ঝাল; কড়া: a sharp pain; a sharp frost; a sharp flavor. (৭) কর্কশ; রূঢ়; পরুষ; কঠোর; কড়া: sharp words; a sharp rebuke; a sharp tongue. (৮) দ্রুত; ক্ষিপ্র; প্রাণবন্ত; তীব্র: go for a sharp walk; a sharp struggle/contest. (৯) অসৎ; নির্বিবেক; ধূর্ত: a sharp lawyer. sharp practice সম্পূর্ণ সৎ নয় এমন ব্যবসায়িক লেনদেন; অসাধু কারবার। (১০) (সংগীত) স্বাভাবিক উচ্চতার উপরে; তীব্র; (সুর) কড়ি: countable noun sharp. দ্রষ্টব্য flat 2 (৪). □ (Noun) (সংগীত) কড়ি সুর; কড়ি সুরের প্রতীক ‘#.’□ (Adverb) (১) কাঁটায় কাঁটায়; যথাসময়ে: at 5 (o’clock) sharp. (২) হঠাৎ; আচমকা; আকস্মিকভাবে: turn sharp to the right. (৩) (সংগীত) স্বাভাবিক উচ্চতার উপরে; উচ্চসুরে: sing sharp. (৪) look sharp সময় নষ্ট না করা; তাড়া করা(৫) sharp-set (adjective) ক্ষুধার্তsharpen [শা:পান্‌] (verb transitive), (verb intransitive) ধারালো করা বা হওয়া; শানানো; ধার ওঠা/দেওয়া; (পেনসিল) কাট। sharpener [শা:প্না(র)] (noun) যা দিয়ে ধার দেওয়া বা কাটা হয়: a pencil-sharpener. knife-sharpener. sharper (noun) জোচ্চোর, বিশেষত যে তাস খেলায় জোচ্চুরি করে জীবিকা নির্বাহ করে (card-sharper). sharply (adverb) তীক্ষ্ণভাবে; সুস্পষ্টভাবে; কড়াভাবে ইত্যাদি: a sharply pointed pencil; to answer sharply. sharpness (noun) তীক্ষ্ণতা; ধার; কার্কশ্য; পারুষ্য; তীব্রতা।
  • English Word shastra Bengali definition [শাস্‌ত্র] (noun) হিন্দুদের পবিত্র গ্রন্থ; শাস্ত্র
  • English Word shat Bengali definition [শ্যাট্] shit – এর (past tense, past participle
  • English Word shatter Bengali definition [শ্যাটা(র্‌)] (Verb transitive), (verb intransitive) ভেঙে চুরমার করা বা হওয়া; চূর্ণবিচূর্ণ করা/হওয়া; The vase hit the floor and shattered. shatterproof, দ্রষ্টব্য proof 2.
  • English Word shave Bengali definition [শেইভ্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle shaved কিংবা প্রধানত (adjective) হিসেবে 'shaven' [শিইভ্‌ন্‌]) (১) shave off (দাড়ি) চাঁছা, কামানো; মুণ্ডন করাshaving brush (noun) কামানোর আগে মুখে সাবান লাগানোর বুরুশ। (২) shave something off (পাতলা স্তর ইত্যাদি) চেঁছে ফেলা(৩) প্রায় গা ঘেঁষে যাওয়া: The car just shaved him by a centimetre. (৪) shaven (adjective রূপে past participle) clean-shaven, well-shaven পরিচ্ছন্নভাবে কামানো; সুমুণ্ডিত। □ (noun) [countable noun] (১) দাড়ি-চাঁছা; মুণ্ডন; ক্ষৌরকর্ম(২) স্পর্শ না-করে খুব কাছাকাছি গমন। (কেবল) a close/narrow shave (জখম, বিপদ ইত্যাদি থেকে) অল্পের জন্য পরিত্রাণ। shaver (noun) (১) (electric) shaver বৈদ্যুতিক মুণ্ডক(২) (কৌতুকাত্মক সাধারণত young shaver) ছেলেটা; তরুণshavings (noun) (plural) (বিশেষত র্যা দা দিয়ে) চেঁছে ফেলা কাঠের পাতলা ফালি; চাঁচনি।
  • English Word Shavian Bengali definition [শেইভিআন্] (adjective), (noun) জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০)- এর অনুসারী কিংবা তাঁর রীতিতে; শেভিয়ান
  • English Word shawl Bengali definition [শোল্] (noun) [countable noun] শাল
  • English Word she Bengali definition [শী] (pronoun) (দ্রষ্টব্য her.) (১) (মহিলা) সে/তিনি(prefix) স্ত্রীজাতীয়; মাদি: a she-goat, বকরি; a sheass.
  • English Word she'd Bengali definition [শীড্‌[= she had; she would.
  • English Word she'll Bengali definition [শীল্‌]= she will; she shall.
  • English Word she's Bengali definition [শীজ্‌]= she is; she has.
  • English Word sheaf Bengali definition [শীফ্] (noun) (plural sheaves [শীভ্‌জ্‌]) (১) (শস্য, খড় ইত্যাদির) মুঠি; আঁটি; গুচ্ছ(২) (কাগজ, তির ইত্যাদির) আঁটি; তাড়া
  • English Word shear Bengali definition [শিআ(র্‌)] (verb transitive) (past tense sheared, past participle 'shorn' [শোন্‌] কিংবা 'sheared') কাঁচি দিয়ে (ভেড়ার) লোম ছাঁটা; (লাক্ষণিক) রিক্ত/নিঃস্ব/বঞ্চিত করা। shorn of সম্পূর্ণ রূপে খুইয়ে।
  • English Word shears Bengali definition [শিআজ্‌] (noun) (plural) (pair of) shears ভেড়ার লোম ছাঁটা, কাপড় কাটা ইত্যাদি কাজের জন্য কাঁচিসদৃশ যন্ত্র, কাঁচি; কর্তনী
  • English Word sheatfish Bengali definition [শীট্‌ফিশ্‌](noun) ইউরোপের মিঠাজলের বৃহত্তম মাছ (অনেকটা বড় জাতের মাগুরসদৃশ)।
  • English Word sheath Bengali definition [শীথ্‌] (noun) (plural sheaths [শীদজ্‌] (১) (চুরি, তরবারি প্রভৃতির) কোষ; খাপsheath-knife (noun) খাপে আঁটা দৃঢ়বদ্ধ ফলাযুক্ত ছুরিবিশেষ। (২) প্রাণী বা উদ্ভিদের অংশবিশেষের (ত্বক, কলা ইত্যাদির) কোষসদৃশ আবরণ যেমন কোনো কোনো পতঙ্গের পাখার আবরণ) শিষ; আবরণ। (protective) sheath পুংজননেন্দ্রিয়ে ব্যবহৃত জন্মনিরোধক খাপ। (৩) (attributive(ly); পোশাক তৈরি) আঁটসাঁট; কষা: a sheath corset/gown.
  • English Word sheathe Bengali definition [শীদ্‌] (verb transitive) (১) খাপে ভরা; কোষবদ্ধ করা; sheathe the sword. যুদ্ধ বন্ধ করা(২) আবরণ বা আচ্ছাদন দিয়ে সুরক্ষা করা: sheathe a ship’s bottom with copper. sheathing (noun) বাড়ির অংশবিশেষ, জাহাজের তলদেশ প্রভৃতিতে বোর্ড, ধাতব পাত ইত্যাদির সুরক্ষামূলক আবরণ; আচ্ছাদন।
  • English Word sheaves Bengali definition [শীভ্‌জ্‌] দ্রষ্টব্য sheaf.
  • English Word shebang Bengali definition [শিব্যাঙ্] (noun) the whole shebang পুরা/গোটা ব্যাপারটি/জিনিসটা/বিষয়টা; গোটা পরিস্থিতি/ সংগঠন
  • English Word shebeen Bengali definition [শিবীন্‌] (noun) (বিশেষত আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়) সনদবিহীন পানশালা
  • English Word shed 1 Bengali definition [শেড্‌](noun) জিনিসপত্র মজুত রাখার জন্য কিংবা প্রাণীর ও যানবাহনের আশ্রয়ের জন্য দালান বা যেনতেনপ্রকারে তৈরি ঘর; চালা; ছাউনি; জনাশ্রয়; -শালা: tool-shed; cold-shed; wood-shed, লাকড়ির গোলা; cattle-shed; গোয়ালঘর; engine shed, bicyle-shed.