• Bengali Word fish 1 English definition [ফিশ্] (noun) (plural 'fishs' বা 'fishes') ১ [countable noun] মাছ; মৎস্য; মীন।
    a pretty kettle of fish বিশৃঙ্খল অবস্থা। have other fish to fry আরো জরুরি কিছু করার থাকা। There’s as good fish in the sea as ever came out of it (প্রবাদ) একটি সুযোগ নষ্ট হলেও সুযোগের অভাব হবে না। (২) [uncountable noun] খাদ্য হিসেবে মাছ। (৩) (যৌগশব্দ) fish bone (noun) (মাছের) কাঁটা। fishcake (noun) আলু, ডিম, পাউরুটির টুকরা ইত্যাদি মেশানো কোপ্তা-করা মাছের বড়াবিশেষ; মাছের বড়া। fish and chips গরম তেলে ডুবিয়ে ভাজা মাছ ও আলুর ফালি। fish creel মাছের ঝুড়ি। fish finger (noun) (America(n) fish stick) পাউরুটির ভেতরের অংশ দিয়ে মাখানো মাছের ছোট ছোট সরু টুকরা, যা ভেজে বা সেকে যেতে হয়। fish hook (noun) বড়শি। fish knife (noun) মাছ খাওয়ার ছুরি। fishmonger (noun) মৎস্যব্যবসায়ী; মেছো। fish paste (স্যান্ডউইচ ইত্যাদির উপর লাগানো) মাছের পিষ্টক। fish-slice (noun) মাছ কেটে পরিবেশনের জন্য টেবিলে ব্যবহৃত ছুরিবিশেষ। fishwife (noun) (কথ্য) অমার্জিত; দুর্মুখ স্ত্রী। fishy (adjective) (১) মাছের গন্ধ বা স্বাদযুক্ত; মেছো; আঁশটে: a fishy smell. (২) (কথ্য) সন্দেহজনক: a fishy story.