Bengali Word short 1English definition [শোট্] (adjective) (shorter, shortest) ১ হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু: a short man; a short way off; a short holiday.
a short ball (ক্রিকেট) যথাযথ দূরত্বে নিক্ষিপ্ত হয়নি এমন বল।
short-circuit (noun) বৈদ্যুতিক তারের কোনো আকস্মিক ত্রুটি, যার ফলে বিদ্যুৎপ্রবাহ সম্পূর্ণ গতিচক্রটির রোধব্যবস্থার মধ্য দিয়ে না-গিয়েও প্রবাহিত হতে পারে; বর্ত্মক্ষেপ।
short-circuit (verb transitive), (verb intransitive) বর্ত্মক্ষেপ করা বা ঘটানো; এইভাবে কোনোকিছু (থেকে) বিদ্যুৎস্রোত বিযুক্ত করা; (আলংকারিক অর্থ) (পদ্ধতি ইত্যাদি) সরল/সংক্ষিপ্ত করা।
shortcut (noun) সংক্ষিপ্ত (বলে বিবেচিত) পথ; সোজাপথ: to take a short cut to the station.
shortlist (noun) (পদ ইত্যাদির জন্য) প্রার্থীদের মধ্য থেকে বাছাই করা অল্পসংখ্যক নামের তালিকা, যার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে; সংক্ষিপ্ত তালিকা।
সুতরাং short-list (verb transitive) সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করা।
short-lived [লিভ্ড্ America(n) লাইভ্ড্] (adjective) স্বল্পস্থায়ী; স্বল্পজীবী: a short-lived euphoria.
short-range (adjective) (ক) (পরিকল্পনা ইত্যাদি) সীমিত সময়পরিধির জন্য আকল্পিত, স্বল্পপাল্লার।
(খ) (ক্ষেপণাস্ত্র ইত্যাদি) স্বল্পপাল্লার।
have a short temper মেজাজ উগ্র/গরম হওয়া; বদরাগী হওয়া।
short-term (attributively adjective) স্বল্পমেয়াদি: short-term loans.
(২) কম; অল্প: to give short weight/measure, মাপে কম দেওয়া; The workshop is on short-time, স্বাভাবিকভাবে দিনে বা সপ্তাহে যতো ঘণ্টা চলে, তার চেয়ে কম সময় চালু থাকে, be in short supply, অপর্যাপ্ত সরবরাহ, অপিচ দ্রষ্টব্য commons (২);short change, ভাংতি কম দেওয়া।
be short of (ক) কমতি পড়া; যথেষ্ট না থাকা: be short of money/time.(খ) দূরে থাকা: The storm overwhelmed us when we were 10 miles short from the harbour.
little/ nothing short of (কোনোকিছুর চেয়ে) কম নয়: His arrival in time was little short of a miracle.
make short work of তাড়াতাড়ি সারা; মিটিয়ে/চুকিয়ে দেওয়া ইত্যাদি।
short of breath হাঁপাতে হাঁপাতে; ঊর্ধ্বশ্বাসে।
short-coming (noun) (সাধারণত plural) ঊনতা; ত্রুটিবিচ্যুতি; ব্যর্থতা।
shortdrink (noun) [uncountable noun] (কিংবা কথ্য a short) অপেক্ষাকৃত ছোট গ্লাসে বা অল্প পরিমাণে হুইস্কি, জিন ইত্যাদি পানীয় (তুলনীয় বিয়ারের জন্য বড় গ্লাস)।
short-handed (adjective) পর্যাপ্তসংখ্যক শ্রমিক বা সাহায্যকারী নেই এমন অবস্থাগ্রস্ত।
short-sight (noun) [uncountable noun] ক্ষীণদৃষ্টি; দূরের জিনিস স্পষ্ট দেখতে পারার অক্ষমতা; অদূরবদ্ধদৃষ্টি; (লাক্ষণিক) অদূরদর্শিতা।
সুতরাং, short-sighted (adjective) অদূরদর্শী।
short-winded (adjective) শীঘ্রই হাঁপিয়ে ওঠে এমন; অল্পশ্বাস।
(৩) (বাণিজ্য) শীঘ্র শোধনীয়; আশুশোধ্য: a short bill/paper.
short date (noun) বিল; হুন্ডি ইত্যাদি শোধ্য হওয়ার অনতিবিলম্বিত তারিখ।
সুতরাং, short-dated (adjective) স্বল্পমেয়াদি।
short-bond (noun) যে বন্ড পাঁচ বছরের মধ্যে শোধযোগ্য; স্বল্পমেয়াদি তমশুক।
short-term capital স্বল্পমেয়াদি পুঁজি।
(৪) (ব্যক্তি) মিতবাক, স্বল্পভাষী; (বক্তব্য ও বলার ভঙ্গি) সংক্ষিপ্ত; কাটখোট্টা: a short answer; to be short with somebody.
for short সংক্ষেপে; সংক্ষেপের খাতিরে: Michael called ‘Mike’ for short.
in short সংক্ষেপে; সংক্ষেপে বললে।
the long and the short of it যা কিছু বলা যায় বা বলা প্রয়োজন; মোদ্দাকথা।
(৫) (কেক পেস্ট্রি) পলকা।
short-pastry (noun) [uncountable noun] প্রচুর ননি বা স্নেহযুক্ত।
shortbread/cake (noun(s)) ময়দা, চিনি ও মাখনযোগে প্রস্তুত ভঙ্গপ্রবণ কেক।
(৬) (স্বরধ্বনি বা অক্ষর) হ্রস্ব।
(৭) (অন্যান্য যৌগশব্দ) shortfall (noun) ঘাটতি।
shorthand (noun) [uncountable noun] সাঁটলিপি।
by a short head (ক) (ঘোড়দৌড়) ঘোড়ার মাথার দৈর্ঘ্যের চেয়েও কম দূরত্বে।
(খ) (লাক্ষণিক) অল্পের জন্য।
shorthorn (noun) খাটো বাঁকানো শিংওয়ালা এক জাতের গরু।
shortwave (noun) (বেতারবার্তা) (১০) থেকে ১০০ মিটার পর্যন্ত দৈর্ঘ্যবিশিষ্ট তরঙ্গ; হ্রস্ব তরঙ্গ।
shortly (adverb) (১) শীঘ্রই; কিছুক্ষণের মধ্যে; অল্প: shortly after(wards); shortly after sunset.
(২) সংক্ষেপে; অল্প কথায়।
(৩) কড়াভাবে; কাটাকাটা: answer rather shortly.
shortness (noun) হ্রস্বতা; খর্বতা।
Bengali Word short 2English definition [শোট্] (adverb) ১ হঠাৎ; আচমকা; আকস্মিকভাবে: stop short.
bring/pull/take somebody up short হঠাৎ থামিয়ে দেওয়া; বাধা দেওয়া বা নিরস্ত্র করা।
short of ব্যতীত; বাদ দিয়ে: He reads everything short of textbooks.
(২) come/fall short of কম/ঘাটতি পড়া বা হওয়া।
cut something/somebody short (ক) বাধা দেওয়া; স্বাভাবিক সময়ের আগে শেষ করা; সংক্ষেপ করা: We had to cut short our visit to the seaside.(খ) সংক্ষিপ্ত(তর) করা।
go short (of) (কোনোকিছু) ছাড়া চলা; নিজেকে (কোনোকিছু থেকে) বঞ্চিত করা: We went short of food to help the poor.
run short (of) ফুরিয়ে যাওয়া; অভাব হওয়া: They’re running short of skilled manpower.
be taken short (কথ্য) হঠাৎ বাহ্যের বেগ হওয়া; হঠাৎ পেট কামড়ানো।
(৩) sell short (বাণিজ্য) (নিজের স্বত্বাধিকারভুক্ত নয় এমন শেয়ার, স্টক, পণ্য ইত্যাদি) সরবরাহ করার নির্ধারিত তারিখের পূর্বে অধিকতর সস্তায় কেনা যাবে এই প্রত্যাশায় ভবিষ্যতে সরবরাহ করার জন্য বিক্রি করা।
sell somebody short কারো সঙ্গে নিমকহারামি করা; ধোঁকা দেওয়া; ছোট করা।
Bengali Word short 3English definition [শোট্] (noun) (কথা) ১=short circuit, বর্ত্মক্ষেপ।
দ্রষ্টব্য short 1 (১)।
(২) হুইস্কি, জিন ইত্যাদি পানীয় (= short drink)।
□ (verb intransitive), (verb transitive) বর্ত্মক্ষেপ হওয়া বা ঘটানো।
Bengali Word shortageEnglish definition [শোটিজ্] (noun) [countable noun, uncountable noun] কমতি; ঘাটতি; অনটন; অভাব: food shortages; a shortage of 100 tons.
দ্রষ্টব্য glut, (noun)
Bengali Word shortenEnglish definition [শোট্ন্] (verb transitive), (verb intransitive) ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা: to shorten sail.
shortening [শোট্নিঙ্] (noun) [uncountable noun] পেস্ট্রি হালকা ও ফুরফুরে করতে ব্যবহৃত স্নেহদ্রব্য।
দ্রষ্টব্য short 1 (৫ ).