Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shift 1 Bengali definition [শিফ্‌ট্‌] (noun) (১) স্থান বা স্বভাবের পরিবর্তন; বদল; অপবর্তন: a shift in emphasis. (২) [countable noun] পালাক্রমে বদলি শ্রমিকের দল; বদলি কাজের সময়; পালা: on the day/night shift; an eight hour shift; working in shifts, পালাক্রমে কাজ করছে এমন। (৩) চালাকি; কূটকৌশল; ফিকির; ফন্দি: resort to dubious shifts in order to gain his ends. make shift (with something/to do something) কোনোভাবে চালিয়ে নেওয়া; সামাল দেওয়া: You’ll have to make shift with your own resources. দ্রষ্টব্য make 1 (২৯)- এ make shift. (৪) মেয়েদের কটিরেখাবিহীন সরু জামাবিশেষ; (প্রাচীন প্রয়োগ) কামিজ। (gear-) shift (মোটরযান) গিয়ার পরিবর্তনের কৌশল: a manual/an automatic gear-shift. shiftless (adjective) নিরুপায়; অনন্যগতি; জীবনে উন্নতি অর্জনে অক্ষম।
  • English Word shift 2 Bengali definition [শিফ্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) shift something (from/to) অবস্থান বা দিক পরিবর্তন করা; স্থানান্তরিত করা; বদল করা: shift the blame (on) to somebody else অন্যের ঘাড়ে দোষ চাপানো: The cargo has shifted , জাহাজের আন্দোলনে নড়েচড়ে গেছে। shift one’s ground তর্কের সময়ে অবস্থান পরিবর্তন করা/ বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। (২) (মোটরযান চালনা) (গিয়ার) বদলানো: shift into second gear. (৩) shift for oneself নিজ সামর্থ্যে সামাল দেওয়া; নিজ বাহুবলে যথাসাধ্য করা: As we had none to help us, we had to shift for ourselves. shifty (adjective) (shiftier, shiftiest) ধূর্ত; শঠ; ধড়িবাজ; কুটিল: a shifty customer; shift behaviour; shift eyes. shiftily [শিফ্‌টিলি] কুটিলভাবে, কূটকৌশলে ইত্যাদি। shiftiness (noun) ধূর্ততা; শঠতা; কুটিলতা।
  • English Word shilling Bengali definition [শিলিঙ্] (noun) (১) (১৯৭১ পর্যন্ত) পাউন্ডের বিশ ভাগের এক ভাগ মূল্যমানের ব্রিটিশ মুদ্রা; শিলিং(১) কেনিয়া, উগান্ডা ও তানজানিয়ার মুদ্রার একক (= ১০০ সেন্ট); শিলিং।
  • English Word shilly-shally Bengali definition [শিলি শ্যালি] (verb intransitive) দ্বিধাগ্রস্ত হওয়া; দ্বিধাদ্বন্দ্ব/খুঁতখুঁত করা। □ (noun) [uncountable noun] দ্বিধাদ্বন্দ্ব; দোদুল্যমানতা; খুঁতখুঁতানি; সিদ্ধান্তহীনতা।
  • English Word shimmer Bengali definition [শিমা(র্‌)] (Verb intransitive), (noun) [uncountable noun] ঝিকমিক করা; ঝিকিমিকি: moonlight shimmering on the lake.
  • English Word shin Bengali definition [শিন্‌] (noun) জঙ্ঘার সম্মুখ ভাগshin-bone (noun) জঙ্ঘাস্থি। shin-guard (noun) ফুটবল খেলার সময় জঙ্ঘার উপর যে প্যাড পরা হয়; জঙ্ঘাত্রাণ। □ (verb intransitive) (shinned, shinning, shins) shin up (হাত ও পায়ের সাহায্যে) বেয়ে ওঠা; চড়া: shin up a tree.
  • English Word shindig Bengali definition [শিন্‌ডিগ্] (noun) (অপশব্দ) (১) প্রাণবন্ত ও হৈচৈপূর্ণ মজলিস(২) (= shindy) হাঙ্গামা; মারামারি; কলহ; কোন্দল
  • English Word shindy Bengali definition [শিন্‌ডি] (noun) [countable noun] (plural shindies) (কথ্য) হাঙ্গামা-হুজ্জৎ; কলহ-কোলাহল: Kick up a shindy.
  • English Word shine Bengali definition [শাইন্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle shone [শন্ America(n) শোন্‌] নিচে ২ দ্রষ্টব্য)। (১) আলো দেওয়া বা প্রতিফলিত করা; উজ্জ্বল/দীপ্তিময়/ভাস্বর হওয়া; ঝিলিক দেওয়া; উদ্ভাসিত হওয়া; চকচক করা; কোনো বিষয়ে উৎকর্ষ অর্জন করা; The moon is shining bright. She shines in making speeches. (২) (কথ্য past participle shined) পালিশ করা (polish অধিক প্রচলিত); ঘষামাজা; উজ্জ্বল/চকচকে করা: shine shoes. □ (noun) (১) (কেবল singular) পালিশ; ঔজ্জ্বল্য; জেল্লা(২) [Uncountable noun] come rain come shine /come rain or shine আবহাওয়া যেমনই হোক, রোদ থাক বৃষ্টি থাক; (লাক্ষণিক) যা-ই ঘটুকshiny (adjective) (shinier, shiniest) উজ্জ্বলিত; চকচকে; ঘষামাজা; জেল্লাদার।
  • English Word shingle 1 Bengali definition [শিঙ্‌গ্‌ল্‌] (noun) [Uncountable noun] সমুদ্রতীরের ছোট ছোট গোলাকার নুড়িshingly [শিঙ্‌গ্‌লি] (adjective) নুড়িময়: a shingle beach.
  • English Word shingle 2 Bengali definition [শিঙ্‌গ্‌ল্] (noun) [Countable noun] (১) ছাদ, দেওয়াল ও গির্জার চূড়ায় (টালি বা শ্লেটের মতো) ব্যবহৃত ক্ষুদ্র, পাতলা, চারচৌকো বা আয়ত কাষ্ঠখণ্ড; তক্তি(২) (America(n) কথ্য) (আইনজীবী, দন্তচিকিৎসক প্রভৃতি কর্তৃক ব্যবহৃত) কাঠের ছোট সাইনবোর্ড: put up one’s shingle, (প্রথমবারের মতো) ডাক্তার, আইনজীবী প্রভৃতি হিসেবে নাম লটকানো। □ (verb transitive) (ছাদ ইত্যাদি) কাঠের তক্তি দিয়ে আস্তৃত করা।
  • English Word shingle 3 Bengali definition [শিঙ্‌গ্‌ল্] (verb transitive) (মেয়েদের) দুপাশের চুল বড় রেখে পিছনের চুল খাটো করে ছাঁটা; তক্তি ছাঁট দেওয়া। □ (noun) তক্তি ছাঁট।
  • English Word shingles Bengali definition [শিঙ্‌গ্‌ল্‌জ্‌] (noun) (singular verb- সহ) (প্রায়ই কটিদেশে) ছড়া-বাঁধা ফুসকুড়িযুক্ত চর্মরোগবিশেষ; কটিদাদ
  • English Word ship 1 Bengali definition [শিপ্‌] (noun) (১) জাহাজ; পোত; অর্ণবপোত; বহিত্র: a sailing ship; a merchant-ship; a war-ship; take ship, জাহাজে আরোহণ করা; the ships company, জাহাজের গোটা নাবিকদল; the ship’s articles, যেসব শর্তে নাবিকদের নিয়োগ করা হয়; জাহাজের নিয়োগবিধি; the ship’s papers, জাহাজের কাগজপত্র (পণ্যের মালিকানা, প্রকৃতি ইত্যাদির নির্দেশক)। when my ship comes in/home আমি যখন বড়লোক হব। on ship-board জাহাজে। (২) (কথ্য) নভযান; (America(n) কথ্য) বিমান; উড়োজাহাজ(৩) (যৌগশব্দ) ship (s) biscuit পূর্বকালে দীর্ঘ সমুদ্রযাত্রাকালে ব্যবহৃত শক্ত, মোটা বিস্কুট; জাহাজি বিস্কুটship-breaker (noun) লোহালক্কড়ের জন্য পুরনো জাহাজ কেনা ও ভাঙার ব্যবসায়ে নিযুক্ত ঠিকাদার; পোতভঞ্জক; জাহাজ ভাঙানে। ship-broker (noun) জাহাজ কোম্পানির যে প্রতিনিধি বন্দরে জাহাজের ব্যবসা দেখাশোনা করে; যে ব্যক্তি জাহাজ কেনে, বেচে, ভাড়া করে বা খাটায়; নৌবিমার দালাল; জাহাজের কারিন্দা। shipbuilder (noun) জাহাজনির্মাতা। সুতরাং, shipbuilding (noun) [uncountable noun] জাহাজনির্মাণ: shipbuilding yard= shipyard. ship-canal (noun) জাহাজ চলাচলের উপযোগী খাল। ship’s chandler জাহাজের সাজসরঞ্জাম বিক্রেতা। shipload (noun) এক জাহাজ পরিমাণ (পণ্য বা যাত্রী)। shipmate (noun) সহকর্মী নাবিক; যে ব্যক্তি অন্য কারো সঙ্গে একই জাহাজে কাজ করেন; জাহাজি সহকর্মী। shipowner (noun) জাহাজের মালিক বা জাহাজ কোম্পানির হিস্যাদার। shipshape (adjective) পরিপাটি; ঠিকঠাক; ফিটফাট; ছিমছাম। □ (adverb) পরিপাটিভাবে। ship-way (noun) জাহাজ নির্মাণের জন্য এবং নির্মিত জাহাজ জলে ভাসানোর জন্য ঢালু কাঠামোবিশেষ। shipwreck (noun) [uncountable noun, countable noun] জাহাজডুবি; পোতভগ্ন: suffer shipwreck. □ (verb intransitive) জাহাজ ডুবিয়ে দেওয়া/ধ্বংস করা। shipwright (noun) পোতনির্মাতা; জাহাজনির্মাতা। shipyard (noun) পোত নির্মাণস্থান।
  • English Word ship 2 Bengali definition [শিপ্] (verb transitive), (verb intransitive) (past participle) (১) জাহাজে ভরা; জাহাজে করে নেওয়া বা পাঠানো; সমুদ্রপথে পাঠানো; (বাণিজ্য.) রেলপথ বা স্থলপথে নিয়ে যাওয়া বা পাঠানো; ship goods by express train. ship off পাঠানো। (২) ship oars দাঁড় (পানি থেকে) নৌকায় তুলে রাখাship water; ship a sea দুই পাশ থেকে উত্থিত জলে প্লাবিত হওয়া। (৩) জাহাজের চাকরিতে নিযুক্ত করা বা হওয়া: He shipped as a butler on a mailboat. shipment (noun) [uncountable noun] জাহাজে মাল ইত্যাদি বোঝাইকরণ; [countable noun] বোঝাই মালের পরিমাণ; চালান বোঝাই। shipper (noun) যে ব্যক্তি জাহাজযোগে পণ্যাদি প্রেরণের ব্যবস্থা করে; জাহাজি। shipping (noun) [uncountable noun] কোনো দেশ, বন্দর ইত্যাদির সমুদয় জাহাজ; পোতসমূহ। shipping-agent (noun) বন্দরে জাহাজ মালিকের প্রতিনিধি; নৌ-প্রতিভূ; নৌ-কারিন্দা। shipping-office (noun) নৌ-প্রতিভূর দফতর; যে দফতরে নাবিকদের নিয়োগ দেওয়া হয়।
  • English Word shire Bengali definition [শাইআ(র্)] (noun) [countable noun] ব্রিটেনে স্থানীয় সরকারের বৃহত্তম একক; (বর্তমানে) কাউন্টি (shire-এর ব্যবহার এখন কিছু কিছু কাউন্টির নামের শেষের প্রত্যয়ের মধ্যে সীমাবদ্ধ)। the shires মধ্য ইংল্যান্ডের বিশেষ কতকগুলো কাউন্টি এবং শৃগাল শিকারের জন্য বহুলপরিচিত এসব কাউন্টির কতকগুলো অংশ। shirehorse গাড়ি টানার জন্য বলিষ্ঠ জাতের ঘোড়াবিশেষ।
  • English Word shirk Bengali definition [শাক্] (verb transitive), (verb intransitive) (কাজ, কর্তব্য, দায়িত্ব ইত্যাদি) এড়িয়ে চলা; পরিহার করা: She always shirks making difficult decisions. Stop shirking and get on with your work. He never shirks responsibility. shirker (noun) কর্তব্যবিমুখ ব্যক্তি; কামচোরা।
  • English Word shirt Bengali definition [শাট্] (noun) শার্টin one’s shirt- sleeves (শুধু) শার্ট-পরিহিত (কোট বা জ্যাকেটবিহীন)। keep one’s shirt on (অপশব্দ) মাথা/মেজাজ ঠাণ্ডা রাখা। put one’s shirt on (ঘোড়দৌড় ইত্যাদিতে) সর্বস্ব রাজি রাখা। shirt-front (noun) সাদা শার্টের সাধারণত মাড়-দেওয়া শক্ত সম্মুখভাগ; শার্টের সিনা। shirt-waister (America(n) shirt-waist) মেয়েদের সামনের দিকে বোতাম-লাগানো ব্লাউজ বা পোশাক। shirting (noun) শার্টের কাপড়। shirty (adjective) (shirtier, shirtiest) (অপশব্দ) বদমেজাজি; রগচটা।
  • English Word shit Bengali definition [শিট্] (noun) [uncountable noun] (নিষেধ, শিষ্ট ভাষায় প্রয়োগ নেই) (১) বিষ্ঠা; গু(২) (অপশব্দ) গাঁজা(৩) (ঘৃণাসূচক) লোক; শালা; ব্যাটা: You big shirt! □ (verb intransitive) (shit also shat, shitting, shits) (past tense, past participle shitted বা shat [শ্যাট্‌]) মলত্যাগ করা; হাগা। shit on somebody (অশিষ্ট অপশব্দ) (১) গুষ্টি উদ্ধার করা; আদ্যশ্রাদ্ধ করা(২) (বিশেষত পুলিশের কাছে) নালিশ করা। □ (interjection) (নিষেধ) (অশিষ্ট) (বিরক্তি বা আপত্তিসূচক) জ্বালাতন! যাচ্চলে!
  • English Word shiver 1 Bengali definition [শিভার্‌] (verb intransitive) (বিশেষত ঠাণ্ডায় বা ভয়ে) থর থর করা; (ঠক ঠক/থরথর করে) কাঁপা। □ (noun) (১) অদম্য কম্পন; কাঁপন; কাঁপনি; কম্প: As he stumbled over the corpse, shivers ran down his back. (২) (plural) get/have/give something the shivers ভয়ে শিউরে ওঠা; ভয় পাইয়ে দেওয়াshivery (adjective) (ভয়ে বা শীতে) কম্পমান; কম্পজনক; কাঁপানো।
  • English Word shiver 2 Bengali definition [শিভা(র্‌)] (noun) (সাধারণত plural) খণ্ড; টুকরা: break something to shiver; burst into shivers, ফেটে চৌচির হওয়া। □ (verb transitive), (verb intransitive) ভেঙে খানখান হওয়া।
  • English Word shoal 1 Bengali definition [শোল্] (noun) [countable noun] মাছের ঝাঁক; (মানুষ বা বস্তুর) ভিড়; ঝাঁক: swimming in shoals; a shoal of salmon. □ (verb intransitive) (মাছ) ঝাঁক বাঁধা।
  • English Word shoal 2 Bengali definition [শোল্] (noun) [countable noun] (সাগরের) মগ্ন চড়া; বালুচর; (plural; লাক্ষণিক) প্রচ্ছন্ন বিপদ। □ (verb intransitive) চড়া পড়া।
  • English Word shock 1 Bengali definition [শক্] (noun) (১) [uncountable noun] প্রচণ্ড আঘাত বা কম্পন; ধাক্কা; বিকম্পন; নির্ঘাত; ধমক; সংক্ষোভ; অভিঘাত: the shock of a fall; earthquake shocks. shockabsorber (noun) মোটরযান, বিমান প্রভৃতিতে ঝাঁকানি কমানোর কৌশলবিশেষ; ঘাতশোষক। shocktactics (ক) (যুদ্ধে) আক্রমণের জন্য একত্র নিবেশিত বিপুলসংখ্যক সেনার ব্যবহার; অভিঘাতকৌশল। (খ) (লাক্ষণিক) কোনো উদ্দেশ্যসিদ্ধির জন্য শারীরিক শক্তি বা রূঢ় ভাষার আকস্মিক প্রয়োগ; অভিঘাতকৌশল। shock troops প্রচণ্ড আক্রমণের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদল; ঝটিকাবাহিনী। shock-brigade, (noun) shock-workers (noun) (বিশেষত প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে) বিশেষ দুরূহ কাজে নিয়োজিত শ্রমিকদল। shockwave (noun) পারমাণবিক বিস্ফোরণে কিংবা শব্দের চেয়ে দ্রুতগতিতে ধাবমান বিমানের দ্বারা সৃষ্ট অতি উচ্চ বায়ুচাপবিশিষ্ট এলাকা; ঘাততরঙ্গ। (২) [countable noun] শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎস্রোত প্রবাহিত হওয়ার ফল; চোট; ধমক; অভ্যাঘাত(৩) [countable noun] (দুঃসংবাদ, গুরুতর জখম ইত্যাদির দরুন) অনুভূতি কিংবা স্নায়ুতন্ত্রের আকস্মিক ও প্রচণ্ড বিক্ষোভ; [countable noun] উক্তরূপ বিক্ষুব্ধ অবস্থা; অভ্যাঘাত: He recoverd quickly from the shock of his father’s death. দ্রষ্টব্য shell (৩)- এ shell- shock. shock treatment/therapy স্নায়ুতন্ত্রের উপর বৈদ্যুতিক অভ্যাঘাত বা ওষুধ প্রয়োগ করে (প্রধানত মানসিক) রোগের চিকিৎসাপদ্ধতি; অভ্যাঘাত-চিকিৎসা। □ (verb transitive) মনের উপর আকস্মিক আঘাত/চোট দেওয়া; বিক্ষুব্ধ/সংক্ষুব্ধ করা; মর্মাহত করা: I was shocked at the news of your father’s death.shocker (noun) (১) যে ব্যক্তি মনকে বিক্ষুব্ধ করে; অতি জঘন্য লোক(২) এমন কোনো বস্তু যা মনকে বিক্ষুব্ধ করে, যেমন কোনো উত্তেজনাকর উপন্যাস; যাচ্ছেতাইshocking (adjective) (১) অতি জঘন্য; মর্মঘাতী; মর্মপীড়ক: shocking behaviour. (২) মর্মান্তিক: shock news. (৩) (কথ্য) মন্দ; জঘন্য; কুৎসিত; বিশ্রী: a shocking dinner; shock handwriting. □ (adverb) (কথ্য, গুরুত্বসূচক) অত্যন্ত; নিতান্ত; বিশ্রী রকম: a shocking bad cold. shockingly (adverb) (১) বাজেভাবে; বিশ্রীভাবে; play shockingly. (২) অত্যধিক রকম; সাংঘাতিক: shockingly expensive.
  • English Word shock 2 Bengali definition [শক্] (noun) শুকানো ও পাকানোর জন্য মাঠে খাড়া করে রাখা পরস্পর-আলম্বিত (শস্য ইত্যাদির) আঁটি
  • English Word shock 3 Bengali definition [শক্] (noun) (সাধারণত shock of hair) (কারো মাথায়) উষ্কখুষ্ক; অবিন্যস্ত কেশভার; ঝাঁকড়মাকড় চুলের বোঝাshock-headed (adjective) ঝাঁকড়া মাথা।
  • English Word shod Bengali definition [শড্] দ্রষ্টব্য shoe (verb)
  • English Word shoddy Bengali definition [শডি] (noun) [Uncountable noun] পুরাতন কাপড়ের সুতা; উক্ত সুতায় তৈরি নিম্নমানের বস্ত্র; ধোকড়ি। □ (adjective) (shoddier, shoddiest) নিম্নমানের; খেলো; বাজে; রদ্দি: shoddy cloth; a shoddy piece of work.
  • English Word shoe Bengali definition [শূ] (noun) (১) (প্রায়ই pair of shoes) জুতা; পাদুকা; উপানৎ (দ্রষ্টব্য boot)। be in/put oneself in somebody’s shoes অন্যের স্থান দখল করা; নিজেকে অন্যের অবস্থানে কল্পনা করা; অন্যের অবস্থায় পড়া। know where the shoe pinches নিজের অভিজ্ঞতা থেকে দুঃখকষ্ট ইত্যাদি উপলব্ধি করা; ভুক্তভোগী হওয়া। (২) (যৌগশব্দ) shoeblack (noun) জুতা পালিশওয়ালাshoehorn (noun) গোড়ালি সহজে জুতার ভিতর গলানোর জন্য বাঁকানো ফলাযুক্ত কৌশলবিশেষ; (জুতা পরানোর) হাতা। shoelace (noun) জুতার ফিতা। shoeleather (noun) জুতার (উপযোগী) চামড়া। shoemaker (noun) পাদুকা প্রস্তুতকারক; মুচি; চর্মকার। shoemaking (noun) [uncountable noun] পাদুকানির্মাণ (ব্যবসা); জুতা-মেরামত। shoestring (noun) (America(n): shoelace. do something on a shoestring স্বল্প পুঁজিতে কিছু করা (যেমন ব্যবসা শুরু করা)। shoe-tree (noun) জুতার আকৃতি বজায় রাখার জন্য পাতলা, নমনীয় ছাঁচবিশেষ; জুতো ছাঁচ। (৩) (horse-) shoe [হোস্‌শূ] (ঘোড়ার পায়ের নাল)। (৪) ব্রেকের অংশবিশেষ যা (সাইকেল, মোটরযান ইত্যাদির) চাকা বা ড্রামের উপর চাপ দেয়; পাদুকা; আকারে প্রকারে পাদুকাসদৃশ যেকোনো বস্তু। □ (verb transitive) (past tense, past participle shod [শড্]) জুতা বা নাল পরানো: well shod for the winter; an iron-shod stick, লোহার মুঠিওয়ালা লাঠি।
  • English Word shogun Bengali definition [শোগূন America(n) শোগান্‌] (noun) (১৮৬৭ পর্যন্ত) জাপানের সেনাবাহিনীর বংশানুক্রমিক সর্বাধিনায়ক; শোগুন