• Bengali Word wit 1 English definition [উইট্] (noun) ১ (singular বা' plural) বুদ্ধি; বোধশক্তি; মানসিক ক্ষিপ্রতা: He never loses his wistful wits in an emergency.
    at one’s wits end হতবুদ্ধি; হতভম্ব। out of one’s wits অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত; বিভ্রান্ত; উন্মাদ; পাগল: You’ll drive me out of my wits if you go on behaving in this way. have a ready wit চট করে চাতুর্যপূর্ণ ও রসালো মন্তব্য করতে পারা। have/keep one’s wits about one কী ঘটছে তা চট করে বুঝতে পারা এবং সজাগ ও কর্মতৎপর হওয়া। live by one’s wits চতুর ও সর্বদা সৎ নয় এমন সব পন্থা অবলম্বন করে জীবিকা অর্জন করা; বুদ্ধি ভাঙিয়ে খাওয়া। (২) [uncountable noun] রসময় ও চাতুর্যপূর্ণ অভিব্যক্তি; রসিকতা; প্রাণময়তা; উচ্ছলতা: His conversation is full of wit. (৩) রসিক ব্যক্তি। witty (adjective) রসিক; রসালো: a witty remark; a witty person. wittily [উইট্ইলি] (adverb) witticism [উইটিসিজাম্‌] (noun) [countable noun] রসালো (ও চাতুর্যপূর্ণ) উক্তি। witless (adjective) নির্বোধ; বোকা।