Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shrew Bengali definition [শ্রূ] (noun) বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী(২) shrew (-mouse) (noun) কীটভুক ক্ষুদ্র ইঁদুরসদৃশ প্রাণিবিশেষ; ছুঁচাshrewish [শ্রূইশ্‌] (adjective) কটুভাষী; কলহপরায়ণ; কোঁদুলে। shrewishly (adverb) খাণ্ডারির মতো। shrewishness (noun) কটুভাষিতা; কলহপরায়ণতা।
  • English Word shrewd Bengali definition [শ্রূড্‌] (adjective) (shrewder, shrewdest) (১) সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি; তুখোড়; চৌকস: a shrewd businessman; shrewd arguments. (২) চতুর; চালাক; হুঁশিয়ার; সেয়ানা; কাইয়াঁ; সতর্ক; ধূর্ত: make a shrewd guess; a shrewd blow/thrust. shrewdly (adverb) বিচক্ষণভাবে ইত্যাদি। shrewdness (noun) বিচক্ষণতা; চাতুর্য; ধূর্ততা।
  • English Word shriek Bengali definition [শ্রীক্] (verb intransitive), (verb transitive) shriek (out) (১) চেঁচিয়ে ওঠা; তীক্ষ্ণকণ্ঠে চেঁচানো(২) তীক্ষ্ণকণ্ঠে চেঁচিয়ে বলা: shriek out a warning. □ (noun) [countable noun] তীক্ষ্ণ চিৎকার; চিক্কুর: shriek of girlish laughter, মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ হাসি।
  • English Word shrift Bengali definition [শ্রিফ্‌ট্] (noun) (কেবল) give somebody/get short shrift রুক্ষ/কাটখোট্টা ব্যবহার করা বা পাওয়া; দায়সারা ব্যবহার করা
  • English Word shrike Bengali definition [শ্রাইক্] (noun) শক্ত, বাঁকানো চঞ্চুযুক্ত পাখিবিশেষ (butcher-bird নামেও পরিচিত), এরা ছোট ছোট পাখি ও কীটপতঙ্গ মেরে বাসার কাছে কণ্টকবিদ্ধ করে রাখে
  • English Word shrill Bengali definition [শ্রিল্] (adjective) (ধ্বনি, কণ্ঠ ইত্যাদি) তীক্ষ্ণ; কর্ণবিদারী; কর্কশ; উচ্চনাদী; shrill cries; a shrill voice. shrilly [শ্রিলি] (adverb) তীক্ষ্ণকণ্ঠে: Her voice rose shrilly. shrillness (noun) কার্কশ্য; তীক্ষ্ণতা: shrillness of one’s scream.
  • English Word shrimp Bengali definition [শ্রিম্‌প্‌] (noun) [countable noun] সামুদ্রিক ছোট চিংড়ি; বাগদা চিংড়ি; (হাস্যরসাত্মক) অত্যন্ত খর্বাকৃতি মানুষ; বামন। □ (verb intransitive) চিংড়ি মাছ ধরা: (সাধারণত) go shrimping.
  • English Word shrine Bengali definition [শ্রাইন্‌] (noun) [countable noun] (১) পবিত্র স্মৃতিচিহ্নসংবলিত সমাধি; বিশেষ অনুষঙ্গজড়িত কিংবা স্মৃতিবিজড়িত কোনো বেদি বা প্রার্থনালয়; তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির(২) অত্যন্ত শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অনুষঙ্গযুক্ত কোনো ভবন বা হান; মন্দিরworship at the shrine of Mammon ধনসম্পদ ও অর্থ উপার্জনের প্রতি অত্যধিক মনোযোগী হওয়া। □ (verb transitive)= enshrine (এটাই সচরাচর ব্যবহৃত শব্দ)।
  • English Word shrink Bengali definition [শ্রিঙ্‌ক্‌] (verb intransitive), (verb transitive) (past tense shrank [শ্র্যাঙ্ক্‌], কিংবা 'shrunk' [শ্রাঙ্‌ক্‌], past participle 'shrunk' কিংবা (adjective) হিসেবে 'shrunken' [শ্রাঙকান্‌]) (১) (বিশেষত কাপড়) সংকুচিত হওয়া বা করা; খাপা; খাটো হওয়া: Will this soap shrink wollen clothes? (২) shrink (back) (from) (লজ্জা, বিরাগ ইত্যাদির দরুন) পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা: I shall not shrink from an unpleasant duty. shrinkage [শ্রিঙ্‌ক্‌ইজ্‌] (noun) [uncountable noun] সংকোচন; আকুঞ্চন: Make the pullover a little longer, and allow for shrinkage.
  • English Word shrive Bengali definition [শ্রাইভ্‌] (verb transitive) (past tense) 'shrived' কিংবা 'Shrove' [শোভ], past participle 'shrived' কিংবা 'shriven' [শ্রিভ্‌ন্‌]) (পুরাতনী, পুরোহিত) অনুতপ্ত পাপীর স্বীকারোক্তি শুনে তাকে তার পাপের আধ্যাত্মিক পরিণাম থেকে মুক্ত করা
  • English Word shrivel Bengali definition [শ্রিভ্‌ল্] (verb transitive), (verb intransitive) (shrivelled, shrivelling, shrivels, America(n) অপিচ 'shriveled', shriveling, shrivels) shrivel (up) (তাপ, তুষার, শুষ্কতা বা বার্ধক্যের দরুন) কোঁচকানো; কুঞ্চিত হওয়া বা করা: The leaves had shriveled (up) in the sun. The heatwave is shrivelling potato stocks. shriveled (America(n) shriveled) (adjective) an old man with a brown shrivelled face.
  • English Word shriven Bengali definition [শ্রিভ্‌ন্‌] দ্রষ্টব্য shrive.
  • English Word shroud Bengali definition [শ্রাইড্] (noun) [countable noun] (১) (winding-sheet নামেও পরিচিত) কাফন; শবাচ্ছাদনবস্ত্র(২) আচ্ছাদন; অবগুণ্ঠন; আবরণ: a shroud of mist. (৩) (plural) মাস্তুলের আলম্বস্বরূপ রজ্জুগুচ্ছ; প্যারাসুটের রজ্জুগুচ্ছ।  (verb transitive) (১) কাফন পরানো; শবকে বস্ত্রাচ্ছাদিত করা(২) ঢাকা; আবৃত/আচ্ছাদিত করা; সংগোপিত করা: shrouded in darkness/mist.
  • English Word shrove Bengali definition [শ্রোভ্‌] দ্রষ্টব্য shrive.
  • English Word Shrove Tuesday Bengali definition [শ্রোভ্‌ট্যিউজ্‌ডি America(n) [শ্রোভ্‌টুজ্‌ডি] (noun) লেন্ট (দ্রষ্টব্য lent) শুরু হওয়ার আগের দিন; অতীতে ঐ দিন এবং পূর্ববর্তী কয়েক দিন (shrove-tide) পুরোহিত কর্তৃক পাপমোচনের প্রথা প্রচলিত ছিল।
  • English Word shrub Bengali definition [শ্রাব্‌] (noun) [countable noun] গুল্ম; ঝোপ; ঝিঁকরা; গাছড়াshrubbery [শ্রাবারি] (noun) (plural shrubberies) যে স্থানে (যেমন বাগানের অংশবিশেষে) গুল্ম রোপণ করা হয়; গুল্মোদ্যান।
  • English Word shrug Bengali definition [শ্রাগ্] (verb transitive) (shrugged, shrugging, shrugs) (ঔদাসীন্য, সন্দেহ ইত্যাদি প্রকাশে কাঁধ) ঈষৎ উত্তোলন করা; কাঁধ ঝাঁকানো: I asked her where Fahim was, but she simply shruged (যেন সে কিছুই জানে না বা বোঝে না এমন ভাব) and said nothing. shrug something off (তুচ্ছ বলে) উড়িয়ে দেওয়া; তুড়ি মেরে উড়িয়ে দেওয়া: The government is trying to shrug off blame for the economical crisis. She shrugged off a minor knee injury in order to play in the field. □ (noun) [countable noun] কাঁধ ঝাঁকানি: with a shrug of the shoulders/a shrug of despair.
  • English Word shrunk(en) Bengali definition [শ্রাঙ্‌ক্‌, শ্রাঙ্‌কান্‌] দ্রষ্টব্য shrink.
  • English Word shuck Bengali definition [শাক্] (noun) (America(n) তুষ; খোসা; শুঁটি; বীজকোষ; বহিরাবরণ; (লাক্ষণিক) তুচ্ছবস্তু; ছাইভস্ম। Shucks! (interjection) (America(n)) অবিশ্বাস, অনুতাপ বা বিরক্তিসূচক শব্দ। □ (verb transitive) খোসা ছাড়ানো: shuck peanuts.
  • English Word shudder Bengali definition [শাডা(র্‌)] (verb intransitive) থরথর/ঠকঠক করে কাঁপা; ভয়ে বা ঘৃণায় কম্পিত হওয়া: shudder with cold/horror. □ (noun) [countable noun] কাঁপন; কাঁপনি; থরথরানি; থরকম্প।
  • English Word shuffle Bengali definition [শাফ্‌ল্] (verb intransitive), (verb transitive) (১) পা টেনে টেনে বা ঘষে ঘষে হাঁটাshuffle one’s feet (হাঁটার সময়ে কিংবা বসে বা দাঁড়িয়ে) পা টানা বা ঘষা। (২) (তাস ইত্যাদি) এলোমেলোভাবে মিলিয়ে দেওয়া; ফেটা(৩) অযত্নের সঙ্গে কিছু করা; (পোশাক) অযত্নের সঙ্গে পরা বা খোলা; shuffle through one’s work; shuffle one’s clothes on. জামা গলানো; (লাক্ষণিক) shuffle off responsibility upon others, অন্যের ঘাড়ে চাপিয়ে সটকে পড়া। (৪) নিজের অবস্থান পরিবর্তন করতে থাকা; সরাসরি জবাব না-দেওয়া; টালমাটাল/বাহানা করা: Don’t shuffle, be straight. □ (noun) [countable noun] (১) পা-ঘষা; পা ঘষে ঘষে নৃত্য: soft-shoe shuffle; তাস-ফেটা। (২) আপেক্ষিক অবস্থানের ব্যাপক পরিবর্তন; রদবদল: a shuffle of the cabinet. (৩) হাতসাফাই; চালাকি; বিভ্রান্তিকর বিবৃতি বা কর্মshuffler (noun) যে পা ঘষে বা তাস ফেটে।
  • English Word shufi, sufi Bengali definition [শূফী] (noun) মুসলিম মরমিসাধক, যাঁরা জীবনের যাবতীয় সুখসুবিধা থেকে নিজেদের বঞ্চিত করে অত্যন্ত সরল জীবনযাপন করেন; সুফি
  • English Word shufty Bengali definition [শাফ্‌টি] (noun) (British/Britain অপশব্দ) take/have a shufty (at something/somebody) এক নজর দেখা; চকিতে দৃষ্টিপাত করা
  • English Word shun Bengali definition [শান্‌] (verb transitive) (shunned, shunning, shuns)(কোনোকিছু থেকে) দূরে থাকা; পরিহার করা: shun temptation.
  • English Word shun 1 Bengali definition [শান্‌] (interjection) (হুকুম হিসেবে) attention (৩)-এর সংক্ষেপ; সোজা হয়ে দাঁড়াও
  • English Word shunt Bengali definition [শান্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) (রেলের বগি, কোচ ইত্যাদি) এক বর্ত্ম (লাইন) থেকে অন্য বর্ত্মে পাঠানো; অপসারিত করা: shunt a train on to a siding. (২) ( রেলগাড়ি) এক পাশে অপসারিত হওয়া(৩) (লাক্ষণিক কথ্য) অন্যদিকে সরিয়ে নেওয়া; (কোনো কিছু) আলোচনা স্থগিত করা বা এড়িয়ে যাওয়া: He shunted the conversation on to a more cheerful subject. (৪) (লাক্ষণিক) (কোনো প্রকল্প) বাতিল করা; কাউকে) অলস বা নিষ্ক্রিয় রাখাshunter (noun) (বিশেষত) রেলপথের যে কর্মচারী গাড়ি ইত্যাদি পার্শ্ববর্ত্মে সরিয়ে নেয়।
  • English Word shush Bengali definition [শাশ্‌] (verb intransitive), (verb transitive) (১)= hush. (২)= sh.
  • English Word shut Bengali definition [শাট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle. shut; shut, shutting, shuts) (adverbial particle ও' preps- সহ বিশেষ প্রয়োগ, দ্রষ্টব্য নিচে ৫)। (১) বন্ধ/রুদ্ধ করা: Why did you shut the door against him/on him/in his face, তার মুখের উপর দরজা বন্ধ করে দিলে কেন? shut-eye (noun) (কথ্য) চোখ-বোঝা; তন্দ্রা; ঘুম: I will have half an hour’s shut-eye. (২) বন্ধ হওয়া: The window won’t shut. (৩) (চাকু, বই ইত্যাদি) বন্ধ করা(৪) কিছু বন্ধ করতে গিয়ে চেপে ধরা: shut one’s fingers/dress in the door. (৫) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): shut (something) down (কারখানা ইত্যাদি) বন্ধ করে দেওয়া; কাজ বন্ধ করা: The management has shut down the workshop. সুতরাং, shut-down (noun) কারখানা ইত্যাদির (সাময়িক বা স্থায়ী বন্ধকরণ) বন্ধদশা। shut somebody in আটকে রাখা; নিরুদ্ধ/অবরুদ্ধ করা; পরিবৃত/পরিবেষ্টিত করা: They are shut in by high walls. shut something off সরবরাহ বা প্রবাহ রুদ্ধ করা। shut somebody/something out বাইরে রাখা; বাদ দেওয়া; ঢুকতে না-দেওয়া; রুদ্ধ করা: shut out immigrants/competitive goods.shut something up (ক) সব দরজা জানালা বন্ধ করে দেওয়া: shut up house before going to bed. (খ) (নিরাপত্তার জন্য) বন্ধ করে রাখা: shut up one’s jewels in the vault. shut (somebody) up (কথ্য) মুখ বন্ধ করা; চুপ করা বা করানো: Will you shut up?
  • English Word shutter Bengali definition [শাটা(র্‌)] (noun) [countable noun] (১) আলো বা চোরকে ঠেকানোর জন্য জানালার (কাষ্ঠফলক বা লোহার পাতের কবজা লাগানো বা পৃথক) অস্থাবর আবরণ; ঝাঁপput up the shutter (আজকের মতো কিংবা চিরতরে) কারবার গুটানো/বন্ধ করা। (২) ক্যামেরার পরকলা দিয়ে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করার কৌশল; শাটার; রোধক। □ (verb transitive) ঝাঁপ যুক্ত করা; ঝাঁপ তোলা।
  • English Word shuttle Bengali definition [শাট্‌ল্‌] (noun) (১) (তাঁতে) মাকু; (সেলাইকলে) নিচের দিকের সুতা ধরে রাখার সচল যান্ত্রিক কৌশল(২) (যৌগশব্দ) shuttle cock (noun) ব্যাডমিন্টনের কর্কshuttle diplomacy (noun) যে মধ্যস্থতায় কূটনীতিকদের সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আসাযাওয়া করতে হয়; আনাগোনার কূটনীতি। shuttle service (noun) অল্পব্যবধানের স্থানসমূহের মধ্যে (ট্রেন, বাস ইত্যাদির) নিয়মিত চলাচল ব্যবস্থা। □ (verb transitive), (verb intransitive) মাকুরমতো সামনেপিছনে, একস্থান থেকে অন্যস্থানে চলাচল করা বা করানো।