• Bengali Word whip 1 English definition [উইপ্‌ America(n) হুইপ্‌] (noun) [countable noun] ১ হাতলওয়ালা চাবুক; কশা।
    have the whip hand (over somebody) (কারো উপর) কর্তৃত্ব থাকা; নিয়ন্ত্রণের ক্ষমতা থাকা। whipcord (noun) [uncountable noun] (ক) চাবুক তৈরির জন্য শক্ত করে পাকানো দড়ি। (খ) শক্ত করে পাকানো রেশমি বা তুলার সুতায় তৈরি এক ধরনের টেকসই কাপড়। (২) (বিকল্প whiper-in) (শৃগাল-শিকারে) যে ব্যক্তি শিকারি কুকুরের দল নিয়ন্ত্রণ করে। (৩) সংসদে দলীয় উপস্থিতি নিশ্চিত করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য দলীয় সদস্যদের উপর কর্তৃত্বপ্রাপ্ত কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক; হুইপ; হুইপের কর্তৃত্ব; সংসদীয় বিতর্কে উপস্থিত থেকে ভোট গ্রহণে অংশ নেওয়ার জন্য দলীয় সদস্যদের কাছে হুইপ কর্তৃক প্রেরিত নির্দেশ; The whips are off, সদস্যরা যেমন খুশি ভোট দিতে পারেন; অর্থাৎ ভোটদানের ব্যাপারে দলীয় সদস্যদের প্রতি হুইপের কোনো নির্দেশ নেই। a three-line whip (ভোটদানের ব্যাপারে) হুইপ প্রদত্ত জরুরি নির্দেশ। (৪) ডিম, মাখন প্রভৃতি একসঙ্গে ভালো করে মেশানোর জন্য কাঁটা বা অনুরূপ কোনোকিছু দিয়ে ঘুঁটানো।