• Bengali Word seal 2 English definition [সীল] (noun)১ (গালা ইত্যাদির) মোহর; সিলমোহর।
    given under my hand and seal (আইন সম্বন্ধীয়) আমার স্বাক্ষর ও মোহরযুক্ত। under seal of secrecy (লাক্ষণিক) গোপনীয়তা আবশ্যিক বা প্রতিশ্রুত বলে যা হয়েছে তা অবশ্যই গোপন রাখতে হবে; গোপনীয়তা রক্ষার মোহরাঙ্কিত করে। (২) মোহরের পরিবর্তে ব্যবহৃত কোনোকিছু, যেমন দলিলের সঙ্গে সংলগ্ন কাগজের চাকতি, ছাপ ইত্যাদি; মোহর। (৩) মোহর করার জন্য নকশাযুক্ত ধাতুখণ্ড; মোহর। seal-ring (noun) (অনেক সময়) রত্নের উপর উৎকীর্ণ নকশাযুক্ত মোহরযুক্ত আংটি; অঙ্গুলিমুদ্রা; অঙ্গুলিমুদ্রিকা। (৪) seal of (লাক্ষণিক) কোনো কিছুর নিশ্চয়তা বা অনুমোদনরূপে বিবেচিত কার্য, ঘটনা ইত্যাদি; মোহর: the seal of approval. □ (verb transitive) (১) seal (up) মোহরাঙ্কিত করা; সিল মারা: seal a letter, শক্ত করে বন্ধ করা; seal a jar of fruit, বায়ুরোধী করে বন্ধ করা; seal up a window, (যেমন) সব ফাঁকফোকরে কাগজ এঁটে দিয়ে। seal something in আঁট দিয়ে বন্ধ করে ভিতরে রাখা; সম্পূর্ণরূপে সংরক্ষণ করা: seal in the flavour, seal something off ঘেরাও করে রাখা; অবরুদ্ধ করা: seal off an area of land. one’s lips are sealed বিষয়টি গোপন রাখতে হবে; মুখে তালা দেওয়া হয়েছে। sealed orders জাহাজের অধ্যক্ষের (কিংবা অন্য দায়িত্ববান ব্যক্তির) কাছে প্রদত্ত লেফাফাবদ্ধ নির্দেশাবলি, যা তিনি একটি নির্দিষ্ট সময়ে বা স্থানে খুলতে পারবেন; মোহরাঙ্কিত হুকুমনামা। sealing-wax (noun) গালা; লাক্ষা। (২) মীমাংসা/নিষ্পত্তি/ দফারফা করা: seal a bargain. The plan of the project is sealed.