• Bengali Word top 1 English definition [টপ্] (noun) (সাধারণত the top (of)) শীর্ষবিন্দু; শিরোভাগ: He placed the flag at the top of the Everest.
      on top উপরে। on (the) top of (ক) উপরে: He put the blue one on (the) top of the others. (খ) উপরন্তু, তা ছাড়াও: He helped me with his car, on top of that he gave me some takas. from top to bottom আগাগোড়া; পুরাপুরি। from top to toe পা থেকে মাথা পর্যন্ত। blow one’s top (কথ্য) রাগে ফেটে পড়া। off the top of one’s head ১ (বক্তব্য) সুচিন্তিত নয় এমন। (২) উপরিভাগ। go over the top (সামরিক) শত্রুকে আক্রমণের উদ্দেশ্যে ট্রেঞ্চের সামনে দিয়ে চলে যাওয়া; (লাক্ষণিক) কিছুটা সন্দেহ অথবা দ্বিধার পর ত্বরিত কিছু করা। on top of the world (কথ্য) পরম সুখী। (৩) সর্বোচ্চ পদ অথবা স্থান: He is at the top of the list of the successful candidates. come to the top (লাক্ষণিক) খ্যাতি অথবা সাফল্য অর্জন করা। reach/be at the top of the ladder/tree কোনো পেশার সর্বোচ্চ অবস্থানে পৌঁছা। (৪) সর্বোচ্চ পদ অথবা সবচেয়ে বেশি পরিমাণ। shout at the top of one’s voice. দ্রষ্টব্য voice (noun)(৩). to the top of one’s bent, দ্রষ্টব্য bent 1. (৫) (গাড়ি চালনা) in top সর্বোচ্চ গিয়ারে: He drives in top. (৬) (প্রায়ই plural) পাতাবিশেষ। (৭) the big top বড় আকারের সার্কাস-তাঁবু। (৮) (attributive(ly), যৌগশব্দে) অবস্থান অথবা পরিমাণের দিক থেকে সর্বোচ্চ। topboot (noun) হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখে এমন জুতা। top-coat (noun) ওভারকোট। top dog (অপশব্দ) বিজয়ী প্রভু, দ্রষ্টব্য underdog. top drawer (noun) সর্বোচ্চ সামাজিকশ্রেণী। top-dress (verb transitive) জমি চাষ না-করে জমির উপরিভাগে সার ইত্যাদি ছিটিয়ে দেওয়া। top-dressing (noun) ছিটানো: He gave the field a top-dressing of fertiliser. top-flight/notch (attributive(ly), (adjective(s)) (কথ্য) প্রথম শ্রেণীর। top-gallant (adjective), (noun) ‘টপমাস্ট’ ও ‘টপসেইল’ এর ঠিক উপরের মাস্তুল ও পাল। top-hat (noun) রেশমি টুপিবিশেষ। top-heavy (adjective) উপরিভাগের অতিরিক্ত ওজনের কারণে পড়ার সম্ভাবনাপূর্ণ। top-knot (noun) মাথার উপরে গোঁজা পালক অথবা চুলের গ্রন্থি। top mast (noun) (প্রধান মাস্তুলসংলগ্ন) কিছুটা উপরের মাস্তুল। topmost [টপ্‌মোস্‌ট্‌] (adjective) সর্বোচ্চ। top people পেশায় সর্বোচ্চ অবস্থানের অধিকারী ব্যক্তিবর্গ। top-ranking (adjective) সর্বোচ্চ পদস্থ; সর্বোচ্চ শ্রেণীর। topsail (noun) সর্বনিম্ন পালের উপরের বর্গাকার পাল। top secret অত্যন্ত গোপনীয়। topless (adjective) (মেয়েদের পোশাক) টপলেস; বুকখোলা।
    • Bengali Word top 2 English definition [টপ্‌] (verb transitive) (topped, topping, tops) ১ শীর্ষ সংযোজিত করা; শীর্ষে পরিণত হওয়া: a mosque topped by a dome.
      (২) শীর্ষ অবস্থানে পৌঁছা; তালিকার শীর্ষে থাকা: He topped the list. (৩) top (something) up (শূন্যপাত্র) পূর্ণ করা: top up with water. top (something) out ভবন শীর্ষে সর্বশেষ ইট/পাথর স্থাপন। (৪) ছাড়িয়ে যাওয়া। to top it all ভালো বা মন্দ অবস্থার চূড়ান্ত হওয়া। (৫) আগা ছেঁটে দেওয়া।
    • Bengali Word top 3 English definition [টপ্‌] (noun) লাটিম।
      sleep like a top গভীরভাবে ঘুমানো।
    • Bengali Word topaz English definition [টোপ্যাজ্‌] (noun) [uncountable noun] হলুদ রঙের স্বচ্ছ খনিজপদার্থ বিশেষ; পোখরাজ।
    • Bengali Word topi English definition [টোপি America(n) টোপী] (noun) টুপি।