• Bengali Word right 3 English definition [রাইট্] (noun) ১ [uncountable noun] ঠিক; সঠিক, ভালো, ন্যায়, সত্য ইত্যাদি: May God defend the right.
    be in the right ন্যায়ের পথে থাকা। (২) [uncountable noun] অধিকার; দাবি। by right (s) ন্যায়বিচার হলে; সত্যিকার অর্থে। by right of কারণবশত: The Normans ruled England by right of conquest. in one’s own right ব্যক্তিগত দাবিতে; নিজগুণে: He did it in his own right.right of way (ক) সর্বসাধারণের অধিকার (খ) (রাস্তায় চলাচলে) অন্যদের আগে কারো যাওয়ার অধিকার। human rights মানবাধিকার। women’s rights (বিশেষ করে) নারী-অধিকার; (রাজনীতি, অর্থনীতি এবং সমাজের সকল ক্ষেত্রে) পুরুষের সঙ্গে সমান অধিকার। দ্রষ্টব্য lib. stand on/assert one’s rights অধিকারসচেতন হওয়া এবং এ ধরনের ঘোষণা প্রদান করা যে, অধিকার আদায় না-করে ছাড়ব না। (৩) (plural) আসল অবস্থা। put/set things to rights সাজিয়ে রাখো। rights and wrongs আসল ঘটনা: He tried to find out the rights and wrongs of the murder. দ্রষ্টব্য right (২).