W পৃষ্ঠা ৪
- English Word watch 2 Bengali definition [ওঅচ্] (verb transitive), (verb intransitive) (১) দেখা; লক্ষ করা: He watched the newcomer carefully. I sat watching the TV She watched her husband open the front-door and hail a rickshaw. watch one’s step (ক) সতর্কভাবে পা ফেলা। (খ) সতর্কভাবে কাজ করা যাতে ভুল না হয় কিংবা কেউ ঠকিয়ে যেতে অথবা টেক্কা দিতে না-পারে। watch one’s time (অধিক প্রচলিত শব্দ bide) উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকা। watch the time সময়ের দিকে লক্ষ রাখা; ঘড়ির উপর চোখ রাখা (যাতে দেরি না হয়)। watch (out) (for something) (কোনোকিছুর জন্য) প্রস্তুত থাকা;(কোনোকিছুর দিকে) সতর্ক দৃষ্টি রাখা: 1here’s a policeman watching outside, বাইরে পাহারা দিচ্ছে; The doctor told me to watch out for symptoms of chicken pox. watch out সতর্ক থাকা: watch out! সাবধান! watch (over) something নজর রাখা; পাহারা দেওয়া; রক্ষা করা: He watched over my house while I was away. (২) (প্রাচীন প্রয়োগ) জেগে থাকা: watch all night at the beside of a sick child. watcher (noun) যে ব্যক্তি লক্ষ রাখে; পর্যবেক্ষণ করে, পাহারা দেয়।
- English Word watch 3 Bengali definition [ওঅচ্] (noun) পকেট ঘড়ি বা হাতঘড়ি: What time is it by your watch? What does your watch say? watch-maker (noun) ঘড়িনির্মাতা বা ঘড়ি মেরামতকারী।
- English Word water 1 Bengali definition [ওয়োটা(র্)] (noun) (১) পানি; জল (রাসায়নিক প্রতীক H 2O): Fish lives in (the) water. May I have some water, please? Water is changed into steam by heat and into ice by cold. by water জলপথে। in deep water (s) বিপদগ্রস্ত; সংকটাপন্ন। in smooth water নির্বিঘ্নে অগ্রসরমাণ। on the water নৌকায়, জাহাজে ইত্যাদি। under water প্লাবিত: The lowlands of Bangladesh are mostly under water in the rains. be in/get into hot water (বিশেষত নির্বোধ আচরণের ফলে) বিপদে পড়া। cast/throw one’s bread upon the water (s) পুরস্কার আশা না-করে কোনো ভাল কাজ করা, যদিও পরে অপ্রত্যাশিত সুফল মিলতে পারে। drink the waters (স্বাস্থ্যগত কারণে) খনিজ জলের উৎসে গিয়ে সেই পানি পান করা। go through fire and water (for somebody/something) (কারো/কোনোকিছুর জন্য) চরম ক্লেশ ও কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যাওয়া। hold (তত্ত্ব ইত্যাদি) পরীক্ষায় উতরে যাওয়া; ধোপে টেকা। keep one’s head above water (বিশেষত আর্থিক) সংকট পরিহার করা; বেঁচে বর্তে থাকা। make water (ক) প্রস্রাব করা। (খ) (জাহাজ) ফুটা হওয়া। spend money, etc like water পানির মতো টাকা খরচ করা। throw cold water on (কোনো পরিকল্পনা ইত্যাদি) নিরুৎসাহিত করা। tread water, দ্রষ্টব্য tread, (verb intransitive), (verb transitive)(৪). like a fish out of water ডাঙায় তোলা মাছের মতো (অনভ্যস্ত পরিবেশ, অচেনা পরিস্থিতি ইত্যাদির কারণে অস্বস্তিবোধ করছে ও বিহ্বল হয়ে পড়েছে) । Still waters run deep (প্রবাদ) শান্ত ভাবের অন্তরালে গভীর আবেগ বা জ্ঞান বা চাতুরী ইত্যাদি থাকতে পারে। written in water নাম, খ্যাতি ইত্যাদি) দ্রুত বিস্মৃত হয় এমন; ক্ষণস্থায়ী; জলের অক্ষরে লেখা। water on the brain/knee, etc মাথা হাঁটু প্রভৃতিতে পানি জমে যাওয়া। the waters of forgetfulness table/mineral waters বোতলে ভরা খনিজ পানি। back water, দ্রষ্টব্য back 4(৩). (২) [uncountable noun] জোয়ারভাটার অবস্থা: high/low watermark. in low water (লাক্ষণিক) অর্থকষ্টে। (৩) (plural) সমুদ্র; জলসীমা: in Bangladesh waters, বাংলাদেশের জলসীমায়। (৪) (সাধারণত plural) জলরাশি: the waters of the Padma. (৫) [uncountable noun] পানিতে মিশানো কোনো পদার্থের দ্রব: rose water গোলাপজল। (৬) of the first water সর্বোৎকৃষ্ট: silk of the first water. (৭) (যৌগশব্দে)waterbird (noun) জলচর পাখি। water biscuit (noun) ময়দা ও পানি মিশিয়ে তৈরি শক্ত পাতলা বিস্কুট, সচরাচর মাখন ও পনির দিয়ে খাওয়া হয়। water-blister (noun) চামড়ার উপর (রক্ত নয়) রংহীন তরল পদার্থে ভরা ফোসকা; জলঠোসা; জলফোসকা। water-borne (adjective) (ক) (মালপত্র) জলপথে বাহিত। (খ) (রোগ) দূষিত পানি পান করার ফলে সংক্রামিত; পানিবাহিত। water-bottle (noun) (ক) পানির বোতল। (খ) সৈনিক, স্কাউট প্রভৃতির ব্যবহারের জন্য (পানি বহনের) ধাতব পাত্র (America (n)= canteen). water-buffalo (noun) ভারতবর্ষ, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে সচরাচর যে মোষ দেখা যায়। water-butt (noun) দ্রষ্টব্য butt 1 (২). water-cannon (noun) জলকামান। water-cart (noun) (বিতরণের জন্য ধুলাময় রাস্তায় ছিটিয়ে দেওয়ার জন্য) পানিবাহী গাড়ি। waterchute (noun) পানিতে নেমে যাওয়া ঢালু খাত, প্রমোদবাগানে এ রকম খাত বেয়ে নৌকা, স্লেজ প্রভৃতি গড়িয়ে বা পিছলিয়ে পানিতে নেমে যায়। water-closet (noun) (সাধারণ সংক্ষেপ WC) শৌচাগার; বাথরুম। watercolour (America(n)= watercolor) (noun) (ক) (plural) পানি মিশিয়ে তৈরি রং; জলরং। (খ) জলরং দিয়ে অঙ্কিত চিত্র। (plural বা sing) এ রকম চিত্রাঙ্কন কলা। watercourse (noun) ছোট নদী বা স্রোতস্বিনী, জলপ্রবাহের খাত। watercress (noun) [uncountable noun] কলমিদল, শালুক প্রভৃতি লতানো জলজ উদ্ভিদ। waterdiviner, দ্রষ্টব্য diviner. waterfall (noun) [countable noun] জলপ্রপাত। water-finder (noun) ভূগর্ভস্থ পানির অনুসন্ধানকারী। waterfowl (noun) (collective plural) জলচরপাখি। waterfront (noun) পানির কিনার, তীরদেশ, বিশেষত (শহরের যে অংশ) সমুদ্র, হৃদ প্রভৃতির দিকে মুখ করে অবস্থিত। waterglass (noun) [uncountable noun] ঘন তরল পদার্থবিশেষ, তাজা রাখার জন্য এককালে ডিমের উপর প্রলেপ দেওয়া হতো। waterhen (noun)= moorhen, moor 1. waterhole (noun) (বিশেষত শুকিয়ে যাওয়া নদীর তলদেশে) অগভীর টোল, যেখানে পানি জমে এবং যেখানে জীবজন্তু পানি পান করতে আসে। water-ice (noun) [countable noun] চিনি ও ফলের রস মেশানো বরফ-করা পানি। water-jacket (noun) পানিভরা কোষ, মেশিনের যে অংশ ঠাণ্ডা রাখা প্রয়োজন তার উপর এই কোষ সংযোজিত থাকে। water-jump (noun) সাধারণত বেড়াসহ পানিভরা গর্তের প্রতিবন্ধক, প্রতিবন্ধক ( ঘের), দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী (ঘোড়া) - কে এই গর্তের উপর দিয়ে লাফিয়ে যেতে হয়। water-level (noun) বিশেষত পরিমাপের উপাত্ত হিসেবে দেখা (সংরক্ষিত) জলাশয়ের পানির স্তর। water-lily (noun) শাপলাজাতীয় ফুল; জলপদ্ম। water-line (noun) যতটুক পর্যন্ত জাহাজের পার্শ্বদেশ পানিতে নিমজ্জিত থাকে; জাহাজের জলরেখা: The load water-line মালবোঝাই জাহাজের জলরেখা: The light water-line, মালশূন্য অবস্থায় জাহাজের জলরেখা। water-logged [ওয়োটা(র্)লগ্ড্ America(n) ওয়োটা(র্)লোগ্ড্] (adjective)(ক) (কাঠ) পানিতে এত বেশি সিক্ত যে ভাসমান থাকতে পারে না বলা চলে। (খ) (জাহাজ) পানিতে এত বেশি পূর্ণ যে ডুবে যাবে বলা যায়। (গ) (মাটি বা স্থলভাগ) জলাবদ্ধ। water-main (noun) পানিসরবরাহ ব্যবস্থার প্রধান পাইপ। water-mark (noun) (ক) কাগজের জলছাপ। (খ) যে চিহ্নের সাহায্যে (জোয়ারভাটা বা নদীর) পানি কতদূর উঠেছে বা নেমেছে, তা বোঝা যায়; জলচিহ্ন; জোয়াররেখা। watermelon (noun) তরমুজ বা তার গাছ। watermill (noun) জলস্রোত দ্বারা চালিত কল। waternymph (noun) জলপরী। water-polo (noun) [uncountable noun] পানির মধ্যে সাঁতার কেটে বল খেলা। water-power (noun) [uncountable noun] মেশিনপত্র চালানোর জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য বেগবান পানিপ্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জলশক্তি, জলবিদ্যুৎ। waterproof (adjective) পানি ঢোকে না এমন; পানিরোধক: waterproof material. wate-rat/water-vole (noun) ইঁদুরতুল্য জলচর প্রাণী। waterate (noun) (British/Britain) সরকারি ব্যবস্থায় পানি সরবরাহের জন্য ধার্য কর; জলকর। watershed (noun) দুটি নদী-অববাহিকার বিভাজক রেখা; জলবিভাজিকা; (লাক্ষণিক) ভিন্নখাতে প্রবাহিত ঘটনাবলির বিভাজক রেখা; সন্ধিক্ষণ। waterside (noun) সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতির তীর: We went for a stroll along the waterside. water-skiing (noun) দ্রুতগামী মোটরবোটের পিছনে বাঁধা রশি ধরে পানির উপর স্কি করার খেলা। water-softener (noun) কঠিন পানি নরম করার কল, যে পদার্থ ব্যবহার করে কঠিন পানি নরম করা হয়। water-spaniel (noun) গুলি করে মারা জলচর পাখিকে পানি থেকে তুলে আনার জন্য সাঁতার শেখানো কুকুরবিশেষ। water-spout (noun) (ক) পানি নিঃস্রাবী নল (যেমন ছাদ থেকে বৃষ্টির পানি নির্গমনে ব্যবহৃত হয়)। (খ) জলস্তম্ভ। water-supply (noun) পানি সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা; সংরক্ষিত পানির পরিমাণ। watertable ভূগর্ভস্থ যে রেখার নিচে মাটি পানিতে সম্পৃক্ত থাকে; ভূগর্ভস্থ পানির স্তর: The water table has been lowered by drought. watertight (adjective) (ক) পানি ঢুকতে কিংবা বেরুতে পারে না এমনভাবে তৈরি বা আটকানো; জলরোধক। (খ) (লাক্ষণিক) (চুক্তিপত্র ইত্যাদি) এমনভাবে রচিত যাতে (চুক্তির) কোনো শর্ত কেউ এড়িয়ে যেতে না-পারে; ভুল বোঝাবোঝির কোনো অবকাশ না-থাকে এমন। water-tower (noun) যে সুউচ্চ বৃহদাকার জলাধার বা ট্যাংক থেকে পানি সরবরাহ করা হয়। water-waggon (America(n)= water-wagon) (noun)= watecart: on the water-wagon, দ্রষ্টব্য wagon (১). waterway নাব্য খাল বা জলপথ। waterwheel (noun) পানিপ্রবাহ দ্বারা চালিত যন্ত্রের চাকা। water-wings (noun) (plural) পানি উপর ভেসে থাকার জন্য সাঁতার শিক্ষার্থী কাঁধের সঙ্গে যে বয়া জাতীয় বস্তু বেঁধে নেয়। waterworks (noun) (singular অথবা plural, verb- সহযোগে) (ক) পানি সরবরাহে নির্মিত সংরক্ষণাগার, পাম্পিং স্টেশন, সরবরাহ লাইন ইত্যাদি। (খ) কারুকার্যময় ফোয়ারা বা কৃত্রিম ঝরনা। (গ) (কথ্য) মূত্রথলি; মূত্রথলির ক্রিয়া: Are your waterworks all right? স্বাভাবিকভাবে প্রস্রাব হচ্ছে তো? (ঘ) (কথ্য) চোখের পানি: turn on the water-work, চোখের পানি ফেলা। wate-worn (adjective) (পাথর, শিলাগাত্র ইত্যাদি) পানির ক্রিয়ার ফলে মসৃণ।
- English Word water 2 Bengali definition [ওয়োটা(র্)] (verb transitive), (verb intransitive) (১) জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া: water the plants, water the streets watering-can [ওয়োটারিঙ ক্যান্] (noun) গাছে পানি দেওয়ার ছাকনাযুক্ত লম্বা নলওয়ালা পাত্র। watering-cart [ওয়োটারিঙ্ কা:ট্] (noun) রাস্তায় পানি ছিটিয়ে দেওয়ার পানিবাহী গাড়ি। (২) পান করার জন্য পানি দেওয়া; পানি দেখানো: water the cows. (৩) চোখে পানি আসা; মুখে পানি (লালা) আসা: The smoke made her eyes water. The smell of the steaming biriani made my mouth water. এর থেকে mouth-watering (adjective). (৪) water something down পানি মেশানো; (লাক্ষণিক) (কাহিনি ইত্যাদি) লঘু বা শিথিল করা: This whisky has been watered (down), পানি মিশিয়ে হালকা করা হয়েছে; The story has been watered down, (অপ্রাসঙ্গিক কথা, উপাখ্যান জুড়ে, বর্ণনায় অস্পষ্টতা সৃষ্টি করে) কাহিনিকে দুর্বল করা হয়েছে। (৫) পরিসম্পদ না বাড়িয়ে বরং নতুন শেয়ার বাজারে ছেড়ে (কোনো কোম্পানির ঋণ বা নামিক মূলধনের পরিমাণ) করা। (৬) watered (adjective হিসেবে past participle) পানিবিধৌত পানিসিঞ্চিত: Bangladesh is watered by numerous rivers. watered silk তরঙ্গাকার রেখাঙ্কিত রেশমি বস্ত্র। (৭) watering water place [ওয়োটারিঙ প্লেইস্] (noun) (ক) যে স্থানে জীবজন্তু পানি পান করতে আসে। (খ) খনিজ পানির ঝরনা; খনিজ পানি উৎস। (গ) সমুদ্রতীরবর্তী প্রমোদনিবাস।
- English Word Waterloo Bengali definition [ওয়োটালূ] (noun) meet ones Waterloo (বিশেষত সাফল্যের মৌসুমের পর) চূড়ান্ত ও নির্মমভাবে পরাজিত হওয়া।
- English Word watery Bengali definition [ওয়োটারি] (adjective) (১) পানিসংক্রান্ত বা পানির মতো; (বিশেষত রান্না করা সবজি) পানিতে ভরা; অতিরিক্ত পানি দিয়ে রান্না করা: watery cabbage. (২) (রং) ফ্যাকাসে; জলো। (৩) (চোখ বা ঠোঁট) টলটলে; ভেজা। (৪) বৃষ্টির আভাস দেয় এমন; (জলে) ভারী, জলভরা আকাশ।
- English Word watt Bengali definition [ওঅট্] (noun) বিদ্যুৎশক্তির একক; ওয়াট: a 100 watt light-bulb. wattage [ওঅটিজ্] (noun) [uncountable noun] ওয়াটে প্রকাশিত বিদ্যুৎশক্তির পরিমাণ।
- English Word wattle 1 Bengali definition [ওঅট্ল্] (noun) অপেক্ষাকৃত মোটা বাঁশ বা কাঠের দণ্ডের উপর ও নিচ দিয়ে বিনুনি করা নরম ডাল বা বাতার কাঠামো; বাতার বেড়া। wattle and daub মাটি-লেপা এ রকম বাতার বেড়া বা বাতার চাল। (২) বাতা তৈরিতে ব্যবহৃত অস্ট্রেলিয়ার কতিপয় একেশা (acacia) গোত্রীয় গাছ (সোনালি ফুলের এই গাছ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক)।
- English Word wattle 2 Bengali definition [ওঅট্ল্] (noun) মোরগজাতীয় পাখির মাথার উপর বা কণ্ঠে ঝুলে থাকা লাল মাংসল উপাঙ্গ; মোরগের ঝুঁটি।
- English Word wave Bengali definition [ওএইভ্] (verb intransitive), (verb transitive) (১) wave (at/to/in) (হাত, পতাকা, শাখা ইত্যাকার বস্তু) আন্দোলিত হওয়া; দোলা: The national flag was waving in the wind. Kamal waved at me, হাত নেড়ে (অর্থাৎ আন্দোলিত করে) ইশারা করল। Nizam waved to me, হাত নেড়ে (= আন্দোলিত করে) সম্ভাষণ জানাল, শুভেচ্ছা জানাল। (২) (ইশারা বা অনুরোধ করা, শুভেচ্ছা বা সম্ভাষণ জ্ঞাপন করা প্রভৃতি কাজে (কোনোকিছু) আন্দোলন করা বা দোলানো: The Children were waving colourful flags. He waved his hand at me. She waved goodbye to her neighbours. (৩) (কাউকে হাত নেড়ে বা হাতের ইশারায়) কোনো বিশেষ দিকে চালিত করা: The captain waved his men to advance. wave something aside (লাক্ষণিক) অগ্রাহ্য করা: His objections were waved aside. (৪) (কোনো রেখা, কোনোকিছুর বহির্ভাগ বা চুল) কুঞ্চিত বা তরঙ্গিত হওয়া: Her hair waves beautifully. (৫) কুঞ্চিত বা তরঙ্গিত করা: have one’s hair waved. দ্রষ্টব্য perm. □ (noun) [countable noun] (১) তরঙ্গ; ঢেউ। the waves (কাব্যিক) সমুদ্র। in waves ঢেউয়ের পরে ঢেউয়ের মতো; দফায় দফায়: The immigrants came in waves. (২) (ইশারা, শুভেচ্ছা বা সম্ভাষণ জানাতে) হাতের ইশারা বা নড়াচড়া; আন্দোলন; তরঙ্গায়িত গতি: with a wave of one’s hand. (৩) তরঙ্গায়িত রেখা; কুঞ্চন; She has a natural wave in her hair. (৪) অবিচল বা ক্রমাগত বৃদ্ধি ও বিস্তার: a wave of protest, প্রতিবাদের ঢেউ; a heat wave, তাপপ্রবাহ। (৫) যে তরঙ্গাকার গতির সাহায্যে তাপ, ধ্বনি, আলো, চুম্বকশক্তি ইত্যাদি বিস্তৃত বা বাহিত হয়: sound wave, ধ্বনিতরঙ্গ; radio wave, বেতারতরঙ্গ। wave-length (noun) পর পর দুই তরঙ্গ শীর্ষের (বিশেষত দুই বেতারতরঙ্গ শীর্ষের) মধ্যবর্তী ব্যবধান; তরঙ্গদৈর্ঘ্য। long/medium/short wave বেতার সম্প্রচারে ব্যবহৃত ধ্বনিতরঙ্গের দৈর্ঘ্য: a medium wave transmitter. wavy (adjective) তরঙ্গিত; কুঞ্চিত: a wavy line; wavy hair.
- English Word waver Bengali definition [ওএইভা(র্)] (verb intransitive) (১) দোদুল্যমান হওয়া: wavering flames. (২) টলতে থাকা; টলে ওঠা; টলা; ভেঙে পড়তে বা পিছু হটতে শুরু করা: My faith began to wave. The line of troops wavered and then broke. (৩) ইতস্তত করা; দ্বিধান্বিত হওয়া; দ্বিধা করা: He wavered between his loyalty to his family and his loyalty to the party. waverer (noun) দোদুল্যচিত্ত বা দ্বিধাগ্রস্ত ব্যক্তি।
- English Word wax 1 Bengali definition [ওঅ্যাক্স্] (noun) [uncountable noun] (মৌমাছি দ্বারা উৎপাদিত এবং মৌচাক নির্মাণে ব্যবহৃত) মোম; পেট্রলিয়ম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ; মোমবাতি, রেখাচিত্র প্রভৃতি নির্মাণে ব্যবহৃত শুভ্র ও বিশুদ্ধকৃত এ জাতীয় পদার্থ: (attributive(ly)) a wax candle; a wax doll, যে পুতুলের মাথা সোম দিয়ে তৈরি; paraffin wax; cobbler wax, সুতা শক্ত ও টেকসই করতে মুচিরা তার উপর যে মোম মাখায়; ear-wax, কানের খইল। waxpaper (noun) মোমের প্রলেপ দেওয়া পানিনিরোধক কাগজ। waxwork (noun) মোমে গঠিত বস্তু, বিশেষত মুখমণ্ডল ও দুই হাত মোমে গঠিত মানবমূর্তি, জীবন্ত দেখানোর জন্য রং করে ও কাপড় পরিয়ে এই মূর্তি জনসম্মুখে প্রদর্শিত হয়ে থাকে: They went to see the waxworks at Madame Tussaud’s, এ রকম মূর্তির জন্য প্রসিদ্ধ লন্ডনের একটি স্থান। sealing wax, দ্রষ্টব্য seal 2 (verb transitive) (১). □ (verb transitive) মোমের প্রলেপ দেওয়া; মোম ব্যবহার করে চকচকে করা; মোম মাখানো: wax furniture. waxen [ওঅ্যাক্স্ন্] (adjective) (১) (প্রাচীন প্রয়োগ বর্তমানে সচরাচর wax ব্যবহৃত হয়) মোম দিয়ে তৈরি। (২) মোমের মতো: a waxen complexion. waxy (adjective) মোমের মতো; মোমতুল্য; মসৃণ পাণ্ডুর পৃষ্ঠ বা উপরিভাগবিশিষ্ট; গড়ন বা বুনুনিতে মোমের মতো: waxy potatoes.
- English Word wax 2 Bengali definition [ওঅ্যাক্স্] (verb intransitive) (১) (বিশেষত চন্দ্র সম্বন্ধে, wane এর বিপরীতে) আলোকিত অংশ বেড়ে যাওয়া। (২) (প্রাচীন প্রয়োগ) হয়ে ওঠা: wax merry, খুশি হয়ে ওঠা।
- English Word way 1 Bengali definition [ওএই] (noun) (১) সড়ক, রাস্তা, পথ ইত্যাদি: (যৌগশব্দে) highway; railway; byway; a way across the field; a covered way, আচ্ছাদিত পথ; He lives across/over the way, রাস্তার উলটোদিকে/ওপারে থাকে; clear way, দ্রষ্টব্য clear 1 (৫). pave the way for (কোনোকিছুর) পথ তৈরি করা; (সংস্কার ইত্যাদি) গ্রহণের জন্য লোকজনকে (মানসিকভাবে তৈরি করা)। the Way of the Cross কাঁধে ক্রুশ বহনকারী যিশুর ক্যালভারি (জেরুজালেম শহরের উপকণ্ঠে এই পাহাড়ে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল) যাত্রার বিভিন্ন পর্যায় তুলে ধরে (সাধারণত গির্জার অভ্যন্তরে বা সন্নিকটে) অঙ্কিত চিত্রাবলি বা খোদিত ভাস্কর্যসমূহ। (২) (কোথাও যাওয়ার) পথ: Which is the shortest way from Azimpur to Kamalapur? Can you find your way home? ঘরে যাওয়ার পথ চিনতে পারবে তো/খুঁজে পাবে তো? I lost my way in the dark, অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম; He pushed/fought his way out, ভিড় ঠেলে বাইরে গেল/বাইরে যাওয়ার পথ করে নিল; Which is the way in/out, ভিতরে/বাইরে যাওয়ার পথ কোনটি? go one’s way (s) প্রস্থান করা; চলে যাওয়া। go out of one’s way (to do something) (কোনোকিছু করতে) বিশেষ রকম চেষ্টা করা; যা সম্ভব তার চেয়ে বেশি (চেষ্টা) করা: He went out of his way to help me. lead the way নেতৃত্ব দেওয়া; নিজে এগিয়ে গিয়ে অন্যকে পথ দেখানো; পথপ্রদর্শক হওয়া। make one’s way in life নিজের পথ করে নেওয়া; সাফল্য অর্জন করা। make the best of one’s way যত দ্রুত সম্ভব এগিয়ে চলা। make one’s way (to/towards) যাওয়া; অগ্রসর হওয়া। pay one’s way (ক) ঋণগ্রস্ত না-হওয়া। (খ) খরচপত্রের অংশ বহন করা। the parting of the ways (লাক্ষণিক) ভবিষ্যৎ পরিকল্পনা বা অনুরূপ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময়। by way of পথ ঘুরে; পথে: He came by way of Comilla, কুমিল্লার পথ ঘুরে/কুমিল্লা হয়ে এসেছে। out of the way ব্যতিক্রমধর্মী; অস্বাভাবিক; অনন্যসাধারণ: I don’t believe he has done anything out of the way. ,out-of-the- way (attributive(ly) ব্যবহার) সুদূর; পাণ্ডববর্জিত: an out-of-the-way place. (৩) by the way (ক) ভ্রমণকালে। (খ) (লাক্ষণিক) কথাপ্রসঙ্গে; প্রসঙ্গক্রমে। on the/one’s way গমন বা আগমনরত অবস্থায়; পথে: We were still on the way, তখনো পথেই (অর্থাৎ গমনরত) ছিলাম: We’ll have something on the way, পথে কিছু খেয়ে নেবো; He’s on the way to success, সাফল্যের পথে আছে; She’s got another child on the way, আর একটি সন্তান আসার পথে আছে অর্থাৎ সে আবারও অন্তঃসত্ত্বা হয়েছে। on the way out (লাক্ষণিক কথ্য) সেকেলে হয়ে যাওয়ার পথে আছে; অপ্রচলিতপ্রায়। (৪) [countable noun] পদ্ধতি বা পরিকল্পনা; কর্মপন্থা: This is the best way of acknowledging a debt, ঋণ স্বীকারের এটাই সর্বোত্তম পন্থা; Is this the way to do it? Do something (in) one’s own way, নিজের মতো করে (অর্থাৎ নিজের পদ্ধতিতে) করা। Where there is a will there is a way (প্রবাদ) ইচ্ছা থাকলে উপায় হয়। ways and means বিশেষত অর্থ জোগানোর উপায়-উপকরণ। have/get one’s own way নিজের ইচ্ছে মতো চলা। go/take one’s own way বিশেষত অন্যদের কথায় কর্ণপাত নড়া-করে স্বাধীনভাবে চলা বা কাজ করা। (৫) (শুধু singular) (দুই বিন্দুর মধ্যবর্তী) ব্যবধান; (অতিক্রমণীয়) দূরত্ব: It’s a long way from here, এখান থেকে অনেক দূরে; His work was better by a long way, অনেক বেশি ভালো; This will go a long way (= অনেক দূর সাহায্য করবে) in improving relations between the two countries. (৬) [countable noun] দিক: She went this way, এই দিকে গেছে; He looked my way, আমার দিকে তাকাল। put somebody in the way of (doing) something কাউকে (কোনোকিছু) শুরু করার ব্যাপারে সাহায্য করা: He put me in the way of making a living. (৭) (কথ্য) (শুধু singular) পার্শ্ববর্তী এলাকা; আশপাশ: They live somewhere Farmgate way, ফার্মগেটের আশেপাশে কোথাও থাকে; This brand of music has never been very popular our way, এই ধরনের (গান) বাজনা আমাদের অঞ্চলে কোনোদিন জনপ্রিয় হয়নি। (৮) [uncountable noun] যেকোনো দিকে অগ্রসরণ; (বিশেষত জাহাজ বা নৌকায়) অগ্রগতি। be under way; have way on (জাহাজ) পানির ভিতর দিরে/পানি কেটে চলতে থাকা বা অগ্রসর হওয়া। gather/lose way গতি লাভ করা/গতি হ্রাস পাওয়া: The boat slowly gathered way. get under way সামনের দিকে চলতে শুরু করা। give way (দাঁড়ি) প্রাণপণে দাঁড় টানা। এই সঙ্গে দ্রষ্টব্য give 1 (১০). make way (আক্ষরিক অর্থ লাক্ষণিক) অগ্রসর হওয়া। (৯) [uncountable noun] সামনে এগোবার মতো (ফাঁকা) জায়গা; এগিয়ে যাওয়ার স্বাধীনতা: Don’t stand in the way, পথ আটকে দাঁড়িয়ে থেকো না; Stand out of my way, পথ ছেড়ে দাও ; পথ থেকে সরে দাঁড়াও। be out of/put something out of harm’s way নিরাপদ স্থানে থাকা/নিরাপদ স্থানে রাখা। get something out of the way নিষ্পত্তি করা; চুকিয়ে ফেলা। give way (to something/somebody), দ্রষ্টব্য give 1 (১০). make way (for) জায়গা করে দেওয়া; পথ করে দেওয়া: All traffic has to make way for a fire-engine. put somebody out of the way কাউকে পথ থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ, তাকে কারারুদ্ধ করা বা (গোপনে) হত্যা করা বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না-দেওয়া। put somebody in the way of something কাউকে কোনোকিছু লাভ করার সুযোগ করে দেওয়া। see one’s way (clear) to doing something কোনোকিছু করার পথ (অর্থাৎ উপায়) দেখতে পাওয়া; বিশেষত তা করাটা ন্যায়সঙ্গত বোধ করা: I don’t see my way clear to helping you, তোমাকে সাহায্য করার পথ দেখছি না। right of way, দ্রষ্টব্য right 3 (২). (১০) [countable noun] প্রথা, রীতি, ধরন, পদ্ধতি, আচরণ, ব্যক্তিগত বিশেষত্ব বা বৈশিষ্ট্য: The good old ways , পুরনো হালচাল; পুরনোদিনের রীতিনীতি; the Bengali way of greeting somebody, কাউকে সম্ভাষণ জানানোর বাঙালি রীতি; The way of the world, দুনিয়ার হালচাল; দুনিয়ার রীতিনীতি: It’s not his way to be mean, নিচতা তার স্বভাবে নেই; I didn’t like the way he spoke to father, বাবার সঙ্গে তার কথা বলার ধরন আমার পছন্দ হয়নি; Don’t take offence- its only his way, কিছু মনে করবেন না- আসলে ওটা তার স্বভাব, সে ওরকমই করে থাকে (অর্থাৎ তার এহেন আচরণের বিশেষ কোনো মানে বা মূল্য নেই)। to my way of thinking আমার মতে। the way (কথ্য; adverbial ব্যবহার) মতো; যেমন: He did it the way I do. he/she has a way with him/her সে মানুষকে প্রভাবিত করতে পারে/বোঝাতে পারে। mend one’s ways নিজের চালচলন, আচারব্যবহার ইত্যাদি সংশোধন করা। (১১) [countable noun] ক্ষেত্র; বিষয়: He is a useful friend in some ways, কোনো কোনো ক্ষেত্রে যে একজন উপকারী বন্ধু; Can I help you in any way, কোনোভাবেই/কোনো বিষয়ে তোমাকে সাহায্য করতে পারি? He is in no way responsible for the accident, কোনোভাবেই/কোনো মতেই দায়ী নয়; Have we got anything in the way of food? ঘরে খাবার কিছু আছে? no way (কথ্য) কোনো মতেই না; একেবারেই না। (১২) [countable noun] অবস্থা; পরিস্থিতি; মাত্রা: Their economy is in a bad way, অর্থনীতির অবস্থা ভালো নয়; He is in a terrible way, খুব উত্তেজিত অবস্থায় আছে। any way সে যাই হোক; যা-ই হোক না কেন। each way /both ways (ঘোড়দৌড়ে বাজি ধরার ক্ষেত্রে) জয়লাভ করতে; জিততে; প্রথম তিনটির মধ্যে স্থান পেতে। in the family way (কথ্য) গর্ভবতী; অন্তঃসত্ত্বা। in a big/small way বড়/ছোট আকারে; আড়ম্বরপূর্ণ/আড়ম্বরহীনভাবে: He lives in a small way, অনাড়ম্বর/সাদামাটা জীবনযাপন করে; a trader in a small way, সাধারণ ব্যবসায়ী। have it both ways দুটি বিকল্পের মধ্যে নিজের সুবিধামাফিক প্রথমে একটিকে বেছে নিয়ে পরে অন্যটিকেও গ্রহণ করা; গাছেরও খাওয়া তলারও কুড়ানো। (১৩) (কোনোকিছু করার) পথ; সাধারণ পন্থা: do something in the way of business, ব্যবসায়ের পথ ধরা। (১৪) by way of (ক) বিকল্প হিসেবে বা কোনোকিছু হিসেবে: say something by way of introduction, ভূমিকা হিসেবে কিছু বলা। (খ) উদ্দেশ্যে; অভিপ্রায়ে: make enquiries by way of learning the facts of the case, মামলার প্রকৃত তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা। [countable noun] কোনোকিছুর পথ ধরে: by way of business. দ্রষ্টব্য উপরে ২- এর ঘর। (১৫) (plural) ভারী কাঠ দিয়ে তৈরি যে কাঠামোর উপর জাহাজ নির্মিত হয় এবং যার উপর দিয়ে নির্মিত জাহাজ পানিতে ভাসানো হয়। slip 1 (৬) ভুক্তিতে slipway দ্রষ্টব্য ১৬ (যৌগশব্দ) way-bill (noun) গন্তব্য ইত্যাদি বিষয়ে নির্দেশসহ বাহকের/বাহনের সঙ্গে দেওয়া মালপত্রের তালিকা। wayfarer [ওএইফেআরা(র্)] (noun) (সাহিত্যিক) পদব্রজে ভ্রমণকারী; পথিক। wayfaring [ওএইফেআরিঙ্] (adjective) পদব্রজে ভ্রমণরত: a wayfaring man. wayside (noun) পথপার্শ্ব: wayside flowers.
- English Word way 2 Bengali definition [ওএই] (adverb) বহুদূরে; অনেক দূর দিয়ে; অনেক দূর এগিয়ে: The discussion wandered way off the point. প্রসঙ্গ থেকে অনেক দূরে সওে যাওয়া; He finished way ahead of me, আমার অনেক আগে/আমার থেকে অনেক এগিয়ে শেষ করেছে। way-out (adjective) (কথ্য) অদ্ভুত; বাতিকগ্রস্ত; খামখেয়ালি: way out clothes.
- English Word waylay Bengali definition [ওএইলেই] (verb transitive) আক্রমণ করার জন্য ওত পেতে থাকা; পথিমধ্যে আক্রমণ করা বা সর্বস্ব অপহরণ করে নেওয়া; (সাধারণত কোনো অনুরোধ নিয়ে) হঠাৎ কারো সঙ্গ ধরা বা পিছু নেওয়া: be waylaid by bandits; He waylaid me with a request for a loan.
- English Word wayward Bengali definition [ওএইওআড্] (adjective) স্বেচ্ছাচারী; সহজে বাগ মানে না এমন: a wayward child.
- English Word we Bengali definition [উঈ] (pronoun) আমরা: We live in a small town. We believe in justice.
- English Word we'd Bengali definition [উঈড্] = we had; we would.
- English Word we'll Bengali definition [উঈল্]= we shall; we will.
- English Word we're Bengali definition [উইআ(র)]= We are.
- English Word we've Bengali definition [উঈভ্]= We have.
- English Word weak Bengali definition [উঈক্] (adjective) (১) (strong এর বিপরীতে) দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম: a weak team; a weak defence; a chair with weak legs; He is too weak to walk. weak-kneed (adjective) (লাক্ষণিক) দৃঢ়তাহীন; দুর্বলচরিত্র। (২) (ইন্দ্রিয় ইত্যাদি) স্বাভাবিক ক্ষমতাসম্পন্ন নয় এমন; ক্ষীণ: weak sight, ক্ষীণদৃষ্টি (অধিক প্রচলিত শব্দ poor); a weak heart. এর থেকে, weak-eyed, ক্ষীণদৃষ্টি; weak-headed, দুর্বলমস্তিষ্ক; weak-minded, দুর্বলমনা বা দুর্বলচিত্ত। (৩) (মিশ্রিত তরল পদার্থ বা দ্রবণ) পানির ভাগ বেশি এমন; হালকা; পাতলা: weak tea; a weak solution. (৪) ভালো নয় এমন; দক্ষ নয় এমন: weak in arithmetic. (৫) (ব্যাকরণ)weak verb weakd, weaked প্রভৃতি শব্দাংশ যোগ করে যে ক্রিয়াপদের কালান্তর দেখানো হয়, যেমন- walk, walked. weak form (কতিপয় সাধারণ শব্দের উচ্চারণ) শ্বাসাঘাতহীন অবস্থানে (শব্দের) উচ্চারিত রূপ: সাধারণত কোনো স্বরধ্বনির ব্যবহার দ্বারা অথবা কোনো স্বর বা ব্যঞ্জন ধ্বনির অনুপস্থিতি দ্বারা এই রূপ সৃষ্ট হয় (যথা and শব্দের উচ্চারণের ক্ষেত্রে ‘অ্যান্ড্’ – এর স্থলে ‘আন’ বা ‘ন’: bread and butter [ব্রেড্ ন বাটা(র্) weaken [উঈকান্] (verb transitive), (verb intransitive) দুর্বল(তর) করা বা দুর্বল(তর) হওয়া। weakling (noun) দুর্বল মানুষ বা দুর্বল প্রাণী। weakly (adverb) দুর্বলভাবে। □ (adjective) স্বাস্থ্যহীন; নিস্তেজ: a weakly child. weakness (noun) (১) [uncountable noun] দুর্বলতা: The weakness of old age; the weakness of a country’s defences. (২) [countable noun] We all have our little weaknesses, আমাদের সবারই দুর্বলতা আছে। (৩) have a weakness for (কোনোকিছুর জন্য) বিশেষ অযৌক্তিক আকর্ষণ বোধ করা: She has a weakness for chutney/fish and chips/fast cars .
- English Word weal 1 Bengali definition [উঈল্] (noun) [uncountable noun] (সাহিত্যিক) কল্যাণ; শুভ (প্রধানত):weal and woe, সম্পদে-বিপদে; সৌভাগ্যে-দুর্ভাগ্যে; for the public/general weal, সবার কল্যাণের জন্য।
- English Word weal 2 Bengali definition [উঈল্] (noun) [countable noun] চামড়ার উপর লাঠি, চাবুক ইত্যাদির আঘাতের দাগ।
- English Word weald Bengali definition [উঈল্ড্] (noun) (British/Britain) উন্মুক্ত প্রান্তর, একদা বনাঞ্চল: The weald of Modhupur.
- English Word wealth Bengali definition [ওএলথ] (noun) (১) [uncountable noun] বিশাল সম্পদ; বিশাল সম্পদের মালিকানা বা অধিকার; বিত্ত: a man of wealth. (২) a/the wealth of প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যক: a book with a wealth of illustrations, প্রচুর (দৃষ্টান্তমূলক) চিত্র সংবলিত বই। wealthy (adjective) সম্পদশালী; বিত্তবান; ধনী। wealthily [ওএলথইলি] (adverb)
- English Word wean Bengali definition [উঈন্] (verb transitive) (১) মায়ের বুকের দুধ ভিন্ন অন্য খাবারে (শিশু বা পশুশাবককে) অভ্যস্ত করানো; মাই ছাড়ানো। (২) wean somebody from something কাউকে কোনো অভ্যাস, সংসর্গ ইত্যাদি থেকে মুক্ত করা; অভ্যাস ছাড়ানো; সঙ্গ ছাড়ানো।
- English Word weapon Bengali definition [ওএপান্] (noun) অস্ত্র: lethal weapons. weaponless (adjective) অস্ত্রহীন।
- English Word wear 1 Bengali definition [ওএআ(র্)] (noun) [uncountable noun] (১) পরিধান: a shirt in constant wear, সারাক্ষণ পরা শার্ট: This canvass bag will stand any amount of hard wear. (২) ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষয় বা ক্ষতি: The carpet is showing (sings of) wear. wear and tear স্বাভাবিক ব্যবহার থেকে সৃষ্ট ক্ষয় বা ক্ষতি। (৩) টেকসই থাকার ক্ষমতা; স্থায়িত্ব: There is not much wear left in these shoes, এই জুতা (জোড়া) আর বেশিদিন পরা যাবে না, আর বেশিদিন টিকবে না। (৪) (প্রধানত যৌগশব্দে অথবা ব্যবসায়ীদের ব্যবহৃত শব্দে): under wear, অন্তর্বাস; foot wear, পাদুকা; জুতা; ladies wear, মহিলাদের পোশাক।