Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word weird Bengali definition [উইআড্] (adjective) (১) অস্বাভাবিক; ভুতুড়ে; অপার্থিব; রহস্যময়: We heard weird shrieks from the darkness of the abandoned house. (২) (কথ্য) অদ্ভুত; বোঝা বা ব্যাখ্যা করা দুঃসাধ্য এমন: What weird fashions the young sometimes adopt! weirdie [উইআডি],weirdo [উইআডো] (noun(s) (অপশব্দ) বাতিকগ্রস্ত লোক, বিশেষত যার চালচলন, বেশভূষা অতিমাত্রায় রীতিবহির্ভূত।
  • English Word welcome Bengali definition [ওএল্‌কাম্‌] (adjective) (১) সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক: a welcome visitor; welcome news, আনন্দদায়ক খবর; সুখবর: constructive criticism would be always welcome to us, গঠনমূলক সমালোচনা সর্বদাই গৃহীত হবে। (২) welcome to do something/to something (ক) মুক্তভাবে কোনোকিছু করার অধিকার বা অনুমতিপ্রাপ্ত: You are welcome to use my (personal) library, যখন ইচ্ছে ব্যবহার করতে পার; Anyone is welcome to my share, যে কেউ আমার ভাগ নিতে পারে (খুশি হয়ে দেব)। (খ) (ব্যঙ্গার্থে) কোনো অনাকাঙ্ক্ষিত বা গুরুভার দায় বা বোঝা ঘাড়ে করার অনুমতিপ্রাপ্ত: If anyone thinks he can do this job any better, he is welcome to try! তাকে সানন্দে এই দায় ঘাড়ে বহন করতে দেওয়া হবে। (গ) ধন্যবাদ জানানোর প্রয়োজন থেকে অব্যাহতি প্রাপ্ত: You are welcome to it, সংক্ষেপে, you’re welcome = Don’t mention it, ও কথা বলবেন না, অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপনের প্রয়োজন নেই। (৩) (আনন্দ, বিষাদ, বিস্ময় প্রভৃতি মনোভাবসূচক অব্যয় হিসেবে) welcome home, স্বাগতম! (noun) [countable noun] সম্ভাষণ; অভ্যর্থনা: They gave him a warm welcome, উষ্ণ অভ্যর্থনা জানালো।  (verb transitive) কোনোকিছুতে, কারো বা কোনোকিছুর আগমনে আনন্দ বা সন্তোষ প্রকাশ করা; সাদর সম্ভাষণ বা সাদর অভ্যর্থনা জানানো: welcome a friend to one’s home. People welcomed the change in the government’s fiscal policy.
  • English Word weld Bengali definition [ওএল্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (১) (ধাতুপাত বা খণ্ডসমূহকে) হাতুড়ি দিয়ে পিটিয়ে বা (তাপ দিয়ে নরম করার পর) চাপ দিয়ে বা অ্যাসেটিলিন বা বৈদ্যুতিক টর্চের তীব্র শিখার সাহায্যে গলিয়ে জোড়া দেওয়া; ঢালাই করা; (লাক্ষণিক) সুগ্রথিত: parts together; arguments that are closely welded. (২) (লোহা ইত্যাদি) ঢালাই হতে পারা: some metals weld better than others. □ (noun) ঢালাই করা গ্রন্থি। welder (noun) যে শ্রমিক ঢালাই করে; ঢালাইকার।
  • English Word welfare Bengali definition [ওএলফেআ(র্‌)] (noun) [uncountable noun] (১) কল্যাণ; মঙ্গল: Work for the welfare of the society; child/infant welfare, শিশুকল্যাণ; the Welfare State যে রাষ্ট্রে রাষ্ট্রীয় তহবিল থেকে স্বাস্থ্য, বিমা, পেনশন ব্যবস্থা পরিচালিত হয়; কল্যাণরাষ্ট্র। (২) (America(n)) সামাজিক নিরাপত্তাwelfare work(er) (noun) (America(n)) সমাজসেবা; সমাজসেবী।
  • English Word well 1 Bengali definition [ওএল্] (noun) (১) কূপ; কুয়াwell-water কুয়ার পানি। (২) খনিজ তেলের জন্য খোঁড়া গর্ত: The oil wells of Saudi Arabia, সৌদি আরবের তেলকূপসমূহ। (৩) (প্রাচীন প্রয়োগ বা স্থানের নামে) ঝরনা; (লাক্ষণিক) উৎসwell-head (noun) ঝরনার উৎসমুখ। (৪) কোনো অট্টালিকার অভ্যন্তরে সিঁড়ি বা লিফটের ঘর(৫) (British/Britain) আদালতভবনে ব্যারিস্টার প্রমুখের জন্য রেলিং দিয়ে ঘেরা স্থান(৬) well-deck (noun) জাহাজের প্রধান ডেকে দেওয়াল দিয়ে ঘেরা স্থান। □ (verb intransitive) well out (from/of) ঝরনা থেকে পানির মতো প্রবাহিত হওয়া: Blood was welling out: from the wound wellover উপরে ওঠা; উপচে পড়া। well up (in) পানির মতো ভরে ওঠা; উত্থিত হওয়া: Tears welled up in her eyes, তার চোখ পানিতে ভরে উঠলো।
  • English Word well 2 Bengali definition [ওএল্] (comparative better, superlative best) (adverb) (১) ভালোভাবে; সঠিক বা সন্তোষজনকভাবে (ক্রিয়ার পরে এবং ক্রিয়া সকর্মক হলে প্রত্যক্ষ কর্মের পরে বসে) : The boys behave well. She is a well-behaved girl. The school house is well situated. He speaks Bangla well. Well done! (প্রশংসাসূচক ধ্বনি); Nothing is going well with me, আমার কিছুই ভালো যাচ্ছে না; Do these two colours go well together? রং দুটি কি পরস্পর খাপ খায়, পাশাপাশি মানায়? Do politics and fairplay go well together? রাজনীতি আর ন্যায়বিচার কি পাশাপাশি চলতে পারে? do well সাফল্য পাওয়া; উন্নতি করা; সমৃদ্ধি অর্জন করা: Neena has done well in her annual examination. Nisar is doing well in the States, যুক্তরাষ্ট্রে (থেকে) ভালো করছে, উন্নতি করছে। be doing well (শুধু ঘটমান কালসমূহে) (স্বাস্থ্য ইত্যাদি) পুনরুদ্ধার করতে; দ্রুত আরোগ্য লাভ করছে: She is doing well. do oneself well নিজের জন্য সুখস্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা। do well by somebody কারো সঙ্গে সহৃদয় আচরণ করা। do well out of কারো কাছ থেকে বা কোনোকিছু থেকে লাভ করা। wish somebody কারো শুভ কামনা করা। (২) প্রশংসা বা সম্মতি সহকারে: Speak well of somebody, কারো প্রশংসা করা। stand with somebody কারো আনুকূল্য বা প্রশংসা পাওয়া: She stands well with her employers তারা তাকে পছন্দ করে, তার ক্ষমতা সম্পর্ক উঁচু ধারণা পোষণ করে ইত্যাদি। (৩) সৌভাগ্যবশতbe well out of something সৌভাগ্যবশত কোনো বিষয়ের বাইরে থাকা বা কোনো বিষয়ে জড়িত না- থাকা: You are well out of it, তোমার ভাগ্য ভালো বলতে হবে যে তুমি এর বাইরে আছ/তুমি এতে জড়িত নেই; I wish I were well out of this business, যদি এই ঝামেলার বাইরে আসতে পারতাম/এই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে পারতাম! well off (ক) ভাগ্যবান: He doesn’t know when he is well off, সে জানে না যে সে কত ভাগ্যবান। (খ) বিত্তবান; ধনী well off for (কোনোকিছু) যথেষ্ট থাকা: They were well off for food, তাদের যথেষ্ট খাবার ছিল। come off well (ক) (ব্যক্তি) ভাগ্য ভালো থাকা; কপাল ভালো থাকা বা ভালো হওয়া। (খ) (ঘটনা) পরিণাম সন্তোষজনক হওয়া। do well to+ infinitive সুবিবেচনা বা সৌভাগ্য নির্দেশ করতে ব্যবহৃত হয়: He did well to sell the business. You would do well to say nothing about what you saw, যা দেখেছ সে সম্পর্কে কোনো কথা না-বললে বুদ্ধিমানের কাজ করবে; I did well to ask his advice, তার পরামর্শ চেয়ে ভালো করেছিলাম। (৪) (মধ্য অবস্থানে) সঙ্গতভাবে; সম্ভবপরভাবে; যুক্তিযুক্তভাবে; You may well be surprised সঙ্গত কারণেই অবাক হতে পারো; I couldn’t very well say ‘no’ to him, তাকে ‘না’ বলা সম্ভব ছিল না/কঠিন হতো; You may quite well give illness as an excuse যুক্তিসঙ্গতভাবেই অসুস্থতার ওজর দেখাতে পারো; It maybe that. …এটা সম্ভব যে,/এমন হতে পারে যে... (৫) may (just) as well দ্রষ্টব্য .may(৪) (ক) সমান যুক্তি, সুবিধা, যাথার্থ্য ইত্যাদি সহকারে: You might just as well throw the whole lot away, সবটাই ফেলে দিতে পারো (তাতে ক্ষতিবৃদ্ধি নেই) ; The chapter does not add anything new to what has already been said-it might just as well have been dropped. (খ) বাড়তি কোনো ক্ষতি না-করে: You. may as well resign, কারণ পদত্যাগ না-করলেও তোমার চাকরি থাকছে না। be just as well অসুবিধা না-করে; মনস্তাপের কারণ না-রেখে/না-ঘটিয়ে: It’s just as well that I didn’t join the army, সেনাবাহিনীতে যোগ না দিয়ে (খুব একটা) খারাপ করিনি। (৬) (শেষে )বসলে) পুঙ্খানুপুঙ্খরূপে; ভালোভাবে; পুরোপুরি: Think well before you answer. Shake the bottle well. (৭) যথেষ্ট (পরিমাণে/মাত্রায়): Her name was well up the list, তালিকায় যথেষ্ট উপরের দিকে ছিল, অর্থাৎ শীর্ষের কাছাকাছি; He is over fifty, তার বয়স পঞ্চাশের যথেষ্ট উপরেwellaway (ক) ভালোভাবে এগিয়ে চলা: They are well away. (খ) (কথ্য) কিঞ্চিৎ নেশাগ্রস্ত কিংবা উল্লাসে আত্মহারা হওয়ার পথে। be well up in/on, দ্রষ্টব্য up (৮). let/leave well alone যেমন আছে তেমন থাকতে দাও; এখানে হস্তক্ষেপ করতে/নাক গলাতে এসো না। (৮) as well (as) উপরন্তু; অধিকন্তু: He gave us food as well as shelter for the night. He gave us food, and shelter as well. (৯) (অন্য adverb - সহযোগে) pretty well প্রায়; বলতে গেলে: You are pretty well the only person who hasn’t given him up. □ (predicatively adjective) (১) সুস্থ: He is getting well; সুস্থ হয়ে উঠছে; I’m quiet well today, আজ বেশ ভালো, অর্থাৎ সুস্থ আছি। (২) সন্তোষজনক অবস্থায়: All’s well that ends well, সব ভালো যার শেষ ভালো; We are very well where we are, যেখানে আছি খুব ভালো (অবস্থায়) আছি। It’s all very well (ব্যঙ্গার্থে ব্যবহৃত) অসন্তোষ, মতানৈক্য ইত্যাদি প্রকাশক গৎবাঁধা কথা: It’s all very well (for you) to talk of resigning in protest, but how am I to feed my family? (৩) যুক্তিযুক্ত; কাম্য: It would be well to finish it before nightfall. It would be just as well for you to ask your father‘s permission. (৪) শুভ; জোরকপাল; বাঁচোয়া: It was well for us that nobody noticed us. □ (interjection) (১) (বিস্ময় প্রকাশ): Well, who would have thought it, যা-ই বল কে এমনটা ভাবতে পেরেছিল! Well, well! I should never have guessed it, যা-ই বল, আমি কোনোদিন ভাবতেও পারতাম না(২) (স্বস্তি প্রকাশক): Well, here we are at last, যাক বাবা/বাঁচা গেল, শেষ পর্যন্ত এলাম তাহলে! (৩) (প্রতিকূলতাকে মেনে নেওয়া অর্থে): Well, it can’t be helped, কী আর করা; এমনটি ঘটবেই, এর কোনো প্রতিকার নেই(৪) (মতৈক্য বা সমঝোতা প্রকাশক): Very well, we shall never mention it again, বেশ ঠিক আছে... (৫) (ছাড় দেওয়া অর্থে) : Well, you may be right, হু, তোমার কথা ঠিক হলেও হতে পারে। (৬) (কোনো কথা, গল্প, প্রসঙ্গ ইত্যাদি পুনরায় শুরু করতে গিয়ে ব্যবহার করা হয়): Well, as I was saying...well, the next day...
  • English Word well- Bengali definition [ওএল্] (১) (prefix) well-being (noun) [uncountable noun] কল্যাণ; স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি: a sense of well-being, শুভবোধ; কল্যাণচেতনা। well-nigh (adverb) (পুরাতনী) প্রায়; She was well-high drowned. well-to-do (adjective) বিত্তবান; সচ্ছল। well-wisher (noun) হিতাকাঙ্ক্ষী। (২) (বহুবিধ participle ও welled- অন্ত শব্দসহযোগে গঠিত যৌগশব্দ) well-advised (adjective) বিচক্ষণ; সুবিবেচিত: a well advised action, বিচক্ষণ পদক্ষেপ। well-appointed (adjective) সুসজ্জিত: a well-appointed office. balanced-well (adjective) স্থিতধী; বিচক্ষণ। well-born বড় ঘরে জন্মেছে এমন; সদ্বংশজাত। well-bred (adjective) সুশিক্ষাপ্রাপ্ত। well-conducted (adjective) সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত: a well-conducted meeting. well-connected (adjective) বিশিষ্ট, বিত্তবান বা প্রভাবশালী জ্ঞাতি-কুটম্ব আছে এমন। well-disposed (towards) (কারো/কোনোকিছুর প্রতি) সদয় মনোভাবাপন্ন; সাহায্য বা উপকার করতে প্রস্তুত এমন। well-founded (adjective) উপযুক্ত তথ্যপ্রমাণের উপর প্রতিষ্ঠিত; সত্য ঘটনার উপর প্রতিষ্ঠিত: well-founded suspicions. , well-groomed (adjective) সযত্নে লালিত; পরিচ্ছন্ন; বেশভূষায় পরিপাটি। well-grounded (ক)= wellfounded.(খ) কোনো বিষয়ে মৌলিক জ্ঞানসম্পন্ন বা মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত। well-heeled (adjective) (অপশব্দ) ধনী। well-informed (ক) প্রচুর জানাশোনা আছে এমন; ভালোভাবে ওয়াকিবহাল। (খ) নির্ভরযোগ্য তথ্যপ্রদান করতে পারে এমন: in well-informed quarters. well-intentioned (প্রায়ই বা সাধারণত ব্যর্থকাম) সদিচ্ছা-প্রণোদিত। well-knit (adjective) সুসংবদ্ধ; (বিশেষত কোনো ব্যক্তি বা তার দেহ) সুঠাম। well-known (adjective) সুবিদিত; সুপরিচিত। well-lined (টাকার থলি) ঠাসা। well-marked (adjective) সুনির্দিষ্ট; সুস্পষ্ট। well-meaning= well-intentioned. well-meant (adjective) সদিচ্ছাপ্রসূত। well-read বিস্তর পড়াশোনা করেছে এমন; সুপণ্ডিত। well-rounded (adjective) সম্পূর্ণ ও সুসামজ্ঞস্যপূর্ণ। well-set= well-knit. well-spoken (adjective) (ক) ভদ্রভাবে ও সুন্দর করে কথা গুছিয়ে কথা বলে এমন। (খ) সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে এমন। well-timed সময়োপযোগী। well-tried (adjective) (পদ্ধতি, প্রতিকার বা প্রতিষেধক) পরীক্ষিত ও কার্যকর বলে প্রমাণিত। well-turned (adjective) (প্রশংসাসূচক কথা, উক্তি, কবিতার চরণ) সুন্দরভাবে প্রকাশিত। well-worn (adjective) অতিব্যবহৃত; (বিশেষত) গতানুগতিক।
  • English Word wellington Bengali definition [ওএলিঙ্‌টান] (noun) wellington (boot) হাঁটু পর্যন্ত উঠে আসা পানিনিরোধক বুট জুতা
  • English Word Welsh Bengali definition [ওএল্‌শ্‌] (noun), (adjective) যুক্তরাজ্যের ওয়েলশ প্রদেশের অধিবাসী সম্বন্ধীয়; ওয়েলশবাসীদের ভাষাWelsh rabbit/rarebit, দ্রষ্টব্য rarebit.
  • English Word welsh 2 Bengali definition [ওএল্‌শ্‌] (verb intransitive) welsh on somebody/something দেনা পরিশোধের দায়িত্ব এড়িয়ে যাওয়া; দেনা শোধ না-করা: welsh on a debt. (২) ওয়াদা ভঙ্গ করা; কথা না-রাখা: welsh on a friend. welsher (noun) যে ব্যক্তি দেনা পরিশোধ করে না; যে ব্যক্তি কথা রাখে না; ওয়াদাভঙ্গকারী।
  • English Word welt Bengali definition [ওএলট্] (noun) [countable noun] (১) যে চামড়ার ফালির সঙ্গে জুতার তলি ও উপরের অংশ সেলাই করে দেওয়া হয়(২)= weal 2.
  • English Word welter 1 Bengali definition [ওএল্‌টা(র)] (verb intransitive) গড়িয়ে যাওয়া; গড়ানো; গড়াগড়ি খাওয়া; রক্ত, কাদা, নোংরা ইত্যাদিতে নেয়ে ওঠা।  (noun) (শুধু singular) বিশৃঙ্খলা, নৈরাজ্য; জগাখিচুড়ি, অর্থহীন বা উদ্দেশ্যহীন সংঘাত: the welter creeds; a welter of shacks.
  • English Word welter 2 Bengali definition [ওএলটা(র্‌)] (adjective) welter-weight (noun) (বিশেষত মুষ্টিযুদ্ধে) ' ৬১-৬৬.৬ কেজি ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা
  • English Word wen Bengali definition [ওএন্‌] (noun) [countable noun] মাথার চাঁদি কিংবা দেহের অন্যত্র স্থায়ী নির্দোষ টিউমার; (লাক্ষণিক) অস্বাভাবিক বড় বা অত্যন্ত দ্রুত বেড়ে-ওঠা শহরাঞ্চল।
  • English Word went Bengali definition [ওএন্‌ট্'] go 1- এর past tense
  • English Word wept Bengali definition [ওএপ্‌ট্] weep- এর past tense, past participle
  • English Word were Bengali definition [ওআ(র্‌)] দুর্বল রূপ: ওআ(র্‌) be 1 -এর past tense
  • English Word weren't Bengali definition [ওয়োন্‌ট্]= were not.
  • English Word werewolf Bengali definition [উইআউউলফ্‌] (noun) (পুরাণ) নেকড়েতে রূপান্তরিত মানবসন্তান
  • English Word Wesleyan Bengali definition [ওএজলিআন্‌] (noun), (adjective) জন ওয়েজলি (John Wesley, ১৭০৩-৯১) থেকে উদ্ভূত (খ্রিষ্টীয়) মেথডিস্ট সম্প্রদায়গত; এই সম্প্রদায়ের সদস্য
  • English Word west Bengali definition [ওএস্‌ট্] (noun) (১) the west পশ্চিম; পশ্চিম দিক: The sun sets in the west.the West (ক) ( এশিয়ার বিপরীতে) ইউরোপ ও আমেরিকা; পাশ্চাত্য। (খ) (আন্তর্জাতিক রাজনীতিতে) (পূর্ব ইউরোপ, উত্তর এশিয়া ও চীনের বিপরীতে) পশ্চিম ইউরোপ ও আমেরিকা। (গ) যুক্তরাষ্ট্রের যে অংশ মিসিসিপি নদী ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত। (ঘ) যে কোনো দেশের পশ্চিমাংশ বা পশ্চিমাঞ্চল। west north-west, west south-west পশ্চিম-উত্তর পশ্চিম, পশ্চিম-দক্ষিণপশ্চিম। (২) (attributive(ly)) পশ্চিম দিক থেকে আগত: a west wind , পশ্চিম দিকে অবস্থিত: on the west coast. the West End লন্ডনের যে অংশে সবচেয়ে বড় ও কেতাদুরস্ত দোকানপাট, রঙ্গমঞ্চ ইত্যাদি আছে। এর থেকে west-end (adjective)= west-end theatres. the west country আইন অব উইট (Isle of Wight) থেকে সেভার্ন নদীর (River Severn) মুখ পর্যন্ত ইংল্যান্ডের পশ্চিমাংশ। এর থেকে west-country (adjective) এই অংশের সঙ্গে সম্পর্কিত বা এই অংশ থেকে আগত বা এই অংশের বৈশিষ্ট্যসংবলিত। West Central (সংক্ষেপ wc) লন্ডনের ডাকবিভাগের এলাকাবিশেষ। □ (adverb) পশ্চিমে, পশ্চিম দিকে: sail west. go west (অপশব্দ) মাঠে মারা যাওয়া; সর্বস্বান্ত হওয়া। west of আরো পশ্চিমে। westward [ওএস্‌ট্ওআড্] (adjective) পশ্চিমমুখী: in a westward direction. west ward(s) [ওএস্‌ট্ওআড্‌জ] (adverb): travel west ward(s).
  • English Word westerly Bengali definition [ওএস্‌টালি] (attributively adjective) পশ্চিম মুখে; (বাতাস) পশ্চিম থেকে। □ (adverb) পশ্চিম দিকে।
  • English Word western Bengali definition [ওএস্‌টান্‌] (adjective) পশ্চিমে অবস্থিত; পশ্চিমস্থ; পশ্চিম থেকে আগত; পশ্চিমের বৈশিষ্ট্যমণ্ডিত; পশ্চিমাthe Western Hemisphere পশ্চিম গোলার্ধ, অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা। the Western Empire প্রাচীন রোম সাম্রাজ্যের যে অংশের রাজধানী ছিল রোম। □ (noun) [countable noun] মার্কিনি ইন্ডিয়ানদের সঙ্গে গৃহযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা নিয়ে রচিত উপন্যাস, এই জীবনযাত্রাভিত্তিক ছায়াছবি; রাখাল, গরুচোর, দারোগা- পুলিশ ইত্যাদি সংবলিত উপন্যাস বা ছায়াছবি। westerner (noun) পাশ্চাত্যের, বিশেষত যুক্তরাষ্ট্রের অধিবাসী। westernize, westernise [ওএস্‌টান্‌আইজ্‌] (verb transitive) পাশ্চাত্য, অর্থাৎ ধনতান্ত্রিক পশ্চিম ইউরোপ ও আমেরিকার ধ্যানধারণা, রীতিনীতি, জীবনযাত্রা ইত্যাদি প্রবর্তন করা; পাশ্চাত্যপন্থি করা। westernization, westernisation [ওএসটানাইজেইশ্‌ন্‌ America(n) নিজে] (noun) westernmost [ওএসটামোউস্‌ট্] (adjective) সর্বাপেক্ষা পশ্চিমস্থ; সর্বপশ্চিম।
  • English Word wet Bengali definition [ওএট্] (adjective) (১) পানি বা অন্য কোনো তরল পদার্থ দ্বারা সিক্ত; আর্দ্র; ভেজা: wet clothes. Her cheeks were wet with tears. wetblanket, দ্রষ্টব্য blanket (১). wetdock (noun) জাহাজ ভাসানোর জন্য জলপূর্ণ (করা যেতে পারে এমন) ডক বা পোতাঙ্গন। wet-nurse (noun) অন্যের শিশুকে স্তন্যদানে নিযুক্ত ধাত্রী। wet paint এখনো শুকায়নি এমন অতিসম্প্রতি লাগানো রং। (২) বৃষ্টিঝরা; বর্ষণসিক্ত: wetweather. (৩) (America(n)) মদ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ নয় এমন: a wet state. (৪) (অপশব্দ ব্যক্তি) অকর্মণ্য; নিষ্প্রাণ। □ (noun) (১) the wet বৃষ্টি; বর্ষণ: He came in out 01 the wet. (২) [uncountable noun] আর্দ্রতা। □ (verb transitive) ভিজানো (প্রস্রাব করা): the boy is five and still wets his bed, এখনো (প্রস্রাব করে) বিছানা ভিজায়। wet one’s whistle, দ্রষ্টব্য whistle (noun) (৩). wetting (noun) ভিজানো বা ভিজে-যাওয়া: get a wetting (ভারী বৃষ্টিতে যেমন হতে পারে)।
  • English Word wet signature Bengali definition [ওএট্ সিগ্‌নাচা(র্‌)] (noun) কালির কলমে (কালি থাকে বলে) কাগজের ওপর দেওয়া স্বাক্ষর: Is it your ‘wet signature?
  • English Word wether Bengali definition [ওএদা(র্‌)] (noun) খাসিকরা ভেড়া
  • English Word whack Bengali definition [ওঅ্যাক্ America(n) হোঅ্যাক্] (verb transitive) সজোরে বা সশব্দে আঘাত করা। (noun) (১) কঠিন আঘাত; এ রকমের আঘাতের শব্দ(২) (অপশব্দ) অংশ; ভাগ; Did you all have a fair whack, ঠিকমতো ভাগ পেয়েছিলে তো? whacked (adjective) (কথ্য) (ব্যক্তি) ক্লান্ত; নিঃশেষিতwhacking (noun) পিটুনি: She gave the naughty child a whacking.  (adjective) (কথ্য) ইয়া বড়: a whacking lie.  (adverb) (কথ্য) অত্যন্ত; খুব: a whacking great lie. whacker (noun) একই জাতের মধ্যে বেশ বড়সড় বস্তু বা প্রাণী।
  • English Word whale Bengali definition [ওএইল America(n) হোএইল্] (noun) (১) তিমিwhalebone (noun) কতিপয় তিমির উপরের চোয়াল থেকে পাওয়া সরু শিংয়ের মতো শক্ত ও স্প্রিংয়ের মতো স্থিতিস্থাপক পদার্থ। (২) (কথ্য) a whale of a time অত্যন্ত সুসময়; অফুরান ভালো সময়।  (verb transitive) তিমি শিকার করা; go whaling. whaling-gun তিমির দেহে হারপুন ছুড়ে মারার বন্দুক। whaler [ওএইলা(র্‌) America(n) হোএইলা(র্‌)] (noun) তিমিশিকারি; তিমিশিকারে ব্যবহৃত জাহাজ।
  • English Word whang Bengali definition [ওঅ্যাঙ্ America(n) হোঅ্যাঙ্] (verb transitive) (কথ্য) সজোরে ও সশব্দে আঘাত করা।  (noun) এ রকম আঘাত বা তার শব্দ।  (adverb) (কথ্য) সরাসরি; ঠিকঠাক: hit the target whang in the centre.
  • English Word wharf Bengali definition [ওয়োফ America(n) হোয়োরফ] (noun) কাঠ বা পাথরের তৈরি যে ঘাটে জাহাজ ভিড়িয়ে মাল বোঝাই বা খালাস করা হয়; জাহাজঘাটwharfage [ওয়োফইজ] (noun) [uncountable noun] জাহাজঘাট ব্যবহার বাবদ দেয় ভাড়া বা শুল্ক; জাহাজঘাটে জাহাজ থাকার জায়গা।