• Bengali Word blue 2 English definition [ব্লু] (noun) ১ নীল বর্ণ।
    (২) আকাশ। (৩) সমুদ্র। (৪) বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াদক্ষ ছাত্রকে প্রদত্ত প্রতীক: Oxford blue. (৫) out of the blue অপ্রত্যাশিতভাবে; অজানা উৎপত্তিস্থল থেকে: appeared out of the blue. (৬) a bolt from the blue বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ: The news of his father’s death come to him as a bolt from the blue. (৭) a ture blue আনুগত্যে অনড় ব্যক্তি (বিশেষত ব্রিটেনের রক্ষণশীল দলের)। (৮) (plural) (America(n)) দক্ষিণ আমেরিকার নিগ্রোদের এক ধরনের ধীরগতি ও বিষাদময় সংগীত। (৯) washing blue (ধৌত কাপড় বিশেষত সাদা) উজ্জ্বল করতে ব্যবহৃত নীল বর্ণের দ্রব্য। (১০) blue eyed boy প্রিয়পাত্র। blue sky laws স্টক বা শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রতারণা রোধ করার আইন। (১১) (যৌগশব্দ) bluebaby (noun) যে শিশু জন্মগ্রহণ করার পর হৃৎযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক না-হওয়ার কারণে নীলবর্ণ ধারণ করে। bluebell (noun) দক্ষিণ ইংল্যান্ডের নীল রঙের ঘণ্টাসদৃশ ফুল। blueberry (noun) উত্তর আমেরিকার এক ধরনের ফল। bluebird (noun) উত্তর আমেরিকার নীল রঙের এক প্রকার গায়ক পাখি। bluebook (noun) নীল মলাটে বাঁধানো বই; (বিশেষত British/Britain) প্রিভি কাউন্সিল ও আইন পরিষদের কার্যবিবরণীসংবলিত নীল মলাটে বাঁধানো বই। blue bottle (noun) নীল দেহবর্ণবিশিষ্ট ভনভনে বড় মাছি; মাংসের উপর যে মাছি বসে। bluebreast/throat (noun) বুলবুলজাতীয় পাখি যাদের বুকে বা গলায় নীল ছোপ রয়েছে। bluecheese (noun) bluecheese (noun) নীল দাগওয়ালা পনির। bluecoat (noun) নীল কোট পরা ব্যক্তি; (বিশেষত America(n)) আমেরিকার গৃহযুদ্ধের সময়ে উত্তরাঞ্চলের সৈনিক যারা নীল রঙের কোট পরিধান করত। blue coller (adjective) (শ্রমিক) যারা কলকারখানায় বা অন্য কোনো পেশায় কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং সর্বাঙ্গ আবরণকারী এক প্রকার (বিশেষত নীল) পোশাক পরিধান করে: Miners and brick layers are blue-collar workers (তুলনীয় white collar). blue pencil (verb transitive) কোনো লেখা পড়ে আপত্তিকর অংশ নীল পেনসিলে দাগ দেওয়া; কেটে দেওয়া বা বাদ দেওয়া; সম্পাদনা করে শুদ্ধ করা: I will have to blue-pencil your essay. blue print (noun) (১) আলোকচিত্রের সাহায্যে অঙ্কিত নীলবর্ণের কাগজের উপর সাদা রেখাবিশিষ্ট নকশা (বিশেষত দালানকোঠার জন্য)। (২) (লাক্ষণিক) পরিকল্পনা। bluesheep (noun) হিমালয় অঞ্চলের নীলগাই। bluestocking (noun) পাণ্ডিত্যের অধিকারিণী বলে বিবেচিত বিদুষী স্ত্রীলোক। bluewater (noun) বহিঃসমুদ্র। bluewhale (noun) নীলতিমি। blueish (adjective) নীলাভ; ঈষৎ নীল। blueness [Uncountable noun].