• Bengali Word do 2 English definition [ডূ] (verb transitive), (verb intransitive) ১ কোনো কিছু করা: What is he doing in the garden? What does your father do? (পেশা কী?) What man has done, man can do.
    Do it yourself (DIY) নিজে করা, যেমন ঘরদোর সারাই, মেরামত, চুনকাম ইত্যাদি; আসবাবপত্র নিজে বানানো। Easier said than done বলা সহজ করা কঠিন। No sooner said than done যেমন বলা তেমন কাজ। (২) (ক) সৃষ্টি করা; ঘটানো; বানানো: Patience can do wonders. Can you do five copies of this letter for me?(খ) কোনো কাজে ব্যস্ত থাকা: He is doing his homework.(গ) সম্পাদন করা: We should do our duty to our country.(ঘ) পাঠগ্রহণ করা: He is doing honours at Dhaka University.(ঙ) সুশৃঙ্খল করা; সাজানো: The house had been done beautifully. She did her hair carefully. do-gooder (noun) (ক) (কথ্য) (প্রায়ই ব্যঙ্গার্থে) এমন ব্যক্তি, যে সব সময় পরের ভালো করতে চায়। (৩) (past participle ও perfect tense) সমাপ্ত করা; সাঙ্গ করা: Its done; উপযোগী হওয়া: This pen won’t do for my purpose; যথেষ্ট হওয়া; Four shirts will do at present. How do you do? (সম্ভাষণ জানানোর ফর্মুলা বাক্য)। (৪) ভ্রমণে পথ অতিক্রম করা: We did 50 miles a day on our tour. (৫) দৃশ্য; বেড়ানো: Have you done the parks of the town? ৬ have to do with সম্পর্কযুক্ত হওয়া; জড়িত হওয়া। do away with বাতিল করা; পরিহার করা: You should do away with your bad habits; হত্যা করা: The king did away with all his enemies. do for somebody/something (কথ্য) চাকরি করা, বিশেষত গৃহস্থালিতে: He has been doing for us for 10 years. জীর্ণ হয়ে যাওয়া; ধ্বংস হওয়া: I am done for! be done in ক্লান্ত হওয়া: I was done in after the long day’s work. do something up মেরামত করা; নবায়ন করা: They have done the house up recently. do with somebody/something (ক) What did you do with my pen? (কোথায় রেখেছো?)(খ) সহ্য করা: He couldn’t do with his son’s disobedience.(গ) I feel as if I could do with a cup of tea, এক কাপ চা হলে ভালো হতো। do without somebody/something কোনো কিছু ছাড়াই চলা: I cann’t do without your service. We cann’t do without water even for a day.