Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word shed 2 Bengali definition [শেড্‌] (verb transitive) (past tense, past participle shed, shedding, sheds) (১) (পাতা ইত্যাদি) ঝরানো; খসানো; মোচন করা: Trees shed their leaves in autumn.Shed (one’s) blood (ক) আহত বা নিহত হওয়া; রক্ত দেওয়া: shed one’s blood for one’s country. (খ) অন্যের রক্ত ঝরানো/পাত করা। সুতরাং, blood- shed (noun) রক্তপাত। shed tears অশ্রুপাত করা; কাঁদা। (২) ত্যাগ করা; মোচন করা; খুলে ফেলা: The scorching heat forced them to shed their clothes. (৩) ছড়ানো; বিকীর্ণ করা; ঢালা: a fire that sheds warmth. shed light on (লাক্ষণিক) আলোকপাত করা। (৪) load-shed, দ্রষ্টব্য load 1 (৩).
  • English Word sheen Bengali definition [শীন্] (noun) [uUncountable noun] ঔজ্জ্বল্য; চাকচিক্য; জেল্লা; দীপ্তি; প্রভা; আভা; চিকনাই: the sheen of silk.
  • English Word sheep Bengali definition [শীপ্‌] (noun) (plural অপরিবর্তিত) ভেড়া; মেষ; গড্ডল। দ্রষ্টব্য ewe , দ্রষ্টব্য lamb, দ্রষ্টব্য ram. separate the sheep from the goats কুজন থেকে সজ্জনকে পৃথক করা। cast/make sheep’s eyes at বোকার মতো প্রণয়কাতর দৃষ্টিতে তাকানো। a wolf in sheep’s clothing ভেড়ার বেশে নেকড়ে; ছদ্মবেশী খল। as well be hanged for a sheep as a lamb শাস্তি সমান হলে লঘু অপরাধের চেয়ে গুরু অপরাধ করাই শ্রেয়। black sheep, দ্রষ্টব্য black (৪). sheepdog (noun) ভেড়ার রাখালের সাহায্যকারী কুকুর। sheep-fold (noun) ভেড়ার খোঁয়াড়। sheep-run (noun) (বিশেষত অস্ট্রেলিয়ায়) ভেড়ার চারণভূমি। sheepskin (noun) (ক) লোমসহ ভেড়ার চামড়ার গালিচা; এ রকম দুই বা ততোধিক চামড়া দিয়ে তৈরি পোশাক। (খ) বই বাঁধাই ইত্যাদি কাজে ব্যবহৃত ভেড়ার চামড়া। (গ) এ রকম চামড়া দিয়ে তৈরি লেখার উপকরণ বা কাগজ; (বিশেষত America(n)) এ রকম চামড়া বা কাগজে লিখিত সনদ। sheepish [শীপ্‌পিশ্‌] (adjective) (১) অপ্রস্তুত; অপ্রতিভ; গাড়ল: a sheepish-looking boy. (২) নিজের কোনো দোষ সম্পর্কে সচেতনতার দরুন বিব্রত বা বোকা- বোকা; অপ্রস্তুত; জড়সড়sheepishly (adverb) অপ্রস্তুতভাবে ইত্যাদি। sheepishness (noun) অপ্রতিভতা; জড়সড় অবস্থা; ভেড়ামো।
  • English Word sheer 1 Bengali definition [শিআ(র্‌)] (adjective) (১) সম্পূর্ণ; নিছক; ডাহা; পুরাদস্তুর; নির্ভেজাল: sheer nonsense; a sheer waste of time; by sheer merit. (২) (বস্ত্র) মিহি ও প্রায়স্বচ্ছ; ফিনফিনে; stockings of sheer nylon. (৩) খাড়া; প্রায় উল্লম্ব; ঋজু: a sheer drop of 50 feet; a sheer rock. □ (adverb) সোজা উপরে বা নিচে; খাড়া; a cliff that rises sheer from the beach.
  • English Word sheer 2 Bengali definition [শিআ(র্‌)] (১) sheer away/off (বিশেষত জাহাজ) গতিপথ পরিবর্তন করা(২) sheer off (কথ্য) (অপ্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে) সরে আসা
  • English Word sheet 1 Bengali definition [শীট্] (noun) [countable noun] (১) (বিছানার) চাদর; আস্তর(২) (পাতলা কোনো উপাদানের) চওড়া; সমতল খণ্ড; পাত; তা; প্রস্থ: a sheet of glass/notepaper/tin ইত্যাদি; sheetcopper/iron ইত্যাদি; sheet music (বই আকারে নয়) কাগজের তা হিসেবে প্রকাশিত স্বরলিপি। (৩) (পানি, বরফ, তুষার, শিখা ইত্যাদির) বিস্তার; to come down in sheets (বৃষ্টি) মুষলধারে নামাsheet-lightning (noun) যে বিদ্যুচ্চমক বিস্তৃত উজ্জ্বল পাতের মতো ঝলসে ওঠে, আঁকাবাঁকা রেখায় উদ্ভাসিত হয় না; বিক্ষিপ্ত বিদ্যুচ্চমক। sheeting (noun) [uncountable noun] চাদরের কাপড়।
  • English Word sheet 2 Bengali definition [শীট্] (noun) পাল বাঁধা এবং পালের কোনা নিয়ন্ত্রণের জন্য পালের নিচের দিকের কোণে বাঁধা দড়ি; কোণের দড়িsheet-anchor (noun) (সাধারণত লাক্ষণিক) আপৎকালীন আশ্রয়; শেষ অবলম্বন; অন্তিম ভরসা।
  • English Word sheik(h) Bengali definition [শেইক্ America(n) শীক্] (noun) আরব সর্দার; শেখsheikdom [শেইক্‌ডাম্] (noun) শেখের পদ বা রাজ্য।
  • English Word Shekel Bengali definition [শেক্‌ল্‌] (noun) ইহুদিদের প্রাচীন রৌপ্যমুদ্রাবিশেষ; অর্থ; ধনসম্পদ
  • English Word sheldrake Bengali definition [শেলড্রেইক্] (noun) বন্য হংসজাতীয় মৎস্যভোজী কয়েক ধরনের পাখি; চক্রবাক; চখা
  • English Word shelf Bengali definition [শেল্‌ফ্] (noun) (plural shelves [শেলভ্‌জ্‌]) (১) তাকon the shelf (ক) শেষ হয়ে গেছে বলে এক পাশে সরানো যেমন বার্ধক্যের দরুন কর্মশক্তিহীন কোনো ব্যক্তি); শিকেয় তোলা। (খ) (কথ্য, স্ত্রীলোক) অবিবাহিতা এবং বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনাও নেই এমন, তাকে তোলা। (২) পর্বতগাত্রে তাকসদৃশ অভিক্ষেপ; তাক
  • English Word shell Bengali definition [শেল্‌] (noun) [Countable noun] (১) ডিম, বাদাম, কোনো কোনো বীজ ও ফল এবং কিছু কিছু প্রাণিদেহের শক্ত বহিরাবরণ; খোলা; খোলক; খোসা; বর্মgo/retire into one’s shell নিজের খোলে প্রবেশ করা; লাজুক, মৌন বা আত্মস্থ হওয়া। come out of one’s shell নিজের খোল থেকে বেরিয়ে আসা। shell-fish (noun) শক্ত খোলসওয়ালা কম্বোজ (ঝিনুক ইত্যাদি) ও কবচী (কাঁকড়া, চিংড়ি ইত্যাদি) প্রাণী; খোলসি মাছ। (২) অসম্পূর্ণ বা শূন্য ভবন, জাহাজ ইত্যাদির দেওয়াল, কাঠামো ইত্যাদি; খোলস: the shell of a building partially consumed by fire. (৩) (America(n)= cartridge) গোলা। দ্রষ্টব্য cartridge. shell-proof (adjective) গোলাভেদ্য। shell-shock (noun) গোলাবিস্ফোরণের ঝাপটা ও অতিশব্দজনিত স্নায়বিক বা মানসিক বৈকল্য; গোলাঘটিত বৈকল্য। (৪) দাঁড়টানা হালকা বাইচের নৌকা। □ (verb transitive), (verb intransitive) (১) খোসা ছাড়ানো; খোলসমুক্ত করা: to shell peas. (২) গোলাবর্ষণ করা: shell the enemy’s position. (৩) shell out (কথ্য) (অর্থ, নির্ধারিত অঙ্ক পরিশোধ করা; ব্যয় মেটানো: Who will shell out (the money) for the festivities?
  • English Word shellac Bengali definition [শাল্যাক্] (noun) [uncountable noun] পরিশুদ্ধ লাক্ষা বা গালার পাত। □ (verb transitive) লাক্ষা দিয়ে বার্নিশ করা।
  • English Word shelter Bengali definition [শেল্‌টার] (noun) (১) [uncountable noun] আশ্রয়; নিরাপদ আশ্রয়; শরণ: take shelter from the rain. (২) [countable noun] যা আশ্রয় দেয়; আশ্রয়; আশ্রয়স্থান: a bus shelter, বাসযাত্রীদের ছাউনি; a taxidrivers’ shelter টেক্সিচালকদের অপেক্ষাস্থল। □ (verb transitive), (verb intransitive) (১) shelter (from) আশ্রয় দেওয়া; রক্ষা/ত্রাণ করা; বাঁচানো; লুকিয়ে রাখা; আড়াল করা: sheltered trades, যেসব ব্যবসা বিদেশি প্রতিযোগিতার জন্য উন্মুক্ত নয় (যেমন নির্মাণ ও অভ্যন্তরীণ পরিবহন), আশ্রিত ব্যবসা। (২) আশ্রয়/শরণ নেওয়া; মাথা গোঁজা: shelter from the rain.
  • English Word shelve 1 Bengali definition [শেল্‌ভ্‌] (verb transitive) (১) তাকে রাখা; তাকযুক্ত করা(২) (লাক্ষণিক সমস্যা, পরিকল্পনা ইত্যাদি) স্থগিত/মুলতবি রাখা(৩) (কোনো ব্যক্তিকে) কর্মচ্যুত/বরখাস্ত করা
  • English Word shelve 2 Bengali definition [শেলভ] (verb intransitive) (ভূমি) ক্রমশ ঢালু হওয়া
  • English Word shelves Bengali definition [শেলভ্‌জ্‌] shelf এর plural
  • English Word shemozzle Bengali definition [শিমজ্‌ল্] (noun) (অপশব্দ) হৈ চৈ, হুড়দঙ্গল; হাঙ্গামা
  • English Word shepherd Bengali definition [শেপাড্] (noun) মেষপালক; মেষের রাখালthe Good Shepherd যিশুখ্রিষ্ট। shepherd’s pie [uncountable noun] উপরে দলিত আলু এবং নিচে মাংসের কিমা দিয়ে রান্না করা খাদ্যবিশেষ। shepherd’s plaid কাপড়ে ছোট ছোট সাদা-কালো খোপের নকশা। □ (verb transitive) দেখাশুনা/তদারক করা; ভেড়ার মতো চালানো; পরিচালিত করা। shepherdess [শেপাডেস্‌ America(n) শেপারডাস্] (noun) (বিশেষত রাখালি কাব্যে আদর্শায়িত) রাখালকন্যা।
  • English Word sheraton Bengali definition [শেরাটান্‌] (noun) [uncountable noun] (ব্রিটেনে) (১৮) শতকের আসবাবপত্রের নির্মাণশৈলী: (attributive(ly)) sheraton chairs.
  • English Word sherbet Bengali definition [শাবাট্] (noun) [countable noun, uncountable noun] শরবত; (America(n)) চিনি, ফলের রস কিংবা অন্য স্বাদগন্ধযুক্ত হিমায়িত পানি।
  • English Word sheriff Bengali definition [শেরিফ্] (noun) (১) (সাধারণত high Sheriff) কাউন্টি এবং কোনো কোনো শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা; শেরিফ(২) (America(n)) কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা; শেরিফ
  • English Word Sherpa Bengali definition [শের্‌পা] (noun) হিমালয় অঞ্চলে বসবাসরত একটি জনগোষ্ঠী অথবা এর যেকোনো সদস্য; শেরপা
  • English Word sherry Bengali definition [শেরি] (noun) [uncountable noun] দক্ষিণ স্পেনের হলুদ বা বাদামি রঙের ব্র্যান্ডিযুক্ত মদ; দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস প্রভৃতি দেশের অনুরূপ মদ; শেরি
  • English Word sherwani Bengali definition = ackkan.
  • English Word shetland Bengali definition [শেট্‌লান্‌ড্‌] (noun) (অপিচ the shetlands) স্কটল্যান্ডের উত্তর-উত্তরপূর্বস্থ দ্বীপপুঞ্জ; শেট্‌ল্যান্ড। shetland pony ছোট, কষ্টসহিষ্ণু জাতের টাটু ঘোড়া। Shetlandwool শেটল্যান্ডের নরম মোলায়েম ধরনের পশম।
  • English Word shew Bengali definition [শোউ] দ্রষ্টব্য show.
  • English Word shibboleth Bengali definition [শিবালে্] (noun) পরীক্ষণাত্মক শব্দ, মূলসূত্র, মতামত ইত্যাদি যা ব্যবহারের ক্ষমতা বা অক্ষমতা- দলীয়, জাতীয় ইত্যাদি পরিচয় প্রকাশ করে; কোনো দল বা গোত্রের পরিচয়সূচক আকর্ষণীয় শব্দ, (বিশেষত গতানুগতিক বা অসার) সূত্র ইত্যাদি; সংকেতশব্দ।
  • English Word shied Bengali definition [শাইড্] দ্রষ্টব্য shy 2. দ্রষ্টব্য shy 3.
  • English Word shield Bengali definition [শীল্‌ড্‌] (noun) [countable noun] (১) ঢাল; চর্ম; ফলক; কুলমর্যাদার চিহ্নস্বরূপ চালের নকশা (যেমন বাড়ির তোরণে)। (২) (লাক্ষণিক) যে বস্তু বা ব্যক্তি রক্ষা করে; রক্ষক; রক্ষাকবচ(৩) (যন্ত্রপাতিতে) সংরক্ষণমূলক ফলক বা আবরণ; ধুলাবালি, বাতাস ইত্যাদি ঠেকানোর জন্য পরিকল্পিত কোনো বস্তু (America(n) wind shield = British/Britain windscreen বাতাবরণ)□ (Verb transitive) রক্ষা করা; নিরাপদ রাখা; আগলানো; বাঁচানো: shield one’s eyes with one’s hand; shield a friend from censure.