• Bengali Word work English definition [ওয়াক্‌] (noun) ১ [uncountable noun] কোনোকিছু করা বা প্রস্তুত করতে শারীরিক বা মানসিক শক্তির প্রয়োগ; (খেলাধুলা বা বিনোদনের বিপরীত অর্থে); বাষ্প বা বৈদ্যুতিক গতিকে শক্তি হিসেবে ব্যবহার: The enterprise demands hard work. The work was due to be completed in a fortnight. This is the work of the insects. I am not accustomed to this kind of work. All work and no play makes Jack a dull boy What is your next work?
    The work was due to be completed in a fortnight. This is the work of the insects. I am not accustomed to this kind of work. All work and no play makes Jack a dull boy What is your next work? make hard work of something প্রকৃতপক্ষে যতটা কঠিন তার অপেক্ষা অধিক বলে উপস্থাপন করা। make short work of something কোনো কাজ দ্রুত সম্পাদন করা। set/get to work (on something/to do something) শুরু করা; সূচনা করা। set/go about one’s work কাজ আরম্ভ করে দেওয়া: Get ready to set about your work immediately. at work (on something) (সাধারণত অসম্পূর্ণ কাজের ক্ষেত্রে) ব্যস্ত বা নিয়োজিত হওয়া। all in the day’s work স্বাভাবিক, নিয়মমাফিক বা প্রত্যাশিত (কোনো বিষয় বা কাজ বোঝাতে)। (২) [uncountable noun] চাকরি; কোনো ব্যক্তি জীবন নির্বাহ করতে যে কাজ বা দায়িত্বে থাকে: Where do you work? I have to go to work in the early morning. at work কারো কর্মস্থল: I am at work from 9 to 5. in/out of work কোনো কর্মে নিয়োজিত আছে অথবা বেকার অবস্থায়: Shahid was out of work last winter. (এই সূত্রেই attributively adjective, out-of-work). (৩) [uncountable noun] এমন কাজ যা পেশা বা বৃত্তির সঙ্গে সংযুক্ত নয় এবং যার সঙ্গে কোনো বেতন বা অর্থের প্রাপ্তিযোগ নেই: I have always plenty of work to do for my friends and for XYZs. (৪) [uncountable noun] কাজের জন্য প্রয়োজনীয় বিষয় বা বস্তু: He brought his work (কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি)। work-bag/-basket/-box (noun(s)) এ ধরনের প্রয়োজনীয় জিনিস রাখার আধার। (৫) [uncountable noun] কীর্তি, কৃতিত্ব, কৃতকর্ম, কাজের মাধ্যমে যা নির্মিত হয়েছে: This is an outstanding piece of art work. This museum has a good collection of works. The work of the ancient sculptors still move us. We can buy some work by the rural people in the next store. (৬) stone work; wood work, [countable noun] মেধা ও কল্পনাপ্রসূত কাজ; শিল্পকর্ম: The works of Rabindranath; the works of Picasso; works of art; a new work by Quamrul Hassan; a new work by Sonata group (সংগীত ও সুর সৃজনে)। (৭) (plural) কোনো যন্ত্রের চলমান যন্ত্রাংশ: The work of ball-bearings in a wheel. (৮) (plural) যে স্থানে শিল্প উৎপাদনের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্র তৈরি হয়: an iron works; a steel works; brick works; tool works. works council/committee শ্রমিক কর্মকর্তা ও পরিচালকবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি, যে কমিটি পরিচালনা ও শ্রম সম্পর্ক বিষয়ে তত্ত্বাবধান করে। (৯) public works সরকারি বিভিন্ন দফতর কর্তৃক সড়ক নির্মান, বৈদ্যুতিক ব্যবস্থা সম্প্রসারণ, পানি সরবরাহের ব্যবস্থা ইত্যাদি। the Ministry of works পূর্ত মন্ত্রণালয়। (১০) (plural) প্রতিরক্ষামূলক নির্মাণকাজ, শক্ত ও দীর্ঘস্থায়ী নির্মাণকাজ: These works will stand the test of time. (১১) (যৌগশব্দ) workbench (noun) যে টেবিলের উপর কোনো যন্ত্রকৌশলী তার কাজ করেন। workbook (noun) যে পুস্তকে পঠিতব্য বিষয়ে প্রশ্নোত্তর বা অনুশীলনী সংগ্রথিত থাকে। workday (noun) কাজের দিন (ছুটির দিন নয়)। workforce (noun) কোনো কারখানায় বা প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিক বা কর্মচারীর সংখ্যা। work house (noun) (ক) (গ্রেট ব্রিটেনে ইতিহাস) গৃহহীন ব্যক্তিদের জন্য সরকারি প্রতিষ্ঠান। (খ) (যুক্তরাষ্ট্রে) লঘু অপরাধে অপরাধীদের যে স্থানে সশ্রম কারাবন্দি করে রাখা হয়। workman [ওয়াক্‌মান্] (noun) (plural men) (ক) যে ব্যক্তি কায়িক পরিশ্রম করে অথবা কোনো যন্ত্রের সাহায্যে কাজ করে। (খ) যে ব্যক্তি কোনো বিশেষ কাজে পারদর্শী: a skilled worman; a dependable worman. workman-like (adjective) দক্ষকর্মীর বৈশিষ্ট্যগত। workmanship [ওয়াক্‌মান্‌শিপ্‌] (noun) [uncountable noun] কোনো কৃতকর্মে দৃষ্ট দক্ষতার মান: Their cutleries bear marks of good workmanship; excellent workmanship. workroom (noun) যে ঘরে কাজ করা হয়। workshop (noun) (ক) যে কক্ষ বা ভবনে বিভিন্ন বস্তু (বিশেষত যন্ত্র প্রভৃতি) প্রস্তুত বা মেরামত করা হয়। Science workshop; machine-tool workshop কর্মশিবির; কোনো বিষয়ে বিশেষায়িত আলোচনা মতামত বিনিময়, প্রত্যক্ষ পরীক্ষা-নিরীক্ষা প্রভৃতির জন্য বিশেষ পেশার বা বৃত্তির ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতার পর্যালোচনা। work-shy (adjective) অলস; কর্মবিমুখ। home work (ক) বাড়িতে করার জন্য যে পাঠ নির্দিষ্ট করা হয়। (খ) কোনো বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করার জন্য পূর্বপ্রস্তুতি। work-study (noun) (plural studies) কীভাবে কোনো কাজ মিতব্যয়িতার সঙ্গে ও দক্ষভাবে এবং সুপরিকল্পিতভাবে সাধন করা যায় সে বিষয়ে বিবেচনা ও অনুশীলন। worktable (noun) কাজ করার টেবিল (বিশেষত শিল্পী ও পরিকল্পনা অঙ্কনবিদদের জন্য); সেলাই করার বিভিন্ন বস্তু ধারণের ড্রয়ারসহ টেবিল। workaday [ওয়াকাডেই] (adjective) নীরস, গদ্যময়; ক্লান্তিকর: This work a day life of ours.