• Bengali Word shall English definition [দুর্বল রূপ শ্‌ল্; জোরালো রূপ শ্যাল্] (anomalous finite) (shall not - এর সংক্ষিপ্ত রূপ' shan’t [শা:নট্ Uncountable noun শ্যান্‌ট্‌] thou- এর সঙ্গে প্রাচীন রূপ' shalt [শ্যাল্‌ট্‌] ব্যবহৃত হয়,' past tense রূপ' should [শূড; দুর্বল রূপ শড্‌]; should not- এর সংক্ষিপ্ত রূপ' shouldn’t [শুড্‌ন্‌ট্]
    কথ্যরীতিতে shall- এর পরিবর্তে will- এর ব্যবহার ব্যাপক): I shall ask him about it. (shall- এর স্থলে should -এর প্রয়োগ অতীতকালে ভবিষ্যৎ কিংবা শর্তসাপেক্ষ বিবৃতি সূচিত করে): We should have fetched a doctor if we had had time. (২) (বক্তার সংকল্প বা অভিপ্রায়সূচক ভবিষ্যৎ বা শর্তমূলক বাক্য রচনার জন্য প্রথম ও মধ্যম পুরুষে ব্যবহৃত হয়; shall ও should- এর উপর জোর দিলে এতে দায়দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রকাশ পায়; জোর না দিলে প্রতিশ্রুতি বা হুমকি প্রকাশ পায়): You shall have a sweet (বক্তার ইচ্ছা): You shall not come near me. (৩) [কর্তব্য, আদেশ, দায়দায়িত্ব, শর্তসাপেক্ষ কর্তব্য এবং (না-সূচক বাক্যে) নিষেধের ভাব ব্যক্ত করতে সব পুরুষে ব্যবহৃত হয়]: Shall I wait for you? (৪) (অভিপ্রায়সূচক উপবাক্যে সব পুরুষেই ব্যবহৃত হয় may বা might-এর তুল্যমূল্য রূপে): He gave me some money so that I should consult a doctor. (৫) (subjunctive তুল্যমূল্যরূপে সব পুরুষেই ব্যবহৃত হয়): I am surprised that he should leave so soon. (৬) (পরোক্ষ উক্তিতে) উত্তম পুরুষের উক্তি অন্য পুরুষে বিবৃত করলে shall, should ব্যবহৃত হয় (যেমন ‘What shall I say, mother’, she said. She asked her mother what she should say, তবে will ও would এখন অধিক প্রচলিত); অন্য পুরুষের উক্তি উত্তম পুরুষে বিবৃত করলেও shall ও should ব্যবহৃত হয় (যেমন He said, ‘You will get a ticket at half price’- He told me that I should get a ticket at half price.)৭ [how, why এবং (কখনো-কখনো) অন্য প্রশ্নবোধক শব্দের পরে should ব্যবহৃত হয়]: How should he come back? Why should I help you? (৮) (সম্ভাব্যতা বা প্রত্যাশা ব্যক্ত করতে should ব্যবহৃত হয়): He should have finished by now. (৯) পরামর্শ বা উপদেশ দানে should ব্যবহৃত হয়: You should eat more fruits.