s পৃষ্ঠা ২৬
- English Word shrew Bengali definition [শ্রূ] (noun) বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী। (২) shrew (-mouse) (noun) কীটভুক ক্ষুদ্র ইঁদুরসদৃশ প্রাণিবিশেষ; ছুঁচা। shrewish [শ্রূইশ্] (adjective) কটুভাষী; কলহপরায়ণ; কোঁদুলে। shrewishly (adverb) খাণ্ডারির মতো। shrewishness (noun) কটুভাষিতা; কলহপরায়ণতা।
- English Word shrewd Bengali definition [শ্রূড্] (adjective) (shrewder, shrewdest) (১) সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি; তুখোড়; চৌকস: a shrewd businessman; shrewd arguments. (২) চতুর; চালাক; হুঁশিয়ার; সেয়ানা; কাইয়াঁ; সতর্ক; ধূর্ত: make a shrewd guess; a shrewd blow/thrust. shrewdly (adverb) বিচক্ষণভাবে ইত্যাদি। shrewdness (noun) বিচক্ষণতা; চাতুর্য; ধূর্ততা।
- English Word shriek Bengali definition [শ্রীক্] (verb intransitive), (verb transitive) shriek (out) (১) চেঁচিয়ে ওঠা; তীক্ষ্ণকণ্ঠে চেঁচানো। (২) তীক্ষ্ণকণ্ঠে চেঁচিয়ে বলা: shriek out a warning. □ (noun) [countable noun] তীক্ষ্ণ চিৎকার; চিক্কুর: shriek of girlish laughter, মেয়েলি কণ্ঠের তীক্ষ্ণ হাসি।
- English Word shrift Bengali definition [শ্রিফ্ট্] (noun) (কেবল) give somebody/get short shrift রুক্ষ/কাটখোট্টা ব্যবহার করা বা পাওয়া; দায়সারা ব্যবহার করা।
- English Word shrike Bengali definition [শ্রাইক্] (noun) শক্ত, বাঁকানো চঞ্চুযুক্ত পাখিবিশেষ (butcher-bird নামেও পরিচিত), এরা ছোট ছোট পাখি ও কীটপতঙ্গ মেরে বাসার কাছে কণ্টকবিদ্ধ করে রাখে।
- English Word shrill Bengali definition [শ্রিল্] (adjective) (ধ্বনি, কণ্ঠ ইত্যাদি) তীক্ষ্ণ; কর্ণবিদারী; কর্কশ; উচ্চনাদী; shrill cries; a shrill voice. shrilly [শ্রিলি] (adverb) তীক্ষ্ণকণ্ঠে: Her voice rose shrilly. shrillness (noun) কার্কশ্য; তীক্ষ্ণতা: shrillness of one’s scream.
- English Word shrimp Bengali definition [শ্রিম্প্] (noun) [countable noun] সামুদ্রিক ছোট চিংড়ি; বাগদা চিংড়ি; (হাস্যরসাত্মক) অত্যন্ত খর্বাকৃতি মানুষ; বামন। □ (verb intransitive) চিংড়ি মাছ ধরা: (সাধারণত) go shrimping.
- English Word shrine Bengali definition [শ্রাইন্] (noun) [countable noun] (১) পবিত্র স্মৃতিচিহ্নসংবলিত সমাধি; বিশেষ অনুষঙ্গজড়িত কিংবা স্মৃতিবিজড়িত কোনো বেদি বা প্রার্থনালয়; তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির। (২) অত্যন্ত শ্রদ্ধেয় কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অনুষঙ্গযুক্ত কোনো ভবন বা হান; মন্দির। worship at the shrine of Mammon ধনসম্পদ ও অর্থ উপার্জনের প্রতি অত্যধিক মনোযোগী হওয়া। □ (verb transitive)= enshrine (এটাই সচরাচর ব্যবহৃত শব্দ)।
- English Word shrink Bengali definition [শ্রিঙ্ক্] (verb intransitive), (verb transitive) (past tense shrank [শ্র্যাঙ্ক্], কিংবা 'shrunk' [শ্রাঙ্ক্], past participle 'shrunk' কিংবা (adjective) হিসেবে 'shrunken' [শ্রাঙকান্]) (১) (বিশেষত কাপড়) সংকুচিত হওয়া বা করা; খাপা; খাটো হওয়া: Will this soap shrink wollen clothes? (২) shrink (back) (from) (লজ্জা, বিরাগ ইত্যাদির দরুন) পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা: I shall not shrink from an unpleasant duty. shrinkage [শ্রিঙ্ক্ইজ্] (noun) [uncountable noun] সংকোচন; আকুঞ্চন: Make the pullover a little longer, and allow for shrinkage.
- English Word shrive Bengali definition [শ্রাইভ্] (verb transitive) (past tense) 'shrived' কিংবা 'Shrove' [শোভ], past participle 'shrived' কিংবা 'shriven' [শ্রিভ্ন্]) (পুরাতনী, পুরোহিত) অনুতপ্ত পাপীর স্বীকারোক্তি শুনে তাকে তার পাপের আধ্যাত্মিক পরিণাম থেকে মুক্ত করা।
- English Word shrivel Bengali definition [শ্রিভ্ল্] (verb transitive), (verb intransitive) (shrivelled, shrivelling, shrivels, America(n) অপিচ 'shriveled', shriveling, shrivels) shrivel (up) (তাপ, তুষার, শুষ্কতা বা বার্ধক্যের দরুন) কোঁচকানো; কুঞ্চিত হওয়া বা করা: The leaves had shriveled (up) in the sun. The heatwave is shrivelling potato stocks. shriveled (America(n) shriveled) (adjective) an old man with a brown shrivelled face.
- English Word shriven Bengali definition [শ্রিভ্ন্] দ্রষ্টব্য shrive.
- English Word shroud Bengali definition [শ্রাইড্] (noun) [countable noun] (১) (winding-sheet নামেও পরিচিত) কাফন; শবাচ্ছাদনবস্ত্র। (২) আচ্ছাদন; অবগুণ্ঠন; আবরণ: a shroud of mist. (৩) (plural) মাস্তুলের আলম্বস্বরূপ রজ্জুগুচ্ছ; প্যারাসুটের রজ্জুগুচ্ছ। (verb transitive) (১) কাফন পরানো; শবকে বস্ত্রাচ্ছাদিত করা। (২) ঢাকা; আবৃত/আচ্ছাদিত করা; সংগোপিত করা: shrouded in darkness/mist.
- English Word shrove Bengali definition [শ্রোভ্] দ্রষ্টব্য shrive.
- English Word Shrove Tuesday Bengali definition [শ্রোভ্ট্যিউজ্ডি America(n) [শ্রোভ্টুজ্ডি] (noun) লেন্ট (দ্রষ্টব্য lent) শুরু হওয়ার আগের দিন; অতীতে ঐ দিন এবং পূর্ববর্তী কয়েক দিন (shrove-tide) পুরোহিত কর্তৃক পাপমোচনের প্রথা প্রচলিত ছিল।
- English Word shrub Bengali definition [শ্রাব্] (noun) [countable noun] গুল্ম; ঝোপ; ঝিঁকরা; গাছড়া। shrubbery [শ্রাবারি] (noun) (plural shrubberies) যে স্থানে (যেমন বাগানের অংশবিশেষে) গুল্ম রোপণ করা হয়; গুল্মোদ্যান।
- English Word shrug Bengali definition [শ্রাগ্] (verb transitive) (shrugged, shrugging, shrugs) (ঔদাসীন্য, সন্দেহ ইত্যাদি প্রকাশে কাঁধ) ঈষৎ উত্তোলন করা; কাঁধ ঝাঁকানো: I asked her where Fahim was, but she simply shruged (যেন সে কিছুই জানে না বা বোঝে না এমন ভাব) and said nothing. shrug something off (তুচ্ছ বলে) উড়িয়ে দেওয়া; তুড়ি মেরে উড়িয়ে দেওয়া: The government is trying to shrug off blame for the economical crisis. She shrugged off a minor knee injury in order to play in the field. □ (noun) [countable noun] কাঁধ ঝাঁকানি: with a shrug of the shoulders/a shrug of despair.
- English Word shrunk(en) Bengali definition [শ্রাঙ্ক্, শ্রাঙ্কান্] দ্রষ্টব্য shrink.
- English Word shuck Bengali definition [শাক্] (noun) (America(n) তুষ; খোসা; শুঁটি; বীজকোষ; বহিরাবরণ; (লাক্ষণিক) তুচ্ছবস্তু; ছাইভস্ম। Shucks! (interjection) (America(n)) অবিশ্বাস, অনুতাপ বা বিরক্তিসূচক শব্দ। □ (verb transitive) খোসা ছাড়ানো: shuck peanuts.
- English Word shudder Bengali definition [শাডা(র্)] (verb intransitive) থরথর/ঠকঠক করে কাঁপা; ভয়ে বা ঘৃণায় কম্পিত হওয়া: shudder with cold/horror. □ (noun) [countable noun] কাঁপন; কাঁপনি; থরথরানি; থরকম্প।
- English Word shuffle Bengali definition [শাফ্ল্] (verb intransitive), (verb transitive) (১) পা টেনে টেনে বা ঘষে ঘষে হাঁটা। shuffle one’s feet (হাঁটার সময়ে কিংবা বসে বা দাঁড়িয়ে) পা টানা বা ঘষা। (২) (তাস ইত্যাদি) এলোমেলোভাবে মিলিয়ে দেওয়া; ফেটা। (৩) অযত্নের সঙ্গে কিছু করা; (পোশাক) অযত্নের সঙ্গে পরা বা খোলা; shuffle through one’s work; shuffle one’s clothes on. জামা গলানো; (লাক্ষণিক) shuffle off responsibility upon others, অন্যের ঘাড়ে চাপিয়ে সটকে পড়া। (৪) নিজের অবস্থান পরিবর্তন করতে থাকা; সরাসরি জবাব না-দেওয়া; টালমাটাল/বাহানা করা: Don’t shuffle, be straight. □ (noun) [countable noun] (১) পা-ঘষা; পা ঘষে ঘষে নৃত্য: soft-shoe shuffle; তাস-ফেটা। (২) আপেক্ষিক অবস্থানের ব্যাপক পরিবর্তন; রদবদল: a shuffle of the cabinet. (৩) হাতসাফাই; চালাকি; বিভ্রান্তিকর বিবৃতি বা কর্ম। shuffler (noun) যে পা ঘষে বা তাস ফেটে।
- English Word shufi, sufi Bengali definition [শূফী] (noun) মুসলিম মরমিসাধক, যাঁরা জীবনের যাবতীয় সুখসুবিধা থেকে নিজেদের বঞ্চিত করে অত্যন্ত সরল জীবনযাপন করেন; সুফি।
- English Word shufty Bengali definition [শাফ্টি] (noun) (British/Britain অপশব্দ) take/have a shufty (at something/somebody) এক নজর দেখা; চকিতে দৃষ্টিপাত করা।
- English Word shun Bengali definition [শান্] (verb transitive) (shunned, shunning, shuns)(কোনোকিছু থেকে) দূরে থাকা; পরিহার করা: shun temptation.
- English Word shun 1 Bengali definition [শান্] (interjection) (হুকুম হিসেবে) attention (৩)-এর সংক্ষেপ; সোজা হয়ে দাঁড়াও।
- English Word shunt Bengali definition [শান্ট্] (verb transitive), (verb intransitive) (১) (রেলের বগি, কোচ ইত্যাদি) এক বর্ত্ম (লাইন) থেকে অন্য বর্ত্মে পাঠানো; অপসারিত করা: shunt a train on to a siding. (২) ( রেলগাড়ি) এক পাশে অপসারিত হওয়া। (৩) (লাক্ষণিক কথ্য) অন্যদিকে সরিয়ে নেওয়া; (কোনো কিছু) আলোচনা স্থগিত করা বা এড়িয়ে যাওয়া: He shunted the conversation on to a more cheerful subject. (৪) (লাক্ষণিক) (কোনো প্রকল্প) বাতিল করা; কাউকে) অলস বা নিষ্ক্রিয় রাখা। shunter (noun) (বিশেষত) রেলপথের যে কর্মচারী গাড়ি ইত্যাদি পার্শ্ববর্ত্মে সরিয়ে নেয়।
- English Word shush Bengali definition [শাশ্] (verb intransitive), (verb transitive) (১)= hush. (২)= sh.
- English Word shut Bengali definition [শাট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle. shut; shut, shutting, shuts) (adverbial particle ও' preps- সহ বিশেষ প্রয়োগ, দ্রষ্টব্য নিচে ৫)। (১) বন্ধ/রুদ্ধ করা: Why did you shut the door against him/on him/in his face, তার মুখের উপর দরজা বন্ধ করে দিলে কেন? shut-eye (noun) (কথ্য) চোখ-বোঝা; তন্দ্রা; ঘুম: I will have half an hour’s shut-eye. (২) বন্ধ হওয়া: The window won’t shut. (৩) (চাকু, বই ইত্যাদি) বন্ধ করা। (৪) কিছু বন্ধ করতে গিয়ে চেপে ধরা: shut one’s fingers/dress in the door. (৫) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): shut (something) down (কারখানা ইত্যাদি) বন্ধ করে দেওয়া; কাজ বন্ধ করা: The management has shut down the workshop. সুতরাং, shut-down (noun) কারখানা ইত্যাদির (সাময়িক বা স্থায়ী বন্ধকরণ) বন্ধদশা। shut somebody in আটকে রাখা; নিরুদ্ধ/অবরুদ্ধ করা; পরিবৃত/পরিবেষ্টিত করা: They are shut in by high walls. shut something off সরবরাহ বা প্রবাহ রুদ্ধ করা। shut somebody/something out বাইরে রাখা; বাদ দেওয়া; ঢুকতে না-দেওয়া; রুদ্ধ করা: shut out immigrants/competitive goods.shut something up (ক) সব দরজা জানালা বন্ধ করে দেওয়া: shut up house before going to bed. (খ) (নিরাপত্তার জন্য) বন্ধ করে রাখা: shut up one’s jewels in the vault. shut (somebody) up (কথ্য) মুখ বন্ধ করা; চুপ করা বা করানো: Will you shut up?
- English Word shutter Bengali definition [শাটা(র্)] (noun) [countable noun] (১) আলো বা চোরকে ঠেকানোর জন্য জানালার (কাষ্ঠফলক বা লোহার পাতের কবজা লাগানো বা পৃথক) অস্থাবর আবরণ; ঝাঁপ। put up the shutter (আজকের মতো কিংবা চিরতরে) কারবার গুটানো/বন্ধ করা। (২) ক্যামেরার পরকলা দিয়ে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করার কৌশল; শাটার; রোধক। □ (verb transitive) ঝাঁপ যুক্ত করা; ঝাঁপ তোলা।
- English Word shuttle Bengali definition [শাট্ল্] (noun) (১) (তাঁতে) মাকু; (সেলাইকলে) নিচের দিকের সুতা ধরে রাখার সচল যান্ত্রিক কৌশল। (২) (যৌগশব্দ) shuttle cock (noun) ব্যাডমিন্টনের কর্ক। shuttle diplomacy (noun) যে মধ্যস্থতায় কূটনীতিকদের সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আসাযাওয়া করতে হয়; আনাগোনার কূটনীতি। shuttle service (noun) অল্পব্যবধানের স্থানসমূহের মধ্যে (ট্রেন, বাস ইত্যাদির) নিয়মিত চলাচল ব্যবস্থা। □ (verb transitive), (verb intransitive) মাকুরমতো সামনেপিছনে, একস্থান থেকে অন্যস্থানে চলাচল করা বা করানো।